| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ছোট্ট বেলায় পড়েছিলাম এক জলপরীর গল্প। গল্পটা পড়ে চোখের জলে বুক ভাসিয়েছিলাম। এত কান্নাই কেঁদেছিলাম সেই জলপরীটার দুঃখে যে আরেকটু হলে মনে হয় নিজেই আমি চোখের জলে সাগর বানিয়ে সেই সাগরে জলপরী হয়ে ভেসে যেতাম।
![]()
হ্যা আমি হ্যান্স ক্রিশ্চিয়নের সেই লিটল মারমেইডের কথাই বলছি। ছোট্ট সেই মৎস্যকন্যা যে সাগরের জলে খেলে বেড়াতো, ঢেউ এর তালে তালে নাচতো আর গাইতো আর তার গানের সূরে,নাচের তালে মুগ্ধ হয়ে মাছেরাও তাল মিলাতো তারি সাথে। সমুদ্রের শঙ্খ তুলে যে বাজাতো সেই মন মাতানো সূর।
একদিন এক জাহাজ ডুবিতে রাজকুমার অথই জলে যখন হাবুডুবু খাচ্ছিলো মৎস্যকন্যা তাকে উদ্ধার করে তার জীবন বাঁচালো। রাজকুমারের চেতন ফিরে আসবার আগেই লুকিয়ে গেলো আড়ালে সে। রাজকুমার যদি তার মাছের লেজ দেখে ভয় পায় ! যদি ঘেন্না করে তাকে! কি করে সইবে সে সেই কষ্ট।![]()
রাজার লোকজনেরা অচেতন রাজকুমারকে খুঁজে পেয়ে ফিরিয়ে নিয়ে গেলো রাজপ্রাসাদে আর মৎস্য কন্যা আড়াল থেকে শুধুই চেয়ে রইলো। মুক মৎস্যকন্যার তো মানুষের ভাষা জানা নেই। তার নেই মানুষের মত ডাঙ্গায় চলবার জন্য দুটি পা।
মৎস্য কন্যার দিন কাঁটেনা, রাত ফুরোয় না। সারাটাক্ষন পুরোটা মন জুড়েই রাজকুমারের ছবি।সাগরের তলদেশের এক যাদুকরী ডাইনী জটিবুড়িমার তন্ত্র মন্ত্রে সে বানিয়ে নিলো মানুষের মত দুটি পা। চিরতরে হারালো তার ঝলমলে রুপোলী মৎস্যকুমারী লেজ।
একদিন পাড়ী জমালো ডাঙার সেই রাজকুমারের রাজপ্রাসাদের উদ্দেশ্যে। কিন্তু তার অপরুপ নিস্পাপ চোখের চাউনী দেখে রাজকুমারের মনে দয়ার উদ্রেক হলেও সে তার বাগদত্তা মনুষ্য রাজকুমারীর প্রেমে যে মগন সে বুঝতে আর বাকী রইলোনা মৎস্যকন্যার।
গভীর রাতে চুপি চুপি ফিরে গেলো সে সমুদ্র তীরে। ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের জলে। লেজবিহীন মৎস্যকন্যা প্রতিগ্গাবদ্ধ সমুদ্ররাজের কাছে। মনুষ্য পদযুগল গ্রহন করবার পরে তার আর সাগরের দেশে ফিরে যাবার অনুমতি নেই। মৎস্যকন্যার দেহটা ধীরে ধীরে মিশে গেলো সমুদ্রের ফেনায় ফেনায়।
আজো মনটা ভীষন খারাপ হয়ে যায় যখন ভাবি সেই মৎস্যকন্যা- জলপরীটার কথা।যার অবুঝ ভালোবাসার কোনো স্থান হয়নি রাজকুমারের মনে।
তবে ছেলেবেলা থেকেই আমার হৃদয়ের কোনো একটা কোনে ছোট্ট হলেও খুব পাকাপোক্ত একটা আসন করে নিয়েছে সে। আজো যখনি বাচচাদের কোনো রুপকথার বইএ মৎস্যকন্যার ছবি দেখি বা দেখি দোকানে সাজানো কোনো মারমেইড পুতুল সাথে সাথেই আমার হৃদয়পটে সেই মৎস্যকন্যাই উঁকি দিয়ে যায়।
আমার অতি প্রিয় সেই মৎস্যকন্যাকে নিয়ে তাই বানালাম ছোট্ট একটা সমুদ্র আর তাতে সাজিয়ে দিলাম ছোট্ট এক মৎস্য কন্যা।
একটা খালি গোল মধুর বোতলের মুখটার ভেতরের দিকটায় মারমেইড কি-রিংটার উপরের অংশটা গ্লু ট্যাগ দিয়ে আটকে দিয়েছি। তারপর বোতলে পানি ঢেলে দিলাম আর তাতে ছেড়ে দিলাম মনিমুক্তা চূণীপান্না। এইবার বোতলের মুখটা যেন বোঝা না যায় তাই তাতে উপরের দিকটায় আটকে দিয়েছি লাল নীল রঙিন কাগজের ছোট ছোট বলগুলো, আইকা দিয়ে।
এখন আমার ছোট্ট জলপরীটা আমার সাথেই থাকবে সারাটাক্ষন।![]()
![]()
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৩৪
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য ভাঙন।
আমি ভালো আছি।
২|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:২৮
বিবর্তনবাদী বলেছেন: সুন্দর পোস্ট। সুন্দর জিনিস বানিয়েছ। তবে একটা স্বচ্ছ বোতল নিলে হয়ত আরো স্পষ্ট হত, তাই না?
