| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
_তোকে কতবার বলব একটা
বিয়ে করে নে(আম্মু)
_বললামতো মা আমার
দ্বারা ঐসব বিয়ে টিয়ে
হবেনা
_আমি কিছু জানিনা
_জানা লাগবেনা
_আজকে একটি মেয়ে আসবে
তার সাথে দেখা করবি.
এবার যদি তোর পছন্দ না হয়
তাহলে তোকে আর বিয়েই
দিব না
_এটাতো ভালো কথা
আসলে মা আমাকে অনেক
দিন ধরে বলছে বিয়ে করার
জন্য।অনেক মেয়েও দেখা
শেষ কিন্তু একটা মেয়েও
আমার পছন্দ হয়নি তাই সব
প্রস্থাবে না করে দিয়েছি।
তখন মা রেগে গিয়ে
বলেছিল তোকে কখনো মানুষ
করতে পারলামনা।তোর
যারা ছোট তারা আজ এক
সন্তানের বাবা।কি ছেলে
তুই মনে হয় আমাদের কপালে
তোর বউ দেখার ভাগ্যনেই
_মা বের হলাম
_ভালো যা
_বললাম কিন্তু আজকেও
আমার ঐমেয়ে পছন্দ হবে না
_ভাইয়া ভাবি কিন্তু কিউট
আছে তোর এটা পছন্দ হবেই
_ঐ রাখ মা মেয়ে মিলে কি
বিপদে ফেলেসিস
আসলে আমার মা ও বোন
আগেই ঐ মেয়েটিকে দেখে
এসেছে।এখন আমার দেখার
পালা পছন্দ হলেই বিয়ে
ফাইনাল।তাইতো হোটেলে
যাচ্ছি ঐ মেয়েটি নাকি
হোটেলেই দেখা করবে
বলেছে
_এখন কি করি আমি তো
মেয়েটিকে চিনিনা তার
ছবি পর্যন্ত রাগ করে
দেখিনি কিভাবে চিনব । ও
হ্যা ছোট বোনটাতো ঐ
মেয়ের মোবাইল নাম্বার
দিয়েছিল তাই বেশি
চিন্তা না করে। ঐ মেয়ে
টিকে ফোন দিলাম
_হ্যালো আমিতো চলে
এসেছি কোথায় আপনি
_আমি কোনার টেবিলে বসে
আছি
কোনার টেবিলে গিয়ে
দেখি একটি মেয়ে নীল
রংয়ের ড্রেস পরে বিপরীত
দিকে হয়ে আছে তাই তাকে
বললাম
_এই আপু আপনার নাম কি
রিয়া
যেই ঐ মেয়ে এ দিকে
তাকাইছে আমিতো আকাশ
থেকে পড়লাম
_তুমি এখানে কি করছো
_তে কে এখানে থাকার কথা
শুনি
_কেন আমার হবু বউ
__তাই বুঝি
_হুম
_আমিই রিয়া
_ও তাই **** চলে যাছ্ছিলাম
_এই কই যাও।
_বাসায়
_কথা না হতেই বাসায় কেন
শুনি
_তোমাকে আমি বিয়ে
করবো না
_কেন
_তোমাকে আমি বিয়ে যদি
করি তাহলে আমার ভাগ্যে
যে সুখ লেখাছিল তাও
হারিয়ে যাবে
_তাই বুজি।বিয়েতো
আমাকেই করতে হবে
_দরকার পড়লে বিয়েই করব
না যাও
_তাই.
_হুম
__চলো
_কোথায়
_কাজী অফিসে
_কেন
_আমাকে বিয়ে করবে তাই
_বললামতো বিয়ে করবনা
_গালফ্রেন্ড আছে বুঝি
_আমার কোন গালফ্রেন্ড নাই
বুঝছেন
_তাহলে সমস্যা কি
ও হ্যা আপনাদের তো বলাই
হয়নি যে আমি তাকে
কিভাবে চিনি।আসলে ওর
সাথে আমার মামার
বাড়িতে বেড়াতে গিয়ে
পরিচয়।অনেক দিন পর মামার
বাড়িতে বেড়াতে যাচ্ছি
কারণ ভার্সিটি ছুটি এত
ছুটি কিভাবে কাটাব তাই
বেড়াতে চলে গেলাম
মামার বাড়িতে।মামার
বাড়িতে গিয়ে খুব ভালো
লাগছে কারণ প্রায় ৬ .৭ বছর
পর বেড়াতে এসেছি।
আমাকে দেখে সবাই আনন্দে
মেতে উঠেছেরাতের
খাবার খেয়ে কিছু
মামাতো খালাতো ভাই
বোনদের সাথে আড্ডা
দিলাম তার পর ঘুমিয়ে
গেলাম । সকালে আমার
মামাতো বোন মিমের
ডাকে ঘুম ভাঙ্গল.
