নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলোমেলো ব্লগ

নভেল

আমার ভেতর আমি নামি, বুকের ভেতর শুন্যতা ছাড়া আর কিছু খুঁজে পাই না।

নভেল › বিস্তারিত পোস্টঃ

কেন ফিরে আসি?

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬

২০১৩ সালের পর আজ আবার সামুতে ব্লগ লিখছি, অনুভূতি নতুন নয় কিন্তু সময়ের সাথে সাথে আমিও বদলে গেছি। প্রতিদিন ঘুম ভাঙ্গার অনুভূতি একই রকম হয় না তাই এত বছর পরে ব্লগ লিখেও তেমন উচ্ছসিত নই।

এখন ফেইসবুকের সোনালী সময়। আমার আশেপাশের অধিকাংশ মানুষ ইন্টারনেট মানেই ফেইসবুককে মনে করে। কি নেই ফেইসবুকে! ছবি, ভিডিও, রিল, মিউজিক মিলিয়ে ডিজিটাল আবর্জনার সমাহার। আমিও ফেইসবুক ব্যবহার করি আর ব্যথিত হই। আজও ঘুম ভেঙ্গেছে ফেরি ডুবির পোস্ট দেখে। আগে সামুতে বৈচিত্রময় ব্লগ দেখে ঘুম ভাংতো আর ফেইসবুকে যেতাম দুষ্টুমি/ফাইজলামি করতে। ফেইসবুক ছিল বন্ধু আড্ডা গান আর সামু ছিল আবেগ, দর্শন, অনুভূতি।

আজকাল মন মানসিকতা ফোকাসে রাখা অনেক কষ্টকর যে কারণে ব্লগ লিখা হয় না। তাছাড়া সামু অনেক বছর অন্ধকারে ছিল। এখন অনেক আচরণ অভ্যাস বদলে গেছে। সময় পেলে সামুতে এসে ঘুরে যাই। বিক্ষিপ্ত চোখ পরিচিত ব্লগারদের খুঁজে ফিরে। নিজেকে প্রশ্ন করি, বারবার কেন ফিরে আসি?




মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামু আবেগের জায়গা। ভালোবাসি সামুকে

আপনিও লিখুন প্লিজ থাকুন আমাদের সাথে

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

নভেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩

নয়ন বড়ুয়া বলেছেন: প্লিজ নিয়মিত থাকুন...
সামু আবার আগের মত জমে উঠুক...

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

নভেল বলেছেন: অনেক ধন্যবাদ

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

নভেল বলেছেন: আপনার প্রোফাইল পিকচার দেখে কাজী নিপুর কথা মনে পড়ে গেল। চিনেন কি উনাকে ?

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



ফেইসবুকে আপনি কিসব বিষয়ের উপর লেখেন?

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০

নভেল বলেছেন: ফেইসবুকে আগে নোট নামে একটা অপশন ছিল সেখানে গল্প লিখার চেষ্টা করতাম।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

জ্যাক স্মিথ বলেছেন: ওয়াও! ওয়েলকাম ব্যাক। এই ১০ বছরে কি আপনার একবারও মনে হয় নি ব্লগে কিছু লিখি? ভাবতেই অবাক লাগে ১০ বছর!! যাকে বলে এক দশক পর ব্লগে ফিরা। :-<

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

নভেল বলেছেন: মনে হয়নি বললে মিথ্যে বলা হবে, এখন আসলে অলস হয়ে গেসি

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, গত ১০ বছরে সামুর (অথবা সব ব্লগের) ব্লগার কমেছে, কিন্তু বেড়েছে রেডিটের লেখক সংখ্যা। কারণ কি মনে করেন?

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪

নভেল বলেছেন: বাংলা ব্লগের পাঠক ব্লগার কেন কমেছে সেটা ধারণা করতে পারি কিন্তু রেডিটের লেখক বাড়ার পিছনে শুধু যে কোয়ালিটিফুল রাইটার আছে তা কিন্তু নয়। আমি যতদূর জানি রেডিট-কে অনেকেই ডিজিটাল/অনলাইন মার্কেটিং-এর কাজে ব্যবহার করেন। এই প্রোফেশনাল কারণে কিছুটা হলেও লেখক বেড়েছে

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১২

করুণাধারা বলেছেন: ওয়েলকাম ব্যাক!

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৩

বিজন রয় বলেছেন: ১০ বছর অনেক সময়!!
এত বছর পর একটি পোস্ট দিলেন।
চেষ্টা করুন নিয়মিত থাকতে।

শুভকামনা রইল।

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪

নভেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: ফেসবুক হোক বা ব্লগ হোক- লিখুন।লিখতে থাকুন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

নভেল বলেছেন: আরে রাজীব নুর ভাই যে! আপনি আমার ফেবুতে তখন থেকেই আছেন। যদিও আমি এখন ফেবুতে অনেক ইনএক্টিভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.