![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দরদী কন্ঠ তুমি রাখিলে মনে, সেই ঢের। এই সুদূরে কেবল কুমড়ো ফুলের স্বাদটুকু লয়ে ফেলিয়া আসিলাম বাটীর রন্ধনশালা, তোমার বিছানো পাটি আর দুঃখ রুমাল! রাখিও সহি সালামতে। জরুল গাছের তলে জমে গেলে নুন জল, পথের দিকে চায়। করিও ক্ষমা।
উঠোনের কোণে ডালিমের ডালে হলুদ পক্ষীরে দেখিয়া তুমি মন বান্ধিও আবার। আবার যদি মনে লয় কাছে খুব কাছে কোথাও বাজিয়া উঠিল কন্ঠ দরদ মাখিয়া হায়...
©somewhere in net ltd.