![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাহবিতান পাঠ করে চলেছে গম্ভীর গায়েবী কন্ঠ, সেই সুরে একে একে খসে পড়ছে ঋদ্ধ তারা।
দিবান্ধ ঐশ্বরী চোখ অত্যোজ্জলতা কুড়োয় অন্ধকারে। এক ফাঁকে মূর্খ-গুণানুবাদের কাছে নত হয়ে পড়ছে দীপশিখা।
তরুণ প্রমোদসমূহ ক্রমে বৃদ্ধরূপ নিচ্ছে। এত প্লট! ডালিমের মত জোট বেঁধে আছে ভাবনা দানা।
আবছা শাদায় বোঝা যায় হেঁটে আসছে কোন পরহেজগার। অদূরে থেমে থেমে বেজে উঠছে কাংস্য'র ঘন্টা।
দস্যুতা চূর্ণন করছে মতি-সৌহৃদ্য, প্রণামী অজস্র মুখ চেয়ে থাকে বায়োস্কোপ। মোক্ষলাভের বার্তা নিয়ে আসা
মধু-মক্ষিকা, পথে-ঘাটে-বসতবাড়িতে ছড়িয়ে যাচ্ছে মৌখর্য'টা। কোথাও শীতল বয়ে চলে রিক্তশৈলী ব্যথা।
সময়ে আলিঙ্গন নিষিদ্ধ, ফলার্থ ক্রিয়া চতুর্থাশ্রমের দিকে ছুঁড়ে দিতে হয়। বেঁচে থাকার যাত্রা উপভোগ করে সুহৃৎ যম।
©somewhere in net ltd.