নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

all is well

all is well › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বাম দল

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

বামপন্থি রাজনীতির কেন্দ্রবিন্দু হওয়ার কথা এদেশের সাধারণ মানুষ কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এদেশের বামপন্থিদের রাজনীতি সীমাবদ্ধ পল্টন-মুক্তাঙ্গন-প্রেসক্লাব-টিএসসি-শাহবাগ রুটে এবং এদেশের পচাগলা সমাজের প্রতিচ্ছবি মিডিয়ার সস্তা টকশো, যা আমাদের রাজনৈতিক জনবিচ্ছিন্নতার প্রামাণ্য উদাহরণ । আমরা বামপন্থিরা যদি নিজেদের এই দ্বি-দলীয় শক্তির বাইরে একটি প্রগতিশীল-অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক চেতনা সম্পন্ন রাজনীতির ধারক মনে করি, তাহলে আমাদের জনগণের কাছে যাওয়া উচিত এবং তা অবশ্যই গ্রাম থেকে শহরমুখি হতে হবে । আমরা জনগণের জন্য আন্দোলন করি জনগণের কাছ থেকে দূরে দাঁড়িয়ে। কিন্তু জনগণের কাছে গিয়ে, তাদের একজন হয়ে কাজ করলে আমরা যে সফল হতে পারি তার বাস্তব প্রমাণ আমাদের দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের লংমার্চ কিংবা সমাবেশগুলো । কিন্তু আমাদের দেশের বামপন্থিরা এত বেশি দ্বিধা বিভক্ত এবং সবচেয়ে গুরুত্ব পূর্ণ হলো এই বিভক্তির মূল কারণ আমাদের কোনও দেশীয় বিষয় না । হাস্যকরভাবে তা আন্তর্জাতিক, অনেকটা ‘যার বিয়ে তার খবর নাই পাড়া-পড়শীর ঘুম নাই’ এর মত। ৬০ এর দশক থেকেই এদেশের বামপন্থিরা একপক্ষ রাশিয়া অন্যপক্ষ চীনের হাওয়া লাগিয়ে বেড়াতেন । যেমন যখন ভারতে নকশাল বাড়ি আন্দোলন হলো তখন চীনের দিকে ঝুঁকে থাকা এদেশীয় বামপন্থিরা প্রথমে তাদের খারিজ করে দিলেন, কিন্তু পরে যখন চীন নকশাল বাড়ি আন্দোলনকে সমর্থন করলো তখন তারাও তা সমর্থন করে নিজেদের খাটি নকশাল বাড়িপন্থি বলে প্রচার করলেন। একই কথা মস্কোপন্থি বামপন্থিদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং তাদের রাজনৈতিক পরিণতিও আমরা সবাই জানি, এক সময়ের ডানপিটে সব নেতা আজ অবসরপ্রাপ্ত কমরেড (!)। কিন্তু মার্কসবাদের সৃজনশীল চর্চা হওয়া উচিত ছিল আমাদের সমাজবাস্তবতায় । যেমন স্বাধীনতার পরবর্তি সময়ে সাংবিধানিক সমাজতন্ত্রে উত্তরণ প্রক্রিয়া কতটুকু সঠিক ছিল তা বিবেচনা না করেই আমাদের দেশের বামপন্থিরা (রাশিয়াপন্থি) একে সমর্থন দান করেন উদারভাবে এবং চীনপন্থিরাও বিরোধিতা করেছেন উদারভাবে । তারা যদি ঐ সময় সরকারের গঠনমূলক সমালোচনা করতেন, তাদের সাথে রাজনৈতিক মিত্রতা না করে একটা কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করতেন এবং একটা বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলতে পারতেন তাহলে বাংলাদেশের আজকের ইতিহাস অন্যরকমভাবে লিখা যেত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.