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৩৬
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ বন্ধু।
ঠিক বলেছো। আচ্ছা কালকেই আর একটা সচ্ছ বোতলে আরেকটা নীলপরী বানাবো।
হাজার হোক ছুটি চলছে না আমার। খই ভাঁজার টাইম অফুরন্ত।
৩|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:২৯
ইমন জুবায়ের বলেছেন: সুন্দর ...
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৩৭
অপ্সরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইমন।
তোমার নামটা ইমন জুবায়ের না হয়ে ইমন কল্যান হলে মনে হয় বেশী মানাতো। রা সঙ্গীতের এত খবর জানো তুমি!
৪|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৩০
অমাবশ্যার চাঁদ বলেছেন: দারুন।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৩৮
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ!!!
৫|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৩৩
বিপ্লব কান্তি বলেছেন: আপনার কল্পনার জলপরীটি কেমন ? সাদা জলপরী আমার ভালো লাগে না, কালো জলপরী ভালো লাগে ।
পরী বলেই যে সাদা হতে হবে তা কেনো ? পরী কালো হতে পারে না ?
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪০
অপ্সরা বলেছেন: আমার কল্পনার জলপরীটি কেমন ??
সত্যি বলবো??
ঠিক আমার মত ।
হাহাহাহাহাহা
৬|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৩৭
কামরুন নাহার বলেছেন: জলপরীর জন্য আর একটু বড় পাত্র হলে ভালো হতো।
ভালো হয়েছে।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪২
অপ্সরা বলেছেন: আচ্ছা আজকেই আমার জলপরীটার জন্য একটা এ্যকুরিয়াম কিনে আনবো দাড়াও। এখুনি বের হচ্ছি ।![]()
৭|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
উধাও ভাবুক বলেছেন: মারমেইড !!!!
মৎস্যকন্যা !!!
জলপরী !!!
__________________
এসব করার জন্য তোমার আগ্রহ আর সময় দুটোই ভাল সাপোর্ট দিচ্ছে।
শুভকামনা অপ্সরা।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৭
অপ্সরা বলেছেন: ঠিক বলেছো। ছুটিগুলোতে আমার অনেক অনেক খইভাঁজা টাইপ প্ল্যানিং থাকে।
এবারেও থাকছে।
শুভকামনার জন্য হাজার হাজার ধন্যবাদ ভাবুক।
৮|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৪
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছিস। খুব ভাল লাগলো- যদিও মন খারাপ করা লেখা।
তুই যে আমার হাজার খুশীর
মর্ত্যলোকের জলপরী-
তোকে নিয়েই ভাসাবো আমি
সোহাগে ভরা লক্ষ তরী।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৮
অপ্সরা বলেছেন: ভাইয়া অনেক অনেকদিন পরে কবিতা কমেন্ট দিলে।
তার জন্য হাজার হাজার হাজার ধন্যবাদ।
অনেক মজার হয়েছে কবিতাটা।
৯|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৯
শ।মসীর বলেছেন: ঘুরেফিরে মন খারাপের দেশেই আমাদের যাত্রা।
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৫২
অপ্সরা বলেছেন: হুম । মন খারাপের মাঝে, বিষাদের মাঝেও হয়তো কোনো আনন্দ আছে। নতুবা আমরা কেনো তার দ্বারেই বারেবারে ফিরে ফিরে যাই?
অনেক ধন্যবাদ শামসীর। আমার জলপরীটা দেখতে আসবার জন্য।
১০|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:৫৮
নুশেরা বলেছেন: অ্যান্ডারসনের সব গল্পই মন-খারাপ-করা। তুমি এটার একেবারেই শিশুতোষ সংস্করণটা দিলে কেন! জিভ কেটে বাকশক্তিহারা হয়েছিলো জলকন্যা... ছুরি দেয়া হয়েছিলো রাজপুত্রের বুকে বেঁধানোর জন্য...
![]()
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১১:০৪
অপ্সরা বলেছেন: ঠিক বলেছো আপুনি। শিশুতোষটায় এইসব লেখা নেই জিভ কাটা বা ছুরি বেঁধানোর কথা। একটু বড় হয়ে যখন পড়েছিলাম রাতের আঁধারে জলকন্যা উঠে যায় রাজকুমারের বুকে ছুরি বিঁধিয়ে দিতে, আর তারপর রাজকুমারের মুখের দিকে তাকিয়ে আর পারেনা তাকে খুন করতে। তার ভালোবাসার কাছে পরাজিত হয় , তখনও চোখের জলে বুক ভাসিয়েছিলাম।
১১|
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫০
আন্ধার রাত বলেছেন:
খুব ভাল হইয়াছে, কিন্তু জলপরীকে রাগী টাইপের মনে হচ্ছে...হিঃ হিঃ হিঃ
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১০
অপ্সরা বলেছেন: সত্যিকারের জলপরীটা দুঃখী ছিলো। এটা দেখতেই এমন আসলে খুব ভালো।
১২|
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:১৮
যীশূ বলেছেন: দারুন হয়েছে!
