| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
=কি আজ এত দেরি হলো
-আর বলিস না রাস্তায় যে জ্যাম যার কারণে মাঝ রাস্তা এসে আটকা পড়ে ছিলাম
-ওহহ চল আম্মু তোর জন্য অপেক্ষা করছে
-ওকে চল
আমি মিমের সাথে ওর আম্মুর ঘরে গেলাম মানে আমার খালার রুমে গেলাম
-কি রে আবির এসেছিস
-হুম খালা কেমন আছেন
-ভালো
খালার সাথে অনেক কথা বলে রুমে এসে একটু ঘুমিয়ে পড়লাম
কানে শুড়শুড়ির কারণে ঘুম ভেঙ্গে গেলো
-কি বেপার কানে শুরসুরি দিচ্ছিস কেন
-কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না মরারমতো ঘুমাচ্ছিস
-আরে কত বড় জার্নি করে এনাম একটু টায়ার্ড হয়ে গেছি তাই একটু তারাতারি ঘুম ধরছে আর তুই এসে ডাকা ডাকি শুরু করে দিলি
-ওরে আমার মহারাজের কি ঘুম ধরছেরে
-দেখ মিম ফাজলামি না করে এখান থেকে যা
-না যাবো না
-কেন
-ঘুরতে যাবো চল
-আমি যাব না তুই যা
-না তোকে যেতেই হবে চল
এই বলে হাত ধরে টেনে তুললো আমাকে। কি আর করবো বাধ্য হয়ে যেতে হচ্ছে
দুজনে এখন পুকুর পাড়ে খেজুর গাছের নিচে বসে আছি।আমি পুকুরে ঢিল ছুড়ছি আর ও বকবক করছে।আমি এখন পুকুরে ঢিল ছুড়া নিয়ে ব্যস্ত ওর কথা শুনার সময় নেই
-কিরে
-কি
-কোনো কথা বলছিস না কেন
-কি বলবো
-আমি এত কথা বললাম তার মানে তুই কিছু শুনিস নি
-না
-কিহহইঈ
-হ্যা আমার খুব ঘুম পাচ্ছে তোর কোলে একটু ঘুমায়
-ঘুমা মানা করছে কে
আমি মিমের কোলে ঘূমাচ্ছি আর ও আমাকে ছোট ছোট বিভিন্ন গান শুনাচ্ছে
-কি মহারাজ এখনো ঘুমাতে হবে
-এইতো উঠে পড়েছি
-দেখ সন্ধ্যা হয়ে এসেছে
-কি তার মানে এতক্ষণ তুই এখানেই বসেছিলি
-হুম
-কেন তোর বসে থাকতে কষ্ট হলো না তার উপর আমি আবার তোর কোলে ঘূমাইছি
-কেন আমার বরটা আমার কোলে ঘুমাইছে আমি কেন মানা করবো শুনি আর কস্ট তুই পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না
-হুম চল বাসা যাওয়া যাক
-হুম
বাসায় এসে রাতের খাবার খেয়ে একটু রুমে গেলাম। জানি আজ আর ঘুম চোখে আসবে না । কেন জি দুপুরে ঘূমাতে গিয়েছিলাম। দুপূরে ঘুমালেই আমার ঘুম আর আসেনা রাতে এই এক ঝামেলা
-কি মহারাজের ঘুম আসতেছে না
-হুম
-তাহলে চলো ছাদে যাই
-হুম চলো
ছাদে বসে দুজনে জ্যোৎস্না বিলাসী করছি
-কালকেতো চলে যাবে তাইনা
-হুম
-আর কয়দিন থাকো না
-না কলেজ খুলবে
-ওকে যাও
-রাগ করলে নাকি
-রাগ করে কি করবো শুনি
-তাহলে এভাবে কথা বলছো কেন
-তে কি ভাবে কথা বলবো শুনি
আমি ওখান থেকে চলে এলাম।। এসে রুমে ঘূমিয়ে পড়লাম
-কি বেপার চলে এলে কেন
-এমনি
-রাগ করেছো আমার উপরে
-না
-
-পরে দিন সকালে মিমের ডাকে ঘুম ভাঙ্গলো
-কি বেপার বাসায় বলে যাবে
-তাড়িয়ে দিচ্ছ আমাকে
