![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেথা তমসার জালে আটকা পড়ে ন্যায়ের আর্তনাদ,হেথা খুঁজে ফিরি নতুন স্বপ্ন, সত্যের নব আঘাত।
কোনো এক ঘোর বিভীষিকাময়,
নিকষ তিমির রাতে।
সে যে এসেছিলো, কুয়াশার চাদর গায়,
প্রেমের প্রদীপ হাতে।।
সে রাত ছিলো আন্ধার কালো,
বলেছিলো; তুমি।
জ্বালো প্রেমের আলো জ্বালো,
জুড়িয়া মনের ভুমি।।
প্রেয়সী আমার আকুল হৃদয়ে,
জাগিয়েছিলো যে আশা।
স্পৃহিত সত্ত্বা বলে নির্ভয়ে,
এরি নাম ভালোবাসা।।
গগন কাপিয়া, পবন ছাপিয়া,
হাকিল যে প্রেমধ্বনি।
সে আলো সহসা রাখে ঢাকিয়া,
হাজারো মুক্তা-মনি।।
প্রেমের পরশে কাটিয়া যে গেল,
দীর্ঘ আকুল রজনী।
কাকলী কন্ঠে কহিয়া উঠিল,
বিদায়, তব কামিনী।।
যেমনি হঠাৎ এসেছিলো সে,
হঠাৎই চলিয়া যায়।
ঊষার লগনে জাগিয়া যে,
স্বপন শুধু হায়।।
সেদিনের পর কাটিয়া গিয়াছে,
কত যে স্বপ্ন রজনী।
আসে নাই আর আমার কাছে,
নেশাতুর সেই রমনী।
।
মায়ার ঘোরে কাটানো সে রাত,
ভুলিনি,ভুলতে পারিনি।
ভুলিনি আজো কোমল সে হাত,
সে যে আমার'ই কামিনী।।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৫
নোমান সাদী বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৩
মানতাশা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৩/১০
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৯
নোমান সাদী বলেছেন:
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৩৮
হাফিজ বিন শামসী বলেছেন: হঠাৎ করে এভাবে এসে আবার হঠাৎ করে চলে যাওয়া সত্যিই কষ্টের।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১১
নোমান সাদী বলেছেন: কবিতাটা সত্য ঘটনা অবলম্বনে রচিত
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০১
নীল আকাশ বলেছেন: আপনার কবিতা গুরুচন্ডালী দোষে অপরাধী। সাধু এবংং চলিত ভাষা মিশ্র করে ফেলেছেন। আন্ধার শব্দ লেখায় আমার কাছে ভালো লাগে নি।
সাধু ভাষায় আমরা অভ্যস্ত নই।
ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১০
নোমান সাদী বলেছেন: ধন্যবাদ। ভবিষ্যতে খেয়াল রাখবো!!
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২০
নীল আকাশ বলেছেন: কবিতার থীম ভাল লেগেছে। তবে বিরামচিহ্নের ব্যাপারে এক্টু সাবধান হবেন।
ধন্যবাদ।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১২
নোমান সাদী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।