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১১
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ যীশূ।
১৩|
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ১:৩৩
অদৃশ্য বলেছেন: অপস্রা................. ভালো লাগলো। জলপরীকে কাছে পেয়ে নিশ্চয় এখন অনেক ভালো লাগছে তাইনা।
তবে আমার কিন্তু জলপরীটাকে বন্দী মনে হচ্ছে !
শুভকামনা রইলো।
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১২
অপ্সরা বলেছেন: বন্দী করেই রাখলাম তো অদৃশ্য।
১৪|
০১ লা জুলাই, ২০০৯ দুপুর ২:১৬
কিছুকিছু বলেছেন: দারুন..... কে ম ন আছেন?
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ !!! ভালো আছি।
১৫|
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১
অনন্ত দিগন্ত বলেছেন: গভীর সাগরের পানি তো নীল রং এর হয় ... জলপরীর পিছনের পানিটা নীল করে দিও ... হয়ত আরো সুন্দর লাগবে ...
সবসময় ভাল থাকা হয় যেন জলপরীর ....
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:৪৭
অপ্সরা বলেছেন: একদম ঠিক বলেছো অনন্ত!!
আজ রাতেই পানিটা হবে নীল । মানে নীল রঙ মেশাবো পানিতে।
অনেক অনেক ধন্যবাদ শুভকামনার জন্য।
১৬|
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: জল্পরী ভালো না। ওরে পাইতে হইলে আমারে মরতে হবে, আমারে পাইতে হলে ওরে মরতে হবে। এতো কনফ্লিক্ট![]()
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:৪৯
অপ্সরা বলেছেন: আরে সোজা হিসাব কষো। আমার মত কোনো একটা কি-রিং আর্চীস বা হলমার্ক থেকে কিনে এনে বোতলে বন্দী করে ফেলো। পাওয়াও হল মরতেও হলনা।
১৭|
০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
রাতমজুর বলেছেন:
ঠিকানা দেই পাঠায়া দেন, তাইলে পাওনা ১ ডজন মাইনাস মাফ ![]()
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:৫২
অপ্সরা বলেছেন: কি পাঠাবো?? বুঝলাম নাতো। না বুঝার আগে যেন মাইনাস দিওনা। কষ্ট লাগে।
১৮|
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৫২
অক্ষর বলেছেন: জল্পরীরে পছন্দ হৈছে
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:৫৮
অপ্সরা বলেছেন: হায় হায় তাহলে জীবন গেছে তোমার । সর্বনাশ!!
১৯|
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:১৮
মনজুরুল হক বলেছেন:
আ্যান্ডরসনের গল্প মানেই স্বপ্নের রাজ্যে হারিয়ে যাওয়া।আর স্বপ্নের রাজ্যে যদি হারাতেই হয় তাহলে জলপরীর সাথেই তো হারাতে হয়! অথবা সেগানের "দ্যা আ্যাম্ফেবিয়ান ম্যান" এর সাথেই হারানো উচিৎ।
আগের পোস্টে তোমার উত্তরের সূত্র মত দেখে গেলাম। কমেন্ট করে গেলাম। অর্থাৎ তোমার আর একটি নতুন পোস্ট দেওয়া কর্তব্য হয়ে গেল!
আমি মাঝে মাঝেই মৎসকন্যা বা জলপরী স্বপ্নে দেখি......অজানা জলের তলে জীবন তো আরো অজানা.....অজানায় হারানোর সুখই আলাদা।
জলপরী নিয়ে এই কবিতাটি লিখেছিলাম, দেখেছ কি না, তাই লিংক দিলাম।
Click This Link
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:০৮
অপ্সরা বলেছেন: ভাইয়া তুমিও আমার মত জলপরী ভালোবাসো এ খবরটা আজি জানলাম। আর জেনে ভীষন খুশী লাগছে।
কবিতাটা খুবি ভালো লেগেছে। সোজা প্রিয়তে এনে নিজের করে রাখলাম।
আর উত্তরের সূত্র মতে আমি খুব তাড়াতাড়ি আরেকটা পোস্ট দেবো । তবে একটু দেরী হতে পারে কারণ তোমার কথা মত গল্প লিখতে হবেনা? তুমি তো আগের পোস্টে বললে আমাকে গল্প লিখতে । তাই তোমার জন্য গল্পই লিখবো আমি।
২০|
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:৩৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: চমৎকার তো !!
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:০২
অপ্সরা বলেছেন: থ্যংক ইউ প্রশংসার জন্য মেহরাব!
