নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের ভূবন

মোঃ নাজমুজ্জামান

প্রত্যেকটি মূহুর্ত নিজেকে পরিবর্তনের প্রচেষ্টায়... ফেসবুক: www.facebook.com/m.nazmuzzaman

মোঃ নাজমুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

একজন হিটলার আমার বড় প্রয়োজন...

২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

কিশোর হিটলার দুষ্টোমি করে বন্ধুদের বলেছিলেন- আমাকে জার্মানীর প্রেসিডেন্ট বলে মিছিল দিলে সবাইকে মিষ্টি খাওয়াবো।

শ্লোগান শেষে কথামত হিটলার সবাইকে মিষ্টি খাওয়ালেন।

খাওয়া শেষে বের হবার পথে দোকানদার হিটলারের কাছে মিষ্টির বিল চাইলেন।

হিটালার: আমি জার্মানীর প্রেসিডেন্ট। কেন বিল দিব?

দোকানদার: কে বললো তুমি জার্মানীর প্রেসিডেন্ট?

হিটলার: সবাই আমাকে জার্মানীর প্রেসিডেন্ট বলে শ্লোগান দিলো। তুমি দেখেছো নিশ্চই?

১৯৩৩ সালে হিটলার যখন জার্মানীর প্রেসিডেন্ট হলেন। তার প্রথম কাজ কি হবে? তা জানতে চাওয়া হলে তিনি বলেন: আমার প্রথম কাজ ওই মিষ্টি দোকানদারের বিল পরিশোধ করা!



১২৫ বছর আগে ঠিক জন্ম নিয়েছিল ইতিহাস বিখ্যাত স্বৈর শাসক আডলফ হিটলার। তাই তার জন্ম শুভ বলা কি ঠিক হবে? যার জন্মের ফলে ১৭ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে তার জন্ম কি শুভ হতে পারে?



হিটলার কিংবা তার শাসনামল স্ব-চক্ষে আমি দেখিনি। তবে স্বৈর শাসনের কিছুটা স্বাদ বলা যায় পেয়েছি। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবেই যে হিটলারের নাম সবার হৃদয়ে তার সততা ও নৈতিকতার দৃষ্টান্ত দেখেও আমি অবাক হই। আমার দেখা একনায়কতান্ত্রিক রাজনৈতিক দল ও নেতাদের রাক্ষুসে নিষ্ঠুরতা যে হিটলারের নাৎসি পার্টির প্রচলিত রুপকথার চেয়েও ভয়ংকর…

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

গাধা গরু বলেছেন: বর্তমান বিশ্বে নিয়ম হল যারা যুদ্ধে হারে তারাই খারাপ। ইরাকে লাখ লাখ মানুষ মেরেও মার্কিনীরা ভালো (!!!) আর নিজের দেশ উদ্ধারে নিয়োজিত তালেবানরা খারাপ । এগুলো ফালতু কথা, পশ্চিমাদের শিখিয়ে দেয়া বুলি। আসলে হিটলার কেমন মানুষ ছিলেন বুঝতে হবে তার চারপাশের পরিবেশ পরিস্থিতি আর মানুষদের আচরণ দ্বারা। কেন তিনি ইহুদি নিধনে বাধ্য হয়েছিলেন, এখনকার ইহুদি দেখলেই বুঝা যায়।

২৪ শে জুন, ২০১৪ রাত ১২:১৭

মোঃ নাজমুজ্জামান বলেছেন: ঠিক বলেছেন।

তিনি বলে গিয়েছিলেন কিছু ইহুদি আমি রেখে যাচ্ছি। যেন সবাই বুঝতে পারে তারা কতটা খারাপ ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.