নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

মাই সুইট লিটিল ব্যালেরিনাজজজজ........

২৭ শে মে, ২০১৩ রাত ৯:৪৭



ব্যালে বা ব্যালেট। বিশ্বখ্যাত নৃত্যকলা। শুধু তাই নয় নৃত্য ও নৃত্যকলা কৌশলের সে এক সমন্বিত, মোহনীয়, দূর্দান্ত রূপ। ব্যালেতে নাচ, সঙ্গীত, অভিনয় এবং মিউজিক সবকিছুর সমন্বয়ে এক অপরুপ শিল্প সৃষ্টি করা হয়। ব্যালে একক ভাবে বা অপেরার অংশ হিসেবেও উপস্থাপন করা হয়।এ নৃত্যে অভাবনীয় শাররীক কৌশলের সাথে সঙ্গীতের এক অপূর্ব মিলন ঘটে। বিশেষ করে অনিন্দ্যসুন্দর ভঙ্গি ও কৌশলের পায়ের কাজ বা টো এর কলাকৌশল তো তুলনাহীন।



ব্যালে নাচের উৎপত্তি ঠিক কবে কোথায় হয়েছিলো সে সম্পর্কে সঠিক এ্যকুরেট তথ্য পাওয়া যায়না তবে দোমিনিকো ড্য পিয়াসেনজা ১৩৯০-১৪৭০ সালে তাঁর ব্যালেটি বা ব্যালি baletti or balli' তে সর্বপ্রথম নাচ বা dance এর পরিবর্তে ব্যালো ballo শব্দটি ব্যবহার করেন; সেখান থেকেই ব্যালে শব্দটির উৎপত্তি হয়েছে বলে ধারনা করা হয়।





ব্যালে বা ব্যালেট নাচের বিকাশ ঘটে ১৫ শতাব্দীতে ইতালীতে, পরে ফ্রান্স ও রাশিয়ায় প্রসার লাভ করে ব্যালে। ব্যালেটের স্টাইলিক ভ্যারিয়েশনটা পরিচিতি ও প্রসার লাভ করে ইতালীয় নৃত্যে, রাশিয়া ও ফ্রান্সে পরে যোগ হয় contemporary ballet ও neoclassical ballet. রোমান্টিক ব্যালেট মূলত পরিবেশন করে মেয়ে নৃত্যশিল্পীরা আর এটা ক্লাসিক্যাল স্টাইলের উপর গড়ে ওঠে। এর এক্রোবেটিক ম্যুভমেন্টের অপূর্ব কলা কৌশল সত্যিই মনোমুগ্ধকর!



ব্যালেট ড্যান্স কোরিওগ্রাফ আর পারফর্ম করা হয় বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত নৃত্যশিল্পীদের দ্বারা। আগের দিনে ব্যালেট পরিবেশনের সময় দর্শকরা গ্যালারীতে বসতো, ড্যান্সফ্লোর বা স্টেজের তিনদিকে। আধুনিক ব্যালেট পরিবেশিত হয় মুকাভিনয়, গান ও মিউজিক দিয়ে।



ব্যালে নাচের প্রকারভেদ-

1. classical ballet - a style of ballet based on precise conventional steps performed with graceful and flowing movements

2. modern ballet - a style of ballet that admits a wider variety of movements

3. comedy ballet - a ballet that stresses the drama with features of comedy



ব্যালে নাচের পোষাক-

ব্যালে নাচের পোষাকের একটা বিশেষত্ব আছে। খুব ছোট ফ্রিলে ফুলের মাঝে দাঁড়িয়ে থাকা একটি ফুলকন্যার মতই লাগে ব্যালেরিনা বা ব্যালে নাচের নৃত্যশিল্পীদেরকে। এই নাচের জন্য আছে নরম কাপড়ের জুতা। সাধারণত আটোসাটো উঁচু খোঁপা বেধে দেওয়া হয় নৃত্যশিল্পীদেরকে নাচের মুভমেন্টের সুবিধার জন্য।



ব্যালে নাচের পজিশন-

ব্যালে নাচের পজিশনের মূল ব্যাপারটাই টো বা পায়ের পাতার উপর ম্যুভমেন্ট। ক্লসিক্যাল ম্যুভমেন্টের সাথে যোগ হয় এই অভুতপূর্ব টো বা পায়ের পাতার কারুকাজ! যাইহোক বিংশ শতাব্দীতে choreographer George Balanchine এর কল্যানে ব্যালেট ডান্সের যে বিশ্বব্যাপী প্রসার ঘটে তাই আজ neoclassical ballet নামে পরিচিত। বিংশ শতাব্দীতেই এই নিও ক্লাসিক্যাল ব্যালেটে আনা নয় আধুনিকতার ছো্ঁয়া। যা মর্ডাণ ব্যালে নামে United States ও Germany জার্মানীতে ছড়িয়ে পড়ে।



Classical ballet দাঁড়িয়ে আছে ট্রাডিশন্যাল ব্যালের টেকনিকের উপর। ভিন্ন ভিন্ন ধরনটা নির্ভর করে এরিয়া অফ অরিজিনের উপর। যেমন ফ্রেন্চ ব্যালেট, রাশিয়ান ব্যালেট, ইতালীয়ান ব্যালেট। কিছু ব্যালের নাম নির্ধারন করা হয়েছে তার ক্রিয়েটরের নামে যেমন Italian dancer Enrico Cecchetti এর নামে নামাকরণ হয়েছে the Cecchetti method.

Neoclassical ballet এ ক্লাসিক্যাল ব্যালেট মুভমেন্টের সাথে যোগ হয়েছে ফাস্ট মুভমেন্ট টেমপো।

Contemporary ballet- এখানে রয়েছে ক্লসিক্যাল ও মর্ডার্ন নাচের সমন্বয়। এই নাচ মাঝে মাঝে নগ্ন পায়ে নাচা হয়।

Story ballets- ব্যালে নাচে নভেল, মিথ বা ফেইরী টেলস এর গল্প গুলোও ফুটিয়ে তোলা হয়। স্লিপিং বিউটি বা The Nutcracker এর মত বিখ্যাত গল্পগুলোর ব্যালে নাচের প্রতিরুপ তার উদাহরণ।

Plotless ballets- শুধু মাত্র মিউজিকের সাথে নান্দনিক নৃত্য বৈশিষ্ঠ ফুটিয়ে তোলা হয়।



আরও পাঁচ রকমের ব্যালে-

Vaganova - রাশিয়ান ব্যালেট। এর বৈশিষ্ঠ flow of movement.

Cecchetti - আটপৌড়ে সাধারন ব্যালেট ডান্স আকর্ষনীয় বেল আর রিবনস দিয়ে যা পরিবেশিত হয়।

Royal Academy of Dancing - the Cecchetti and Vaganova এর সমন্বিত রুপ।

Balanchine- মর্ডার্ণ টেকনিক অফ ব্যালেট ডান্স যা আমেরিকাতেই বেশি শেখানো হয়।

Bournonville - ভেরী ক্লাসিক ডান্স স্টাইল যা Danish folklore tales নামে পরিচিত।



৮ থেকে ১০ বছর বয়সটাই ব্যালে শিক্ষা শুরুর প্রকৃত বয়স। ব্যালেট শুধু মেয়েদের নাচই নয়। ছেলেরাও ব্যালেট শিখতে পারে তবে তাদের জন্য রয়েছে কিছুটা ভিন্ন মাত্রার খাটো পোষাক। ব্যালে নাচের প্রশিক্ষন শাররীক নমনীয়তা বৃদ্ধি করে ও শরীর সুগঠিত করে তোলে। ধৈর্য্য আর কঠোর অনুশীলনের মাধ্যমেই একজন হয়ে উঠতে পারে পারফেক্ট ব্যালেরিনা।





এতদ্বারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে এতক্ষন ব্যালে ডান্সের সাতকাহন বর্ণনা করা হইলো শুধুমাত্র আমার স্যুইট লিটিল ব্যালেরিনাদিগের ছবি প্রদর্শনের জন্য। কিছুদিন আগে তাহারা যখন ব্যালেরিনা জামা জুতায় সেজে মন্চে পরিবেশন করেছিলো মনোমুগ্ধকর ব্যালে ডান্স তখন আমার মনও উড়ে চলেছিলো দিক দিগন্তের পানে, নিঃসীম শুন্যে.....শ্রাবন( শ্রাবন না আসতেই) বরষন সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম!!!:) :) :)



সর্বশেষে নাচের ভিডিও থেকে ক্যাপচার করা নৃত্য প্রশিক্ষকের দেহের এক টুকরা কাট্টাংশ মানে নৃত্যের আগে উনি স্টেজে উঠে ব্যালেরিনাদিগের দাঁড়াবার পজিশন ঠিক ঠাক করে দিচ্ছিলেন। :):):)





তাহার খোঁপার বেলফুল্লমালার এক টুকরা ভগ্নাংশ!:):):)





আমার ব্যালেরিনা বেবিদের জন্য চাই সব্বার অনেক অনেক দোয়া প্লিজ!!!!!!!!!!!!!!:) :) :)





মন্তব্য ২২৮ টি রেটিং +৪৯/-০

মন্তব্য (২২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: :)

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৫

অপ্‌সরা বলেছেন: :)

২| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০০

অনীনদিতা বলেছেন: তোমার ব্যালেরিনা বেবিদের জন্য রইলো অনেক অনেক দোয়া....
আপু বেলি ফুল গুলো মলিন হয়ে গেছে।বুঝেছি কেন মলিন হয়েছে ;)

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৬

অপ্‌সরা বলেছেন: ঠিক তাই তাই!!!!!!!!!!!