কিন্তু তুমি আমাদের কালকের ঐতিহাসিক খানাপিনা পোস্ট । মানে তোমার রেসটুরেন্ট পোস্টে আমাদের কথোপকথন মুছে দিলে কেনো? কত্ত কষ্ট করে করে খাবার গুলা আনলাম ।
২১|
০১ লা জুলাই, ২০০৯ রাত ১১:৫৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
মৎস্য কন্যাকে নিয়ে স্মৃতিচারণ ভালোই হয়েছে।
তোমার ছোট্ট সমুদ্রে ছোট্ট মৎস্য কন্যা একদিন বড় হয়ে তোমায় নিয়েযাক সাত সমুদ্রে।
মৎস্য কন্যার সাথে ভালো থেকো জলপরী।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:০৪
অপ্সরা বলেছেন: আল্লাহ কি বলো তুমি ভাস্কর? এই মৎস্য কন্যা বড় হয়ে আমাকে সমুদ্রে নিয়ে যেতে যেতে তো আমি বুড়ি থুত্থুড়ী হয়ে যাবো। হাহাহাহাহাহা
২২|
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:০৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: ছোটকালে ফেইরী টেইল্স থিয়েটার নামে একটা অনুষ্ঠান দেখাতো। একেকদিন একেকটা ফেইরী টেইল। লিটল মারমেইড দেখার খুব খারাপ লেগেছিলো, ভাবতে ভালো লাগতো আসলেই এরকম কেউ থাকে সমুদ্রের গভীরে।
এত ছোট জারে জলপরীকে মানাচ্ছেনা।
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১১
অপ্সরা বলেছেন: ঠিক বলেছো আমি তো সব সময়ই কল্পনাপ্রবন ছিলাম আজো আছি তাই আগের মত এখনও ভাবতে আর বিশ্বাস করতে ইচ্ছে করে যে জলপরীরা এখনো বাস করে সমুদ্রের গভীরে।
তবে জানো জলপরীটা কিন্তু একদম ছোটো। আর জারটায় পানি দিতেই মানে জারের গোল ভাবটার জন্য বাইরে থেকে বড় দেখাচ্ছে।
২৩|
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৬:০৯
টুশকি বলেছেন: আমি না সবার প্রথমে একটা কমেন্ট করসিলাম
নেটওয়ার্ক খারাপ বলে যায়নি হয়ত
জলপরীর নাম এরিয়েল ছিল না?
০২ রা জুলাই, ২০০৯ সকাল ৮:১৫
অপ্সরা বলেছেন: হ্যা টুশকিমনি। জলপরীটার নাম এরিয়েল ছিলো।
আরিলের সাথে যদি মিলে যায় তাই লিখিনি।![]()
২৪|
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৬:২০
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: জলপরী
০২ রা জুলাই, ২০০৯ সকাল ৮:১৭
অপ্সরা বলেছেন: আমার মনে হয় আমার বলগে এটাই তোমার প্রথম মন্তব্য ।
খুশী হলাম অনেক অনেক তবে ভালো লাগছে আর একটু অবাক হলাম তোমার মত কবিদেরও জলপরী প্রিয় ছিলো জেনে।
২৫|
০২ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩
জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন!!!+
০২ রা জুলাই, ২০০৯ সকাল ১০:৪৮
অপ্সরা বলেছেন: ধন্যবাদ জুলভার্ন!
২৬|
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৪১
আহমেদ রাকিব বলেছেন: পড়তে পড়তে টম হ্যাঙ্কস এর একটা মুভির কথা মনে পড়ে গেল। জলপরী নিয়ে মুভি Splash। আচ্ছা লেখাটা পড়লাম বেশ কিছু সময় হয়ে গেল, এখনো ঠিক বুঝতে পারছি না লেখাটা আসলে কেমন লেগেছে। পড়ে আনন্দ লাগছে নাকি কষ্ট। এর মানে আসলে অনুভূতিটা অদ্ভুত। আর যেই অনুভূতি এই রকম হয়, ঠিক বোঝা যায় না, সেইটা আসলে কষ্ট অনুভূতি। মন বেটা দাঁতে দাঁত চেপে কষ্টকে আটকে রাখার চেষ্টা করে।
যাই হোক, লেখাটা খুবই ভাল হইছে। আর আপনি খুবই সুইট একটা মানুষ। ভালো থাকেন জলপরীর সাথে। আর এই রকম সুইট সুইট লেখা দেন আরো।
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:২৬
অপ্সরা বলেছেন: রাকিব Splash এর কথা আর বলোনা। এই ছোটবেলার জলপরী পড়ে একদিন কেঁদেছিলাম আর Splash দেখে কান্নার সাইকেল অন হয়ে গেছিলো। কটাদিন শুধু যখন তখন কান্না পেতো।
শুধু একটা ডায়ালগের জন্য। জলপরীটার একটা ডায়ালগ আমাকে কদিন যে কাঁদিয়েছিলো সে কথা আর বলতে চাইনা। যদিও এখানে ছেলেটা জলপরীটার সাথে গভীর সমুদ্রে চলে যায় দুজনে মিলে। শেষটায় কারো কাঁদার কথা ছিলোনা কিন্তু আমি কেঁদেছিলাম সেটা এই জলপরীটার দুঃখে না । নিজের দুঃখেই হয়তো।কারন আমি জলপরীটা তাকে গভীর সমুদ্রে নিয়ে যাবার ক্ষমতা ধারন করিনি।
২৭|
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৫৩
বিলাস আহমেদ খাঁন বলেছেন: Click This Link
এখানে মিলন হয়। কষ্ট হয়না।
The Little Mermaid is a 1989 American animated feature produced by Walt Disney Feature Animation and based on the Hans Christian Andersen fairy tale The Little Mermaid.
