![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এন্টার্কটিকায় এখন বরফ গলছে বছরে ১৬ হাজার কোটি টন হারে। এন্টার্কটিকায় বরফ গলার সর্বশেষ হিসাবের চেয়ে এ হার দ্বিগুণ বেশি।
তুন এ তথ্য প্রকাশ করেছে ইউরোপের ক্রায়োস্যাট মহাকাশযান। বরফ স্তরের আকৃতি পরিমাপের জন্য এ যানের রয়েছে বিশেষ ধরনের রাডার।
এন্টার্কটিকা থেকে গলা বরফই বিশ্বে সমুদ্রস্তরের উচ্চতা বছরে প্রায় ০ দশমিক ৪৩ মিলিমিটার বাড়িয়ে দিতে পারে। ‘জিওগ্রাফিক্যাল রিসার্চ লেটার’ জার্নালে বিজ্ঞানীরা এ সংক্রান্ত তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন।
২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনবছরের পর্যবেক্ষণ থেকে এ হিসাব দিয়েছেন বিজ্ঞানীরা। ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চালানো গবেষণার পর নতুন এ গবেষণা করা হয়েছে।
বরফের স্তরের উচ্চতার পরিবর্তন লক্ষ্য করা হয়েছে গবেষণায়। দেখা গেছে তুষারপাত ঘটে বরফের স্তর বাড়ে আর বরফ গলে আবার তা কমে যায়।
গবেষকরা মহাদেশটিকে পশ্চিম এন্টার্কটিক, পূর্ব এন্টার্কটিক এবং এন্টার্কটিকা উপদ্বীপ এ তিনটি অংশে ভাগ করে পর্যবেক্ষণ করেন।
দেখা গেছে, তিনটি অঞ্চলেই বরফ গলছে। পূর্ণ বরফের স্তর গড়ে যতটুকু বাড়ছে বছরে তার প্রায় ২ সেন্টিমিটার বরফ গলে যাচ্ছে। এই হিসাবে একেক অঞ্চলে বরফ গলার পরিমাণ বছরে যথাক্রমে ১৩ হাজার ৪শ কোটি টন, ৩শ কোটি টন এবং ২ হাজার ৩শ’ কোটি টন।
©somewhere in net ltd.