নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

আমি আমার দেশ কে খুব বেশি ভালবাসি ।

অবহেলায় নিঃশেষ

আমি এক জন সাধারন মানুষ। মানুষ কে ভালোবাসতে খুব ইচ্ছা করে, কিন্তু মানুষ আমার ভালোবাসা বোঝে না।

অবহেলায় নিঃশেষ › বিস্তারিত পোস্টঃ

Opera mini মোড দিয়ে ব্রাউজ করুন কল্পনার চেয়ে বেশি গতিতে

১৯ শে জুন, ২০১২ রাত ১২:৩২

আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও আশে-পাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।



আমারা গতি ও শটকাট এর জন্য অনেকেই মোবাইল এ UC ব্রাঊসার ব্যাবহার করে থাকি। তাই এই UC ব্রাঊজার ভক্ত অনেকেই। কিন্তু এই UC ব্রাঊসার ব্যাবহার করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মোখীন হতে হয়। উদাহরন স্বরূপ বলা যাই .TK ডোমেইন গুল সব সময় UC ব্রাঊজার unsupported এমন কি আমার .COM ডোমেইন http://www.tricksmobi.com UC ব্রাঊজার unsupported। আজ আমি এমন একটা টিউন শেয়ার করবো যে বিষয়ে অনেকে হয়তো জানেন। আমার এই টিউন টি হচ্ছে তাদের জন্য যাদের এই বিষয়ে ধারনা নাই। Opera mini মোড দিয়ে কিভাবে কল্পনার চেয়ে বেশি গতিতে ব্রাউজ করা যায় সেই বিষয়ে আলোচনা করবো। অনেক কথা বলচি এখন শুরু করা যাক।



প্রথমে এখান থেকে Opera mini 4.21 মোড ডাউনলোড করে নেন। এরপর ওপেন করুন, সম্পুর্ন ইনস্টল হওয়ার পর exit করে দেন। এখন আবার যে ফোল্ডার এ Opera mini মোড আছে অই ফোল্ডার ওপেন করে Opera mini মোড select অবস্থায় option click করে application access>communication>network access and connectivity তে ask fist time only and always select করে দেন। এখন Opera mini মোড ওপেন করুন



১ম ধাপঃ shortcuts



menu>tools>navigation



এখানে Keypad Navigations এ unmark করে save করুন।



তারপর আবার menu>tools>navigation



এখানে shortcuts edit এ ক্লিক করলে shortcuts list আসবে



এখানে 27. no এ new window/5



30. no এ prev window/1



31. no এ next window/3



35. no এ close window/*,2



44. no এ screenshot/*,9



49. no এ copy link/*,7



দিয়ে save করুন ( আপনি ইচ্ছা করলে যে কনো নাম্বার ব্যবহার করতে পারেন)।



এখন আপনার shortcuts গুলো হচ্ছে



o=clear memory



1=prev window



3=next window



5=new window



7=clear cached



9=load image



#=locked keys



#,#=Forward



#,0=reload



#,1=Enter address



#,2=Bookmark



#,3=Go to top/Botton/text start



#,4=start page



#,5=history



#,6= page info



#,7=Add Bookmark



#,8=Settings



#,9= Search



*,*=change window size



*,#=sreen rotation



*,2= close window



*,7=copy link



*,9=screenshots



২য় ধাপ screenshots



menu>tools>settings>general



এ শেষ এর দিকে path for saving Screenshots মানে আপনি কন ফোল্ডার এ Screenshots save করবেন। আপনার পছন্দ মত ফোল্ডার select করে সেভ করুন।



৩য় ধাপ free text copy



menu>page>content>select text



>menu>mark text



> copy আপমি যে জায়গাই পেস্ট



করতে চান সেখানে পেস্ট করুন।



৪র্থ ধাপ Set config



menu>tools> settings>server tools>config



এখানে Large placeholders এ আপনি no



fit text to screen =no



loading time out =3600



site patches and user-agent masking =yes



keep styling in rss =no



Show feed index =yes



Fold link lists = yes



Phone number detection = yes



minimum phone number length = 9



Use bitmap fonts for complex scripts = yes/no



করে save click করেন।



সমস্যা এবং সমাধান



সমস্যা



১। ওপেরা মিনি মোড ব্যাবহার করার সময় দুয়েকটা সমস্যা দেখা দেয় তা হল ব্রাউজ করতে করতে অনেক সময় memory full দেখায়।



২। ব্রাউজ করার সময় অনেক সময় এক পেজ বার বার লোড হতে থাকে।



সমাধান



১। এর জন্য আপনাকে #,5 পেস করে History clear করতে হবে এবং menu>tools>traffic/memory >transmitted (total)> clear



২। menu>tools>clear cache>mark clear all panels > yes



আপনি যদি একটু পর পর History, traffic/memory, cache clear করেন তাহলে আপনার অপেরা চলবে



কোন সমস্যা ছাড়াই ।



এই টিউন টি যদি আপনার একটু ও ভালো লেগে থাকে তাহলে আমার সাইট টি এক বার ঘোরে আসার অনূরোধ রইল।



আমার সাইট www.tricksmobi.com



ফেসবুক এ আমার পেজ এখানে এখানে

মোবাইল বিষয়ে যে কোন সমস্যার সমাধান পেতে জয়েন করুনএখানে এখানে



সবাই ভালো থাকবেন। আসালাইমোওলাইকুম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.