নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈরিৎ ইমু

নৈরিৎ ইমু › বিস্তারিত পোস্টঃ

অনাড়ম্বর মৃত্যুযজ্ঞ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬



বিষ পিঁপড়ের সারির ভেতর তুমি কী করছ?
মৃত্যুর অপেক্ষা?
চন্দ্র মাসের অর্ধেক রাত উড়ে গেছে পেঁচাদের মন্দ ডানার হাওয়ায় !
যুদ্ধে যাওয়া হ্রেসা রব ফিরে এলে ঘোড়াশালে-
রঞ্জিত বর্মে দেখতে পাও বাগ'ব্রজ চিত্র !

একজোড়া শীতল চোখ ডাকছে তোমায় .…

অগ্নিক্ষয়সূত্র পাঠ করছে সভাকবি, মহতী উল্কার পৃষ্ঠে তোমার ভাগ্যরথ।
সুরাপাত্রের তরল ছায়াচিত্রে ধূর্ত তীরন্দাজকে দেখে
জীয়ন্তের ক্ষেত্রফল হতে মুছে যায় কালবেলা।
তুমি জানো, চাবুকের শরীরে লেগে আছে নীল মাংসের দরদ !

এক জোড়া শীতল চোখ ডাকছে তোমায় …

অজস্র নিক্কন ধ্বনির মশাল মিছিল ঘিরে আছে তোমার চতুর্পাশ
মৃতপ্রায় অরণ্যের ভিতরে পুংবাঁশিতে ফুঁ দিচ্ছে কে?
ফেনিল জলটান ভাসিয়ে নিচ্ছে তোমার সকল অপরাগ।
ব্যাঘ্র চর্ম হতে খসে যায় গরিমার লিপি, শঙ্কার বাকলাচ্ছাদিত হয়ে উঠছো ক্রমশ।
মৃন্ময় পাত্রে জমিয়ে রাখছ তুমি যমদূতের অশ্রুজল, হাস্যরত ক্রিতদাস।

একজোড়া শীতল চোখ ডাকছে তোমায় …

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.