নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশোধন হতে সংশোধনাগারে আছি। :)

নস্ট কবি

নো মোর এবাউট

নস্ট কবি › বিস্তারিত পোস্টঃ

সার্থক সার্থ

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৯

সত্য কথা সবাই হজম করতে পারে না।।

আবার কারো কারো পাচাও চুলকায়।।

তাই যারা সত্য কথা শুনার জন্য প্রস্তুত

না তারা পাচা চুলাকইতে চুলকাইতে পশ্চিম

দিকের কোনায় গিয়া বসেন।

আমরা সবসময় নিজের সার্থ নিয়ে ব্যস্ত

তাই সত্যটা দেখার সময় পাইনা।।

কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন,,

জামাত-শিবর যখন তাদের সাজাপ্রাপ্ত

নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন করেন

তখন সরকারের দৃষ্টিতে আদালত

কিংবা সংবিধানের অবমাননা হয়ে যায়।।

কিন্তু আদালতের রায়ের

বিরুদ্ধে শাহাবাগে যখন আন্দোলন করা হয়

তখন সেইটা হয় যুবসমাজের অধিকার।।

অন্যদিকে ছাত্রলিগের ছেলেরা যখন

বিশ্বনাথ কে খুন করে তখন বিরোধি দল

ছি ছি করতে থাকে।।

কিন্তু তাদের

হাতে কোনো আটোরিক্সা চালক

পুড়ে মরলেও সেইটা তাদের দৃষ্টি সীমার

বাইরে।।

হাইরে স্বার্থ তুই স্বার্থক।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.