নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন যাবৎ আমি ভালো নেই। এই কথাটা শুনলে মনে হয় না কেউ সেটা বিশ্বাস করবে। কারন আমি ভালো থাকি বা খারাপ থাকি আমি কাউকে কখনও বুঝতে দেইনা। সব সময় একই রকম থাকার চেষ্টা করি আর সেটা ভালো থাকার চেষ্টা। আমার ভালো থাকাটা বেশ
গাঢ় রঙের । সহজেই চোখে পড়ে সেটা। কিন্তু মানুষের সব দিন সমান যায়না, তাই আমাকেও ইদানিং বেশ খারাপ থাকতে হচ্ছে। নিজেকে অনেক রেগুলার এ্যাকটিভিটি থেকে বিরত রাখতে হচ্ছে। তাই আগের মত নাচ, গান বা লেখালিখি থেকে একটু দূরে ছিলাম এবং আছিও। সে যাই হোক বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট লিখেছিলাম, Click This Link
যদিও আমি নিজেই এখন অনেকটা অনিয়মিত হয়ে পড়েছি তবুও একটু হলেও ঢু দেই আজও এখানে বা সবার ব্লগই পড়বার চেষ্টা করি এখনও এবং সুযোগ পেলে লিখিও কিন্তু আমার চাইতেও যারা অনিয়মিত বা একেবারেই হারিয়ে যাওয়া ভাইয়া আপুনিরা তাদের কথা স্মরণ করেই লিখেছিলাম এই পোস্টটা। অনেকের সাড়া পেয়েছিলাম আবার অনেকের পাইনি। আজও সেই পোস্টে হারিয়ে যাওয়া অনেকেরই দেখা পাই। আজ হঠাৎ একটু আগে ঐ পোস্টে মেহবুবা আপুনির কমেন্ট দেখতে গিয়ে আমি থমকে গেলাম। বেশ কিছুক্ষন মাথাই ঢুকছিলোনা আপু কি বলতে চেয়েছেন। আপু লিখেছেন-
১৩৯. ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:২২ ০
মেহবুবা বলেছেন: "২৭.রাজামশাই-এই রাজামশাই নিয়ে আমি রীতিমত রিসার্চ করেছিলাম । হা হা এবং শেষ পর্যন্ত পুস্পপ্রেমী এই ভাইয়া রিসার্চে সফলও হয়েছিলাম আমি। ভাইয়া যদি কখনও আমার এই কথাগুলি পড়ে নিশ্চয় মনে মনে ক্ষেপতে থাকবে। যদিও ভাইয়াটাকে কখনও রাগ করতে দেখিনি আমি। কোথায় গেলো ভাইয়াটা সব ফুলগুলি নিয়ে ?
http://www.somewhereinblog.net/blog/mohdfiendblog
সব ফুল দিয়ে চিরদিনের জন্য চলে গেছে।
ছুটে গেলাম ভাইয়ার পোস্টে । তার লাস্ট পোস্টে কেনো যেন আমার যাওয়া হয়নি।
http://www.somewhereinblog.net/blog/mohdfiendblog/29960634#c1097647
সেখানে দেখলাম গিয়াসভাইয়া লিখেছেন-
১০. ১৫ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫১ ০
গিয়াসলিটন বলেছেন: এই মাত্র জানতে পারলাম এই পোস্ট দাতা ব্লগার রাজা মশাই ইন্তেকাল করেছেন । ইন্নানিল্লাহি অয়াইন্না ইলাইহি রাজিউন ।
ভাইয়া গত ১৫ই জুন ছেড়ে গেছেন চিরতরে আমাদেরকে সেকথা আমি আজ জানতে পেলাম। ভীষন মনটা খারাপ হলো।
রাজামশাই
পোস্ট করেছেন: ৮৬৮টি
মন্তব্য করেছেন: ১৭৯৭০টি
মন্তব্য পেয়েছেন: ১৬৯৮৫টি
ব্লগ লিখেছেন: ৭ বছর ৩ মাস
অনুসরণ করছেন: ১ জন
অনুসরণ করছে: ১৩৫ জন
ব্লগটি ৭০৯১৫৩ বার দেখা হয়েছে
আমার রাজামশাই ভাইয়া। ভাইয়া ২০০৮ সালে এই ব্লগে রাজামশাই নামে এসেছিলেন। সেই প্রিয় ভাইয়াটার পোস্টের সবচাইতে প্রিয় সাবজেক্ট ছিলো ফুল। সেই ফুলওয়ালা ভাইয়া আর কোনোদিন লিখবেন না কোনো পোস্ট। ভাবতেই কি এক অজানা কষ্ট হচ্ছে। ভাইয়াকে যখন প্রথম জানি, একটা রাজার ড্রেস পরা প্রোপিক আর কারো পোস্টে মন্তব্যের ঘরে পোস্ট পড়ে খুশী হলে কিছু স্বর্নমুদ্রার ছবি দিতেন। বলতেন এই নে খুশি হয়ে দিলাম। খুব অল্প কিছু কথা কিন্তু খুব মজা লাগতো সেটা দেখে।
এরপর তার আরও এক নিকের হদিশ খুঁজে বের করেছিলাম। সে ছিলো এক রহস্য আর আমার অনেক আনন্দের একটা দিন। কারণ রুপকথার রাজামশাই এর মতনই সে ছিলো এক রুপকথার গল্প। রাজামশাই ভীষন ভালো একজন মানুষ ছিলেন। বেশ গাম্ভীর্যের সাথে রসিকতা করতেন তিনি। ফুল বিষয়ে অগাধ জ্ঞান। দেশের বাইরে ছিলেন সে সময়টা। বুদ্ধি খাঁটিয়ে বের করেছিলাম তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
আমি তাকে রাজামশাই ভাইয়া ডাকতাম তাই তিনি রাগ করে বলতেন রাজামশাই ভাইয়া আবার কি শুধু রাজামশাই বল। ভাইয়ার সাথে অনেক আগে মেসেঞ্জারে কথা হত। ভাইয়া আমাকে এ্যাড করেছিলেন আমার নির্ভূল অনুসন্ধানের খবর পেয়ে। খুব জানতে চেয়েছিলেন কি করে আমি এত বড় গোয়েন্দা হলাম। ভাইয়াকে বলেছিলাম এই গোয়েনদাগিরি ছিলো তাকে অনেক অনেক ভালো লাগার কারণ।
যাই হোক,রাজামশাভাইয়া বেশ আবেগী ছিলেন, একটু অভিমানীও বুঝি। একবার তিনি বেশ রাগ করে ব্লগ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।
http://www.somewhereinblog.net/blog/mohdfiendblog/28834883
নিবিড় অভ্র বলেছেন: .
রাজামশাই আপনি চলে গেলে এই অধমদের কি হবে......???
আমি কার কাছে ফুরুস ..... চন্দ্রপ্রভা.... কিংবা..... শারঙ্গ ফুলের খোঁজে যাব!!! প্লিজ.....
নিবিড় ভাইয়ার মত অনেকেই এইভাবে বাঁধা দিয়েছিলো তাকে আর তিনি ফিরেও এসেছিলেন। সবার এত ডাকাডাকি বা অনুরোধ তিনি উপেক্ষা করতে পারেননি।
২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৩ ০
লেখক বলেছেন: আইলাম ফিরে
ভাইয়া ফিরে এসেছিলেন আবারও লিখেছিলেন ফুলেদের গল্প কিন্তু আজ শত ডাকলেও ফিরবেন না তিনি । আমার রাজামশাই ভাইয়া চলে গেছেন অচিনপুরের এক অজানা দেশে। ভাইয়া তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেক ভালো থেকো তুমি ঐ অজানার দেশে। একে একে সাগর ভাইয়া গেলেন, ইমন ভাইয়া গেলেন, তুমিও চলে গেলে।
আমরাও আসছি। আমি আসছি...
