নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চির বিদ্রোহী বীর... বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির বিদ্রোহী বীর.।

নভেল ডি ক্যাসনোভা

গোল গাল গল্প

নভেল ডি ক্যাসনোভা › বিস্তারিত পোস্টঃ

ইনসাইড আউট

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

১৯৯৮ সালের শীতকালের এক সন্ধ্যারাত। বার্ষিক পরীক্ষা প্রায় শেষ, বাকি আছে শুধু ড্রইং। ড্রইং পরীক্ষার রঙ পেন্সিল কেনার জন্য আব্বুর সাথে তালুকদার মার্কেটে গিয়েছি। রঙ পেন্সিল কেনার পর এক রকম বায়না ধরে খুব চমৎকার একটি জিনিস কিনলাম "ডায়রি"।গাঢ় নীল মলাটের ছোট্ট একটি ডায়রি। এই লিখাটি আমার ঐ ডায়রির তৃতীয় পাতায় লিখা ছিল।
কয়েকদিন আগে ইউটিউবে হলিউডের একটি এ্যানিমেশন মুভির ট্রেইলার দেখে হঠাৎ খুব পরিচিত মনে হল। তাই আর কি...

------------------------------------------------------------------------------------------- তারিখঃ ২১ ডিসেম্বর ১৯৯৮

" আমি গান শুনছি। আজ কেমন যেন ফাকা ফাঁকা একটা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে আমি একা। আবার পরক্ষণেই মনে হচ্ছে, না আমি একা না। কেউ একজন আছে আমার সাথে। শুনতে কিছুটা ভৌতিক মনে হচ্ছে। কিন্তু ভৌতিক কোন ব্যাপার না। আমি বোঝাতে চাচ্ছি ভিতরের সত্ত্বা। আমার মনে হয় আমাদের ভেতরে অনেকগুলো সত্ত্বা থাকে, সহজ ভাবে বুঝতে বলা যায় এক মানুষের মধ্যে অনেক মানুষ বাস করে। যেমন: রাগী মানুষ, কাঁদুনি মানুষ, মজার মানুষ, হাসির মানুষ, রহস্যময় মানুষ, অনুসন্ধিৎসু মানুষ, মায়াময়ী মানুষ,সেবা ব্রতী মানুষ, ঝগড়াটে মানুষ, হিংসুক মানুষ, লোভী মানুষ, নিচ স্বভাবের মানুষ, প্রেমিক মানুষ ইত্যাদি। তারা সবাই থাকে এক সাথে। যখন যার ইচ্ছে হয় চলে আসে পরিচালকের আসনে। মাঝে মাঝে এদের মধ্যে অভিমান হয় তখন এরা কেউ চালকের আসনে আসতে চায় না। তবে এদের আসা যাওয়া কিছুটা নির্ভর করে মূল মানুষের ছয় ইন্দ্রিয়ের মাধ্যমে। বিশেষ করে দর্শন ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ শক্তি অনেক বেশি, আর আপাতঃ দৃশ্যে মোটামুটি কম শক্তি সম্পন্ন হলো কল্পনান্দ্রিয়। তবে এই কল্পনান্দ্রিয় দ্বারা নির্বাচিত মানুষ বিশেষ কিছু গুণাবলীর অধিকারী হয়। তবে শর্ত একটাই কল্পনান্দ্রিয়কে সর্বদা আলাদা রাখতে হবে। ‘আমি’ বলতে আমরা নিজেকে বুঝি। কিন্তু যদি চিন্তা করি তাহলে বুঝতে পারব এই ‘আমি’ টা কে? এই আমি কি সেই যাকে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাই। নাকি এর ভেতরের একজন? কেন জানি মনে হয় এসব কিছুর উপরে একটা জিনিস আছে, যার আমি কোন সংজ্ঞা খুঁজে পাই না।
যা আমাকে নিয়ন্ত্রণ করে এবং আমি যাকে নিয়ন্ত্রণ ছেড়ে দিতে বাধ্য। " (পরিমার্জিত)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.