বেলিফুলগুলো এত পরিশ্রমে একদম মরো মরো হবার পর কে যেনো তুলেছিলো ছবিটা।:(

৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৫

মেহবুবা বলেছেন: Nice,Sweet little pies.
( taking much time to use bangla fonts).

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৭

অপ্‌সরা বলেছেন: সেই তো!!!!!!!!!!

আমি তো লিখতেই পারছিলাম না জবাব!!!!!!!!!:(


কেমন আছো আপুনিমনি???????????????

৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৯

নীল-দর্পণ বলেছেন: vognangso-tognangso dekhe e chokh jurai :p

২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৮

অপ্‌সরা বলেছেন: নীলুমনি!!!!!!!!!!


কবে যে পা ভগ্নাংশ হয়ে যায়!!!!!!!!!!!!!:(


চিন্তায় আছি!!!!!!!!!!:( :( :(

৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:

এটা মনে হয় খেয়াল করা হয়নি, বা রিহার্সেলে সময় খেয়াল করা হয়নি।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩০

অপ্‌সরা বলেছেন: না


ঠিক ই আছে!!!!!!


দুই দিকের দুই অংশ!!


তুমি বুঝবানা!!!!!!!

৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১০

সালমাহ্যাপী বলেছেন: অনেক অনেক দোয়া।

সব ছবিই অনেক সুন্দর তবে লাস্টের ছবিটা অনেক বেশিই সুন্দর হয়েছে :) :)

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩২

অপ্‌সরা বলেছেন: সালমামনি!!!!!!!!!!!!

থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!

লাস্টের ছবি তুন্দল বলার দন্য!:)

৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২২

টানিম বলেছেন: বাপরে বাপ। বাচ্ছাদের তো দারুন কষ্টের মাঝে সময় যাচ্ছে ।

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

অপ্‌সরা বলেছেন: আরে ভাইয়া কষ্ট কোথায় দেখলে!!!!!!!!!!!!!!!

৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্যালেট নাচের ব্যাপারে জানলাম , বাবুদের ছবিগুলো আসলেই সুন্দর এসেছে , ওদের জন্য অনেক শুভকামনা !

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!:)

৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩০

মামুন রশিদ বলেছেন: ব্যালে-ট্যালে বুঝিনা । থিয়েটারের এক ওয়ার্কশপে আমাদের ব্যালে শেখাতে চেয়েছিলো, পা টেনে টেনে একটু দৌড়ানো তারপর ব্যাঙ লাফ :P :P


কথা এটা না, কথা হলো হিংসা, ঈর্ষা !! এই দেবতুল্য ফুটফুটে বাচ্চাদের সাথে থেকে এদের শেখানো, পড়ানো, তোমার কাজটাকে খুব হিংসা করি ।


অনেক অনেক ভালোলাগা :) B-) :D

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

অপ্‌সরা বলেছেন: হা হা আসলেই ভাইয়া


এক্কেবারে স্বর্গরাজ্যের দেবদুতদের সাথে বসবাস!!!:)

১০| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! ভালো তো!!!! তা তাদের ম্যাডাম কই??? ;) ;)

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৫

অপ্‌সরা বলেছেন: ম্যাডামের কাট্টাংশ আর ভগ্নাংশ এর ছবি আছে তো!!!!:)

১১| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: সেইরাম পোস্ট! পেলাস

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!:)

১২| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

মাহতাব সমুদ্র বলেছেন: বাঃ নতুন কিছু জানলাম। ব্যালের সাথে পরিচিত ছিলাম এর নারীনক্ষত্রের সাথে পরিচিত ছিলাম না। ভালো লাগলো আপু

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!


আমার বেবিদেরকে দেখার জন্য!:):):)

১৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক দোয়া রইল,,,,,,,,,,

২৭ শে মে, ২০১৩ রাত ১০:৫৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!:)

১৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:০৭

সায়েম মুন বলেছেন: আচ্ছা দোয়া দিলাম। তারা আরও সুন্দর নাচবে। একদম ময়ুরের মত পেখম তুলে। পরীর মত পাখা মেলে। #:-S

২৭ শে মে, ২০১৩ রাত ১১:২১

অপ্‌সরা বলেছেন: হা হা পিচচুভাইয়া!!!!!!!!!

থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!:)

১৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৮

খন্ডকাব্য বলেছেন: ছোট পরীদের জন্য অনেক দোয়া

২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪১

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!:)

১৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪০

ভারসাম্য বলেছেন: ক্যাপচার করা কাট্টাংশও ফটোশপে আরেক দফা কাটাকাটিং কৈরা খোমাটারে আলাদা করা হৈছে বইলা মনে হৈল। খোমা না দেখা গেলেও হাইট যে অনেক আর মোটাও তেমন না এইটা বুঝা গেছে। :D

(কে জানি একবার একটা গল্পে বলছিল সে নাকি সামুর এক বিখ্যাত পরীর সাথে দেখা করতে গেছিল যারে সে আগে দেখেনাই কিন্তু তার স্বাস্থ্য দেখেই চিনে ফেলেছিল। :P গল্পটা যে কাল্পনিক অথবা অতিরঞ্জিত ছিল এটা বুঝলাম আপনার পোষ্টের কাট্টাংশ দেখিয়া।)

আর ভগ্নাংশের কথা কি আর বলিব! আগেই যা বলিয়াছি তাতেই আমার উপর পরীর দেশ থেইক্কা ইন্টারপোলের রেড নোটিশ জারি হয় কিনা সন্দেহে আছি।

ব্যালে'র চাইতে বেলী'র ( বেলফুল্ল , ইংরেজী বেলী না :P ) সৌন্দর্যই বেশি উপভোগ করলাম। +++

২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ আমি.........

আমার হাইট ৫"৪ খুব বেশি না ভাইয়াজী।:(


আর কল্পনায় কেনো যে মানুষ আমাকে মটু দেখে!!!!:( :( :(



কিছুই বুঝলাম না!!!


এত মটু হলে আকাশে উড়বো কেমনে ভাইয়া?

আকাশ থেকে যার বাড়ির উপরে পড়বো তার বাড়ি ঘর ভেঙে তো মাটির নীচে চলে যাবে।:(

১৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪৩

রাতুল_শাহ বলেছেন: ছবি লোড হয় না কেন?
ছবি দেখে ভাল লাগা দিমু, তার আগে না। তয় বর্ণনা পড়ে ভাল লাগছে।

২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫০

অপ্‌সরা বলেছেন: হায় হায় ছবি লোড হবেনা কেনো!!!!!!!!!!!!


এত পিচ্চি পাচ্ছি কাটাকুটি ছবি যদি লোড না হয় তাইলে কোনটা হবে আর?

১৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ব্যালেট নাচটা শুধু টিভিতেই দেখেছিলাম।আজ অনেক কিছু জানলাম।সুন্দর পোস্ট। :)
মাশাল্লাহ পিচ্চি গুলা যে এতো কিউট।একদম খেয়ে ফেলতে ইচ্ছা করছে :* :*

২৮ শে মে, ২০১৩ রাত ১২:০১

অপ্‌সরা বলেছেন: আসলেই অনেক অনেক অনেক কিউট বিথীমনি!!!!!!!!!!!!:)

১৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: ওয়াও ! পিচ্চি গুলা সুইট !!! :)




খুব ভালো লাগছে , ব্যালে ড্যান্সের স্পেসাল জুতাগুলারে ব্যালেরিনা সু বলে ?