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:২১
অপ্সরা বলেছেন: বাহ ! তাইলে যাদের মন খারাপ হয়েছে এই গল্প পড়ে তাদের জন্য এই লিঙ্কটা দি্য়ে আবার পোস্ট দিতে হবে দেখছি।
২৮|
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৫৮
সুস্ময় সুমন বলেছেন: পড়ে মনটাই খারাপ হয়ে গেলো ![]()
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:১৮
অপ্সরা বলেছেন: ভীষন মন খারাপ আজীবন মনে রাখবার মত একটা গল্প এটা।
তবে আমাদের আশেপাশেও জলকন্যাদের চাইতেও কিছু দুঃখী মানুষ আছে সুমন। কেউ তাদেরকে নিয়ে গল্প লেখেনি শুধু তাই জানা হয়নি হয়তোবা।
২৯|
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৩৯
আকাশ অম্বর বলেছেন:
'আজো মনটা ভীষন খারাপ হয়ে যায় যখন ভাবি সেই মৎস্যকন্যা- জলপরীটার কথা। যার অবুঝ ভালোবাসার কোনো স্থান হয়নি রাজকুমারের মনে।'
অপ্সরা, গডেস অফ ল্যাভ ন বিউটি, আফ্রিদিতি, আপনার মুখে এই কথা !! আপনি চাইলেই তো হয়! না হলে জোর করে ঐ মধুপাত্রে আরেকটা রাজকুমার বানিয়ে ছেড়ে দিন্ না!!
মজাক করছি সিস্টার।
দারুন লেখা।
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪২
অপ্সরা বলেছেন: ঠিক বলেছো আমি চাইলেই একটা রাজকুমার ছেড়ে দিতে পারি আমার ছোট্ট সমুদ্রের ছোট্ট জলকন্যাটার সাথে।
Splash ম্যুভিটাতেও এমনি এক ইচ্ছের স্ফুরণ দেখেছিলাম।
কিন্তু তাতেও যে আমার ছেলেবেলার জলকন্যার সুখটুকু ফিরিয়ে দেওয়া যাবেনা।সেতো সাগরের জলে মিশে গিয়ে জেগে রয়েছে আমার হৃদয়ে।
৩০|
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৪২
সুস্ময় সুমন বলেছেন: হুম, দু:খী মানুষের সংখ্যাই বেশি। দু:খের মধ্যেই বুঁদ হয়ে থাকি সারাক্ষন।
দু:খ নিয়েই জীবন কাটে...
তবু এই দু:খগুলোকেই চিবিয়ে খাবো আমি...
আর এঁটো গুলোকে ফেলে রাখবো মাঝরাস্তায়
কোন শকুনের জন্য..........
শকুন আমায় খাবে, আর আমি আমার এঁটো খাবো।
তবুও আজ আমি দু:খ খাব।
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৮
অপ্সরা বলেছেন: বাপরে তুমি কবি। তাই সাহসী।
এমন সাহস কজনার আছে দুঃখগুলো চিবিয়ে খাবার মত?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩১|
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৫১
নাজনীন১ বলেছেন: মনে পড়ে গেল একটা বই কিনেছিলাম ঢাকা বইমেলা থেকে উভচর মানুষ, সেটা পড়েও খুব মন খারাপ হয়েছিল। ![]()
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৬
অপ্সরা বলেছেন: উভচর মানুষ, ইকথীয়েন্ডর, গুত্তিয়েরে সেতো বলতে গেলে দুঃখী জলকন্যার আরেক সংস্করণ।
মনে রাখবার মত সে বইটাও। এত মন খারাপ করা বই কখনও ভোলা হয়না কারো।
ইকথীয়েন্ডর আর গুত্তিয়েরেকে নিয়ে তুমি পোস্ট দাও আপুনি।
৩২|
০২ রা জুলাই, ২০০৯ দুপুর ২:৫২
অন্ধ দাঁড়কাক বলেছেন: মাথার ভিতর জলপরী নামটা ঘুরঘুর করতাছে ![]()
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৩০
অপ্সরা বলেছেন: কেনো দাঁড়কাক। এমন হলে কিন্তু চোখের ডক্টরের আগেই মাথার ডক্টরের কাছে যেতে হবে।
৩৩|
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৬
সোহানা মাহবুব বলেছেন: জলপরী.....বেদনাময় রূপকথা।
রূপকথাগুলোর শেষে অধিকাংশ সময় হ্যাপি এন্ডিং হয়....কেবল জলপরীর রূপকথা ছাড়া।ছেলেবেলায় এই গল্পটি পড়ে কতবার যে কেঁদে বুক ভাসিয়েছি!!!