২৭ শে জুন, ২০১৫ রাত ১:০৮
অপ্সরা বলেছেন: এমনিতেই মন খারাপ ছিলো একটু । রাজামশাই ভাইয়ার কথা জেনে আরো ভীষন খারাপ হোলো।
২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪১
নতুন বলেছেন: খুবই ভাল মনের মানুষ ছিলেন তিনি।
২৭ শে জুন, ২০১৫ রাত ১:০৯
অপ্সরা বলেছেন: ফুল নিয়ে পোস্টগুলা ছিলো এক একটা ফুল বিষয়ক ডিকসনারী।
৩| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪৬
শতদ্রু একটি নদী... বলেছেন: একদিন ইমন ভাইয়ের এক পোস্ট কার পোস্ট না দেখেই পড়া শুরু করলাম। কমেন্ট দিয়ে ওই ব্লগারের আরো পোস্ট দেখতে গিয়ে দেখি এইটা ইমন ভাইয়ের পোস্ট। ক্যামন জানি হাহাকার জাগছিলো। মনে হইলো কি এক তামাশায় জগতে আছি, এই আছি এই নাই। ঠিক তেমনই এই রাজামশাইওও
২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৭
অপ্সরা বলেছেন: শতদ্রুভাইয়া তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ। খুব কম দিন হলো তোমাকে দেখেছি কিন্তু একটা দিনের জন্যও মনে হয়নি তোমাকে এই কদিন হলো মাত্র জানছি। তোমার সাথে অনেক দুষ্টামি করি, ফান করি কিন্তু সবসময় চাই তুমি যেন মোটেও আমার কোনো কথায় আমার অজান্তে কষ্ট না পাও।
ভাইয়া এখন ব্লগে যা দেখছো তার থেকে হাজার গুন জমজমাট সময় আমি দেখেছি। তখন ফান ছিলো, মমতা ছিলো, একে অন্যের জন্য উপদেশ ভালোবাসারা ছিলো। আমার রাজামশাই ভাইয়া ছিলো সে সময়ের একজন প্রিয় মানুষ। ইমন ভাইয়া , রাজামশাই ভাইয়া এমনকি সাগর সারোয়ার ভাইয়া এদেরকে কখনও দেখিনি অকারণে অন্যের পিছে লাগতে বা ঝামেলা পাকাতে। তারা সব সময় নির্বিবাদী ও জ্ঞানী মানুষেরই পরিচয় দিয়েছিলেন। আমি যে কোনো কিছু জানতে হলে সে রাগ সঙ্গীত থেকে শুরু করে পৃথিবী ধ্বংসের ভয় হলেও ইমন ভাইয়ার কাছে জানতে চাইতাম। সে যা বলতো সেই ছিলো আমার বেদ বাক্য। আর রাজামশাই ভাইয়া ছিলো ফুল বিশেষজ্ঞ। পুস্পপ্রিয় এই মানুষটার মনও নিশ্চয়ই পুস্পের মতনই সুন্দর ছিলো।
সবাইকেই চলে যেতে হেব জানি তবুও সব বিদায়ই বেদনাদায়ক। অনেক ভালো থেকো তুমি।
৪| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫০
অপ্সরা বলেছেন: রাজামশাইভাইয়াও ইমন ভাইয়ার মতনই একজন জ্ঞান পিপাসু মানুষ ছিলেন। ছাত্রজীবনে অনেক মেধাবী একজন মানুষ ছিলেন।
৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৮
জেন রসি বলেছেন: উইড়া যায়রে হংস পক্ষি পইড়া রয়রে ছায়া ;
দেশের মানুষ দেশে যাইব—কে করিবে মায়া।
মায়াটাই থেকে যায় ছায়ার মত।
২৭ শে জুন, ২০১৫ রাত ১:০৯
অপ্সরা বলেছেন: হুম
৬| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৮
রামন বলেছেন:
রাজা মশাই এর মৃত্যুতে সামু ব্লগ পরিবার একজন সতীর্থ ও নিবেদিত ব্লগার হারালো। আমি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং একই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
২৭ শে জুন, ২০১৫ রাত ১:১০
অপ্সরা বলেছেন: ভাইয়ার আত্না শান্তিতে থাকুক।
৭| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৩
মোঃমোজাম হক বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন । উনার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করছি।
আমীন।
আমার মতো তিনিও দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন।
২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৫
অপ্সরা বলেছেন: মোজামভাইয়া আমি জানি উনি সৌদীতে ছিলেন । তুমি কি তাকে চিনতে ভাইয়া?
৮| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:০১
মোঃমোজাম হক বলেছেন: না ভাই আমিও তোমাদেড় মতোই ব্লগের মাধ্যমে পরিচিত
২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৯
অপ্সরা বলেছেন: আমি তার দুই মেয়ের কথা শুনেছিলাম এছাড়া পারিবারিক বিষয়ে কিছুই জানিনা। তুমি অনেক ভালো থেকো ভাইয়ামনি।
৯| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:০২
মাহমুদ০০৭ বলেছেন: মন খারাপ হয়ে গেলো ।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:০০
অপ্সরা বলেছেন: অনেক ভালো থেকো ভাইয়া তুমি।
১০| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:০৯
আবু শাকিল বলেছেন: সবাইকেই চলে যেতে হয় ।অসময়ে চলে যাওয়া বেদনাদায়ক।
আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করেন।আমীন
" ম্যাসেঞ্জারে জম্মদিনের শুভেচ্ছা বার্তা পেলাম।ইনবক্সে আপনার নাম দেখেই খুশি হয়েছি। ধন্যবাদ আপু।ভাল থাকবেন"।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:০০
অপ্সরা বলেছেন: আল্লাহ ভাইয়াকে জান্নাত দান করুন।
তুমি অনেক অনেক ভালো থেকো ভাইয়া । অনেক শুভেচ্ছা জন্মদিনের।
১১| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:১৭
লিন্কিন পার্ক বলেছেন: এক এক করে সবাই যাবে
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:০১
অপ্সরা বলেছেন: আল্লাহ ভাইয়াকে জান্নাতবাসী করুন।
১২| ২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:১৭
জুন বলেছেন: বেশ কদিন আগেই শুনেছিলাম । অনেক খারাপ লেগেছিল জেনে। ওনার আত্মার মাগফেরাত কামনা করি।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৪
অপ্সরা বলেছেন: রাজামশাই ভাইয়ার আত্মার মাগফেরাত কামনা করি।
১৩| ২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:২২
বলাকা মন বলেছেন: এইভাবে একে একে সবাইকেই যেতে হয়। উনার আত্মার মাগফেরাত কামনা করি।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৫
অপ্সরা বলেছেন: রাজামশাইভাইয়া ভালো থাকুন না ফেরার দেশে।
১৪| ২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:৫৫
মেহবুবা বলেছেন: প্রথম পাতায় এ পোষ্ট স্টিকি করলে অনেকে জানতে পারত।
তোমার লেখার শেষ কথা ভাল লাগল না।এমন করে বলবে না। খুব করে না হোক অল্প করে হলেও ভাল থেক,পৃথিবী অনেক বড় সুন্দর ! রাজামশাই এর পোষ্টে দেয়া ফুলের বিচিত্র শোভা নিয়ে চারিপাশ তোমায় ডাকছে --তাকিয়ে দেখ।
গুপী গাইন এর পোষ্টে কদিন আগে রাজামশাই এর খবর জানার পর থেকে খারাপ লাগছে।
ভাল থেক।
এর
২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৫০
অপ্সরা বলেছেন: আপু শেষ কথা কখনই ভালো হয়না জানি। কিন্তু কিছু সত্যকে অস্বীকার করা যায়না। আমি আগেই বলেছি আমি সব নেগেটিভিটিকে উপেক্ষা করতে জানি। আপু কাল আমি রাজামশাই ভাইয়ার কথা জেনে সত্যি অবাক হয়েছি। ভীষন কষ্ট পেয়েছি কারণ রাজামশাই ভাইয়া আমার কাছে ছিলো একজন অতি ভদ্র, জ্ঞানী গুণীজন। আর তার ছিলো এক গোপন কষ্ট যা হয়ত আমাদের অনেকরই থাকে তবে তার কষ্টটা আমাকে ছুঁয়েছিলো অন্যভাবে। সে যাইহোক, সব বিদায়ই বেদনা দায়ক। তুমি না জানালে আমার জানাই হত না হয়তো কতদিন এই খবরটা। আমি খুব অনিয়মিত হয়ে পড়েছি ইদানিং তাই জানতাম না রাজামশাই ভাইয়ার কথাটা।
তুমিও অনেক ভালো থেকো আপু। আমার এই ব্লগে পাওয়া একজন সত্যিকারের ভালো মনের মানুষ তুমি।
১৫| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজামশাই চমৎকার একজন মানুষ ছিলেন । আমার এক লিখায় উনি তুই তোকারি শুরু করে দিলেন । ক্ষোভে আমি আর উনার ব্লগে জেতাম না । পরে দেখলাম এটা উনার এক ভাল মানুষী স্টাইল ছিল ।
উনার মৃত্যুতে সামুতে একটা স্টীকি পোস্ট , বা আমরা শোকাহত জাতীয় ব্যানার হেড দেখতে পাবো বলে আশা করেছিলাম ।
সেরকম কিছু ঘটেনি । আফসোস !