২৮ শে মে, ২০১৩ রাত ১২:০২

অপ্‌সরা বলেছেন: হ্যা!!!!!!!!!!!!


বাপরে তুমি দেখি ব্যালে এক্সপার্ট ভাইয়া।:)

২০| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১০

মহামহোপাধ্যায় বলেছেন: অনেক কিছু জানলাম আপু। এই বিষয়ে আগে আমার জ্ঞান ছিল "ইহা এক প্রকার নৃত্য" এটুকুই :P :P

পিচ্চি কিউট সোনামণিদের জন্য অনেক আদর ও শুভকামনা রইল। সেই সাথে পোস্টে প্লাস।


অ.ট.- ছবি ঘোলা হইবার জন্য মনে হয় সামু দায়ী!!

২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৩

অপ্‌সরা বলেছেন: একদম সামু কিছুতেই আমার ছবিগুলি ক্লিয়ার করেনা সব দোষ তার!!!!!!:) :) :)



যাইহোক অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

২১| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমি মনে হয় এই পোস্টের সব চাইতে আনাড়ি পাঠক!!

আসলে নাচ সম্পর্কে আমার এম্নিতেই কোন ধারনা নেই। তার উপরে আবার ব্যালে। আবার শুরুতেই দেখি বিশ্বখ্যাত নৃত্যকলা!!!
পুরাই টাস্কি খেয়ে গেলাম। :-B :-B

ছবির ফাঁকে ফাঁকে বর্ণনাগুলো অসাধারন লেগেছে। পোস্টের সবগুলো পিচ্চির জন্যই শুভকামনা। যদিও শেষ ছবিটা নিয়ে কিঞ্চিত টেনশিত উনি নিজেও পিচ্চি কিনা??? =p~ =p~

২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৫

অপ্‌সরা বলেছেন: শেষ ছবিটাও একটা পিচ্চির ভাইয়া।


তবে সে ঢঙ্গী আর বুড্ঢি পিচ্চি!:P


আর ব্যালে ট্যালে জানতে হবেনা তুমি আমার বেবিদের ছবি দেখো তাইলেই হবে।:)

২২| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: নাচের নিয়ম কলা বুঝিনা তবে সাঁওতালী নৃত্য থেকে ব্যালে নৃত্য যে কোন নাচই আমাকে মুগ্ধ করে। আর সে নাচ যদি হয় লিটল এঞ্জেলদের তাহলে তো কথাই নেই।

ছোট্ট এঞ্জেলদের জন্য অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা :)

২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যাঙভাইয়া!!!!:)

২৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুইট বাচ্ছাদের ছবিগুলাতো সামু বারটা বাজাইয়া দিছে :)

ওদের জন্য শুভকামনা

২৮ শে মে, ২০১৩ রাত ১২:২৬

অপ্‌সরা বলেছেন: দেখা যায়না নাকি ভাইয়া???:(



আহারে আমার বাবুদের ছবিগুলা!!!:(

২৪| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:২৬

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩১

অপ্‌সরা বলেছেন: সত্যি নাকি মিথ্যা?:P

২৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: দেখা যায় বাট ঘোলাটে

২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩৬

অপ্‌সরা বলেছেন: কিছু ছবি ঘোলাটে আছে এমনিতেই ভাইয়া। কারণ ভিডিও থেকে নেওয়া তাই।



:)

২৬| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৩

আবদুর রহমান (রোমাস) বলেছেন: কি আর বলবো শায়মাপু শুধু বলি আবেগ আপ্লুতো হইলাম!

২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৪

অপ্‌সরা বলেছেন: হা হা


এই পোস্টে এত আবেগ কেনো????

২৭| ২৮ শে মে, ২০১৩ সকাল ৭:১১

যাযাব৮৪ বলেছেন: নাইস লেখা

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:০০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!:)

২৮| ২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৩৪

অদৃশ্য বলেছেন:




ব্যালরিনাদের সুন্দর লাগলো দেখতে... যদিও যারা সম্মুখ থেকে দেখলেন তারাই বেশি আনন্দ পেলেন... ব্যালে ড্যান্সের বিষদ জেনে ভালো লাগলো...
পিচ্চি ব্যালেরিনাদের জন্য আমার শুভেচ্ছা রইলো...


অট: যদি এখানে বুঝার উপায় থাকতো যে কে কোন ছবিতে কতক্ষন ছোখ রেখেছেন বা কোন ছবি কতবার দেখলেন... তাহলে হিট লিষ্টে কোন ছবিটা থাকতো বলুনতো ?

অনেকদিন বাদে অপ্সরার পোষ্ট পড়া হলো... সেই আগের মতোই... সুন্দর

শুভকামনা...

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৫৮

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া।


ভালো থেকো অনেক অনেক !!!!!!!!:)

২৯| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:০০

রেজোওয়ানা বলেছেন: Gachila kothai?!!

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

অপ্‌সরা বলেছেন: হারায় গেছিলাম রেজুমনি!:(

৩০| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪১

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বাহ। সাবাস!!!

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১০

অপ্‌সরা বলেছেন: হা হা


:P

৩১| ২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট। খুব ভাল লাগলো ।ব্যালেরিনা বেবিদের জন্য চাই সব্বার অনেক অনেক দোয়া থাকলো ।+++

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১১

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!:)

৩২| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৪২

বলাকা মন বলেছেন: অসাধারণ

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ:)

৩৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

আমি সাজিদ বলেছেন: নাচের কিছুই বুঝি না তবে দেখতে অনেক ভালো লাগে।হোক সে প্রাচীন ভারতীয় কথ্যক নৃত্য বা পশ্চিমা ব্যালে।আচ্ছা,অলিম্পিকে কি এই ব্যালে ড্যান্সের কম্পিটিশন হয়?একবার দেখেছিলাম বোধ হয়।
সে যাই হোক,ব্যালে নাচরত কিউট কিউট বেবি দের জানাই গুল্লু গাল্লু আদর…অনেক দিন পরে তোমায় ব্লগে দেখলাম আপ্পি।ভালো লাগলো।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

অপ্‌সরা বলেছেন: আমি অনেক ঝামেলায় ছিলাম পিচ্চি!


তোমার কি খবর????


কেমন আছো???

৩৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

প্রিয়তমেষূ বলেছেন: মাশাল্লাহ, কি কিউট কিউট পিচ্চি ......

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১৭

অপ্‌সরা বলেছেন: :P

ওদের দেখাচ্ছিলো একদম পোরসেলিনের ডলগুলোর মত!

৩৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:২৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার ব্যালেরিনা বেবিদের জন্য রইলো অনেক অনেক দোয়া....

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া।:)

৩৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

মিলটন বলেছেন: জানলাম অনেককিছু ব্যালেনৃত্য সম্পর্কে। ভালো লাগলো। :)




অ.ট. আপনি কি ফেসবুক থেকে হারিয়ে গেলেন। আর ফেসবুকে আসেন না কেন?

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪২

অপ্‌সরা বলেছেন: আসছি তো ভাইয়া। :(


কিছুদিন আমি অনেক অনেক ঝামেলায় ছিলাম।

দাঁড়াও আমি তোমাকে ফেসবুকে নক করি।



আমার বেবিদেরকে দেখার জন্য ও পোস্ট পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।:)

৩৭| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৬

স্লিপিং_প্রিন্স বলেছেন: চমৎকার ।
এই ব্যালেরিনা বেবি গুলিকে আপনি ব্যালে শিখিয়েছেন? আপনার জন্য শুভকামনা ।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০

অপ্‌সরা বলেছেন: বাপরে!!!


ভাইয়া স্লিপিং বিউটি এর সেউ প্রিন্সেসটার কথা জেনেছিলাম কিন্তু স্লিপিং প্রিন্সের নাম তো শুনিনি।


তোমার নাম দেখে মুগ্ধ হলাম ভাইয়া।:)


এই বেবিগুলোকে আমি শিখাই ভাইয়া।


অনেক অনেক থ্যাংকস তোমাকে।:)

৩৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২

অদ্ভুত_আমি বলেছেন: ব্যালেরিনা বেবি ও তাদের ইন্সট্রাক্টরকে অনেক অনেক শুভকামনা :) :) :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৫

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া গ্লাস পেইন্টের পরে নেক্সট মিশন হোক ব্যালে ওকে?????????????:P





আমাকে চিনেছো তো ভাইয়ামনি!!!!!!!!:P:P:P

৩৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩

অদ্ভুত_আমি বলেছেন: চিনবো না কেন আপু, মিশন ব্যালে :P , এইটা অসম্ভব আপু ।

আচ্ছা আপু , রুবেল শাহ ভাইকে খুজছি, ওনার কাছ হতে গ্লাস পেইন্টিং সম্র্পকে জানার ছিল, কিন্তু ওনি তো ব্লগে অনুপস্থিত :(
আপনার কাছে ওনার কোন মেইল এড্রেস আছে আপু ?