আপনার সৃষ্টিশীলতার জবাব নেই।খুব ভাল লাগলো।+++
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:২৯
অপ্সরা বলেছেন: আজ বুঝলাম সব মেয়েরাই হয়তো কেঁদেছিলো আমার মতই ঐ জলপরী পড়ে।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপুনি প্রশংসার জন্য।
৩৪|
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪১
অনন্ত দিগন্ত বলেছেন: নীল সাগরের জলপরী কোথায় ?
০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৪
অপ্সরা বলেছেন: আবার পোস্ট দেবো?মানুষজন মাইর লাগাবে।
তবে একটা ছবি তুলে দেওয়া যেতে পারে এখানে জুড়ে।
৩৫|
০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:০৬
নির্ঝরিনী বলেছেন: বাহ!! সুন্দর হয়েছে জলপরি...তোমার যে কত রকমের গুন আছে!!
ছোটবেলায় লিটল মারমেইডের গল্প পড়ে আমারো ভীষন কস্ট লেগেছিলো...ডিজনিল্যান্ডে মারমেইডের গল্পটা দিয়ে একটা শো হয়....ওটা দেখেও অনেকদিন মনটা খারাপ ছিলো...
ভালো থেকো অপসরা প্রতিসময়....
০২ রা জুলাই, ২০০৯ রাত ৮:১৫
অপ্সরা বলেছেন: জানতাম তুমিও ঠিক আমার মত করেই জলকন্যাকে মনে রাখবে আপুনি। তাইতো ডেকে আনলাম।
অনেক অনেক ধন্যাবাদ তোমাকে।
অনেক ভালো থেকো তুমিও
৩৬|
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:০৮
সহেলী বলেছেন: পার বটে !
০২ রা জুলাই, ২০০৯ রাত ৯:১২
অপ্সরা বলেছেন: হাহাহাহা। হুম মাথা খেতেও পারি । ![]()
৩৭|
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১২:৫৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক sorry আপু । আমি এসে সত্যি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম , কমেন্টগুলো পড়ে মজা লাগছিল খুব । আর আমি কিন্তু ঠিক ঠিক মনে রেখেছি , অপেক্ষায় আছি আপনার দাওয়াতের ....... কবে পাচ্ছি আপু ?
গুলশানেই আছি , তার উপর ইঞ্জিনিয়ার , যাদের ভোজনরসিকতা নিয়ে এখন আর কোন সন্দেহই নাই
। ডাক দিলেই হাজির হয়ে যাব ।
পোস্টটা দেখে খুব মায়া হচ্ছিল , তাই ওটা মুছিনি । ড্রাফট করে রেখেছি । ঠিক করলাম ওটা ঠিকঠাক করে একটা চমৎকার খাওয়া দাওয়ার পোস্ট বানিয়ে আবার আপ করে দিব ।
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:০১
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তাড়াতাড়ি পোস্ট দাও। আমি আরো খাবার দাবার রান্না করি।
৩৮|
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:০৭
নীরজন বলেছেন: হেব্বী হইসে তো..........
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ১:০২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি।
৩৯|
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:০৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: স্বপ্নের রাজ্যের সেই জলপরীর বেদনাকে আপুটা এমনভাবে কি করে জারে বন্দী করে দিলে! আমার এই আপুটার সৃষ্টিশীলতার কোন তুলনাই হয়না।
ওহ মৎস্যকন্যা! এখনও চোখ বন্ধ করলে দেখি সাগরের পাড়ে পাথরের ফাঁক দিয়ে মৎস্যকন্যা তাকিয়ে দেখছে রাজকুমারকে।
০৩ রা জুলাই, ২০০৯ দুপুর ২:১৭
অপ্সরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রশংসার জন্য রুবাইয়াৎ।
তবে আমি জানতাম মৎস্যকন্যাটাকে তুমিও মনে রাখবে। আমার মতই।
৪০|
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:০২
রাতমজুর বলেছেন:
জলপরীটা ![]()
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:১৭
অপ্সরা বলেছেন: হাহাহাহাহাহা
জলপরীটা চাই তোমার???
জলপরীদের চাইলে অনেক দুঃখ পেতে হয়।
৪১|
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:২৬
রাতমজুর বলেছেন:
হা হা হা, সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়?
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৩৬
অপ্সরা বলেছেন: তুমি দেখছি মহাবীরসাহসী!!!!
৪২|
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
রাতমজুর বলেছেন:
হা হা হা,
এখনো হাসতে পারি ![]()
সো, নো প্রবস, পাঠান আপনার জলপরী।
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫২
অপ্সরা বলেছেন: ওকে এ্যাড দাও । অবশ্যই ই মেইল এ্যাড। পাঠিয়ে দিচ্ছি জলপরীটা।
তবে ঢাকায় থাকো যদি। তোমার বাসার ঠিকানায়ও পাঠিয়ে দেবার চেষ্টা চালাতে পারি।
৪৩|
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫৬
যুগান্তকারী বলেছেন: আমার এই জলপরীটা পছন্দ হইছে
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:১৫
অপ্সরা বলেছেন: আমার তোমারটাও পছন্দ হয়েছে। জলপরী যেটাই হোক সব আমার পছন্দের।
৪৪|
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:০০
শান্তির দেবদূত বলেছেন: হ্যা আমি হ্যান্স ক্রিশ্চিয়নের সেই লিটল মারমেইডের গল্পটা জানা ছিলো না ....কষ্ট পেলাম পড়ে .....
