![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চালকবিহীন গাড়ি পরীক্ষার জন্য ‘নকল শহর’ তৈরি করছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগান। বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের প্রায় ৩২ একর জায়গার উপর মবিলিটি ট্রান্সফর্মেশন ফ্যাসিলিটি এ কৃত্রিম শহরটি তৈরি করবে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষযক সাইট ম্যাশএবল জানিয়েছে, কৃত্রিম শহর তৈরির কাজটি যৌথভাবে পরিচালনা করবে শীর্ষস্থানীয় একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়টির গবেষকরা।
বলা হচ্ছে, ‘একদম আসল শহরের মতো করেই’ গড়ে তোলা হবে কৃত্রিম ওই শহর। চার-রাস্তার হাইওয়ে, রাস্তা, রোড সাইন, স্টপলাইট, কনস্ট্রাকশন ব্যারেল, রেল ক্রসিং, গাড়ি ঘুরার চক্র, দুটি রাস্তার মিলনকেন্দ্র ও বাড়ির সামনের অংশ সবই থাকবে শহরে। এ ছাড়া যান্ত্রিক সাইকেল আরোহী এবং পথচারীরাও চলাফেরা করবে শহরটিতে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষক এডউইন ওলসন মিশিগান ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট পেইজে লিখেছেন, “আমরা এ পরীক্ষা কার্যক্রমের জন্য কোডও লিখব। উদাহরণ হিসেবে বলা যায়, এর ফলে আমরা কৌশলী ট্রাফিক সিগন্যাল সৃষ্টি করতে পারব বা দুটি রাস্তার ইন্টারসেকশনে হঠাৎ করে একজন পথচারীকে উপস্থিত করতে পারব।”
©somewhere in net ltd.