![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু ডাকহরকরা মাঝে মাঝে রাত চিড়ে যায়, ঘোড়ার গাড়িতে আসে রাষ্ট্রমাতা। প্রাচীন কায়দায় বসে থাকা বুড়ো বাউল-দোতারায় সিঁধ কেটে প্রবেশ করেছে দস্যি বাদক। মফস্বলের মেয়ে, লেইস ফিতা মনে এলে বড়জোর জেমসের গান। স্বল্প-দৈর্ঘ্যের চলচ্চিত্রের মত বাস যাত্রী'র শ্বেত-শ্রী মুখ, চোখে লেগে থাকে; সেও কী জানবে আমি কবি! দু-টাকার নোটে লিখে ফেলি কার নাম! মুঠোফোনে ছাত্রী; ভুলে গেছি টিউশন বাড়ির রাস্তা। কাকের শহরে ঘামের ভেতর হয়ে আছি অদৃশ্য নুনের দানা। এখানে তো নয়, আমি যাবো অন্য কোথাও। যেখানে চিরল ফুলের বৃষ্টি হলে, মন-কোনে জমে উঠে ক্লান্তির ফেনা। ঢেউয়ের উঠোন-জুড়ে ঝিনুক রেখে গেছে মুক্তো কণা।
©somewhere in net ltd.