আর আমার মিশন গ্লাস পেইন্টিং দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৬

অপ্‌সরা বলেছেন: ঠিক তাই রুবেল শাহভাইয়া ছিলো গ্লাস পেইন্ট মাস্টার!!!!!!!!!!!!


তার মত এত সুন্দর গ্লাস পেইন্ট আমি কখনও কাউকে হাতে বানাতে দেখিনি।


উনি গ্লাস পেইন্টের উপর কাজ করতেন।


আহা কত কত গ্লাস সুন্দর সুন্দর গ্লাস পেইন্টের ছবি আছে তার কাছে।


ভাইয়া আমার কাছে মনে হয় আইডি ছিলো আমি খুঁজে পেলে তোমাকে দেবো।:)

৪০| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭

ঘুমন্ত আমি বলেছেন: হুম বাচ্চাগুলো দারুন নাচে বলেই মনে হচ্ছে ।বাচ্চা দের ছবি দেয়া হলো কিন্তু তাদের শিক্ষকের নাচ শেখানোর ভঙ্গিমার ছবি কেন নাই !

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:০৯

অপ্‌সরা বলেছেন: হা হা



ব্যালেরিনা বেবিদের নিয়ে পোস্ট তো আর তাই শিক্ষকের ছবি নেই ভাইয়া।:(



:P

৪১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০

আজনবী বলেছেন: ব্যালেনৃত্য সম্পর্কে অনেককিছু জানলাম। ভালো লাগলো। তোমার বেবাটার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভাল থাকুক সব সময়।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!:):):)

৪২| ২৮ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

আমি সাজিদ বলেছেন: এইতো আছি।বেশী ভালো অবশ্য নয়।অল্প অল্প।তুমি কেমন আছো আপ্পি?

২৮ শে মে, ২০১৩ রাত ৮:১৩

অপ্‌সরা বলেছেন: আমি ভীষন ভীষন ঝামেলায় ছিলাম এখনও আছি।


তুমি ভালো থেকো পিচ্চুভাইয়া।:)

৪৩| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্যালের ও প্রকারভেদ আছে, জানতাম না।
নাচ তাইলে শুধু কঠিন না, অতি কঠিন জিনিস :)

২৮ শে মে, ২০১৩ রাত ৮:১৩

অপ্‌সরা বলেছেন: হা হা হা আসলেই

অতি অতি অতীব কঠিন জিনিস ভাইয়া।

৪৪| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:৫৭

প্রিন্স হেক্টর বলেছেন: কিউট কিউট এঞ্জেলস :)

২৮ শে মে, ২০১৩ রাত ৯:১০

অপ্‌সরা বলেছেন: :P

শুধু এন্জেল না....... ব্যালেরিনা এন্জেলসসসসসসসসস!!!!!:)

৪৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: একজন ব্যালে নৃত্যশিল্পীর কথা পড়েছিলাম যিনি মধ্যাকর্ষণ শক্তি জয় করতে পেরেছিলেন। নামটা মনে পড়ছে না। তিনি লাফ দিয়ে উপরে উঠে যেতেন আর নিচে নামতেন যেন ধীরে ধীরে, তুলোর মতো। সম্ভবত তিনি রাশিয়ান ছিলেন।

ব্যালেরিনা এঞ্জেলস প্রতি শুভ কামনা আপি।

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৭

অপ্‌সরা বলেছেন: বাপরে!!


কে সেই নৃত্যশিল্পী!!!


শিঘরী শিঘরী তার জীবনী শুনাও আমাদেরকে ভাইয়া।

৪৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫৭

মাহবুবুল আলম লীংকন বলেছেন: ব্লগের প্রতি আকর্ষণ আসলে নষ্ট হয় না বেলেইতো মনে হচ্ছে। :) ভিডিও থাকলে দিও। প্রথম ছবিটা কার? শেষের টা বলতে হবে না। ওটা চিনি।
লেখার প্রশংসা আর কী করবো, অসাধারণ।

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৩২

অপ্‌সরা বলেছেন: না ব্লগের প্রতি আকর্ষন আসলেই নষ্ট হয়না ভাইয়া তবে বেশী এক্সপেক্টেশন থাকলে আবার চলবেনা যেমন ধর, আমরা যদি এই ব্লগকে ভালোবেসে তার থেকেও কিছু প্রতিদান চাই তবে সেটা হবে নাম্বার ওয়ান ভুল ।

তুমি যতই পুরোনো হওনা কেনো আর যতই ভালোবাসো এই ব্লগটাকে আর ব্লগের মানুষগুলোকে যদি সেই ভালোবাসার দাবীতেও কখনও কিছু এক্সপেক্ট করে ফেলো জেনে রেখো সেটার চাইতে আর বড় ভুল নেই কোনো।

আসলে স্বার্থহীন ভালোবাসা হয়তো বড় কঠিন।


অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

আমার বেবিগুলোকে দেখার জন্য আর লেখাটা পড়ার জন্য।

৪৭| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫৫

আজনবী বলেছেন: ওহ! এইটা অপ্‌সরা আপুর পোস্ট ?

আমিতো গতকাল পড়ে কমেন্ট করেছি শায়মা আপুর পোষ্ট মনে করে।

অনেকদিন পর অপ্‌সরাকে দেখলাম।

হা হা হা !!!!!!!!!!!!!!!

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:০৫

অপ্‌সরা বলেছেন: ভাইয়া তার মানে তুমি অপ্সরাকে ভুলেই গেছিলে।:(


যাইহোক তবুও তো শেষমেষ বুঝতে পারলে এটা কার পোস্ট!:)


ভাইয়া তোমার বেবিকে ব্যালেরিনাদের মত একটা ড্রেস বানিয়ে দাও তুমি না পারলে আমাকে বলো!:) :) :)


আর থ্যাংকস অনেক অনেক।:)

৪৮| ২৯ শে মে, ২০১৩ সকাল ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল অপসরা ।ব্যালে নাচের উপর নিসন্দেহে দারুণ পোস্ট ।

২৯ শে মে, ২০১৩ সকাল ১০:০৬

অপ্‌সরা বলেছেন: ব্যালেনাচের ইতিহাসের সাথে সাথে আমার বেবিদের ছবি দেখানোটাও আরেক উদ্দেশ্য ছিলো ভাইয়া।


কারণ ওদেরকে লাগছিলো যেন স্বর্গ থেকে নেমে আসা এক একটা ছোট্ট পরী।:)

৪৯| ২৯ শে মে, ২০১৩ সকাল ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: মিনি অপসরা.....সব শিশুরা অমনটা হয়....পরীর ড্রেসে পরীর মতো লাগবে ই

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৫

অপ্‌সরা বলেছেন: হা হা


সেটাই ভাইয়া।


তবে মিনি অপ্সরা বললে কাদেরকে????



বেবিগুলোকে নাকি????


হা হা হা

৫০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩১

রাতুল_শাহ বলেছেন: ছবি দেখতে পারলাম। সুন্দর ছবি। ভাল লাগা জানাইছি।

ছবি গুলো দেখে চেঞ্জ আপ সিনেমার একটি দৃশ্যের ছবি ভেসে আসলো। দারুণ সিনেমা। সেই সিনেমাতেও এইরকম নাচ ছিলো।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪০

অপ্‌সরা বলেছেন: যাক বাবা !!!


শেষ পর্যন্ত তুমি ছবি দেখতে পারলে পিচ্চুভাইয়া।:):):)


চেন্জ আপ সিনেমা ছাড়াও আরও অনেক অনেক ব্যালে দেখতে পাবে তুমি ইচ্ছে করলেই। নেট সার্চ দিয়ে।

৫১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫৭

তুমি আমার সারাবেলা বলেছেন: good mornning angel.

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:০৬

অপ্‌সরা বলেছেন: :)


থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ !!:) :) :)

৫২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:১৪

তুমি আমার সারাবেলা বলেছেন: ওয়েল খাম ওয়েল খাম এনজেল B-)

এবার আসো ওকে?

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৩

অপ্‌সরা বলেছেন: কোথায়?