_এই ভাইয়া উঠেন অনেক
বেলা হয়ছে
_আর একটু ঘুমায় যাতো
বিরক্ত করিসনা
_মা ডাকে তোমাকে
_উউউ... যাচ্ছি যা
_আচ্ছা
উঠে ফ্রেশ হয়ে খাবার
খেয়ে একটু গ্রামটা ঘুরতে
যাবো তাই মামাতো বোন
মিমকে সাথে নিয়ে ঘুরতে
বের হলাম
_কিরে কিছু বলছিস না কেন
_কি বলব ভাইয়া
_আগে এলেতো জ্বালিঢ়ে
খেতি আজ কি হল
_কই কিছু নাতো
ও
_গ্রামের এই সুন্দর দূশ্য ছেড়ে
কিভাবে যে শহরে জীবন
যাপন করছি
_তাহলে এত দিন বেড়াতে
আসোনি কেন
_পড়ার চাপে আর লেখা
পড়াশেষ করে আবার
কম্পানিতে জয়েন্ট করলাম
সময় পায়নারে
_কি তোমাদেরইতো
কম্পানি তাও
_আমাদের হলে কি হবে
চলো অনেকতো ঘুর লাম এবার
বাড়ির পথে হাটা যাক।এই
বলে আমরা বাড়ির পথে
হাটা ধরলাম।বাড়ি এসে
গোসল করতে পুকুরে গেলাম
_এই যে মিষ্টার এট কি করলা
_ও সরি সরি
_কিসের সরি হ্যা
_আসলে আমি আমার
মামাতো বোন মিম
ভেবেছিলাম তাই আর কি
_কি তাই বলে পানিতে
ধাক্কা মেরে ফেলে দিবেন
নাকি
_বললামতো ভুল হয়ে গিয়েছে
_ঐ রাখতো তোর ধান্দা
বাজ কথা তোদের মতো
ছেলেদের আমার চেনা আছৈ
মেয়ে দেখলে কথা বলতে
ইচ্ছা করে
_একটি ভুলে কারণে এত কথা
হ্যা আর আপনার মতো
পেত্নীর সাথে কথা বলতে
বয়েই গেছে
_কি আমি পেত্নী দাড়া
দেখাচ্ছি মজা
এই বলে ঐ মেয়ে টি আমাকে
ধরার জন্য আসতে লাগল আর
আমাকে কে পায় দিলাম
একটা দৌড় । মেয়েটি
অবশেষে হার মেনে চলে
গেল।যাক বাবা বেচে
গেছি।গোসল সেরে দুপুরের
খাবার খেয়ে একটা ঘুম
দিলাম। বিকালে ঘুম
ভাঙ্গল।বাহিরে গিয়ে
দেখি মামাতো ভাই
বোনেরা ক্রিকেট খেলছে
আমিও গিয়ে খেলায় যোগ
দিলাম। অবশেষে আমার বাট
ধরার পালা এলো তাই বাট
করছি আর মামাতো বোন
রিয়া বল করছে।বাট করছি
এমন জোড়ে বলটা গিয়ে ঐ
মেয়েটিকে লাগল।
ঐমেয়েটি আমাদের
এদিকেই এগিয়ে আসছে।কে
বল মারছে।সবাই আমাকে
দেখিয়ে দিল। এই তুমি? তখন
তো আমাকে পুকুরে ধাক্কা
মেরে পালিয়েছো এখন কে
তোমাকে বাচাবে।এই বলে
মেয়েটি আমাকে বল ছুড়ে
মারল আর আমি সাথে সাথে
দিলাম দৌড় আর বলটি গিয়ে
লাগল আমার ছোট মামাকে।
এই টা কি করলে। সরি
আঙ্গেল আমিতো ঐ বজ্জাত
ছেলেটিকে মেরেছি।
_এই বলে ঐ মেয়েটি রাগী
লুক নিয়ে চলে গেলো
_তার সাথে আরো অনেক
কয়বার ঝগড়া হয়েছে তার পর
ঐ মেয়েটির নাম জানতে
পারলাম রিয়া
_এর কিছু দিন মামা বাড়ি
থেকে বাসায় চলে এলাম।
কাজে এত বিজি ছিলাম যে
ঐ মেয়েটির কথা প্রায় ভুলে
গিয়েছিলাম
_তার পর আর কি ঐ হোটেলে
দেখা হলো
_আজ আমার বিয়ে সেই
মেয়েটির সাথে
_বিয়েটা হয়ে গেল শেষ মেষ
_বাসর ঘরে ঢুকলাম
_এই কি দেখছো এমনে করে
_তোমাকে
_আমাকে দেখার কি আছে
_তাহলে অন্য মেয়েকে
দিকি
_আমি ছাড়া অন্য কোন
মেয়ের দিকে তাকালে
তোমার চোখ তুলে ফেলব
_আচ্ছা তাকাবো না
_তুমি সে দিন হুট করে চলে
এলে কেন
_আসলে সেদিন অফিসে কিছু
কাজ ছিল তাই মামা বাড়ি
থেকে চলে এলাম
_জানো তুমি চলে আসার পর
তোমাকে অনেক মিস করি
আর ভাবি আমি কি আবির
নামের ঐবজ্জাত
ছেলেটিকে ভালোবেসে
ফেলেছি
_কি আমি বজ্জাত
_বজ্জাতইতো
__এই বলে রিয়া হাসতে লাগল
_মিষ্টি খাব
_ফ্রিজে আসে খেয়ে আসো
_না তোমার ঐ লাল টুকটুকে
মিষ্টি খাব
_তাহলে লাইটটা বন্ধ করে
আসি
_লাইট বন্ধ করে এসে রিয়া
আমার উপর ঝাপিয়ে পড়ল।
,.,তার পর বাকিটা ইতিহাস
আপনাদের না শুনলেও চলবে
,,,,,,,,,অচেনা ছেলে (নীল
রাজ্যের রাজকুমার)
,,,,,,,,,,,,,,,,,the End,,,(সমাপ্ত),,,,,,,,,
©somewhere in net ltd.