নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈরিৎ ইমু

নৈরিৎ ইমু › বিস্তারিত পোস্টঃ

লাল জিভ

০৩ রা মার্চ, ২০১৫ রাত ৩:০৪

বান্ধব হে, মাংস-হাড় ফেলে রেখে চলেছো অনন্ত গান্ধারের পথে। জিকিরের বন হতে শাদা জন্তু এসে শুয়ে গেলো পাশে। নয় সে কোন অনুপকারজ্ঞ জন্তু! লাল জিভ বের করে চেটে নিলো রক্তনালী। পশ্চাতে জিভ লাল দেখেছিলাম মর্তের খর্পরে, ছদ্মবেশী সেবিকার হাতে।

চাকভ্রমী গোলকের হায়াহীন যোনীপ্রেম শুকে শুকে উগরেছো বমি। দেখে মারহাবা নিক্ষিপ্ত করেছো ডায়ালেকটিক সর্প নৃত্যের পানে। নেমেসিসের ভেতরে নামিয়েছো ঘুম, ঘুমাবদ্ধ চোখে- অভ্যান্তরের কালো সরোবরে ভয়ার্ত ডুবুরী। সেখানেও পেঁচিয়ে ছিলো লিকলিকে লাল জিভ।

সিকতার মাঠে ছিন্নভিন্ন হয়ে আছে পরিহিত খোলস, সজ্জন হে। খোলসের অতিশয় উষ্মায় গলে নদী ইয়াত্তা, বুঝি সেই মুখমদ গর্ভে বয়েছিলো খৃষ্টকাল! বিন্ধন বিন্দুতে আসক্ত পলিফোনিক পাখিগুলো, দুলে উঠে জিকিরের বন। ধীর-শান্ত ভঙ্গিতে বিহিত আহার নিষ্পন্ন করে অন্ধকারে ডুবিয়ে দেয় শাদা শরীর, লাল জিভধারী জন্তু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.