| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-যখন আমার জ্ঞান ফিরলো তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম।তাকিয়ে দেখি সবাই আছে শুধু রিয়া নেই। মনটা শুধু তাকেই খুজছে
-আম্মু আমি এখানে কেন
বলার সাথে সাথে আম্মু আমাকে জরিয়ে ধরে কাদতে লাগলো
-কি হয়ছে আম্মু তুমি কাদছো কেন
-কিছু হয়নি তোর এভাবে জ্ঞান হারিয়ে ফেলার কারণে খুব কষ্ট পাইছি আমরা
-আচ্ছা আম্মু সবাইকে তো দেখতে পাচ্ছি রিয়া কোথায় ওকেতো দেখতে পাচ্ছি না
-তাহলে রিয়াকে বুঝি মিচ করা শুরু করে দিয়েছিস
-
-কি যে বলনা আম্মু
-তাহলে বাসায় গিয়ে দেখিস নি
-আচ্ছা
আমার মনে হচ্ছে আম্মু এবং সবাই আমার কাজ থেকে কিছু লুকাচ্ছে যা আমাকে তারা বলছে না।
কি এমন কথা যার কারণে আমাকে বলা যাবে না
অবশেষে বাসায় চলে এলাম।গাড়ি থেকে যেই নেমেছি তখনি দেখলাম রিয়া কোথায় থেকে এসে আমাকে জরিয়ে ধরে কাদছে
-এই পাগলী কাদছিস কেন দেখ আমি ফিরে এসেছি।এখন যতো পারিস আমাকে জ্বালা তবুও আমি তোকে কিছু বলবো না
-হুম
-কি হুম করছিস নাকি আমার উপর রাগ করেছিস
-রাগ কেন করবো বল
-তাহলেতো কিছু বলছিস না কেন
-চলতো এখানে দাড়িয়ে না থেকে রুমে চল
-আচ্ছা চল
-আজ তোর জন্য আমি নিজ থেকে রান্না করেছি । চল খাবি
-আচ্ছা চল তোর হাতের রান্না কেমন
খাবার খেতে বসলাম।রিয়া আমাকে খাবার দিচ্ছে
-আচ্ছা কেমন হয়ছে রান্নাটা
-খুব ভালো হয়ছে দেখতে হবে না কার বউটা রান্না করছে
এই কথা বলার সাথে সাথে রিয়ার মুখটা হাসিতে ভরে উঠলো
আমিও মনে মনে বললাম তোর হাসিটা দেখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি
রাতে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙ্গল
-এই যে মিষ্টার এখন কি উঠবেন
-যাওতো আম্মু বিরক্ত করো না
-কিইইই আমি তোর আম্মু
এই বলে শার্টের কলার ধরে টেনে বিছানা থেকে নামাইছে
-কিইই আমি তোর আম্মু তাইনা
-সরি সরি তুমি আমার লক্ষ্যি বউ
-তাই বুঝি
-হুম
-বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আসো
_আরে যাচ্ছি এত ঝাড়ি মারো কেন
ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে একটু আম্মুর সাথে কথা বলতে আম্মুর রুমে গেলাম
-আম্মু
-হুম বলেক
-তোমরা হাসপাতালে আমার কাছ থেকে কিছু লুকাইছো সেটা কি বলো
-কিছু না
-সত্যি
-হুম সত্যি
-তাহলে কাদছিলে কেন
-এ মা এটা আবার কি কথা আমার একমাত্র ছেলে অসুস্থ আর আমি কাদবো না
-ওহহ তাহলে এখন আসি
-আরে শুনে যা
-কি
-আগামী সপ্তাহে তোর আর রিয়ার বিয়ে
-কিই এত তারাতারি
-কেন অন্য কাউকে পছন্দ করিস নাকি
-না
-তাহলে মেয়েটিকে নিয়ে শপিং এ যা
-আচ্ছা
আম্মুর কাছ থেকে এসে দেখি রিয়া আমার রুমে বসে আছে
-কি বেপার আজ এত সেজেছো কেন
-তোমার সাথে শপিংয়ে যাব তাই
-আচ্ছা একটা কথা বলি
-হুম বলো
-বিয়ের পরেও কি ডাইনি হয়েই থাকবে
-কি আমি ডাইনি
-আরে ক্ষেপো কেন
-ত কি করবো হ্যা
-আচ্ছা চলো শপিংয়ে যাই
-হুম চলো
এই বলে দুজনে শপিং করতে চলে গেলামশপিং শেষ করে কিছুক্ষণ ঘুরাঘুরি করে বাসায় চলে এলাম
এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম
সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙ্গল
-কিরে কত বেলা হলো এখনো ঘুমাচ্ছিস
-আর একটু ঘুমায় না আম্মু
-না আর ঘুমানো যাবে না এখন উঠেক তারাতারি
-আচ্ছা উঠলাম এখন কি করতে হবে শুনি
-কিছু করতে হবে না
-তাহলে এত সকালে ডাকার মানে কি
-মানে কি মানে এত বেলা করেতো অলসরা উঠে
জানি আম্মুর সাথে কথায় পারবো না এখন জ্ঞান দেওয়া শুরু করবে
-দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে এলো এবং অবশেষে আমাদের বিয়েটাও শেষ হলো
এখন আমি বাসর ঘরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি
বাসর ঘরে যখন ঢোকলাম তখন দেখি রিয়া শাড়ির আচল কোমরে বেধে দাড়িয়ে আছে। আমিতো ভুত দেখার মতো চমকে উঠলাম
-একি তুমি এ রকম দানবের রুপ ধারণ করছো কেন
-যাকে বিয়ে করছো তাকে কি এখনো প্রোপজ করছো
-না
-তাহলে এখন প্রোপজ করো না হয় বাসর ঘর থেকে বাহির হও
-আরে করিছি দাড়াও
-হুম করো
- I Love You Riya
-এইটাতো সাধারণ প্রোপজ এটা চলবে না
-আচ্ছা বলছি
-হুম বলো
-ও আমার ১ নাম্বার বউ তোমারে থিয়ে আমি আরেকটা বিয়া করমু তবুও তোমারে খুব ভালোবাসমু তুমিও কি আমাকে ভালোবাসবে
-কিইই আরেকটা বিয়া করবি
-আরে ক্ষেপ কেন
-ত কি করবো হ্যা
-আমি ওসব উল্টা পাল্টা প্রোপজ করতে পারবো আমি সাধারণ ভাবেই তোমারে বলে দিতে চাই বালিকা ওহহ সরি বউ আমার জানের জান পরানের পরান তোমারে খুব ভালোবাসি I Love You Riya
-hmm I Love You Too Rakib
I Love You So Much
-এই রাখো তোমার I Love You চলো এখন আমরা একটু রোমাঞ্চ করি
রিয়া দৌড়ে এসে আমার বুকে মাথা লুকালো
এখন বর্তমানে বিজি আছি মানে ঘরের লাইট অফ আর মোবাইলটাও বউ কাইরা নিছে যার কারণে বাসর রাতের ইতিহাসটা আপনাদের শুনাতে পারলাম না যার কারণে দুঃখি।আরে যাও এখন কি করো সরম নাই বুঝি
-
-
-মি. ভুতের মামা
-
_
-THE END- -THE END- -THE END
©somewhere in net ltd.