মাটিতে নামছি তো অনেকদিন পরে!:)

৫৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:১৫

রাতুল_শাহ বলেছেন: আপনি কয়েকটা নাম বলে দেন, তাহলে আমার জন্য পেনড্রাইভ সার্চ দেওয়াটা সহজ থেকে সহজতর হবে।

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২৪

অপ্‌সরা বলেছেন: হায় হায় এখন আবার নাম বলতে হবে!!!!


ব্যালে ডান্স লিখে ইউটিউব সার্চ দিলেই হাজার হাজার আসে তো!!!!!!!!!


বাট দুঃখের কথা আমার ইউটিউব আসেনা।:(:(:(

৫৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: তুমি তো অপসরা তাহলে তোমার বেবিরাই তো মিনি অপসরা হবে নাকি?

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫০

অপ্‌সরা বলেছেন: তাই তো!!!!!!!!
ভালো বলেছো ভাইয়া!!!!!!!!!!!
থ্যাংকস থ্যাংকস থ্যাংকস!!!!:)

৫৫| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

ইখতামিন বলেছেন:
বহুদিন পর...

ব্যালেরিনাদের জন্য শুভ কামনা রইল

আপনার খোপার কাট্টাংশ কি শুধুই ব্যালেরিনাদের জন্য
নাকি আমরাও দেখতে পারব? :P :P :P

৩৪ নং প্লাস টা কিন্তু আমিই দিয়েছিলাম

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৫

অপ্‌সরা বলেছেন: কিছুদিন পর পর আঁকাশ থেকে না নামলে তো উড়াউড়িই ভুলে যাবো .....:(


আর আমার ব্যালেরিনাদের জন্য শুভকামনা করার জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!!:):)


আর খোঁপার কাট্টাংশতো তোমাদেরকেই দেখালাম হায় হায় দেখতে পাওনি নাকি!!!!!!!!!!

৫৬| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

আরমিন বলেছেন: বাহ শায়মাপু, এত্ত কিউট কিউট পিচ্চি কোথায় পেলে তুমি? মাশাল্লাহ যেমন দেখতে কিউট এক একটা, তেমনি তাদের নাচের পোশাক আর ভঙ্গী ! :) অনেক অনেক দোয়া আর আদর ওদের জন্য !

তোমাকে ১০০ টা মাইনাস কিপ্টামি করে শুধু কাট্টাংশ আর ভগ্নাংশ দেখাবার জন্য ! :P

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭

অপ্‌সরা বলেছেন: হা হা মাইনাস চাইলেও আর দেওয়া যায়না।:P

কি মজা!!!!!!!!!!!:)

আর বেবীদেরকে পেয়েছি আমার নাচের স্কুলে!!!:)


আপুনি ড্রেসগুলো পরার পর ওদেরকে মনে হচ্ছিলো যেন এক একটা জীবন্ত পুতুলসোনা!!!:)

৫৭| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭

ভোর বলেছেন: তুমি এত কিছু কিভাবে পার বলত?

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১০

অপ্‌সরা বলেছেন: আরে আপু এটা মানে নাচানাচিটাতো সেই তো্ত্ত থেকেই পালি!!!!!!!!!!!!!!


হাহাহাহাহাহাহা আপুনি তোমাকে শেষ পর্যন্ত কথা বলাতে পারলাম।:):):)

তোমার বাবুটা নিশ্চয়ই এখন স্কুলে যায়।:)


কোন স্কুলে নাম জানিনা।:(

যাইহোক অনেক অনেক আদর তার জন্য।:)

৫৮| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৭

ভোর বলেছেন: আমার বেবিটার এই জুলাই এ তিন হবে। স্কুলে এখনও যায়না। তোমার স্কুলে যদি দিতে পারতাম!!!! :( :(

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯

অপ্‌সরা বলেছেন: দিয়ে দাও দিয়ে দাও আমার পরীর দেশের স্কুলে। :)


আপু সত্যিকারের মর্ত্যের স্কুলে দিতে চাইলে এখুনি ফর্ম তুলে রাখতে হবে কিন্তু শেষে খালামনির মান সন্মান যাবে না ভর্তি করায় দিতে পারলে।:(

৫৯| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮

হানিফ রাশেদীন বলেছেন: তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ আহ্ হা

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

অপ্‌সরা বলেছেন: রবীন্দ্রসঙ্গীত ভাইয়া।


যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বাণ
তুমি যদি ভাসাও মোরে চাইনে পরিত্রান..........


হার মেনেছি মিটেছে ভয়......
তোমার জয় তো আমারই জয়......

ধরা দেবো তোমায় আমি, ধরবো যে তাই হলে.......

রেজোয়ানা চৌধুরী বন্যার কন্ঠে এক অপূর্ব গান !!!

কেমন আছো রাশেদীনভাইয়া???

৬০| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫২

আশিক মাসুম বলেছেন: বড় অসাম লাগিচে................... অনেক অনেক অনেক দোয়া থাকলো কিউটি দের জন্য। :)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৪

অপ্‌সরা বলেছেন: হা হা


থ্যাংক ইউ পথিক।:)

৬১| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

অনন্ত দিগন্ত বলেছেন: এর মধ্যে একটা পুতুল আমার .... যে আমার মন খারাপের সময় গান শুনাবে আর নাচ দেখাবে ... ঠিকাছে ??

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

অপ্‌সরা বলেছেন: ঠিক আছে ঠিক আছে অন্তমনি


কাল তোমাকে কুরিয়ার করে একটা পাঠায় দেবো!!!!!!!!!!!!:):):)

৬২| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সকাল রয় বলেছেন:
দেখার খুব শখ

কিভাবে দেখতে পারি (সরাসরি)

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

অপ্‌সরা বলেছেন: নেক্সট টাইম তোমাকে দাওয়াৎ দিয়ে দেবো কবিভাইয়া!!!!!!!

৬৩| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

জানতে চায় বলেছেন: সকাল রয় বলেছেন:
দেখার খুব শখ

কিভাবে দেখতে পারি (সরাসরি)

২৯ শে মে, ২০১৩ রাত ৮:২০

অপ্‌সরা বলেছেন: তোমাকেও দাওয়াৎ দেওয়া হবে ভাইয়া নেক্সট টাইম!:)

৬৪| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:

আমার কাঁধে হালকা ঝোলা
তোমার চুলে বেলফুল্লমালা
লা লা লা

:)

২৯ শে মে, ২০১৩ রাত ৮:২২

অপ্‌সরা বলেছেন: বাহ বাহ খাঁটি কবি এর চিত্রখানি দেখিতে পাইলাম!:)

৬৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:০৮

চানাচুর বলেছেন: kemon acho Opsora apu? :-/

২৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৮

অপ্‌সরা বলেছেন: ভালো আছি চানাচুরমনি!!!


তুমি কেমন আছো???

৬৬| ৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৫১

মাগুর বলেছেন: ব্যালে ডান্স সম্পর্কে অনেক কিছু জানলাম :)
ভাবছিলাম আমার মেয়েটাকেও নাচ শেখানোর জন্য আপনার কাছে পাঠাবো। বাট এই অংশটা পড়ে একটু মন খারাপই হলো :(

৮ থেকে ১০ বছর বয়সটাই ব্যালে শিক্ষা শুরুর প্রকৃত বয়স।

আমার মেয়ের বয়স তো কেবল ২ বছর, মানে সামনে জুনের ৬ তারিখে ২ হবে! ৬ বছর পরই যোগাযোগ করতে হবে মনে হয় ;)

ব্যালেরিনা বেবিদের জন্য অনেক অনেক দোয়া রইলো :)

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

অপ্‌সরা বলেছেন: ওকে ভাইয়া



৬ বছর পরে যোগাযোগ করো তবে আমার এই বেবিদের সবার বয়স ৫।


ব্যালের ইজি স্টেপসগুলো করেছো তারা।


অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

৬৭| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

ইখতামিন বলেছেন:
আপনার ইনফো দেখুন

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯

অপ্‌সরা বলেছেন: কিসের ইনফো!!!!

কোথায় ???

কিছুই বুঝলাম না তো.....:(

৬৮| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: মধু নামে ডাকলে তোমার মেজাজ বিগড়ে যায়
কি করে বুঝাই সখি ভাল বাসি তোমায় ?
ভালবাসলে রাগতে নেই প্রিয়া
যে পায় ভালবাসা ধন্য সেই হিয়া
আমার প্রেমের সবটুকু লও আমায় অবহেলে
কথা দাও যাবে না কভু দূর অজানায় আমায় একা ফেলে
মিছেই করছো রাগ মিছেই অবহেলা
প্রেমহীন এ জীবন শুধু বিষাদ বিষাদ খেলা
যে জীবনে প্রেম নাই মরণ সম তা
প্রেমে গানে প্রাণে মোর ভালবাসার লও বারতা
ভালবেসে ধন্য হও, কর ধন্য মোরে;
সুখের বাঁধনে বাঁধি ঘর চল এই জনমের তরে ।

নতুন কবিতা লিখলাম কেমন হলো ?