আপনার লিখার শেষ লাইনটি একেবারে কলিজায় খোঁচা দিয়েছে ,আগামীতে এ জাতীয় বাক্য পরিহারের অনুরোধ থাকবে ।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩২
অপ্সরা বলেছেন: ভাইয়া কেমন আছো? রাজামশাই ভাইয়ার মৃত্যুসংবাদ আমি কালকেই জানলাম আমার পোস্টে দেওয়া মেহবুবা আপুর কমেন্ট থেকে। সেখান থেকে তার ব্লগে এসে জানলাম তোমার কমেন্ট থেকে। রাজামশাই ভাইয়া এত পুরান, জনপ্রিয় ও গুণী ব্লগার হওয়া সত্বেও কেনো তার মৃত্যু সংবাড সামুতে প্রচারিত হলোনা একটা বারের জন্যও সেটাই বুঝতে পারলাম না। আমি ইদানিং অনিয়মিত হয়ে পড়ায় কোনো রকম কোনো তথ্যই জানিনি এই ব্যাপারে।
যাইহোক সোজা ভাষায় বাংলা ব্লগ ইতিহাসে রাজামশাই ভাই এর ফুল বিষয়ক পোস্টগুলো চির অবদান থেকে যাবে। ভাইয়া নেই কিন্তু তার কীর্তি রয়ে যাবে চিরকাল আর ভাইয়া থাকবে আমাদের মনে।
১৬| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৫
সায়েম মুন বলেছেন: তোমার এই পোস্টের মাধ্যমেই জানতে পারলাম তার ওপারে চলে যাওয়ার কথা। খুব খারাপ লাগলো। উনার আত্মার শান্তি কামনা করছি।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৮
অপ্সরা বলেছেন: আমিও মাত্র গতকাল জানতে পেরেছি ভাইয়া। জানবার পর থেকেই মনটা আরও খারাপ হয়েছে।
কত স্মৃতি কত গান মনে পড়ে গেলো.....
১৭| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৯
আমিনুর রহমান বলেছেন:
খবরটা জেনেছিলাম অনেকদিন আগেই। ব্লগের এডমিনরা যেহেতু ব্যাপারটা জানে তাই ভেবেছিলাম একটা শোক বার্তা সবার জন্য আসবে কিন্তু দুংখজনক ব্লগ থেকে এই বিষয়ে কোন সাড়া দেখলাম না।
রাজামশাই এর প্রতি শ্রদ্ধা ও আল্লাহ্ উনাকে বেহেশত নসীব করুন।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৩১
অপ্সরা বলেছেন: আমি কালকেই আমার এক পুরোনো স্মৃতি চারণ পোস্টে মেহবুবা আপুর কমেন্ট থেকে জানলাম। খুব অবাক হয়েছি। এত পুরোনো গুণী একজন নির্বিবাদী ব্লগার এভাবে চলে গেলেন অথচ আমি জানতেও পারলাম না। তিনি মারা গেছেন ১৫ জুন আর গতকাল আমি জেনেছি ২৬ জুন। সত্যি খুব কষ্ট লেগেছে ব্যাপারটা। রাজামশাইভাইয়া শুধুই একজন ব্লগার ছিলেন না তার অনেক অবদানও আছে এই বাংলা ব্লগে ফুল বিষয়ক পোস্টগুলোতে। আমি জানিনা মেহবুবা আপুনি কোথা থেকে জেনেছেন। স্বপ্নজয় ভাইয়া বলেছেন রাজামশাই ভাইয়ার ফেসবুকেও কোনো তথ্য নেই তাই জানিনা ব্লগের এডমিনরা জানে কিনা । সে যাইহোক, আমি তো শুনেছিলাম তুমিও একজন এডমিন ভাইয়া তুমিও ব্লগে একটা পোস্ট দিয়ে সবাইকে জানাতে পারতে। আর কিছু না হোক সবাই অন্তত তার জন্য দোয়া করতে পারত।
যেটাই হোক রাজামশাই ভাইয়া ভালো থাকুক সেই না ফেরার দেশে। তোমার শরীর এখন কেমন আছে ভাইয়া? ভালো থেকো অনেক অনেক ।
১৮| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:০৪
মিলটন বলেছেন: আমরা যারা পুরানো মানুষ আছি এই ব্লগের সাথে “রাজামশাই” ছিলেন তাদের মধ্যে একজন। এখনকার ব্লগাররা অনেকেই তাকে চিনবে না।
ভদ্রলোকের সাথে আমার অনলাইনে অনেক অনেক স্মৃতি আছে। সত্যি ভুলতে পারছি না। এছাড়াও উনি আমার অফিসে এসেছেন। উনি সৌদি আবর থাকতেন। একটা কোম্পানীতে চাকুরী করতেন। একদিন দেখি আমার জন্য একটা উপহার নিয়ে অফিসে হাজির। অল্প কয়েকদিনের জন্য দেশে এসেও আমার সাথে সাক্ষাত করে গেছেন। আসলেই খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন। সত্যিই খুব কষ্ট হচ্ছে।
ওনার সাথে আমার প্রায়ই চ্যাট হতো। মাঝে মাঝে উনার পরিবারের ছবি দেখাতেন। উনার কর্মস্থলের ছবি দেখাতেন। খুব প্রাঞ্জল একজন মানুষ ছিলেন।
আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেস্তবাসী করেন। আমরা সবাই তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৮
অপ্সরা বলেছেন: এখনকার ব্লগাররা তো আমাকেও চিনবেনা ভাইয়া যদিও আমার আরেক নিক সক্রিয়। তবুও আমরা পুরোনোরা তো বেঁচে আছি এখনও, আমরা তো চিনি তাকে। ভাইয়া আমার সাথেও তার অনেক অনেক স্মৃতি। উনি সৌদি আরব থাকতেন কিন্তু কোথায় জব করতেন জানিনা তবে আমি নিজে আবিষ্কার করেছিলাম উনি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন। ফুল তার অনেক প্রিয় ছিলো। ভাইয়া তুমি সৌভাগ্যবান যে তার দেখা পেয়েছিলে আমার অনেক ইচ্ছে ছিলো তাকে দেখার। শুধু দুইটা মেয়ের ছবি ছাড়া তাকে কখনও দেখিনি।
রাজামশাই ভাইয়া ভালো থাকুন অজানার দেশে। তুমিও অনেক ভালো থেকো ভাইয়া।
১৯| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৩
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
ফুলেদের গল্প যাঁর হাতে ব্লগের পাতাকে সুগন্ধিময় করে গেছে , সে সুবাসটুকু তাঁর প্রস্থানের পরেও যেন লেগে থাকে এইখানে, এই পাতায় ।
এটি হবে তাঁর প্রতি ভালোবাসার সাজানো ফুলেল ডালি ....।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৯
অপ্সরা বলেছেন: ঠিক তাই ভাইয়া।
তুমিও ভালো থেকো অনেক অনেক। নিজের যত্ন নিও।
২০| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৪১
আমিনুর রহমান বলেছেন: আমি কখনই ব্লগের কোন দায়িত্বে ছিলাম না তবে সামুর প্রতি ভালোবাসা রেখে সামুর সব উদ্যোগে পাশা থাকার চেষ্টা করেছি। ব্যস্ত থাকার কারণে সামুতে নিয়মিত নই। তাই যেদিন রাজা মশাই এর কথা জেনেছি ফেবুর মাধ্যমে সবাইকে জানানো চেষ্টা করেছি। আশা করছি এই পোষ্টের পর সামুতে সাইড লাইনে অন্তত একটা শোক বার্তা পেশ করবে।
আমি প্রথমে রেজোয়ানা'র স্ট্যাটাস থেকে জেনেছি তবে সর্বপ্রথম এই বিষয়ে নিম চাঁদ ভাই তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাইকে জানানো চেষ্টা করেছে।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৫
অপ্সরা বলেছেন: নিমচাঁদভাইয়া হয়তো রাজামশাই ভাইয়াকে পারসোনালী চিনতেন। যাইহোক ভাইয়ার জন্য দোয়া আর শ্রদ্ধা থাকবে সারাটাজীবন। তুমি নিজের যত্ন নিও ভাইয়া । শুনেছি তোমারও শরীর ভালো না। হসপিটালে ছিলে কিছুদিন।
২১| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৪২
মেহবুবা বলেছেন: ওনার কোন ছবি যদি দেখতে পেতাম!
