নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈরিৎ ইমু

নৈরিৎ ইমু › বিস্তারিত পোস্টঃ

চক্র দাক্ষ্য

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

খুঁত



বিষাদের সুতোয় বোনা রাতে শুনি উটপাখির শ্বাস। উড়ন্ত-জীবনের পুস্তক লিখে চলেছে কেউ; বাকলে বয়সের দাগ নিয়ে গাছগুলো জানে।



জানে, নিখুঁত কোন কিছু নিশ্চয় খুঁতহীন হয়।



----



সন্ধান



প্রতিটা অহর্মুখ ভঙ্গগীত প্রার্থনা হবে, এমন নয়। ধ্রুবহাসি, চন্দ্রতপ ধ্যান, কুসুম-চাহনের সঙ্কেত পাশে নিয়ে ভাবি, চন্দনসূরজ ভালো। বুদ্ধবৃক্ষের কাছে গিয়ে নত হই, মেলে ধরি বাৎসল্য সূতিকা, খুলতে থাকি মন্যু-তন্তুগিট।





স্মরণখোলার বালিতে মিশে আছে শিশুদৌড় ঘ্রাণ।



-----



রোদফল



দোল খাওয়া হীম পা ছুঁতেই জুতো-জোড়া খুঁজে আনি। অগ্নি-চুম্বনের কথা বলি অতিথি পাখির কাছে। ওরা ওড়ে আসে বরফের গান গেয়ে। কুয়াশার গাছ, একটু হুইসকি হবে? রোদফলে দাঁত বসিয়ে ভাবি গলে যাচ্ছি দারুণ।



----



কালান্তক



পানশালার দিকে যেতে যেতে কতগুলো মৃত্যু; দৈব নক্ষত্র গণনা করে চলে। কতগুলো পুষ্পওষ্ঠ রক্তে রাঙ্গা হয়! পরিঘ ফুকারে মিশে গ্যাছে নীলকন্ঠীর কান্না।



চক্ষুতারায় ফনা তুলে আছে একটি সাপ!



---



বক্রচোখ



মধ্যমপুরুষের দিকে ফিরে তাকাও হে বক্রচোখ। জেগে আছ মানে প্রদীপ উপাসনা। শূন্য বিদ্যার কাছে তুমি শব্দ কিছুই না। অন্তর্দৃষ্টি সকলের এক হবে না, হয় না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.