নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈরিৎ ইমু

নৈরিৎ ইমু › বিস্তারিত পোস্টঃ

নিজেকে ছিঁড়ে দিতে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪



অনেক অনেক দিন সহ্য হয় না মানুষ
নীল ও অস্তরঙ অগ্রাহ্য করে
অগ্রাহ্য করে লোভাতুর উড়ন প্রাণ ও শূন্যযান
কেবল পাথরের দেয়ালে কান রেখে শোনা সমুদ্রের ঢেউ
আলাপচারিতায় লোক, সমাজ-শিক্ষা-অর্থ এবং
সবশেষে অজস্র ঝিঁঝিঁডাক
তার মধ্যে সশব্দে ফুটে যাচ্ছে শত শতাব্দীর মুকুল
পলাশফুল গড়িয়ে পড়ছে ধূলোয়
তারপর কাঠবহন জীপ গাড়ির চাকায় হচ্ছে পিষ্ট
কোথাও নগ্ন পা সৌখিন কাদাঘ্রানে ডুবে যাচ্ছে
অনেক অনেকদিন অন্ধকার, অন্ধকারে মৃন্ময় মন্যু দেখা
মৃদু বাতাসে অদূরে কাঁপাসুরে অবিরাম বেজে যাচ্ছে ছেঁড়া পলিথিন এক
আর এইসব কেউ শুনে ফেলার ভয় ...

অনেক অনেকদিন পর হঠাৎ একদিন মায়ের সাজটেবিলের আয়নায়
নিজের মুখচ্ছবি দেখে বেরিয়ে পড়েছি
দুগ্ধস্নান শেষে নিজেকে ছিঁড়ে দিতে নক্ষত্রের মাঠে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.