![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিসের উল্লাস শোনা যায় কান পাতলেই?
কারা ওরা ?
আনন্দ আশ্রমে ঝুলিয়ে রেখেছে যোনি খন্ড !
ঘামের
কামের
কিসের ঘূর্ণন সূত্র লিখছে তাঁরা?
নীলাভ বেদনার আসমানের দিকে
কোন শববাহি দল ছুটে চলেছে/
আগুনের ইশকুল, নৈবেদ্য নিঃশব্দ নদী
সব ফেলে কে মরে যায় কার আগে/
বেহেশতী হুরের স্তনের ভেতরে তৃষ্ণা বিপরীত পুষ্প সুবাস
বেহেশতী হুরের সঙ্গমে পূন্য-প্রজাপতি গলিত রঙ-এর জন্য
কারা ভুলে যায়?
মৃগাঙ্কের অথৈ-এ ভাসমান পানকৌড়ি জীবন !!
কাদের দংষ্ট্রা চোখ, চেয়ে আছে স্থির?
কাদের বিনাশী স্বর, ডাকছে কেবল?
আঁধারের ঘরে ঢুকে মৈথুনের চাদর বুনতে থাকে বিনষ্ট তাঁতি;
জন্ম-স্রোতে দূর্বর্ত্মের মদ মেশাচ্ছে কোন চিদাত্মা যোগাড়িয়া ?
তাঁরাও কী জানে? অথবা তাঁদের কেউ একজন?
তামাটে ঠোঁটগুলোর পাশেই লাবণ্য চুমু খায় ময়ূর পেখম, রিঙ্গন হর্ষ-ধ্বনি
স্বাদের ডঙ্কা বাজানো সমূহ-জিহ্বা আর তুমুল তার্কিক রোদে অস্থিমহল !
কারা ওরা? সিসা ঢেলে দিচ্ছে শৃঙ্গনির্মিত বাদ্য রন্ধ্রে ?
ঈর্ষা তীর-ফলক বিঁধে রুধির হয়ে উঠে পুরোনো আত্মার গান।
ঈশ্বরী শরীরে যারা চাষারু, তাঁরা আর মৃৎ-যাজক এক
পারুষ্য চাবুক ছুঁড়ো সেই সব পীত বর্ণের অস্বীকৃত ধর্ম-পাখিকে …
সেক্ষেত্রে কুটুম্ব কারা? কাদের বার্হস্পত্য মর্ত্যের বালিহাঁস?
নিসর্গ পান্ডুলিপিতে লিখা নেই তাঁদের মহার্ঘ্য নাম !
©somewhere in net ltd.