![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো অশ্বত্থ জড়িয়ে আছে স্বর্ণলতা
অবিকল আমি আর আমার শব
গাহন নৈপুণ্যতা হয়ে আছি পরস্পর
জ্বরমগ্নতায় মৃতচাঁদ, চূর্ণখবর হতে
শুনি মায়ের স্বর ক্ষীণ হয়ে আসছে
পবনে চুল, ইঞ্জিনগাড়ি চড়ে চলেছি কোথায়
মনে পড়ে, বেয়ারিং চাকা
ঘুরপাক খেতে খেতে ছিটকে পড়ি
লাটিমে আনন্দ ঘুরছে...
ঘুরছে আনন্দ লাটিমে...
হরিৎ তৃণদ্বার ভেঙ্গে আসে নগরহর্ন
আচানক মগজে বিদ্যুৎ খেলে বেত পাতার বাঁশি
কূয়াধারে নারীদিদিরা লেগে আছে মৃন্ময় কলসে
জলজকিশোরীপনায় ফুটে আছে পানাফুল
মেঘতৃষ্ণার মাঠে ছুটে বল্গা হরিণী দূরন্ত-দূর
চোখে ভাসছে গলিত নুন...
গলিত নুন ভাসছে চোখে...
মাংসের সংসারে অনাত্মীয়ের ঘ্রাণ, সূর্যচুম্বনের
লাল লেগে আছে আমার ঠোঁটে
বনভূমি হতে তুলে আনি খসে যাওয়া নক্ষত্রের ফোঁটা
মর্তের শিশু ছুঁতে চাইলেই আগুনের আঙ্গুল
ময়ূরবিধিজ্ঞান হতে হাঁটুভাঙ্গা ক্রন্দন
মানষীরা শুয়ে আছে আমার দেহের রিফু'য় রিফু'য়
ঈশ্বরী ভিটার পাশে ষাঁড়ের যুদ্ধ
খুনরক্তপথে পড়ে আছে কেয়ূর বিতান
আর একটি কুমীর অচিরেই উঠে পড়ে আমার বক্ষভূমি
অসমচর্ম ঘর্ষণে ক্ষত এবং পর্বতপ্রস্তরসমান চাপে
শ্বাসকষ্টে আমি কেঁপে কেঁপে উঠি।
চোখে ভাসছে গলিত নুন...
গলিত নুন ভাসছে চোখে...
আমাকে শূন্য করো হে আদিপিতা
চাইতেই এক বলয়ের ভেতরে আমি এসে পড়ি
দেখলাম, পৃথিবীতে কোন মানুষ নেই
আছে শুধু শূন্যতার এক একটা ঘূর্ণাবর্ত বলয়।
লাটিমে আনন্দ ঘুরছে...
ঘুরছে আনন্দ লাটিমে...
©somewhere in net ltd.