-তাড়িয়ে কেন দিবো হ্যা সব সময় বেশি বুঝো। নিজেইতো বললে যে চলে যাবে
-না থেকে যাবো
-সত্যি
খুশি হয়ে বললো মিম
-আরে না বাসায় আজকে যেতেই হবে
মন খারাপ করে বলে
-ঠিক আছে ফ্রেশ হয়ে এসো আম্মু খাবার দিচ্ছে
-ওকে
ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাসার দিকে। দেখলাম পাগলীটা কাদছে আর উড়না দিয়ে চোখের পানি আড়াল করার বৃথা চেষ্টা করছে
জানি পাগলীটাকে নিজের করে পাবো কিনা
-বাসায় এসে ভালোয় দিন কাটছে। পাগলিটার সাথে ফোনে আলাপ খুনশুটি চলছে। অভিমান ও করতে জানে পাগলীটা
-একদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায় । যার কারণে ডাক্তার আঙ্গেলের কাছে গেলাম চেকআপ করার জন্য
-রাকিব
আমার নাম মো রাকিব হাসান আবির
কে কি নামে ডাকে নিজেও জানিনা
-হুম বলেন আঙ্কেল
-তোমাকে কি ভাবে যে বলি
-সমস্যা নেই আঙ্কেল
-তুমি এই পৃথিবীতে আর বেশি দিন বাচবে না
-মানে
-মানে তোমার ব্রেন ক্যান্সার হয়েছে
-ঠিক আছে আঙ্কেল এই কথা যেন আর কেউ জানতে না পারে
-ওকে বাবা এই বলে আঙ্কেল আমাকে জড়িয়ে ধরে কাদতে লাগলো
কাদবেই না কেন যাকে ছোট বেলা থেকে বড় করে তুলেছে আর আজ সে মৃত্যুসহ্যায়
মন মরা হয়ে বাসায় চলে এলাম এসেই দেখি মিম সহ তাদের পরিবার আমাদের এখানে এসেছে
-কি বেপার আম্মু হঠাৎ মিমেরা এখানে
-আর লুকাতে হবে না মিম আমাকে সব বলেছে।তাই আজ তোদের বিয়ে
-কিন্তু আমি এই বিয়ে করবো না
জোড়ে চিৎকার করে
-কেন তুই মিমকে ভালোবাসিস না
-না
তখন মিম আমাকে বলে উঠলো
-তার মানে এত দিন আমার সাথে অভিনয় করেছো
- হুম
-কেন এমন করলে আমার সাথে বলো
-......
-কি হলো চুপ করে আসো কেন
-..,..
-কথা বলো
-আমাকে ভুলে যাও মিম আর সুন্দর দেখে একটি ছেলেকে বিয়ে করো
--বিয়েতো করবোই। আর তোর মতো বিশ্বাসঘাতককে আল্লাহই শাস্তি দিবে
এই কথা শুনে আমার জীবনটা বেড়িয়ে যাবে মনে হয় তারপরেও জীবনের সকল কষ্ট বুকে চাপা দিয়ে কৃত্রিমভাবে হাসিটুকু ফুঠেয়ে তুললাম
-তখন মিম বলে উঠলো
-তোদের মতো ছেলেরা শুধু মেয়েদের মন নিয়ে খেলা করতে পারে কিন্তু ভালো বাসতে পারে না।অভিনয় করে আজ বুঝিয়ে দিলি তুই আমাকে কতো ভালোবাসিস। আরে তোকে ছাড়া এ জীবন কখনো কল্পনাও করতে পারি নি আর তুই আমার সাথে অভিনয় করলি।আমিকি তোর কোনো ক্ষতি করেছি তাহলে আমার জীবন নিয়ে কেন ছলনা করলি
তোকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না এই আমি অভিশাপ দিলাম জীবনে কখনো সুখি হতে পারবি না
চলো বাবা
এই বলে মিম চলে গেলো।তার কোনো কথায় আমি আঘাত পায়নি। আজ আমি অভিনয়ে সফল হয়েছি।আমার প্রতি তার ঘৃণা জমাতে পেরেছি।এটাইতো আমি চেয়েছিলাম