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭

অপ্‌সরা বলেছেন: এটাকে কি কবিতা
বলে নাকি কপিতা
নাকি এটা ববিতা!!!:-*
নানা বাঁধাকপিটা
নাকি ফুলকপিটা?
ওলকপি, ঝোলকপি
মুলা, শাল গবিতা......X(


না না এটা এক্কেরে খাঁটি প্রেম কবিতা
সোনাই রুপাই যেন পুঁথিপাঠে সপিতা। B-)
অথবা যেন সে কোনো ফরহাদের শিরিটা
ইড়িমিড়িকিড়িটা, চামচিকা বিড়িটা
আকিজের কিড়িটা, মিড়মিড়জিড়িটা:-/
ক্যাপসুল বড়িটা, মাথাব্যাথা মরিটা
প্যারাসেটামল, নাপা, প্রেশারের ছড়িটা
একঘায়ে কুপোকাৎ লাঠি লাঠি বাড়িটা।

ভাইয়া আমিও একটা কবিতা লিখলাম!!!:) :) :)

৬৯| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: আরে আমার কবিতা এডিট করার জ্ন্য দিয়েছি...তার জবাব এইটা ।অপসরা আপু আপনার খবর আছে। এই কবিতা আমি পোস্ট করার আগে একটু কারেকশনের জন্য দিয়েছি। এবার কিন্তু কথোপকথন হিসেবে দুটি একসাথে দিয়ে দিব। তখন মজা বুঝবেন। :D

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১১

অপ্‌সরা বলেছেন: মজা বুঝা মজা দেখা নহে মোর কর্ম
দেখানো ও বুঝানোটা সেই মোর ধর্ম
চাও যদি দেখাবো তা সেটা বড় ইজি
বারো হাত কাকুড়ের তেরোহাত বিচি!

৭০| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:১৮

তুমি আমার সারাবেলা বলেছেন: X((

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১৩

অপ্‌সরা বলেছেন: X(X(







:P

৭১| ৩০ শে মে, ২০১৩ রাত ৮:৩৭

আনাড়ী নং ৪২০ বলেছেন: লেখক বলেছেন: এটাকে কি কবিতা
বলে নাকি কপিতা
নাকি এটা ববিতা!!!
নানা বাঁধাকপিটা
নাকি ফুলকপিটা?
ওলকপি, ঝোলকপি
মুলা, শাল গবিতা......


না না এটা এক্কেরে খাঁটি প্রেম কবিতা
সোনাই রুপাই যেন পুঁথিপাঠে সপিতা।
অথবা যেন সে কোনো ফরহাদের শিরিটা
ইড়িমিড়িকিড়িটা, চামচিকা বিড়িটা
আকিজের কিড়িটা, মিড়মিড়জিড়িটা
ক্যাপসুল বড়িটা, মাথাব্যাথা মরিটা
প্যারাসেটামল, নাপা, প্রেশারের ছড়িটা
একঘায়ে কুপোকাৎ লাঠি লাঠি বাড়িটা।



=p~

পোষ্টে পিলাচিত হইল

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!:)

৭২| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:০৬

যুবায়ের বলেছেন: ব্যলে ডান্সের উপর ডিটেলস .....
ব্যালেরিনাদের জন্য শুভ কামনা রইল

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

৭৩| ৩১ শে মে, ২০১৩ ভোর ৪:০৭

অনন্ত দিগন্ত বলেছেন: এখনো পাইনি :(

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১৭

অপ্‌সরা বলেছেন: পাবে পাবে




:):):).

সূর্য্য যখন অস্তে পড়ে ঢুলি
মেঘে মেঘে আঁকাশ কুসুম তুলি
সাত সাগরের ফেনায় ফেনায় মেশে
আমি যায় ভেসে দূরদেশে
পরীর দেশের বন্ধ দূয়ার দেই হানা


মনে মনে......:)

৭৪| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শায়মা আপু, কেমন আছেন?

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১৯

অপ্‌সরা বলেছেন: স্বর্ণামনি.....:)

রংউইন্ডো!!!


হা হা হা


তবে আমি ভালো আছি!:):):)

৭৫| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইচ্ছে করেই রঙ উইন্ডোতে এসেছি। আমার সব কিছুই এখন রঙ।

ভাল থাকবেন।

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:২৯

অপ্‌সরা বলেছেন: ও মাই গড!


বলে কি পিচকিটা!!!

এত দুঃখ দুঃখ, হতাশা হতাশা, মন খারাপ আর অভিমানের কথা কেনো!!!


কি হয়েছে পিচকি আপু?


সহজে হেরে গেলে চলবে নাতো.....

তোলো ছিন্নবীণা বাঁধো নতুন তারে .....।


হাসো হাসো আপুনি.....

৭৬| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৮

তুষার কাব্য বলেছেন: ব্যালেরিনাদের জন্য অন্নে---ক শুভকামনা রইলো।
কেমন আছেন আপুনি?

৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!

ভালো আছি অনেক অনেক!!!:)

৭৭| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ইশ আপনার ভক্ত হয়ে গেলাম...love for those little and one grown up angel

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫৬

অপ্‌সরা বলেছেন: আমিও তোমার নাম দেখে মুগ্ধ হলাম আপুনি!!!!!!!!!!

লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!!!!!!!!!!


আর থ্যাংকস আ লট!!!!!!!!!!!!!!!:)

৭৮| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪

একলা চলো রে বলেছেন: সুইটুশ ব্যালেরিনাদের জন্য চকলেটমাখা শুভেচ্ছা।

আচ্ছা আপুনি, বাংলাদেশি চ্যানেলগুলোতে তো কখনো ব্যালেরিনাদের নাচ দেখলাম না। কেন বলো তো? আমার চোখ এড়িয়ে গেছে নাকি ব্যালেরিনারা এ দেশে নাচে না?

৩১ শে মে, ২০১৩ রাত ১১:০৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!



হ্যাঁ ব্যালে নাচ এতটা সহজ নয় আর বাংলাদেশের নিজেরই এত নাচ আছে যে ব্যালের কি দরকার আর!!!

আমি এটা এক্সপেরিমেন্টাল ইজি স্টেপে করেছি। আমার আবার কিছু মাথায় ঢুকলে করতেই হবে আর সেই তীব্র ইচ্ছাটা থেকেই করে ফেললাম আর কি ।:)


অনেক অনেক ভালো থাকো ভাইয়া।

৭৯| ৩১ শে মে, ২০১৩ রাত ৮:২২

রহস্যময়ী কন্যা বলেছেন: কি কিউট সব পিচ্চি। :) :)

৩১ শে মে, ২০১৩ রাত ১১:০৭

অপ্‌সরা বলেছেন: আসলেই অনেক অনেক কিউট!!!!!!!!!!!!!!!!!!:)

থ্যাংক ইউ কন্যা!!!!!!!!!!!!!!!!!!!!:)

৮০| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৩৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন লেখা। আপুকে স্বরূপে ফিরে পেয়ে ভালো লাগছে। যদিও আমি নিজেই ব্লগে খুব অনিয়মিত। শুভেচ্ছা।

৩১ শে মে, ২০১৩ রাত ১১:০৮

অপ্‌সরা বলেছেন: আমিও অনিয়মিত হয়ে যাচ্ছি ভাইয়া!!!!!!!!!!!:(


তোমাকে দেখেও অনেক অনেক ভালো লাগলো!!!!!!!!!!!!:)

৮১| ৩১ শে মে, ২০১৩ রাত ১০:৪৬

রাতুল_শাহ বলেছেন: মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ইশ আপনার ভক্ত হয়ে গেলাম...love for those little and one grown up angel

আপু তারে একটা অটোগ্রাফ দিয়া দেন।

৩১ শে মে, ২০১৩ রাত ১০:৫৫

অপ্‌সরা বলেছেন: কেমনে!!!


স্ক্যান করে দিলে চলবে???