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৮
অপ্সরা বলেছেন: আপুনি
মিলটন ভাইয়ার কাছে হয়তো আছে। আমারও উনাকে খুব দেখার ইচ্ছা। রাজামশাই ভাইয়ার সাথে তোমারও খুব সখ্যতা ছিলো।
ভাইয়া ভালো থাকুন।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৬
অপ্সরা বলেছেন: আপু এই ব্লগে যে এতটা সময় থেকেছি। এত দুঃখ, কষ্ট, ভালোলাগা, ভালোবাসা, রাগ , অভিমান কতকিছুর সাথেই জড়িয়ে আছে এই ব্লগ । একদিন রাজামশাই ভাইয়ার মত আমিও চলে যাবো। রাজামশাই ভাইয়ার কথা তবুও ১০দিন পরে হলেও জেনেছি। আমি চলে গেলে কেউ কখনই জানবেনা। ভাববে আবার নতুন নিকের আড়ালে বুঝি লুকিয়েছে ঢঙ্গিটা।
এইভাবে আমি বেঁচে থাকবো তোমাদের ভেতর, হাজার নিকের আড়ালে।
২২| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৯
আমিনুর রহমান বলেছেন:
আমাকে আল্লাহ্ বেঁচে থাকার আরেকটা সুযোগ দিয়েছেন।
২য় জীবন নিয়ে এখন আছি। দোয়া করো। তুমিও ভালো থেকো।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:১২
অপ্সরা বলেছেন: ২য় জীবন দীর্ঘজীবি হোক ভাইয়া। অনেক দোয়া থাকলো।
২৩| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৫
হাসান মাহবুব বলেছেন: তিনি ছিলেন একজন আইকনিক ক্যারেকটার। তার মজাগুলো অনেকেই বুঝতো না, তুই-তুকারি করে কথা বলায় রাগ করতো। কিন্তু আমার হুব মজা লাগতো। যে সময়ে ব্লগে এসেছি তখন তিনি ব্লগে রেগুলার ছিলেন। উনার মৃত্যু কীভাবে হলো তার কোনো কারণ জানেন?
২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৮
অপ্সরা বলেছেন: না আমি অনলাইনে আসতে পারিনি কিছুদিন। নিজেরই নানা ঝামেলা ছিলো । গতকাল আমার এক পুরোনো পোস্টে মেহবুবা আপু জানানোর পর রাজামশাই ভাইয়ার পোস্টে গিয়ে দেখলাম গিয়াসলিটনভাইয়া ১৫ তারিখের কমেন্টে বলেছেন রাজামশাই এর মৃত্যুর খবর। তখন ভেবেছিলাম ১৫ তারিখে মারা গেছেন পরে এখন জানলাম ১২ তারিখে পাঁচ দিনের জ্বরে মারা গেছেন তিনি। সবচাইতে ভালো এই ব্যাপারে জানবেন মনে হচ্ছে নিমচাঁদভাইয়া। কারণ উপরে আমিনুরভাইয়ার কমেন্টে জানা গেছে সবার আগে নিমচাঁদ ভাইয়া তার মৃত্যুর খবর জেনেছিলেন এবং ফেসবুকে নাকি পোস্টও দিয়েছিলেন।
২৪| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই কৃতী এবং জনপ্রিয় ব্লগার সম্পর্কে জানতাম না, উনার প্রস্থানের পর জানলাম। আল্লাহ্ উনাকে বেহেশত নসীব করুন।
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৩২
অপ্সরা বলেছেন: ভাইয়া রাজামশাইভাইয়া যেমনি জ্ঞানপিপাসু ছিলেন তেমনি বাংলা ব্লগে ফুল বিষয়ক অবদান তার মত আর কারো নেই বলেই মনে হয় আমার। ভাইয়ার ছবি তোলা মানে ফটোগ্রাফিও অনেক অনেক সুন্দর ছিলো।
২৫| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৯
টুনা বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সউদি আরবে এক ভিলায় ছিলাম তিন বছর। একজন প্রাণোচ্ছল বন্ধু ছিল সে। ফানার, আমি আর রাজামশাই। অনেক ব্যাপারএ উপদেশ দিতাম বলে বলতো তোর আর মাস্টারি ক রতে হবেনা।সেই থেকে বন্ধুদের কাছে হয়ে গেলাম মাস্টার। আল্লাহ্ তাকে মাফ করে শান্তিতে রাখুন। আমীন।
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৫
অপ্সরা বলেছেন: টুনাভাইয়া তুমি তার কাছের মানুষ ছিলে তার সম্পর্কে আমাদেরকে তুমি সবচেয়ে ভালো বলতে পারবে। কারণ রাজামশাই ভাইয়া সৌদী আরব থাকতেন শুনেছি কিন্তু কি নিয়ে কাজ করতেন সেটা জানিনা তুমি চাইলে তার সম্পর্কে স্মৃতিগুলি আমাদেরকেও জানিও।
২৬| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৩
মেহবুবা বলেছেন: আমিনুর মন্তব্য এ রেজোয়ানার যে লিন্ক দিয়েছে সেটা দেখো। উনি ১৮ ই ফেব্রুয়ারী মারা গেছেন।
তোমার নিজেকে নিয়ে বলা কথাগুলো ভাল লাগছে না।তুমি একজন গুনবতী মেয়ে শুধু নও,সহানুভুতিশীলও ।তুমি মনে হচ্ছে কোন কারনে বেশী মন খারাপ করছ, আসলে কি জানো আমরা বেশী সময় নিয়ে আসিনি যে মন খারাপ করে সময়টা নষ্ট করব।নিজে নিজের হাতে
আছো,তাকে হাতে যত্নে রেখে অন্য কাজে মন দিও।বেরিয়ে পড় নতুন জায়গার সন্ধানে।ভাগ্য বিধাতা চারিদিক আলোময় করে রেখেছে, কেন আধাঁর দিয়ে আড়াল করছ ? আমার ভাবতে খুব ভাল লাগে সবাই ভাল আছে। ভাল থেক।
সময় করে তোমার মত একটা পোষ্ট দিও।
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৮
অপ্সরা বলেছেন: আপু এতক্ষনে জানলাম তারিখটা। আমি তো ১৫ই জুন তার পোস্টে গিয়াসভাইয়ার কমেন্টে ভাবলাম ১৫ই জুনই তিনি মারা গেছেন। এতদিন আগে মারা গেলেন তিনি অথচ আমরা কিছুই জানলাম না খুব খারাপ লাগছে।
আপু কি নিয়ে মন খারাপ করে লিখেছিলাম তার পিছে একটা কারণ আছে আমি আমার আনন্দগুলোকেই আসলে সব সময় ভাগ করে নিতে চেয়েছিলাম ব্লগের সাথে। সত্যি বলতে দুঃখ কষ্ট বেদনাকে উপেক্ষা করতে শিখেছি আমি এই আনন্দের চর্চাগুলো করতে গিয়েই। আজও চাইনা খুব কষ্টের কিছু প্রকাশ করতে। তোমার মেইল আইডি দিও আপু তোমাকে লিখবো।
২৭| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৪
টুনা বলেছেন: তার একটাই ছেলে সন্তান।তার স্ত্রী একটা কলেজে অধ্যাপনা করেন।
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪০
অপ্সরা বলেছেন: এই তথ্যগুলো আমি জানিনা। কোনো এক ছবিতে দুইটা মেয়ের ছবি দেখে ভেবেছিলাম তারা ভাইয়ার নিজের মেয়ে। টুনাভাইয়া তুমি রাজামশাইভাইয়ার স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করো। আর তুমি অনেক ভালো থেকো।
২৮| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:২২
রিকি বলেছেন: আপু কে মিস করেছি ভীষণ---- অপ্সরা আপু, অপ্সরা গো---- আপনি আর ডুব মেরেন না গো !!!!
