![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* খেলা
সারারাত কৃষ্ণকলা
সর্প নিশ্বাস জমা হচ্ছে তোমার নিঃশেষ বিন্দুতে
ছায়াসুন্দরে অগ্ন্যুৎপাত দৃশ্য, উলুবনে দৌড়ে বেড়াচ্ছে কেউ
সমূহঅস্থি এখন সময়ের ট্রামলাইন
কম্পনের বাঁকা খোপরে ঘুমিয়ে যাচ্ছ কেবল
সূর্যের গাড়ি এসে নিয়ে যাবে অবশিষ্ট যাত্রাপথ...
দিনান্ধ বাদুরের পাখা থেকে সন্ধ্যা ঝরে
ধ্রুব নক্ষত্রের দেশে কেউ ঠিকানা মিলায়
শূন্যতা বিরতি দিলে বাড়িঘরবিছানা আপন
বিগলনের দিকে তুমি গুনছো দুই পা
রক্ত জবাকুসুম অবলম্বন, নিতান্তই ঘামঅশ্রুবীর্য বিকর্ষণ !
* মীন রাশি
বেজে উঠেছে পুরনো হুইসেল
বিদগ্ধ দুপুর কুড়োনোর বেলায়
প্রজাপতি ঘরে এলে জল দিও
ক্লান্তি আঁকতে গিয়ে হয়ে যাবে মৃগছানা
খুঁজো না জরির বাগানে হারানো চাঁদ
রূপক্ষুধা পুড়িয়ে যাচ্ছে যত যুগধর্ম
করিডোর হয়ে যাক আনন্দ উদ্যান
ফলিত রশ্মির কাছে মেলে ধরো বন্ধ্যাত্ব তোমার
মন খারাপী অলংকার বাক্সেই থাক
আয়নামুখী নিসর্গতা নিয়ে চলে যাও ঈশ্বরপুর
তোমার প্রাক্তন প্রেমিক এখনও কাঠমিস্ত্রি।
* নাট্যশালা
মহাকাল নিয়ে চলেছে রংবাজ ট্রাক
ভূমির অতলে আছে বেগুনী খনিজ
কোরাসের মফস্বলে মুগ্ধ নকীব
পিপীলিকার গান ফুরোলেই মাকড়ের ছাদ
তরুলতা সংসারে ঘুরে বেড়ায় গুইসাপ
একটা ডিমের জন্য যুদ্ধ করছে দুটি ঘড়িয়াল।
আগুনের বাঁশি ব্যবসা শিখছে সুরকারিগর
ছেঁড়া প্রেম সেলাই করছে যারা, অথচ শামুক
ছিটকে আসছে কু-চোখের শূল
মরার ভাতও মরে যায় একসাথে।
* চুমুপ্রার্থনা
কথোপকথন শেষে যারা মাতাল
বৃষ্টির ঐপাড়ে পাঠায় ক্ষুদেবার্তা
ভেকের পরাগায়ণ পার হলে
ফেসবুকে তুলে দেয় গোলাপী অসুখ
স্থিরতা যেন এক মায়াবী পিলার
বৃত্তের স্বর্গে বয়সী হচ্ছে দোলনা কার!
শতাব্দীর নেমপ্লেটে ভুল নাম জ্বলে
জন্ম শেকড় আলো দেখবে না কোনদিন
সমূদ্র প্রাণ বায়ুজাহাজের কোলে বিশ্রাম
নারী শালিক, চুমুপ্রার্থনা হবে আরেকদিন।
©somewhere in net ltd.