নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছি পূর্ণতা খুঁজি শূন্যতারই মাঝে , এ রোদন কি আমার কাহারো কানে বাজে?

নোমান সাদী

যেথা তমসার জালে আটকা পড়ে ন্যায়ের আর্তনাদ,হেথা খুঁজে ফিরি নতুন স্বপ্ন, সত্যের নব আঘাত।

নোমান সাদী › বিস্তারিত পোস্টঃ

"OK" এর পূর্ণরূপ ( Full form of OK )

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২১

OK এর ফুল ফর্ম কী?

সবকিছু ঠিকাছে, ঝামেলা নেই, সমস্যা নেই, ইত্যাদি বোঝাতে আমরা OK ব্যাবহার করি। কিন্তু প্রশ্ন হলো, ২ বর্ণের এই শব্দটি আসলে এলো কোথা থেকে?

ওকে এর ফুল ফর্ম জানতে গুগলে বা ইউটিউব এ
সার্চ দিলে সবচে' বেশি যে তথ্যটা পাওয়া যায় তা হলো "অল কারেক্ট" ।

আসলেই কী OK মানে "অল কারেক্ট"?

চলুন একটু তথ্য ভান্ডারে ঢু মেরে আসি!

আপাতত OK এর ফুল ফর্মের তিনটা উৎস পাই,

১. ইতিহাস ( অনেকের অজানা )
২. পাতিহাস ( সবখানে চলমান )
৩. রাজহাঁস ( মোটামুটি শুদ্ধ ধরা যায় )

প্রথমেই আসুন ইতিহাস জানি :

সতেরো শতক বা আঠারো শতকের দিকে সৈন্যরা যুদ্ধের মাঠে একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করতো। "কিল ম্যাসেজ"

যুদ্ধের সময় সৈন্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে যেত। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না থাকায় তারা একটা নির্দিষ্ট সময় পর পর তাদের ব্যারাকে ফিরে এসে একটা পাথরের উপর লিখে রাখতো তাদের দলের কতজন সৈন্য নিহত হয়েছে।

পাথরে লেখা কষ্টসাধ্য হওয়ায় তারা সংক্ষেপে এভাবে লিখতো ,

তিনজন মারা গেলে 3 killed, সংক্ষেপে 3 k
চারজন মারা গেলে 4 killed , সংক্ষেপে 4 k
কেউ মারা না গেলে 0 killed , সংক্ষেপে 0 k বা ওকে

যখন কেউ 0 k লিখতো , এর মানে সেই দলের সবাই ঠিক আছে। কারো কোনো ক্ষতি হয়নি।

এভাবেই প্রচলন শুরু হলো "OK" এর।

এবারে আসুন পাতিহাস জানি :

পাতিহাস আর কিছুই না, আমাদের সবার (!) জানা "অল কারেক্ট"

কিন্তু ইংরেজিতে All Correct লিখে এর সংক্ষিপ্ত রূপ দেখলে দেখা যায় "AC" ( এটাকে কী এয়ার কন্ডিশনার বলা যায়? )

OK দিয়ে লিখতে গেলে হয় Oll Korrect !

এটা কোন জাতের ইংরেজি তা আমি এখনো বুঝে উঠতে পারিনি।

তবে এর একটা উৎস ও পাওয়া যায়। গ্রিক শব্দ Olla Kalla ( alright ) থেকে এর উৎপত্তি বলে ধরা হয়।

এভাবেই এলো পাতিহাসের "OK"

এবারে রাজহাঁস :

আমার কাছে "OK" এর এই ফুল ফর্মটা সবচে' গ্রহনযোগ্য বা অর্থপূর্ণ মনে হয়েছে। তবে এই তথ্যের সোর্স বা উৎস কোনো বিশ্বস্ত সাইট বা বই নয় , আমার এক স্যারের কাছ থেকে জেনেছি এই ফর্ম।

ইংরেজি "Objection Is Killed" বা "Objection Killed" ( কোনো অভিযোগ নেই ) এর সংক্ষেপ করলে দাঁড়ায় "OK"

কোনো অভিযোগ নেই , কোনো সমস্যা নেই , সব ঠিক আছে বোঝাতে এই বাক্যটির ব্যবহার এবং পরে সংক্ষিপ্ত করন থেকেই এই "OK" এর উৎপত্তি বলে বিশ্বাস করা হয়।

এবারে আপনার কাছে (জ্বী পাঠক আপনার কাছেই) জানতে চাচ্ছি আপনার কাছে কোন ফর্মটা বেশি বিশ্বাসযোগ্য মনে হয়?

ইতিহাস? পাতিহাস? নাকি রাজহাঁস?

কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনার কাছেও এই ব্যাপারে নতুন কোনো তথ্য থাকে। জানার অপেক্ষায় রইলাম।

©️ নোমান সাদী

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবগুলোই ok মনে হল...

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

একাল-সেকাল বলেছেন: Okay এর সংক্ষেপ রুপ OK
নিচের ৩ টা ফর্মে Okay ব্যবহৃত হয়ঃ

*noun
স্বীকৃতি
সম্মতি
স্বীকৃতি
সম্মতি
অনুমোদন
মঁজুরী

*verb
মঁজুর করা
তারিফ করা
অনুমোদন করা
প্রশংসা করা

*interjection
আচ্ছা
বেশ
ঠিক আছে

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

আরিফ রুবেল বলেছেন: ঠিক আছে মনে থাকবে, OK ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.