নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সংশোধন হতে সংশোধনাগারে আছি। :)

নস্ট কবি

নো মোর এবাউট

নস্ট কবি › বিস্তারিত পোস্টঃ

"মন্টু দ্যা ব্রেকফেল" মহাপুরুষ হওয়ার পথে।

০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

সকাল থেকে মুশলধারে বৃষ্টি হচ্ছে।

মন্টু বেলকনিতে বসে আছে। তার মন খারাপ।

এই বৃষ্টিদিনে প্রিন্সেস রু'কে খুব মিস করছে।

প্রিন্সেস রু'র সাথে ব্রেক আপ হয়েছে আজ দুইদিন হল।

ছোট্ট একটা কারনে তাদের ব্রেক আপ হয়েছে।

মন্টুর নতুন নাম "মন্টু দ্যা ব্রেকফেল নামটি তার পছন্দ হয় নি। হবেই বা কেমন করএ? বেরসিক একটা মেয়ে।

মন্টু রকিং চেয়ারে বসে দুলছে, আর বাইরের বৃষ্টি দেখছে।

অতিতের ফেলে আসা সেইসব বড়ষার কথা মনে পড়ছে তার। হাজারো ভাবনা এসে ঘিরে ধরছে তাকে। শীতল দক্ষিনা বাতাস বুকের মধ্য থেকে আবেগগুলোকে বের করে আনতে চাইছে।

মন্টু বামহাত দিয়ে বুকে চাপ দেয়, আবেগদের বেড়িয়ে আসতে বাঁধা দেয়।

এইভাবে রকিং চেয়ারে দুলে দুলে হাজারো রোমান্টিক ভাবনার পর মন্টুর ঘোর কাটে,,

মোবাইলে ঘরি দেখে,

রাত ১.১৪ মিনিট।

ইস!! কখন যে এত রাত হয়ে গেল বুঝতেই পারে নি।

রকিং চেয়ার থেকে উঠে দাড়ায় সে,

বাথরুমের উদ্দেশ্যে হাটা শুরু করে।

বাথরুমের আয়নার সামনে দাড়াতেই চোখের কোনে কয়েকফোটা জল দেখতে পায়।

মনকে শক্ত করে মন্টু,চোখের জল মুচে ফেলে।

নিজেকে শক্ত করার কারন হল,

মন্টু দ্যা ব্রেকফেল নামটা দেওয়ার পর নিজেকে মহাপুরুষ ভাবতে শুরু করেছে সে।

মহাপুরুষ হওয়ার পথে সে কোনো বাঁধা পেতে চায় না, মাত্র কয়েকফোটা চোখের জল তার মহাপুরুষ হওয়ার পথে বাধা হতে পারে না।

মন্টু দ্যা ব্রেকফেল আর কাঁদবে না,

মহাপুরুষদের কাঁদতে নেই।

বেরসিক প্রিন্সেস রু'র জন্য সে আর চোখের জল ফেলবে না।

প্রিন্সেস রু মন্টুর মহাপুরুষ হওয়ার পথে বাঁধা হতে পারবে না।

মন্টু দ্যা ব্রেকফেল রু কে ভুলে যাবে।

মনের ভিতর থেকে সব স্মৃতি মুচে ফেলবে। প্রিন্সেস রু নামের কেউ তার জীবনে নেই।

ভাবতে ভাবতে মার্লবোরোর পয়াকেট থেকে একটা সিগারেট ধঅরায় মন্টু দ্যা ব্রেকফেল।

একরাশ নিকোটিনের দিকে তাকিয়ে মহাপুরুষ হওয়ার স্বপ্ন দেখতে থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.