যাই বলো এই আপুটার নিক আমার অনেক ভালো লেগেছে!!!:) :) :)

৮২| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

রাতুল_শাহ বলেছেন: হুম স্ক্যান করে দিলে চলবে, তয় ডাক্তারী মার্কা অটোগ্রাফ দিয়েন না।

০১ লা জুন, ২০১৩ সকাল ১১:২৬

অপ্‌সরা বলেছেন: না না একদম অশরীরি মানে পরী মার্কা অটোগ্রাফ দেবো!!!!!!!!!!!!!!!!!:)

৮৩| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৩৬

সমানুপাতিক বলেছেন: খুদে ব্যালেরিনাদের জন্য অনেক আদর ।
খুব ভাল লাগলো আপু :)

০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৪৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

৮৪| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:০০

নেক্সাস বলেছেন: ব্যালেরিনা বেবি এবং তাদের ম্যাডাম সবার জন্য শুভ কামনা

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:১৩

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!:)

৮৫| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্যালেরিনা বেবিদের জন্য অনেক অনেক দোয়া রইলো :)
'বেলফুল্লমালা' শোভিত করবীর মালকিন নৃত্য প্রশিক্ষকের জন্যও শুভ কামনা ।

০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!:)

৮৬| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:২৬

রাতুল_শাহ বলেছেন: অশরীরি মার্কা অটোগ্রাফ দিলে তো সমস্যা, দিনে দেখা যাইবো না।

০১ লা জুন, ২০১৩ রাত ৯:৪০

অপ্‌সরা বলেছেন: রাতেও না!!!!:P

৮৭| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:০৮

চাঁদ ~ মামা বলেছেন: আমিও ব্যলে ডান্স শিখুম :-B

০২ রা জুন, ২০১৩ রাত ১২:৩৬

অপ্‌সরা বলেছেন: হায় হায় চাঁদমামা ব্যালে শিখলে কেমনে হবে!!!!!!!!!!


যদি আকাশ থেকে পড়ে যায়!!!!!!!!!!

৮৮| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৫৯

চাঁদ ~ মামা বলেছেন: মামায় পড়বেনা ;)

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১৩

অপ্‌সরা বলেছেন: কে বলেছে!!!

চাঁদকে আঁকাশের গায়ে লটকে থাকতে নয়।


তাদের জন্য রুল নট নড়ন চড়ন।


কাজেই নো ব্যালেট ফর দেম।:)

৮৯| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১২

সেলিম আনোয়ার বলেছেন: এভাবে সমাপ্তি রেখা টানা উচিৎ নয়
ভালবেসে মানব জনম ধন্য হয়।

প্রেম হিতি প্রেম ভীতি
তবু এ জনমে সবই ভ্রম সত্য শুধুই প্রেমপীরিতি।

মিছে তুমি মিছে আমি মিছে গীতি মিছে প্রীতি
তুমি আমি সত্য হই যদি অবজ্ঞার টানো ইতি।


চলো ভাসাই ভেলা প্রেমের
চলো হাটি একসাথে রচি গৃহ সুখের।
;)

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:১৬

অপ্‌সরা বলেছেন: পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবে
বলেছে আকাশের চাঁদতারারা
বাদ দাও হাঁটাহাঁটির চিন্তাটা......
তার চেয়ে বসে থাকো কিছুমিছু লেখো লেখো
নইলে ব্যালে ছেড়ে চাঁদমামা আসবে তেড়ে
তাকিয়ে আছে দেখো উপর থেকে!!!!!!!!!!!!!


:) :) :)


ভাইয়া আমার প্যারোডি পড়ো!!!!!:)

৯০| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: প্যারোডি ভাল লাগলো।
১ম ভাল লাগা।


চাঁদ তারাদের থোরাই কেয়ার করি
ওদের শান্ত হতে বল।
আমি এখন স্কুলে পড়ি না
আমি এখন প্রেমে পরি।

বিয়ের বয়স হলেও আমি চশমা পরিনা
কব্জির জোরে আমি সেরা
আমার ভয়ে কাঁপে সব আকাশের চাঁদ তারা।


আকাশের চাঁদতারারা স্বাক্ষ্য দিবে সবে
আমার জন্য তুমি প্রিয়া আসছিলা এই ভবে।



০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩২

অপ্‌সরা বলেছেন:

হঠাৎ দেখি চাঁদতারারা খসছে টুপাটাপ
তোমার কথা শুনে তারা দিলো বুঝি লাফ
আনছে কেহ শেকল বাকল আনছে কেহ দড়ি
ভাইয়া এবার সামলে রেখো কচ্ছ জোড়িসড়ি
না বেঁধে নেয় তারা তোমায় না দেয় ছুড়ে ঢিল
আঁকাশ পানে ছুড়ো নাকো বজ্রমুষ্ঠা কিল
পাগলা গারদ টেনে নেবে, জেইলে দেবে পুরে
তেপান্তরে পাঠায় দেবে সাত সমুদ্দুর দূরে
শুনবে তো তোমার কথা শুনবেনা তো বড়াই
যতই চেঁচাও ভাঙ্গতে পারো তাম্র লৌহ কড়াই।

৯১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:৪৫

ফাহিম আহমদ বলেছেন: nice post

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৩

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

৯২| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: এসবের ভয় দেখিয়ে লাভ হবে না কোন
আকাশবাতাস চন্দ্রতারার ধার ধারি না শুন।


ওসব কথা ছাড়ো
তাধীন তাধীন নৃত্য গীতে মুগ্ধ আমায় কর।

ভালবাসা ভাল নয় এ কথাটি ভুল
ভালবেসে ভাল থাকার চেষ্টা করাই মূল।

ভালবাসার শৃংখলে বাঁধবে যদি বাঁধ
পাথর না ছুড়ে ছুড় প্রেমের ফুল
পরীর দেশের পরীদের সব বলছো কেন ভুল?

পরীর দেশের দুলহা আমি তাদের রাজা হই
আমি ছাড়া পরীর রাজ্য মোটে ই ভাল নয়।

:)



০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:০১

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া তোমার কবিতা( ফুলকপি, ওলকপি, ঝোলকপি, শালগমকপি) পড়ে আমি হাসতে হাসতে শেষ!!!!


:P

৯৩| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৭

আরজু পনি বলেছেন:

প্লাসটা আাগেই দিয়ে গিয়েছিলাম পড়ে মন্তব্য করবো সেই আশায়...

ছবিগুলো দেখে মায়া লাগছে...এতো সুন্দর, কিউট বাচ্চাগুলোর ছবিগুলো এমন ঝাপসা আসাতে সামুকে মাইনাস!

পুরনো নিকে যে?!
অবশ্য অপরবাস্তব-এর কারণে এই নিকটার প্রতি আমার বিশেষ একটা দূর্বলতা আছে।
অফলাইনে বেশ কিছু পোস্ট পড়াও আছে।
শুভকামনা রইল অচিনপাখি :)

০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩২

অপ্‌সরা বলেছেন: প্রদীপের শিখা যবে হয় নিভু নিভু
জ্বলে ওঠে দপ করে দেখেছি তা কভু
অচিনপাখির নেই চিন পরিচয়
কখনও হয়না জানা কোন বনে রয়
যেথা থেকে আসে বুঝি সেথা যায় ফিরে
কখনও বা খুব কাছে কখনও বা দূরে
মেঘে মেঘে উড়ে চলা মেঘের আড়াল
বনস্পতির ছাঁয়ে বিশ্রামকাল......
পুরনোর মাঝে জাগে নতুনের খেলা
খেলায় খেলায় তার কাটে সারা বেলা।

খেলা শেষ ফিরে যাক থাক তার ছায়া
ছায়াহীন ছায়াময় অদৃশ্য কায়া।

:P

তোমার অপরবাস্তবের কি খবর আপু? এবছর কি শেষ পর্যন্ত বেরিয়েছিলো? কোনো খবর পেলাম নাতো। যাই হোক নেক্সট ইয়ারে হলেও সফলতার মুখ দেখুক অপরবাস্তব। শুভকামনা তোমার জন্যও।:)

৯৪| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

বৃষ্টিধারা বলেছেন: আমা জন কে শিখাইতে চাই । কেমনাছেন ?

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে তাহাই হইবেক।:) :) :)


কত বড় হয়েছে পিচ্চিটা আপুনি!!!!!!!!!:)


আমি ভালো আছি।:)

৯৫| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

বৃষ্টিধারা বলেছেন: আমার

০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

অপ্‌সরা বলেছেন: :P

৯৬| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:০০

তুষার আহাসান বলেছেন: ৪৭ তম ভাল লাগা সহ ব্যালেরিনা দের জন্য দোয়া রইল।

০২ রা জুন, ২০১৩ রাত ৮:১৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!