-অন্ধার ঘরে বসে অনেক কাদলাম। কাদে কারো হাতের স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালাম তখন আম্মু আমাকে বলে উঠলো
-কি হয়েছে তোর
-কিছু হয়নি
-তাহলে মেয়েটিকে ফিরিয়ে দিলি কেন
-এমনি
-কালকে মিমের বিয়ে তুই যাবি
-হুম
যাক তাহলে আমার আশা পূরুন হবে। আমার আশা ছিলো তোমাকে কোনো এক দিন লাল শাড়িতে দেখবো।আজ তাই দেখছি তোমাকে অনেক সুন্দর লাগছে। যখন আমার সামনে হাসতে হাসতে অন্যকে স্বামি হিসাবে কবুল করে নিলে তখন আমার জীবনটা যদি বেড়িয়ে যেতো তাহলে আমি অনেক শান্তি পেলাম
হ্যা আবির সেদিন বাসায় ফিরার পথে মাথা ব্যথা এত বেড়ে যায় যার কারণে এই পূথিবীর মায়া ত্যাগ করে চলে যায় না ফিরার দেশে।আর কোনো দিন ফিরে আসবে না
-
-একদিন মিম আবিরদের বাসায় বেড়াতে আসে এসেই আবিরকে খুজতে থাকে কিন্তু পায় না। কারণ প্রথম ভালোবাসা কেউ বলতে পারে না
তাই মিম আবিরের ছোট বোনকে আবিরের কথা বলে
-তখন আবিরের বোন একটি কবরের কাছে নিয়ে যায়
সেখানে লেখা ছিলো
চিরকালের জন্য ঘুমিয়ে আছে মরহুম মোহাম্মাদ রাকিব হাসান আবির
-তারপর একটা চিঠি মিমের হাতে দেয়
-মিম পড়তে শুরু করলো
-জানি ভালোই আছিস। আমি কেমন আছি জানিনা তবে তুই ভালো থাকলে আমিও ভালো আছি। আমার ভালোবাসা কখনো অভিনয় ছিলো না ছিলো না কোনো বিশ্বাসঘাতকতা। আমি তোর সাথে কখনো ছলনা করিনি বরং আমার সাথেই এই পৃথিবী ছলনা করেছে, তোর কাছ থেকে আমাকে কেড়ে নিয়েছে. যখন আম্মুর কাছ থেকে শুনলাম যে তোর আর আমার বিয়ের কথা চলছে তখন আমি অনেক খুশি হয়েছিলাম।কিন্তু সেই খুশিকে আমি ধামা চাপা দিয়ে বুকেই রেখে দিয়েছিলাম। কারণ সেদিনই জানতে পারি যে আমি আর এই পৃথিবীতে বেশি দিন বাচবো না. চলে যাবো কোনো এক দিন অজানা গায়ে। তাই সেদিন মিথ্যা অভিনয়টা তোর সাথে করতে হয়েছে। বিশ্বাস করেক আমি কোনো দিন তোর সাথে অভিনয় করি নি তোর সাথে বিশ্বাসঘাতকতা করি নি তারপরও তুই আমাকে বিশ্বাসঘাতকতা বলিস আমাকে অভিশাপ দিয়েছিস এতে আমি একটুকুও কষ্ট পাইনি। বলেছিলিস আমি যেন সুখি না হয় ঠিকিই বলেছিস আজ আমি অসুখি হয়েই জীবনের মায়া ত্যাগ করে চলে গেলাম অচীন পুরে যেখান থেকে কেউ আর ফিরে আসেনা
পারলে তোর এই বিশ্বাসঘাতককে ক্ষমা করে দিস।।
ভালো থাকিসরে তুই
ইতি তোর
বিশ্বাসঘাতক প্রেমিক
"কখন জি চিঠিটা চোখের পানিতে ভিজে গেছে এটা মিম খেয়ালই করে নি
"সাথে সাথে মিম আবির কবের উপর পড়ে গেছে অজ্ঞান হয়ে
"
")()(()(([সমাপ্ত]
"
"পরীর আব্বু
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮
ওয়াহিদবুরাদ রাকিব হাসান বলেছেন: Click This Link