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:১৩
অপ্সরা বলেছেন: এই গল্পটা পড়োনি?? বলো কি ভাইয়া?? ওকে আমি তোমাকে একটু খুঁজে গল্পটা পড়ার কোনো লিঙ্ক থাকলে দেবো। পড়লে কোনোদিনও মৎস্যকন্যার কথা ভুলতে পারবেনা।
৪৫|
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১২:২০
আবু সালেহ বলেছেন:
শুভ কামনা রইলো জল পরীর জন্য...
সেই সাথে জলপরীটা যার মনে দাগ কেটেছে তার জন্যও শুভকামনা,...................
০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৭
অপ্সরা বলেছেন: দুইজনের জন্য শুভকামনার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ সালেহ।
কেমন আছো তুমি ?
৪৬|
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:১০
~স্বপ্নজয়~ বলেছেন: তুই বোতলের মধ্যে কি করিস? ![]()
![]()
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:১২
অপ্সরা বলেছেন: আমি হবো কেনো?? এটা তো আমার প্রিয় জলকন্যা/ মৎস্যকন্যা/ জলপরী।
তুমি চেনোনা একে ???
৪৭|
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:১৬
~স্বপ্নজয়~ বলেছেন: আমি তো তোকেই দেখতে পাইলাম ![]()
![]()
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৪
অপ্সরা বলেছেন: হায় হায় কি বলো?????? আমি তো এখনো সাগরের ফেনায় মিশে যাইনি। দিব্যি বেঁচে আছি ভাল তবিয়তে।
৪৮|
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:১৮
শাওন৩৫০৪ বলেছেন: ডিজনির লিটল মারমেইড দেইখো, দু:খ থাকবেনা...
০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৪
অপ্সরা বলেছেন: কেমনে দেখবো??
৪৯|
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১০:০৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: সুন্দর
জলপরীটা পছন্দ হয়েছে
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
অপ্সরা বলেছেন: আমারও খুব খুব ভালো লেগেছিলো ।
অনেক ধন্যবাদ আমার জলপরীটা দেখতে আসার জন্য।
৫০|
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১১:৩৮
অক্ষর বলেছেন: জল্পরীরে পছন্দ হৈলে সর্বনাশ হৈবো ক্যা?
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৮
অপ্সরা বলেছেন: জলপরীরে পছন্দ হইলে জলে ডুবে মরতে হয় তাই। ![]()
৫১|
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৪
কাব্য বলেছেন: আফু,১০০ তম কমেন্ট কইরা রাখলাম।পরে সময় কইরা পরুমনে ![]()
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৯
অপ্সরা বলেছেন: ১০০তম কমেন্ট অভিনন্দন ভাইয়াটা।
৫২|
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৩৯
সোনালীডানা বলেছেন: জলপরীরে অনেক পছন্দ করি![]()
(সত্যি কথা,একটুও মিথ্যা না)
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩১
অপ্সরা বলেছেন: হাহাহা বুঝলাম সত্যি কথা।
৫৩|
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৪
সোনালীডানা বলেছেন: সাগর পছন্দ করি,আরও পছন্দ করি ঝড়।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৩
অপ্সরা বলেছেন: সাগর পছন্দ করো ভালো , কিন্তু ঝড় কেনো? ঝড় তো সব কিছু ভেঙ্গে চুরে গুড়িয়ে দেয়।
৫৪|
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৫৮
লীনা দিলরূবা বলেছেন: আমার মেয়েকে দেখাবো, মজা পাবে।
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৪
অপ্সরা বলেছেন: এটা দেখাও ঠিক আছে।কিন্তু পিচ্চিটার জন্য তোমাকে মেইল করে পাঠাচ্ছি আরো আরো জলপরী। একটু ওয়েট করো ছবি তুলে আনি।
৫৫|
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৬
সোনালীডানা বলেছেন: জানিনা....
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৪
অপ্সরা বলেছেন: দাড়াও তোমার জন্য একটা গান খুঁজে বের করি।
তোমার পছন্দ হবেই।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৭
অপ্সরা বলেছেন: Click This Link
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৪
অপ্সরা বলেছেন: Click This Link
আরো একটা ঝড়ের গান
৫৬|
০৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৭
সোনালীডানা বলেছেন: আপু,অনেক পছন্দ হইসে।![]()
![]()
কি বলে যে থেংস দিব-
বুঝতে পারছি না... ![]()
১১ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২১
অপ্সরা বলেছেন: থ্যাংকস দেওয়া লাগবেনা। আমি অনেক খুশী হয়েছি ভাইয়াটা।
৫৭|
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১:৪২
'লেনিন' বলেছেন: বাহ! আপনি একে অপ্সরা আবার মারমেইডও হতে চাইছেন! ![]()
৩১ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৯
অপ্সরা বলেছেন: আমি তো কতকিছু হতে চাই, চাইলেই কি আর হওয়া যায়??
