নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন স্বপ্নবাজ মানুষ। স্বপ্নের ঘোরেও আমি স্বপ্ন দেখি একটি বকশিত অসাম্প্রদায়িক মানব সভ্যতার।

প্রহর্তা অন্তর

প্রহর্তা অন্তর › বিস্তারিত পোস্টঃ

ফিফা বিশ্বকাপ ২০২২ কাতারের অবকাঠামো ও বাংলাদেশী নির্মাণ শ্রমিক

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে ২২ তম "ফিফা বিশ্বকাপ"৷ মধ্য প্রাচ্যে কাতার হবে সর্বপ্রথম একটি দেশ যা বিশ্বকাপ হোস্ট করার মত সৌভাগ্য অর্জন করেছে ৷ জুন এবং জুলাই মাসে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট যখন সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে থাকে প্রচন্ড গরম, যদিও বা শীতকালীন সময়ে টুর্নামেন্ট করার জন্য হোস্ট দেশের অনুরোধ ছিল ৷ ৩২টি দেশ ফিফা বিশ্বকাপ ২০২২ এ অংশ নিবে ৷ এখনও অবধি "FIFA ওয়ার্ল্ড কাপ " হোস্ট করা দেশগুলির আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে কাতার সবচেয়ে ছোট দেশ ৷ ১৯৩০ সালে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ হিসাবে উরুগুয়ে এবং আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ হিসাবে সুইজারল্যান্ড ১৯৫০ সালে ফিফা বিশ্বকাপ হোস্ট করার সুযোগ পেয়েছিলেন ৷ জনসংখ্যার দিক দিয়ে উরুগুয়ে কাতারের তুলনায় দ্বিগুণ এবং আয়তনের দিক দিয়ে সুইজারল্যান্ড কাতারের চেয়ে তিনগুণ বৃহত্তর ৷ প্রথমত ১১ টি দেশ ২০২২ "FIFA ওয়ার্ল্ড কাপ" হোস্ট করার প্রতিদ্বন্দ্বিতা করলে ও UEFA (ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন) মেম্বার দেশগুলি প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করায় শুধুমাত্র ৫ টি দেশ যথাক্রমে অস্ট্রেলিয়া, জাপান, কাতার, সাউথ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টান টান উত্তেজনার ভিতর ফিফা প্রেসিডেন্ট Joseph Blatter ২০১০ সালে ২ ডিসেম্বর কাতারকে হোস্ট নেশন হিসাবে ঘোষণা করেন ৷ জাপান, সাউথ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের "FIFA ওয়ার্ল্ড কাপ " হোস্ট করার পূর্ব অভিজ্ঞতা থাকলে ও কাতার তথা ৪৩৪ মিলিয়ন জনগোষ্ঠীর কোনো আরব দেশের জন্য এইটাই হবে প্রথম বিশ্বমানের ইভেন্ট হোস্ট করার সুবর্ণ সুযোগ ৷ পুনঃব্যবহার প্রযুক্তি এবং অতি আধুনিক স্থাপত্য সুবিধার স্টেডিয়ামগুলির পরিবেশগত সম্পূর্ণ মান বজায় রেখে শীতল পরিবেশে প্রতিটি খেলা উপভোগ করবে খেলোয়াড় ও দর্শকরা ৷ ফিফার কাছে দেওয়া প্রস্তাব অনুযায়ী কাতার ৯ টি নতুন স্টেডিয়াম তৈরি এবং ৩ টি বিদ্যমান স্টেডিয়ামকে পুন: সংস্কার করবে যার আনুমানিক ব্যয় হবে ৩ বিলিয়ন মার্কিন ডলার ৷ ৭ টি সিটিতে তৈরি হবে এইসব স্টেডিয়াম ৷ ওয়ার্ল্ড কাপ খেলার পর স্টেডিয়াম