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪০
অপ্সরা বলেছেন: রিকিমনি...আই লাভ ইউ অলওয়েজ। তুমি আমার এই আইডি চেনো? জানতাম না।
২৯| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৭
রাবার বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন ।
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪১
অপ্সরা বলেছেন: ভাইয়া খুব খুব ভালো থাকুন ঐ না ফেরার দেশে।
৩০| ২৭ শে জুন, ২০১৫ রাত ৮:৫২
বাঘ মামা বলেছেন: রাজা তুমি স্বর্গবাসী হও
যখন মন খারাপ থাকে তখন পালা করে খারাপেরা আসতে থাকে।আজকের সকালটা তেমনি করে শুরু হলো মনে হচ্ছে
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪২
অপ্সরা বলেছেন: রাজামশাই ভাইয়া অনেক আগেই মারা গেছেন । সেই ফেব্রুয়ারীতে। কথাটা কেবলি মেহবুবা আপুর থেকে জানলাম।
৩১| ২৭ শে জুন, ২০১৫ রাত ৯:০০
সুমন কর বলেছেন: আমি যখন ব্লগিং করি তখন উনাকে পাইনি। তাই উনার সম্পর্কে মন্তব্য করতে পারলাম। তবে সবার কথা শুনে/পড়ে খারাপ লাগছে।
উনার অাত্মার শান্তি কামনা করি।
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৫
অপ্সরা বলেছেন: সুমনভাইয়া রাজামশাই ভাইয়া খুবই মজার আর ভালো একজন মানুষ ছিলেন। পোস্ট পড়ে খুশী হলে নজরানা দিতেন কিছু স্বর্ণমুদ্রা। অনেকেই রাগ করতো তুই তুই শুনে, তুই বলে মজা করতেন রাজার মত। আমার তুমি তুমি শুনেও কম মানুষেরা রাগ করেনি একটা সময় কিন্ত শেষমেষ হাল ছেড়েছে আমার অভ্যাসের কাছে। রাজামশাই ভাইয়ার তুই তুইও আমরা ভালোবাসতাম কারণ তাকেই আমরা ভালোবেসেছিলাম অনেক অনেক।
৩২| ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:০২
রিকি বলেছেন: আপনার নিক টা দেখেই মূলত কমেন্ট করতে এসেছিলাম আপুনি, কমেন্ট করে পরে পোস্টটা পড়ে রাজামশাই ভাইয়ের কথা জানলাম। অনেক বেশি খারাপ লাগছে
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৬
অপ্সরা বলেছেন: রিকি আপুনি আমার মনটা কি যে খারাপ হয়েছিলো কালকে হঠাৎ এই খবরে। তুমি কেমন আছো? জব হয়েছে?
৩৩| ২৭ শে জুন, ২০১৫ রাত ১১:১০
সোহান বাশার বলেছেন: মনটা খারাপ হয়ে গেল রাজামশাই এর কথা শুনে । ব্লগে মাঝে মাঝে ডু না মারলে অনেক কিছুই মিস করা হয়।
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৭
অপ্সরা বলেছেন: রাজামশাই ভাইয়ার জন্য শ্রদ্ধা, ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইলো।
৩৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ১২:১১
মেহবুবা বলেছেন: রাজামশাই ---http://www.somewhereinblog.net/blog/mohdfiendblog
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৭
অপ্সরা বলেছেন: আপু লিঙ্ক দিলেই আজকাল এই সমস্যা কেনো যেন এইভাবে আসে।
৩৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ১২:১৩
মেহবুবা বলেছেন: Click This Link
২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৪৭
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি।
৩৬| ২৮ শে জুন, ২০১৫ সকাল ৯:৫৮
রিকি বলেছেন: হ্যাঁ চিনি আপু এই আইডি--- অপু ভাই আপনাকে কমিশনার ভোটে দাঁড় করিয়েছিল না এই আইডি আর আরেকটা আইডি দিয়ে। জব হয়নি
২৮ শে জুন, ২০১৫ সকাল ১০:০৭
অপ্সরা বলেছেন: হাহা হা তাইতো। মনে পড়েছে। জব হয়নি কেনো? ভালো করে পরীক্ষা দাও না শুধু ম্যুভি দেখো তাইনা?
৩৭| ২৮ শে জুন, ২০১৫ সকাল ১০:১৩
রিকি বলেছেন: নাহ মুভি দেখা কমিয়ে দিয়েছি আপুনি, আগের মত দেখি না--- আমিতো ভাইভা থেকে আউট হয়ে যায় !!!!
২৮ শে জুন, ২০১৫ সকাল ১০:৩৩
অপ্সরা বলেছেন: ভাইভা আউট হও? এরপর মনে অনেক সাহস আনবে। নো ভয়। ইনশাল্লাহ হয়ে যাবেই।
৩৮| ২৮ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৪
রিকি বলেছেন: হ্যাঁ আপুনি সেটাই
২৮ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৬
অপ্সরা বলেছেন: গুডগার্ল। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।
৩৯| ২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার শেষ পোষ্টে চলন্ত ট্রেন থেকে তোলা পোষ্টটাতে আমার কমেন্টেই দেখলাম শেষ উত্তর....
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের পিঠটা নিজেই চপড়ে দিন না
এডিট ছাড়া হইলে- আসলেই সে্রকম সুন্দর হইছে....
১৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২০
লেখক বলেছেন: এডিট করা হয় নাই রে ...........
১৮ ডিসেম্বর থেকে জুন ১২ আর কোন লেখা খুজে পেলাম না। নিজেকেই নিজের ধিক্কার দিতে ইচ্ছে করছে। উনার সাথে ইন্টারেকশন এত ভাল হতো! অথচ এত এত এত সময় পর আপনার মাধ্যমে জানতে পারলাম তাকে হারানোর খবর!!!!
আপনার আক্ষেপটাই সত্যি! উনারটাতো তবুও জেনেছি- আমার মতো নাদানেরা কবে কখন হারিয়ে যাব- কেউ হয়তো খুজেও দেখবে না!