৫৮|
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৫
জেরী বলেছেন: শুভ জন্মদিন
ক্যাটুর বয়স কত হইছে??![]()
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০০
অপ্সরা বলেছেন: শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
ক্যাটুর বয়স!!!
হায়রে!! সে আর মনে করতে চাইনা।
৫৯|
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪
জেরী বলেছেন: আচ্ছা--------- বুঝছি ক্যাটু বুড়ি হয়ে গেছে
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩১
অপ্সরা বলেছেন: হাহাহাহা
এত কঠিন কথা বললে মনে কষ্ট পাই।
৬০|
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭
নিশ্চুপ নিরবতা বলেছেন: আপু "স্প্ল্যাশ" মুভিটা দেখছ?? না দেখলে আমার কাছে আছে নিয়ে যেও। :পি
টম হ্যান্কস এর মুভি। কিছুটা আগের হলেও বোঝার উপায় নেই এত সুন্ডর করে বানানো। গল্পটা তোমার ঐ রূপকথার মতই অনেকটাই। ![]()
তোমার ভাল লাগবে।
আর জলপরির থাকার জায়গার ডেকোরেশনটা আরেকটু সুন্দর কর। গাছ-টাছ টাইপের কিছু দাও ভিতরে। ২টা মাছ দাও। সুন্দর হবে। ![]()
১৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
অপ্সরা বলেছেন: স্প্ল্যাশ" মুভিটা দেখে তো কাঁদতে কাঁদতে আমি শেষ!!!![]()
মেয়েটা সবসময় ভয়ে ভয়ে থাকতো ভালোবাসা হারিয়ে ফেলার ভয়। ভাবতো ও মৎস্যকন্যা জেনে গেলেই ছেলেটা ওকে ঘেন্না করবে আর ভালোবাসতে পারবেনা। মেয়েটার অকৃত্রিম ভালোবাসায় আমি আমার ভালোবাসাকেই খুঁজে পেয়েছিলাম। তাই তো জলপরী আমার এত প্রিয়।
আর স্প্ল্যাশ" মুভিটাই বানানো হয়েছে লিটল মারমেইডের আদলে ভাইয়ামনি। প্রাচীন রুপকথাটাই লিটল মারমেইড। আর স্প্ল্যাশ" মুভিটাতো সেদিন হলো কেবল।
তোমার ডেকোরেশনের আইডিয়া দেখে আমি মুগ্ধ!! এর আগে অনন্ত দিগন্তের কথা শুনে পানিটার রং বদলেছিলাম। পানিটাকে নীল করে দিয়েছিলাম।
এবার ঘাসপাতা গাছপালা পাথর আর মাছ দিয়ে কিছু একটা করে ফেলবো আরো সুন্দর!!! থ্যাংক ইউ ভাইয়াটা!!!!!!![]()
৬১|
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১১
নিশ্চুপ নিরবতা বলেছেন: এইটা আমার ফেভারিট মুভি গুলার ভিতর উপরের দিকে। অসাম মুভি।
আমার কাছেও মারমেইডের ইমোশনটাই বেশি টাচি লাগছে।
আর মারমেইড কি আমি জানি। :পি প্রাচীন রূপকথার লিটল মারমেইড আমিও পড়ছি। :পি
এন্ড খুশি হলাম তোমার ডেকোরেশন পছন্দ হইছে দেখে।
তবে তোমার জারটা একটু বড় হইলে আর মরমেইড একটু ছোট হইলে আরো ভাল্লাগবে।
মাছগুলাও ছোট দিবা। আর ছোট এন্ড মাঝারি জার হইলে মাছ ২টার বেশি দিলে ভাল লাগবে না। মাছ দিলে আবার ুপরের ঢাকনীটা দিয়ো না। :পি..... আমাদেরও এক্যুরিয়াম ছিল আগে। এছাড়া ২টা কছ্ছব ও ছিল। ![]()
তোমার বার্থডে কবে। তোমাকে মারমেইড দেবার চেস্টা করব।:পি
ভাল থেক আপুমনি। ![]()
[email protected] পারলে ইয়াহু অথবা ফেইসবুকে এ্যাড কোরো।
শুভ রাত্রি।
২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০০
অপ্সরা বলেছেন: অনেক অনেক দেরীতে উত্তর দিচ্ছি। রাগ করোনা ভাইয়া।
আমার বার্থডে ১৭ই অগাস্ট। কিনতু কি করে মারমেইড দেবে?
পরীর দেশে তো কোনো ডাকপিওন পৌছুয় না।
ইয়াহু বা ফেসবুকে যাদেরকেই এ্যাড করি তাদের সাথেই আড়ি হয়ে যায়।
কারণ আমি সেসবে খুবই অনিয়মিত।
তবে এইখানেও লগ করে উধাও হয়ে যাই। সেটা তো কেউ আর বুঝেনা!!!
তবুও এ্যাড করে নেবো ভাইয়া।
৬২|
২২ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৫
ফেরারী পাখি বলেছেন: ওরে আমার ছোট্ট লিটল মারমেইডরে, তোকে আমার বাড়ি নিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০০৯ সকাল ১০:১৯
ভাঙ্গন বলেছেন: জলপরী, ভাল থাকা হয় যেন!