গুলির পরি-কাঠামো এবং অংশগুলি নিরাবরণ করে উন্নয়নশীল দেশগুলিতে প্রেরণ করা হবে ROTA (Reach Out To Asia) র পৃষ্ঠপোষকতায় যা দিয়ে নতুন ২২ টি স্টেডিয়াম তৈরি করা হবে উন্নয়নশীল দেশগুলিতে ৷ আয়োজকদের মতে সব স্টেডিয়ামগুলি হবে শূন্য কার্বন বিকিরণ ও জলবায়ু নিয়ন্ত্রিত এবং সৌর প্রযুক্তি ব্যবহার করে কার্বন কুলিং প্রক্রিয়ার তাপমাত্রা নিয়ন্ত্রণাধীন রাখা হবে ৷ স্টেডিয়ামগুলি নাম ও ধারণ ক্ষমতা নিন্মে দেয়া হল ৷ স্টেডিয়ামের নাম ধারণ ক্ষমতা লুসিল আইকনিক স্টেডিয়াম ৮৬২৫০ জন দর্শক খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ৫০০০০ জন দর্শক স্পোর্টস সিটি স্টেডিয়াম ৪৭৫৬০ জন দর্শক এডুকেশন সিটি স্টেডিয়াম ৪৫৩৫০ জন দর্শক আল-খোর স্টেডিয়াম ৪৫৩৫০ জন দর্শক আল সামাল স্টেডিয়াম ৪৫১২০ জন দর্শক আল ওকরাহ স্টেডিয়াম ৪৫১২০ জন দর্শক উমম সালাল স্টেডিয়াম ৪৫১২০ জন দর্শক দোহা পোর্ট স্টেডিয়াম ৪৪৯৫০ জন দর্শক থানি বিন জাসিম স্টেডিয়াম ২১২৮২ জন দর্শক আহমেদ বিন আলী স্টেডিয়াম ২১২৮২ জন দর্শক কাতার ইউনিভার্সিটি স্টেডিয়াম ৪৩৫২০ জন দর্শক ২০২২ বিশ্বকাপ ফুটবলকে মাথায় রেখেই ২৫০ বিলিয়নয়ের কাছাকাছি একটা বাজেট পরিকল্পনা নিয়ে পূর্ণোদ্যমে শুরু হয়েছে কাতারের অবকাঠামো উন্নয়নের জোয়ার ৷ আধুনিক স্থাপত্য সুবিধার স্টেডিয়ামগুলির পাশাপাশি দ্রুত গতিতে চলছে অন্যান্য অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলির কাজ যার মধ্যে আছে রোড নেটওয়ার্ক আপগ্রেড – (২০ বিলিয়ন মার্কিন ডলার), দোহা মেট্রো – (৪১ বিলিয়ন মার্কিন ডলার), জাতীয় রেল প্রকল্প – (৩৭ বিলিয়ন মার্কিন ডলার), হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট – (১৫ বিলিয়ন মার্কিন ডলার), নতুন সমুদ্র বন্দর (১৫ বিলিয়ন ডলার), গভীর সমুদ্র বন্দর (৮ বিলিয়ন ডলার), এবং বাহরাইন-কাতার সংযোগকারী ৪০ কিলোমিটার দীর্ঘ 'ফ্র্যান্ডশিপ কজওয়ে' (২৫ বিলিয়ন ডলার) ৷ তাছাড়া অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে লুসিল সিটি, ডাউনটাউন দোহা, এডুকেশন সিটি, দোহা ফেস্টিভাল সিটি, পার্ল - কাতার (The Pearl Qatar) ইত্যাদি ৷ উপসংহারে বলব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর ধারনা অনুসারে প্রজেক্ট এর এক তৃতীয়াংশ হবে শ্রমিক সংক্রান্ত অর্থব্যয় ৷ যদি তাই হয় তাহলে ৭০ থেকে ৮০ বিলিয়ন এর মত একটা শ্রম বাজার কাতার এ বিদ্যমান আছে বর্তমানে ৷ আর এই সুবর্ণ সুযোগ থাকবে প্রধানত বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং নেপালি নির্মাণ শ্রমিকদের হাতে ৷ আশা করি সরকারের পাশাপাশি কাতারের বাংলাদেশী মিশন এই বিষয়ে আন্তরিকভাবে এখনি সক্রিয় ভূমিকা পালন করবেন ৷ বাংলাদেশ সরকারের উচিত হবে যাথে কাতারের বাংলাদেশী মিশন এ যথাযথ জনশক্তি বৃদ্ধি করে এই বিষয় তত্ত্বাবধান করা৷২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে ২২ তম "ফিফা বিশ্বকাপ"৷ মধ্য প্রাচ্যে কাতার হবে সর্বপ্রথম একটি দেশ যা বিশ্বকাপ হোস্ট করার মত সৌভাগ্য অর্জন করেছে ৷ জুন এবং জুলাই মাসে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট যখন সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে থাকে প্রচন্ড গরম, যদিও বা শীতকালীন সময়ে টুর্নামেন্ট করার জন্য হোস্ট দেশের অনুরোধ ছিল ৷ ৩২টি দেশ ফিফা বিশ্বকাপ ২০২২ এ অংশ নিবে ৷ এখনও অবধি "FIFA ওয়ার্ল্ড কাপ " হোস্ট করা দেশগুলির আয়তন এবং জনসংখ্যার দিক দিয়ে কাতার সবচেয়ে ছোট দেশ ৷ ১৯৩০ সালে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ হিসাবে উরুগুয়ে এবং আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ হিসাবে সুইজারল্যান্ড ১৯৫০ সালে ফিফা বিশ্বকাপ হোস্ট করার সুযোগ পেয়েছিলেন ৷ জনসংখ্যার দিক দিয়ে উরুগুয়ে কাতারের তুলনায় দ্বিগুণ এবং আয়তনের দিক দিয়ে সুইজারল্যান্ড কাতারের চেয়ে তিনগুণ বৃহত্তর ৷ প্রথমত ১১ টি দেশ ২০২২ "FIFA ওয়ার্ল্ড কাপ" হোস্ট করার প্রতিদ্বন্দ্বিতা করলে ও UEFA (ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল এসোসিয়েশন) মেম্বার দেশগুলি প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করায় শুধুমাত্র ৫ টি দেশ যথাক্রমে অস্ট্রেলিয়া, জাপান, কাতার, সাউথ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টান টান উত্তেজনার ভিতর ফিফা প্রেসিডেন্ট Joseph Blatter ২০১০ সালে ২ ডিসেম্বর কাতারকে হোস্ট নেশন হিসাবে ঘোষণা করেন ৷ জাপান, সাউথ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের "FIFA ওয়ার্ল্ড কাপ " হোস্ট করার পূর্ব অভিজ্ঞতা থাকলে ও কাতার তথা ৪৩৪ মিলিয়ন জনগোষ্ঠীর কোনো আরব দেশের জন্য এইটাই হবে প্রথম বিশ্বমানের ইভেন্ট হোস্ট করার সুবর্ণ সুযোগ ৷ পুনঃব্যবহার প্রযুক্তি এবং অতি আধুনিক স্থাপত্য সুবিধার স্টেডিয়ামগুলির পরিবেশগত সম্পূর্ণ মান বজায় রেখে শীতল পরিবেশে প্রতিটি খেলা উপভোগ করবে খেলোয়াড় ও দর্শকরা ৷ ফিফার কাছে দেওয়া প্রস্তাব অনুযায়ী কাতার ৯ টি নতুন স্টেডিয়াম তৈরি এবং ৩ টি বিদ্যমান স্টেডিয়ামকে পুন: সংস্কার করবে যার আনুমানিক ব্যয় হবে ৩ বিলিয়ন মার্কিন ডলার ৷ ৭ টি সিটিতে তৈরি হবে এইসব স্টেডিয়াম ৷ ওয়ার্ল্ড কাপ খেলার পর স্টেডিয়াম গুলির পরি-কাঠামো এবং অংশগুলি নিরাবরণ করে উন্নয়নশীল দেশগুলিতে প্রেরণ করা হবে ROTA (Reach Out To Asia) র পৃষ্ঠপোষকতায় যা দিয়ে নতুন ২২ টি স্টেডিয়াম তৈরি করা হবে