আল্লাহ উনার আত্মাকে মুক্তি দান করুন।
২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৬
অপ্সরা বলেছেন: ভাইয়া
শুনেছি রাজামশাইভাইয়া নাকি ১৮ ফেব্রুয়ারী মারা গেছেন।মেহবুবা আপুর কমেন্টে আর রেজওয়ানার স্টাটাসে এমনই দেখলাম। উনি হয়ত বাংলাদেশেই ছিলেন তখন। টুনাভাইয়া, নিমচাঁদচভাইয়ারা ভালো বলতে পারবে। আমি গত পরশু জেনে খুব অবাক হয়েছি। নিজে কিছুদিন ব্যাস্ততা আরো নানা কারণে অনিয়মিত থাকায় জানতে পাইনি, ভাইয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তুমি ভালো থেকো ভাইয়া।
৪০| ২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৫২
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: রাজামশাই নেই? তাঁর আত্মার শান্তি কামনা করছি।
২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৬
অপ্সরা বলেছেন: রাজামশাইকে আল্লাহ জান্নাত দান করুণ।
৪১| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৫
উধাও ভাবুক বলেছেন: আমার লেখা সারপেন্ট পাওয়ার নামক কবিতায় রাজামশাই প্রথম মন্তব্য করেছিলেন "মারহাবা" এবং কিছু স্বর্নমুদ্রা (ছবি) উপহার দিয়েছিলেন। তারপর থেকে আমি লেখা পোষ্ট করলে তিনি আসতেন আমার ব্লগে। আমি অনেকদিন অনিয়মিত ছিলাম তাই কেউ আমার ব্লগে আসেনি। এখন অন্যরা আমার ব্লগে আসলেও রাজামশাই আর আসবেন না।
সবাই চলে যায়, স্মৃতি রেখে যায়...
এটাই সত্য, এটাই বাস্তব।
২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
অপ্সরা বলেছেন: ভাবুকভাইয়া তোমার সাথেও রাজামশাই এর দারুন সখ্যতা ছিলো নিশ্চয় এমনটাই মনে পড়ছে আমার। কত মানুষেরা হারিয়ে গেলো । ইচ্ছে করে হারিয়ে যাওয়াদের দলে আমার সহেলী, সুরভীছায়াকেও অনেক মনে পড়ে। আর রাজামশাই তো ইচ্ছে অনিচ্ছের ওপারে।
৪২| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৮
ধুম্রজ্বাল বলেছেন: যে পেশা। হটাৎ করে নাই হয়ে যেতে পারি।
ইশশ !! যদি জানতে পেতাম কে কি লিখছে....
২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
অপ্সরা বলেছেন: কি পেশা তোমার ভাইয়া? হঠাৎ যে কেউ নাই হয়ে যেতে পারে। তবুও দোয়া করি অনেক অনেক ভালো থেকো।
৪৩| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৪:১৪
এমজেডআই বলেছেন: শুনে খুবই খারাপ লাগছে। উনিই একমাত্র যিনি নিয়মিত ফুল ও গাছ নিয়ে লিখতেন। জায়গাটা পূরণ হবার নয়!
২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
অপ্সরা বলেছেন: তার মত করে কে আর লিখবে ফুল নিয়ে? কে আর মোহর নজরানা দেবে?
৪৪| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫৯
পারভেজ বলেছেন: কেন হল এমনটা!?
২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
অপ্সরা বলেছেন: পাঁচদিনের জ্বরে মারা গেছেন শুনেছি। খুব ডিটেইলস জানিনা। মেহবুবা আপু আমার পোস্টে না জানালে কবে জানতাম তাও জানিনা।
৪৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩১
কাবিল বলেছেন:
ব্লগে আমরা যতক্ষণ বিচরণ করি ততোক্ষণ মনে হয় সবাই সবার আপন।
অথচ কত ব্লগার অকালে ঝরে যাচ্ছে আমরা কিছুই জানতে পারছি না (গুটিকয়েক ছাড়া)।
একদিন আমিও চলে জাব, সেদিন হয়তো কেহই জানতে পারবেনা ব্লগারদের মধ্যে।
উনার আত্মার মাগফেরাত কামনা করি।
২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩৫
অপ্সরা বলেছেন: আমি চলে গেলে
পাষানের বুকে লিখোনা আমার নাম
https://www.youtube.com/watch?v=oVvZ7afr1NE
আমি গেলেও কেউ জানতে পাবেনা ভাইয়া। রাজামশাই এর আত্মা ভালো থাকুক।
৪৬| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৫১
২৮ শে জুন, ২০১৫ রাত ৯:০৯
অপ্সরা বলেছেন: মনটা তো আরও খারাপ করে দিলে ভাইয়া।
https://www.youtube.com/watch?v=7npNsxEBx7U
৪৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনার পোষ্টে কমেন্ট দিলে উনি রিপ্লাই দিতেন না।
রেস্ট ইন পিস।
২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৪৭
অপ্সরা বলেছেন: কিন্তু আমাদের একটা সময় ছিলো অনেক আগে। তখন রাজামশাই ভাইয়া শুধু রিপলাই না মোহরানা নাজরানা দিতেন। হয়তো অনেক বিজি থাকতেন তাই পরে আর রিপলাই দিতেন না।
রিপলাই দিক বা না দিক তিনি আমাদের অনেকের অনেক প্রিয় ছিলেন। সবচাইতে বড় ব্যাপারটা তিনি অনেক গুণী ছিলেন।
৪৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:২৮
২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৪৫
অপ্সরা বলেছেন: https://www.youtube.com/watch?v=E6JJ6rzJ66o
এটা শুনছি বার বার ভাইয়া।
৪৯| ২৯ শে জুন, ২০১৫ ভোর ৪:৩০
সোহান বাশার বলেছেন: অপ্সরা আপু আপনার পুরাতন আইডি টা কি নামে ছিল? আর রাজামশাইর অরিজিনাল নাম কি ছিল?? আসলে জানতাম উনি আমার মত সৌদি প্রবাসী। কথা হয় নাই কোন দিন। সৌদি প্রবাসী ব্লগারদের মধ্যে লাভলী সেলিম, ঘাসফুল (হাসান ভাই), মো: মোজাম হক (মোজাম্মেল ভাই), দুলাল ভাই, হুমায়ুন কবির ভাই, নাজিরুল হক ভাই। উনাদের সাথে মাঝে মাঝে কথা হইতো। রাজামশাই এর সাথে হয় নাই কোনদিন। সেলিম, হাসান ভাই, দুলাল, হুমায়ন ভাই অামাদের ভাল বন্ধুত্ত এখনো আছে। তারা এখন আর ব্লগে নিয়মিত না। সবাইকে আমি রাজা মশাই এর মারা যাওয়ার খবর টা জানাইছি। ভাল থাকুক পরপারে রাজামশাই, আল্লাহ উনাকে বেহেস্ত নসিব কুরুন।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৭
অপ্সরা বলেছেন: ভাইয়া আমার পুরাতন আইডি চাঁদকন্যা । সে সময় থেকেই রাজামশাই ভাইয়ার সাথে পরিচয় আমার।রাজামশাই ভাইয়ার আসল নাম আরিফ ইকবাল। সেটা আমি টুনাভাইয়ার কাছে থেকে জানলাম।
ভালো থেকো ভাইয়া। রাজামশাই ভালো থাকুক না ফেরার দেশে।
৫০| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৫৪
এহসান সাবির বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করি।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৮
অপ্সরা বলেছেন: রাজামশাই এর আত্মার শান্তি কামনা করছি।
৫১| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১০:২৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করি।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৯
অপ্সরা বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করি
৫২| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:১০
শ।মসীর বলেছেন:
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৯
অপ্সরা বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করি
৫৩| ৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০১
টুনা বলেছেন: রাজা মশাইর আসল নাম আরিফ ইকবাল। মা-বাবা দুজনই সরকারী চাকুরীজীবী ছিলেন। এখন রিটায়ার্ড। ৩ ভাই এর সে মেঝো । বড় ভাই দেশে চাকুরী করেন। ছোট ভাই উচ্চ শিক্ষার্থে আমেরিকায় গিয়ে সেখানেই স্যাটেল। বয়েস আমাদের মতই ৪৩/৪৪ হবে। পরিবারের মেঝো ছেলে হিসাবে খুবই ডানপিটে এবং মেধাবী ছিল। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। কি কারনে যেন অভিমান করে ১৯৯৯ সালে আমাদের সাথে সৌদি আরবের দাম্মাম আসে। আমরা এক সাথে ৩ বছর ছিলাম। ২০০২ সালে একসাথে পবিত্র হজ্ব পালন করি। আমি, রাজা মশাই আর ফানার এক সাথেই থাকতাম একই ভিলায়। কখনো রাগ করতো না। আমি বেশী বেশী ধ্মকাতাম। বলতো তোকে কে বলেছে সৌদি আরব আসতে? দেশে মাস্টারি করলেই পারতি। সেই থেকে সবাই মাস্টারই বলে। আমি আর ফানার এখনও একসাথে রিয়াদে থাকি। রাজা মশাই দাম্মামে আরো তিন বছর থাকার পর ইয়ানবো (মদিনার কাছে) চলে যায়। এর পর কথা হতো কিন্তু সরাসরি দেখা হয়নি। গত বছর দেশে চলে গিয়েছিল। হার্টের ব্লক ধরা পড়ায় ল্যাব এইডে অপারেশন করেছিল। রোজার মাসে প্রতিদিন ইফতারের পড়ে তারাবিহ নামাজের সময়টা বাদে রাত ১১/১২ তা পর্যন্ত আড্ডা চলতো । সেই দিন গুলির কথা ভেবে অনেক খারাপ লাগছে । একজন প্রানবন্ত বন্ধুকে হারালাম। আল্লাহ্ আরিফকে ক্ষমা করুন। আমীন। সামুতে আসিনা অনেকদিন। আপনাদের অবগতির জন্য রাজা মশাই এর ব্যাপারে যা জানি তার কিছুটা শেয়ার করলাম ।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫১
অপ্সরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। তার অভিমানের কারণটা আমি জানি আর সেটার জন্যই তার সাথে আমার যতটুকু সখ্যতা। ভাইয়া তোমাকে অনেক অনেক থ্যাংকস তার এত কিছু আমাদের সাথে শেয়ার করবার জন্য।
৫৪| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:৫৩
বড় বিলাই বলেছেন: khub koshto pelam. Allah unar attar shanti din.