ভালো থেকো অনেক অনেক!

৯৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১২

বৃষ্টিধারা বলেছেন: এইতো জুলাই তে ২বছর হবে । সময় হবে কি এসে দেখে যাবার ?

০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:২৪

অপ্‌সরা বলেছেন: এখনও পিচ্চুই আছে।

ব্যালে শেখার বয়স হয়নিতো।


ওকে ওকে পরীর দেশ হতে উড়ে আসবো একদিন তোমাদের বাড়ির ছাদে।:)

৯৮| ০৩ রা জুন, ২০১৩ ভোর ৪:০৬

মাহমুদ০০৭ বলেছেন: ছোট বাচ্চাদের ব্যালেরিনা নাচ দেখতে পারলে আসলেই ভাল লাগত ।
বাচ্চাদের ছবি গুলো খুব ভাল লাগল ।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

অপ্‌সরা বলেছেন: আসলেই ভাইয়া পুতুলের মত সাজুগুজুটাই দেখলে প্রাণ জুড়িয়ে যায়, না নাচতে পারলেও ক্ষতি নেই।:)



অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

৯৯| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অবচেতনমন বলেছেন: অসাধারন ,,,,,আগামির প্রতিভাবান এক গুচ্ছ ফুল টুসী................বেশ সুন্দর।

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!:)


আমার পোস্টটা দেখার জন্য।:)

১০০| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

বাকপটু বলেছেন: আন্টি,জায়না কই???

জায়নাকে ব্যালে শিখানোর কথা বলছিলেন না???

তাহলে তো এখানেই ছবি থাকার কথা :) :) :) :) :) :) :)




ঝাতি জায়নাকে দেখতে চায়।

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

অপ্‌সরা বলেছেন: জায়না আছে তো!!!!!!!!!!!!

এই ছবিগুলির মধ্যেই আছে!!!


হা হা খুঁজে নাও বাবু.......


তবে তোমার স্মৃতিশক্তি দেখে আমি মুগ্ধ!!!!

১০১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০২

বাকপটু বলেছেন: আন্টি,কন না, জায়না কোনটা????



আমি এই অসম্ভব বুদ্ধিসম্পন্ন মেয়েকে দেখতে চাই

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

অপ্‌সরা বলেছেন: গ্রুপ ছবির মাঝেরটা।:)

১০২| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১১

~মাইনাচ~ বলেছেন: ডান্সকি বড়ড়াও শিখতে পারবে? ;)

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

অপ্‌সরা বলেছেন: আরে মাইনাস পিচ্চি!!!!!!!!!!!!




এতদিন পরে!!!!


তোমার তো এতদিনে বুড়া হয়ে যাবার কথা!!!!


এখন আর শেখা যাবেনা।:(



:P

১০৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি বাতায়নে বাঁধি ঘর
তুফানে গড়ি দোসর।

ভেবে দেখ সখি
বালিয়ারীতে বাধবে কি না বাসর?


পাতাল পুরে রাজপুত্র আমি থাকি অচিনপুর

পরীর দেশের পরীরে আমি দেখাবো রঙিন ভোর।


পরীর রাজ্যের পরী
তোমার ও হাত হরি।


সাহস আছে কিনা?
বাজাই যদি প্রেমের বাশি নিষ্ঠুর সেই বীনা!


কবিতা

১০৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আমি বাতায়নে বাঁধি ঘর
তুফানে গড়ি দোসর।

ভেবে দেখ সখি
বালিয়ারীতে বাধবে কি না বাসর?


পাতাল পুরে রাজপুত্র আমি থাকি অচিনপুর

পরীর দেশের পরীরে আমি দেখাবো রঙিন ভোর।


পরীর রাজ্যের পরী
তোমার ও হাত হরি।


সাহস আছে কিনা?
বাজাই যদি প্রেমের বাশি নিষ্ঠুর সেই বীনা!


কবিতা

১০৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি বাতায়নে বাঁধি ঘর
তুফানে গড়ি দোসর।

ভেবে দেখ সখি
বালিয়ারীতে বাধবে কি না বাসর?


পাতাল পুরে রাজপুত্র আমি থাকি অচিনপুর

পরীর দেশের পরীরে আমি দেখাবো রঙিন ভোর।


পরীর রাজ্যের পরী
তোমার ও হাত হরি।


সাহস আছে কিনা?
বাজাই যদি প্রেমের বাশি নিষ্ঠুর সেই বীনা!


কবিতা

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯

অপ্‌সরা বলেছেন: বাপরে কবিতা লিখতে লিখতে লিখতে লিখতে..........


হা হা হা হাহাহাহাহাহাহাহাহাহাহাহা

আমিও হাসতে হাসতে হাসতে হাসতে ম------র--------লা-------মা

ভাইয়া :P

১০৬| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: দোয়া করে দিলাম!

০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!:)

১০৭| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৪:১২

অদ্বিতীয়া আমি বলেছেন: ব্যালে নাচ দেখতে খুব ভাল লাগে । কয়েকটা মুভিতে দেখেছি । অসাধারন রিদমিক সব মুভমেন্ট, ছোট্ট ব্যালেরিনা দের নাচ দেখতে নিশ্চয়ই অসাধারন ছিল । ওদের জন্য দোয়া ।
তবে বেশি ভাল লেগেছে কাট্টাংশ আর তারচেয়েও বেশি ভগ্নাংশ । :) :)

০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা আপুনি!!!


এত কিউটি সুইটি ব্যালেরিনাগুলো ছেড়ে তোমার কিনা ভালো লাগলো কাট্টাংশ আর ভগ্নাংশ!!!!!!!!!!!!!!!!!



হাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহহাহাহা


হাসতে হাসতে মরলাম।:P

১০৮| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:০৮

সেলিম আনোয়ার বলেছেন: এখন আমি ও হাসতে হাসতে মরছি। =p~ =p~ =p~ =p~

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৭

অপ্‌সরা বলেছেন: :P


আমিও

১০৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

শুকনোপাতা০০৭ বলেছেন: হুম!!!!!! :)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

অপ্‌সরা বলেছেন: :) :) :)

১১০| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪

রোমেন রুমি বলেছেন: এই রকম একটা নাচ ও যে আছে আমি জানতামই না ।
বিষয়টা জেনে ভাল লাগছে ।

ধন্যবাদ
আপুমনি ।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৮

অপ্‌সরা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।


১১১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯

ভাস্কর চৌধুরী বলেছেন:

পুরাতন গ্লানি
যত জরা ব্যাধি
নিঃশেষ হউক তারা
নববর্ষে আসি।
-/////শুভ নববর্ষের শুভেচ্ছা বন্ধু/////-

১১২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২

ভাস্কর চৌধুরী বলেছেন:

পুরাতন গ্লানি
যত জরা ব্যাধি
নিঃশেষ হউক তারা
নববর্ষে আসি।
-/////শুভ নববর্ষের শুভেচ্ছা বন্ধু/////-


কেমন আছো বন্ধু?

১১৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৩

ভাস্কর চৌধুরী বলেছেন:

পুরাতন গ্লানি
যত জরা ব্যাধি
নিঃশেষ হউক তারা
নববর্ষে আসি।
-/////শুভ নববর্ষ/////-

২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:০৬

অপ্‌সরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!!!!!!!!

কতদিন পর দেখলাম!!!!

১১৪| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:০০

টুম্পা মনি বলেছেন: নাইস পোষ্ট। বাট তুমি কেমন আছ আপু? তোমারে আজকাল দেখা যায় না কেন? তোমার নতুন পোষ্ট কই? :( :( :( :(

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৯:১২

অপ্‌সরা বলেছেন: ভালো আছি টুম্পা মনি। ইদানিং অনেক অনেক বিজি আছি ব্যালেরিনাদেরকে নিয়ে এবং নিজেকে নিয়েও।

নতুন পোস্ট আসবে। ঈদ আসছে না!!!!!!! :P

১১৫| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৫

এমদাদ হোসেন জাবেদ বলেছেন: ঈদের নতুন লেখার অপেক্ষায় আছি.... :(

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

অপ্‌সরা বলেছেন: লিখেছি ভাইয়া!!!!!!!!!:)

কেমন আছো???

কত্তদিন পর দেখলাম তোমাকে!!!!!!!!!!:)


এই যে নতুন লেখা

Click This Link

১১৬| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি শায়মা, আপনিই অপ্সরা !!

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

অপ্‌সরা বলেছেন: আবার আমিই তুমিও তো!!!!!!!!

জানোনা!!!!!!!!!!!!!!

B:-)


:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.