নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নক্ষত্০০৭

নক্ষত্০০৭ › বিস্তারিত পোস্টঃ

৩জি/৩.৫জি'র গতি কিসের উপর নির্ভর করে?

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮

ক. সংজগের ডিভাইস (হ্যান্ডসেট/ট্যাবলেট/ইউএসবি মোডেম)

খ. গ্রাহকের অবস্থান/নেটওয়ার্ক কভারেজ।

গ. দিনের সময়

ঘ. একি অবস্থানে একি সঙ্গে ব্যবহারকারের সঙ্ঘখা।

:)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৬

ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: ৩ জি সাড়ে তিন জি এসব শুধুই ভাঁওতাবাজি।
আপনি ৫১২ kbps এর প্যাকেজ নিয়ে যদি সেই স্পিড পান তবে তিন জি, সাড়েতিন জি, তিন দশমিক নয় জি এসবে কি আসে যায়?
আপনি ৫১২ kbps এর প্যাকেজ নিলে আপনাকে তো কেউ ১ mbps দেবেনা।
স্পিড নির্ভর করে প্যাকেজের উপর।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২

ঢাকাবাসী বলেছেন: আপনার বাংলা ভাষাজ্ঞান খুবই খারাপ! ভাল করার চেষ্টা করুণ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৭

মশিকুর বলেছেন:
বাংলাদেশ ছাড়া ৩.৫ জি বইল্লা পৃথিবীর অন্য কোন দেশে কোন প্যাকেজ আছে কিনা সন্দেহ আছে। রবিতে চাকরী করে এক ভাই কিছু ধানাই ফানাই করে শেষে কোনমতে স্বীকার করছে যে ৩ জি এর চেয়ে কিছু সুবিধা বেশী বলে তাঁরা এটাকে ৩.৫ জি বলতাছে। কি সুবিধা বেশী জিজ্ঞেস করলাম। বলল স্পীড নাকি বেশী তাও আবার ৩ জি রেঞ্জের মধ্যেই। আমি খালি দাঁত গুলা বের করে একটা হাসি দিলাম, এম্নে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.