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৫
অপ্সরা বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করছি।
৫৫| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৭
অপ্সরা বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করছি।
৫৬| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৯
বিবর্তনবাদী বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন| অনেকদিন পরে ব্লগে এসে এমন একটা খবর পাব ভাবিনি| আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক| ব্লগে যে অল্প কিছু ফান পোস্ট দিয়েছিলাম তার মধ্যে শুধু রাজামশাইয়ের জন্মদিনের পোস্টটা|
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৮
অপ্সরা বলেছেন: আমিও বেশ কিছুদিন অনুপস্থিতির পরে ব্লগে এসে জেনেছিলাম এই দুঃসংবাদটা। কি যে খারাপ লেগেছিলো। কেনো যেন সামুতে এই রাজামশাই ভাইয়ার মত পুরান ব্লগারের মৃত্যসংবাদটা প্রচার করা হয়নি তাই যারাই আমরা পুরানো মানুষ অনেকেই জানেনা তার এই অজানার দেশে চলে যাবার খবরটা।
৫৭| ০৯ ই জুলাই, ২০১৫ সকাল ৮:০৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আপনার দেয়া লিন্ক থেকেই উনাকে চেনা
একেবারে ভেতর থেকে আওয়াজ এলো, আহ কি ক্ষতি,কি ক্ষতি........আফসোস
তিনি নিজেই ছিলেন রাজা, রাজা নেই তবে তার রাজ্য লোকে লোকারণ্য থাকবে আজীবণ
জয়তূ রাজামশাই
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১০
অপ্সরা বলেছেন: রাজামশাই ভাইয়ার আত্মার শান্তি কামনা করি। একটা সময় রাজা মশাই ভাইয়া মানেই ফুল বিশারদ। আর আজও যে কোনো ফুল নিয়ে নেটে সার্চ দিলেই রাজামশাই ভাইয়ার নামটাই আসবে সে আমার জানা আছে। কি করি ভাইয়া তুমি কি আমাকে চেনো?
৫৮| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৩
নতুন বলেছেন: খুবই ভালমানুষ ছিলেন।
সবাইকেই চলে যেত হবে একদিন।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১১
অপ্সরা বলেছেন: হ্যাঁ ভাইয়া সবাইকেই চলে যেতে হবে। তবু যেতে নাহি দিতে চাই।
৫৯| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৮
চাঙ্কু বলেছেন: এমন প্রানবন্ত আর ফুলপ্রেমী মানুষ খুব কম দেখছি।
রাজামশাই এর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রইল।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩
অপ্সরা বলেছেন: চাঙ্কুভাইয়া রাজামশাই ভাইয়ার ফুল পোস্টগুলো অনলাইনে চির অমলিন থাকবে।
৬০| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আল্লাহ্পাক উনাকে বেহেশত নসিব করুন ।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৫
অপ্সরা বলেছেন: আল্লাহ্পাক উনাকে বেহেশত নসিব করুন
৬১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
~মাইনাচ~ বলেছেন: িকছুক্ষন আগেই মাত্র অফিসে আসলাম। নেটে ঢুকতেই কেন জানি তোমার কথা মনে হতেই ব্লগে ঢুকে তোমার আইডিতে এসেই ধাক্কা খেলাম। আমার পুরো শরীরটাই অবস হয়ে আছে। লিখতেও কষ্ট হচ্ছে। আমার এখনো বিশ্বাসই হচ্ছেনা রাজা আর নেই। উনার মতন মানুষ খুব কমই আছে।
সামুর উচিত উনার সম্মানার্থে , দোয়ার জন্য একটা শোক বার্তা টানানো।
সত্যিই খুব কষ্ট হচ্ছে উনার জন্য। আল্লাহ পাক উনাকে জান্নাত দান করুক, আমীন।
তোমার কথা মনে হলে তোমার ব্লগেই আসা হতোনা, তোমার ব্লগে না আসলে আজ রাজা মশাইয়ের কথাও জানা হতোনা।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
অপ্সরা বলেছেন: আল্লাহ পাক উনাকে জান্নাত দান করুক, আমীন।
৬২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: রাজা মশাইয়ের জন্য শুভকামনা থাকলো । না ফেরার দেশে উনি মাগফিরাত লাভ করুক । প্রত্যেকটা মানুষই ফুলের মত !! বা তার চেয়েও সুন্দর!!!! একেক জন মানুষের ফ্লেভার একেক রকম ।
এখনও বসন্ত চলছে কত ফুল কত পাখি প্রকৃতির রূপজৌলুস দারুন ভাবে বাড়িয়ে দিয়েছে । রাজা মশাই সেই সৌন্দর্য ব্লগে এনে ব্লগের সৌন্দর্য বাড়িয়ে দিতেন । তার সম্পর্কে তার মৃত্যু সম্পর্কে এই পোস্ট থেকে জানলাম । একজন ব্লগারের ব্যাপারে তথ্য দেয়া ও তার জন্য স্মৃতিচারণের সুযোগ করে দেয়ায় পোস্ট দাতাকে ধন্যবাদ । তার পরিবারের প্রতি সমবেদনা থাকলো ।
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
অপ্সরা বলেছেন: বেশ কয়েকমাস আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন রাজামশাই ভাইয়া। তারপরও যখনই আমার এই নিকে আসি তার কথা মনে পড়ে। মাঝে মাঝেই ফুল দেখলেই মনে পড়ে। ফুলের ছবি দিয়ে কেউ যখন ব্লগ লিখে তখনও মনে পড়ে। ফুল আর রাজামশাই এক হয়ে গেছে।
৬৩| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: :# আপনার এই নিকে প্রথম লেখা পড়লাম তাও দুঃসংবাদ।
তার লেখা পড়িনি। রেস্ট ইন পিস রাজামশাই
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭
অপ্সরা বলেছেন: রাখালভাইয়া এই নিকে আসলেই লাস্ট পোস্টটা দেখে ভাইয়াকে মনে পড়ে। ভাইয়া ভালো থাকুক। না ফেরার দেশে।
৬৪| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩
কাবিল বলেছেন: এই নিকে কি আর নতুন কোন পোস্ট হবে না?