উন্নয়নশীল দেশগুলিতে ৷ আয়োজকদের মতে সব স্টেডিয়ামগুলি হবে শূন্য কার্বন বিকিরণ ও জলবায়ু নিয়ন্ত্রিত এবং সৌর প্রযুক্তি ব্যবহার করে কার্বন কুলিং প্রক্রিয়ার তাপমাত্রা নিয়ন্ত্রণাধীন রাখা হবে ৷ স্টেডিয়ামগুলি নাম ও ধারণ ক্ষমতা নিন্মে দেয়া হল ৷ স্টেডিয়ামের নাম ধারণ ক্ষমতা লুসিল আইকনিক স্টেডিয়াম ৮৬২৫০ জন দর্শক খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ৫০০০০ জন দর্শক স্পোর্টস সিটি স্টেডিয়াম ৪৭৫৬০ জন দর্শক এডুকেশন সিটি স্টেডিয়াম ৪৫৩৫০ জন দর্শক আল-খোর স্টেডিয়াম ৪৫৩৫০ জন দর্শক আল সামাল স্টেডিয়াম ৪৫১২০ জন দর্শক আল ওকরাহ স্টেডিয়াম ৪৫১২০ জন দর্শক উমম সালাল স্টেডিয়াম ৪৫১২০ জন দর্শক দোহা পোর্ট স্টেডিয়াম ৪৪৯৫০ জন দর্শক থানি বিন জাসিম স্টেডিয়াম ২১২৮২ জন দর্শক আহমেদ বিন আলী স্টেডিয়াম ২১২৮২ জন দর্শক কাতার ইউনিভার্সিটি স্টেডিয়াম ৪৩৫২০ জন দর্শক ২০২২ বিশ্বকাপ ফুটবলকে মাথায় রেখেই ২৫০ বিলিয়নয়ের কাছাকাছি একটা বাজেট পরিকল্পনা নিয়ে পূর্ণোদ্যমে শুরু হয়েছে কাতারের অবকাঠামো উন্নয়নের জোয়ার ৷ আধুনিক স্থাপত্য সুবিধার স্টেডিয়ামগুলির পাশাপাশি দ্রুত গতিতে চলছে অন্যান্য অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলির কাজ যার মধ্যে আছে রোড নেটওয়ার্ক আপগ্রেড – (২০ বিলিয়ন মার্কিন ডলার), দোহা মেট্রো – (৪১ বিলিয়ন মার্কিন ডলার), জাতীয় রেল প্রকল্প – (৩৭ বিলিয়ন মার্কিন ডলার), হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট – (১৫ বিলিয়ন মার্কিন ডলার), নতুন সমুদ্র বন্দর (১৫ বিলিয়ন ডলার), গভীর সমুদ্র বন্দর (৮ বিলিয়ন ডলার), এবং বাহরাইন-কাতার সংযোগকারী ৪০ কিলোমিটার দীর্ঘ 'ফ্র্যান্ডশিপ কজওয়ে' (২৫ বিলিয়ন ডলার) ৷ তাছাড়া অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে লুসিল সিটি, ডাউনটাউন দোহা, এডুকেশন সিটি, দোহা ফেস্টিভাল সিটি, পার্ল - কাতার (The Pearl Qatar) ইত্যাদি ৷ উপসংহারে বলব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর ধারনা অনুসারে প্রজেক্ট এর এক তৃতীয়াংশ হবে শ্রমিক সংক্রান্ত অর্থব্যয় ৷ যদি তাই হয় তাহলে ৭০ থেকে ৮০ বিলিয়ন এর মত একটা শ্রম বাজার কাতার এ বিদ্যমান আছে বর্তমানে ৷ আর এই সুবর্ণ সুযোগ থাকবে প্রধানত বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং নেপালি নির্মাণ শ্রমিকদের হাতে ৷ আশা করি সরকারের পাশাপাশি কাতারের বাংলাদেশী মিশন এই বিষয়ে আন্তরিকভাবে এখনি সক্রিয় ভূমিকা পালন করবেন ৷ বাংলাদেশ সরকারের উচিত হবে যাথে কাতারের বাংলাদেশী মিশন এ যথাযথ জনশক্তি বৃদ্ধি করে এই বিষয় তত্ত্বাবধান করা৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.