০৮ ই মে, ২০১৬ রাত ২:১১
অপ্সরা বলেছেন: জানিনা ভাইয়া।
নাও হতে পারে আবার হতেও পারে।
৬৫| ০১ লা মে, ২০১৬ বিকাল ৪:৫৮
রাঙা মীয়া বলেছেন: উনার আত্মার শান্তি কামনা করি
০৮ ই মে, ২০১৬ রাত ২:১১
অপ্সরা বলেছেন: অনেক ভালো থাকুক ভাইয়াটা।
৬৬| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৯
নম্রতা বলেছেন: এই মেয়ে তোমাকে এত্তদিন পর থেকে আামার মনটাই ভাল হয়ে গেলো ! মিস করেছি অনেক অনেক ! যোগাযোগ করবে এবার থেকে। এখানেই শুধু নয় ফেসবুকেও আছি !
২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
অপ্সরা বলেছেন: নম্রতামনি!!!!!!
কত্তদিন তোমাকে আমি ডাকাডাকি করেছি তুমি তো আমাকে চিনতেই পারো না।
ফেসবুকেও এই নামে আছো তাইনা?
আমাকে এ্যাড করো
[email protected]
৬৭| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:৪১
বিজন রয় বলেছেন: রাজামাশাইকে মনে নেই। সম্ভবত আমি দেখি নাই।
২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
অপ্সরা বলেছেন: না তখন তুমি আসোনি ভাইয়া।
৬৮| ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
এমেচার চটপটিওয়ালা বলেছেন: অনেকদিন পর এই নিকে দেক্তাসি আপনারে। কেমনাসেন শায়মা আপু?
২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
অপ্সরা বলেছেন: তুমি কে ? তোমার এই নিক তো এই প্রথম দেখতেসি।
চিনতে পারিনা !
২৭ শে মে, ২০১৬ দুপুর ২:২৫
অপ্সরা বলেছেন: ব্যাপার কি চটপটিভাইয়া!!!!!!!!!!!!!!!
একটু আগে তোমাকে আমার রাগ পোস্টে এই নীচের কমেন্ট দিতে না দিতেই মডু খড়গ নিয়ে তোমার কমেন্ট মুছে দিলো!!!!!!!!!!!!
২৭ শে মে, ২০১৬ দুপুর ২:১০ ০
লেখক বলেছেন: আরে সত্যি সত্যি রাগি নাকি!!!!!!!!!!!
একটু রাগের এ্যক্টিং করি !!!!!!!!! smile emoticon
আই লাইক টু এ্যাক্ট !!!!!!!!!!!!!! smile emoticon smile emoticon smile emoticon
যাইহোক-----
তোমার চটপটির রেসিপি দাও দেখি। ছি ছি তুমি তো দেখি রাস্তায় চটপটি বেচো, ঢাকনিও নাই!!!!!!!!!!!!!!!!!!!!! সবাইকে এই চটপটি খাইয়ে মারতে চাও নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! কলেরা হসপিটাল এ্যাড্রেসটাও সাথে দিয়ে দিও ভাইয়ু!!!!!!!!!!!!!! smile emoticon
মডু কি বুঝে গেলো নাকি তুমি এই ঢাকনিহীন চটপটি খাওয়াইয়া মানুষ মারাে পরিকল্পনা নিয়েছো!!!!!!!!!!!!!!
৬৯| ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
পিকাচু বলেছেন:
Toink
২৬ শে মে, ২০১৬ রাত ৮:০৯
অপ্সরা বলেছেন:
দূরে কোথাও দূরে দূরে..... আমার মন বেড়ায় গো ঘুরে
৭০| ২৬ শে মে, ২০১৬ রাত ৮:১৫
পিকাচু বলেছেন:
dure kothao achi boshe
haat duto daao bariye
২৬ শে মে, ২০১৬ রাত ৮:১৮
অপ্সরা বলেছেন: এইটা কি পিকাচন্দ্র সঙ্গীত লিখেছো?
৭১| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৩৪
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আমার রাজামশাই ভাইয়া। ভাইয়া ২০০৮ সালে এই ব্লগে রাজামশাই নামে এসেছিলেন।
২৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৩
অপ্সরা বলেছেন: হুম।
বাট আর কোনোদিন উনি ফিরে আসবেন না।
৭২| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:২৮
অবনি মণি বলেছেন: আমরা শোকাহত ।
৩০ শে মে, ২০১৬ রাত ৯:৩৮
অপ্সরা বলেছেন: অনেক ভালো থাকুক ভাইয়া সেই না ফেরার দেশে!
৭৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
খায়রুল আহসান বলেছেন: একজন প্রয়াত সহব্লগারের প্রতি অপরিসীম ভালবাসা, শ্রদ্ধা আর সম্মান ব্যক্ত হয়েছে এ পোস্টের মাধ্যমে। মন্তব্যগুলো থেকে বোঝা যায়, তিনি কতটা গূণী এবং সজ্জন ব্যক্তি ছিলেন।
পোস্টে ভাললাগা!
৭৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
শায়মা বলেছেন: শুধু তাই না ভাইয়া......
রাজামশাই ভাইয়ার সাথে আমার আছে আরও কিছু স্মৃতিময় অতীত। ভাইয়া অনেক অনেক ভালো থাকুক না ফেরার দেশে!!!!!
৭৫| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫
মেহবুবা বলেছেন: আল্লাহ্ জান্নাতবাসী করুক এই মানুষকে।তাঁর আপনজনদের শক্তি দিক শক্ত থাকবার।
১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
অপ্সরা বলেছেন: রাজামশাইএর প্রতি থাকবে আমাদের চিরদিনের ভালোবাসা!
৭৬| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৫
খায়রুল আহসান বলেছেন: আজ অন্য একটা পোস্টের লিঙ্ক ধরে আপনার এ লেখাটা আবার পড়ে গেলাম। একজন গুণী এবং ভাল মানুষের প্রয়াণে পুনর্বার ব্যথিত বোধ করলাম। সেই সাথে আপনার গভীর আবেগ এবং সহানুভূতিমাখা এই পোস্ট পড়ে ব্লগারদের মাঝে এমন আন্তরিকতা দেখে মনটা ভালও হয়ে গেলো!!!
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৩
অপ্সরা বলেছেন: মাঝে মাঝেই আমার ভাইয়াকে মনে পড়ে! সোনার মুদ্রা দিত ভাইয়া কমেন্টে! আরও একটা বিশেষ কারণও আছে তাকে মনে করার!
৭৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: সৃষ্টির অমোঘ নিয়মে তিনি পরপারে চলে গেছেন। এভাবে একে একে আমরাও কোন না কোনদিন চলে যাব। কেউ কেউ হয়তো আমাদেরকে মনে রাখতে পারেন, তবে বেশীরভাগই হয়তো রাখবেন না। ওনাকে মানুষ মনে রেখেছে ওনার পুষ্পপ্রীতির জন্য আর ভার্চুয়ালী স্বর্ণমুদ্রা বিতরণের জন্য।
ওনাকে স্মরণ করে পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:১২
অপ্সরা বলেছেন: হ্যাঁ ঠিক তাই।
মানুষ মনে রাখে তাদেরকেই বেশি যাদের কিছু না কিছু ভালো অবদান রয়ে যায়.......
রাজামশাই ভালো থাকুন অনেক অনেক ওপারের দেশে....
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৬
জেন রসি বলেছেন: