![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো আমি জানি কিবা
একদমই না জানি
আমার ভেতর বসত করে
অন্য আরেক আমি!
হঠাৎ হাওয়ায় এক নিমিষে
জলের দেশে যায় সে ভেসে
অতল জলের আহ্ববানে
দেয় সেখানে ডুব.....
তারার আলোয় পরীর দেশে
যায় উড়িয়ে আঁচল হেসে
স্বপ্নলোকের চাবি পাবার
ইচ্ছেটা তার খুব।
বর্ষা, শরৎ, হেমন্ত বা
বসন্তক্ষন ছেয়ে
অরুপ রতন হেমের ছায়ায়
বেড়ায় সে যে ধেয়ে।
যখন তুমি দুঃখ পেয়ে কাঁদো
বুকের ভিতর আগলে রাখো
দগদগে এক ক্ষত,
সেই মেয়েটি বৃষ্টি ঝরায়
দুখের উপর রং বুনে যায়
রংধনুদের মত।
সেই মেয়েটি গোপন গভীর
তোমার নদীর তীরে
যেখানটিতে রোজ বিকেলে
শ্রান্তি শেষে ফিরে....
বসো তুমি, খানিক জিরাও
কিংবা যখন অন্ধকারে ফেরো
দূর সাগরের বাতিঘরের
আলোর পথে ঘোরো।
আকাশ পথে অদৃশ্যেতে
প্রেম চন্দন রাখী-
উড়িয়ে তোমায় পথটি দেখায়
নীরব অচিন পাখি।
তোমার পাশেই হাঁটে সে তো
তোমার সাথেই চলে
তোমার অগোচরেই তোমার
সাথেই কথা বলে।
হাত বাড়িয়ে যায় না ধরা
মন বাড়িয়ে যায়,
তোমার ছায়াসঙ্গী সে যে
তোমারই অজানায়..............
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!
কবিতা না ছবিতা কোনটা বেশি ভালো বলো!!!!!!!!!!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫
সায়ান তানভি বলেছেন: হু, ভাল লেগেছে। মমতামাখা ছন্দ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাই্য়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কবিতাটা পড়তে আর ছবিতাটা দেখতে আসার জন্য!!!!!!!
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
স্পর্শহীন কিছুদিন বলেছেন: এই আইডিতে দেখে ভালো লাগলো।
আমাকে ব্যান করেছে। নতুন পোষ্ট দিতে দিচ্ছে না।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯
অপ্সরা বলেছেন: হায় হায় ব্যান কেনো!!!!!!!!!!!!!!!!!
কি করেছিলে ভাইয়া!!!!!!!!!!!
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছবিটা তো খুন-করা সৌন্দর্য্য
কবিতাও ভালো লেগেছে...
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আসার জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১
স্পর্শহীন কিছুদিন বলেছেন: তেমন কিছু না। অন্য ব্লগ সাইট নিয়ে পোষ্ট করেছিলাম। কিন্তু কতদিন লিখতে পারবো না। কিছু জানি না। কোন মেইলও পাই নাই। খুব খারাপ। তেমন কিছু না। অন্য ব্লগ সাইট নিয়ে পোষ্ট করেছিলাম। কিন্তু কতদিন লিখতে পারবো না। কিছু জানি না। কোন মেইলও পাই নাই। খুব খারাপ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬
অপ্সরা বলেছেন: হায় হায় !!!!!
মেইল করো ফিডব্যাকে নইলে কানে কানে একখানা মেইল আইডি আর নাম্বার দিয়ে দেবো সেখানে জানাও! এইখানে সেইসব বললে আবার মডুভাইয়ারা ছুটে আসতে পারে।
১। ফিডব্যাকে মেইল করো
২। না হলে অন্য উপায় .....
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪
রাতুল_শাহ বলেছেন: কি সুন্দর লেখনি- টুকটুকির মা।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
অপ্সরা বলেছেন: ঐ টুকটুকিট মা কে রে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
শাহরিয়ার কবীর বলেছেন:
তোমার পাশেই হাঁটে সে তো
তোমার সাথেই চলে
তোমার অগোচরেই তোমার
সাথেই কথা বলে।
আহারে...............
দুঃখ,কষ্ট নিপাত যাক
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮
অপ্সরা বলেছেন: দুঃখ কষ্ট আবার কি !!!!!!!!!
এটা হলো কবিতা দিয়ে দুঃখ দেবার চেরেষ্টা ভাইয়া!!!
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
হাত বাড়িয়ে যায় না ধরা
মন বাড়িয়ে যায়,
তোমার ছায়াসঙ্গী সে যে
তোমারই অজানায়.
আয়নাবাজি না করে, ধরা দেন !!
তখন, লুমান্টিক কবিতা পড়তে পারমু !
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯
অপ্সরা বলেছেন: আরে কবিতা মানেই আয়নাবাজী
কাব্য মানেই অধরা!!!!!
ধরার কি আর হয় কি মানে
কাব্য পড়ো কি আর করা!!!!!!!
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১
রাতুল_শাহ বলেছেন: তারার আলোয় পরীর দেশে
যায় উড়িয়ে আঁচল হেসে
স্বপ্নলোকের চাবি পাবার
ইচ্ছেটা তার খুব।
টুকটুুকির মা এই চাবি দিয়ে কি হইবে??
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
অপ্সরা বলেছেন: এই চাবি দিয়ে স্বপনলোকের দুয়ার খোলা যায়!!!!!!!!!!!!!!
স্বপনপারের ডাক শুনেছি, জেগে তাইতো ভাবি
কেউ কখনও খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি!!!!!!!!!!!!!!!
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ফিডব্যাকে মেইল করছি। কোন লাভ হয় নাই।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫
অপ্সরা বলেছেন: তাইলে তো অন্য পন্থা ধরতেই হবে!!!!!!!!
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন থেকে কবিতা কিন্তু কবিতা থেকে জীবন নয় !
আর কি কিছু কমু?
আমি হতে পারি পিচ্ছি পোলাপান কিন্তু গর্ব করে বলতে পারি আধুনিক পিচ্ছি পোলাপান।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬
অপ্সরা বলেছেন: বলো বলো আধুনিক পিচ্চু!!!!!!!
জীবন থেকে কবিতা এই পক্ষে ৩টা যুক্তি দেখাও আমিও বিপক্ষে ৬ টা যুক্তি দিত্তি!!!!!!!!!!
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
মাপও চাই, সাথে একটু দোয়াও............
আর লেঁজ কাটা শিয়ালের গল্প শুনতে চাচ্ছি না, বলতেও চাচ্ছি না
এবার গেলুম .................................
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬
অপ্সরা বলেছেন: হায় হায় পালাও কেনো বাবু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫
রাতুল_শাহ বলেছেন: স্বপ্নলোকের চাবি খুঁজে পাই।
তবে আপনের দ্বারা সম্ভব না। দুর্নীতিগ্রস্থ তো।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮
অপ্সরা বলেছেন: ঐ স্বপ্নলোকের চাবি আমি কেনো চাই তুমি জানবে কেমনে!!!!!!!!!!!!!!!!!!!!!
নয়কো সেথায় যাবার তরে নয় কিছুতো পাবার তরে
নাই কিছু তার দাবী!!!!!!!!!!
বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি!!!!!!!!!!!!!!!
জেগে তাই তো ভাবি!!!!!!!!!!!!!!!!!!
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১
রাতুল_শাহ বলেছেন: ভাবেন বেশি করে ভাবেন।
ডোনাল্ড ট্রাম্পকে ইমেইল করেন, সে ব্যাপারটা নিয়ে কিছু একটা করতে পারবে।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২
অপ্সরা বলেছেন: ফুহ!!!!!!!!!!!!!!!!!!!!!!
কে তাকে মেইল করে রে!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
পাবেল মাহমুদ সিজান বলেছেন: ছোবিটা ভাল, কিনতু কবিতা টা বেশি ভাল
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
লজ্জা ভয় প্রেমের ক্ষেত্র থাকতে নয়
যদি হয় ফাঁটা বাঁশের
তবুও বলতে হয় ককিল কষ্ঠ।
মেয়েদের হাসি ছলনার বাঁশি
মেয়েদের স্বাভাব টাইটানিক
নায়ক কে মারার মত.........
নিন ব্যখ্যা দিলাম ।
বিঃ দ্রঃ উপরের কথাগুলোর কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হলে লেখকের কানে তুলো কিছু শুনবে না এবং দায়ী নয়।।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
অপ্সরা বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:
লজ্জা ভয় প্রেমের ক্ষেত্র থাকতে নয়
যদি হয় ফাঁটা বাঁশের
তবুও বলতে হয় ককিল কষ্ঠ।
তুমি তো আমার দলেই চলে আসলে তাইলে!!!!!!!!!!!! মানে সত্যিটাকে প্রেমের সুবাদে ফাঁটা বাঁশ না বলে কোকিলকন্ঠ বলা!!!!
তার মানে জীবনের জন্য কবিতা নয়....কবিতার জন্য জীবন মানে চাচা আপন প্রাণ বাঁচা.........হাহাহাহাহাহাহা
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
লজ্জা ভয় প্রেমের ক্ষেত্র থাকতে নয়
যদি হয় ফাঁটা বাঁশের কন্ঠ
তবুও বলতে হয় ককিল কন্ঠ।
মেয়েদের হাসি ছলনার বাঁশি
মেয়েদের স্বাভাব টাইটানিক
নায়ক কে মারার মত.........
নিন ব্যখ্যা দিলাম ।
বিঃ দ্রঃ উপরের কথাগুলোর কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হলে লেখকের কানে তুলো কিছু শুনবে না এবং দায়ী নয়।।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫
অপ্সরা বলেছেন: টাইটানিকের নায়ককে বুঝি মেয়ে মানে নায়িকা মেরেছিলো!!!!!!!!!
বেটা তো নিজেই মরলো ভালোবাসার টানে!!!!!!!
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
জাহিদ অনিক বলেছেন: ছবিতাটা এঁকেছি জাহিদ অনিকভাইয়ার জন্য...:
রিয়েলি ! হাউ সুইট আপু !!!!!!!!!
আই এম ফিলিং অনার্ড
কবিতাটা এবং ছবিতাটা দুইতাটাই পছন্দ পছন্দ পছন্দ পছন্দ ........ পছন্দ ইনটু টেন টু দ্যা পাওউয়ার ইনিফিনিটি
সোনালী কেশের বেঁটে মাথা,
সূচালো নাক
ইয়া বড় চোখ !
যেমনি দেখেছিলাম তারে,
আটলান্টিকের তীরে ,
নীল জলে খেলা করে ,
আমার কবিতার কাদম্বরী !
এই ছবি দিয়ে যে কাউকে খুন করে ফেলা যায় , মারাত্মক তীক্ষ্ণ ।
তোমারে ছবি আঁকা , গান গাওয়া সব কিছুই ভীষণরকম ভালো ।
কবিতাটা নিয়ে পরে বলব ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
অপ্সরা বলেছেন: হা হা হা থ্যাংক ইউ ভাইয়া!!!!!
পাখির ডানার মত চোখ তুলে
বলেছিলো সে কি তোমারে!!!!!!!
এতদিন কোথায় ছিলেন
মিঃ জাহিদুল অনিকেন!!!!!!!!!!!
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬
জাহিদ অনিক বলেছেন: হঠাৎ হাওয়ায় এক নিমিষে
জলের দেশে যায় সে ভেসে
অতল জলের আহ্ববানে
দেয় সেখানে ডুব....[/sb
আচ্ছা তুমি কি করে জানলে যে আমিও চাই সে ডুব দিয়ে জলের অতলে চলে যাক !
আমি অবশ্য আটলান্টাকিকের কথা ভাবছি ।
নীল জল ।
আমার কল্পনার আটলান্টিক বাস্তবের আটলান্টিকের থেকে অনেক বেশি নীল।
যেখানে ডুব দিলে তোমার স্বর্ণকেশীর চুল নীল ও সোনালী মিলিয়ে এক অদ্ভুত কালো রঙের দেখা যায় ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪
অপ্সরা বলেছেন: আমি জানবোনা কেনো!!!!!!
আমি তো সর্বজান্তা!!!!!!!!!!
আটলান্টিকের নীল জলে
স্বর্নালী আভা খেলা করে
জানে না কেউ নীলে মিশে হয়েছে তা কালো
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
আর জাহিদুল ভাইয়ার মন করেছে আলো........
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
মানে সত্যিটাকে প্রেমের সুবাদে ফাঁটা বাঁশ না বলে কোকিলকন্ঠ বলা!!!!
কাজী নজরুল ইসলামের অর্ধেক অনুপ্রেরণা নারী !
তাহলে, কেমনে বিরুদ্ধে কথা বলি ? বস বলে গেছেন।
আবার আরেক বস কবিগুরু বলে গেছেন,
আমি জেনে শুনে বিষ করেছি পান। এখন আমরা কি করি ?
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯
অপ্সরা বলেছেন: বস বলা লাগবে কেনো!!!!!!!!!
নিজেই বুঝো না এই অনুপ্রেরণা না থাকলে যে জীবন আঁধার!!!!!!!
আর কবিগুরুর ব্যাপারে আমি কবি নীরব!!!!!!!!!!
কারণ তিনি যাহা বলিবেন তাহাই আমার বেদ বাক্য!!!!!
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮
রিফাত ২০১০ বলেছেন: যখন তুমি দুঃখ পেয়ে কাঁদো
বুকের ভিতর আগলে রাখো
দগদগে এক ক্ষত,
সেই মেয়েটি বৃষ্টি ঝরায়
দুখের উপর রং বুনে যায়
রংধনুদের মত।
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!
কেমন আছো!!!!!!!!!
কতদিন পর দেখলাম তোমাকে!!!!!!
২২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২
জাহিদ অনিক বলেছেন: এতদিন কোথায় ছিলেন
মিঃ জাহিদুল অনিকেন!!!!!!!!!!!
জীবনানন্দ তো পারলে কবর থেকে উঠে আমাকে গালি দিবেন ! আর তোমাকে তার অপ্রাকাশিত কবিতার ম্যানুস্ক্রিপ্ট গুলো দিয়ে যাবেন ।
আটলান্টিকের নীল জলে
স্বর্নালী আভা খেলা করে
জানে না কেউ নীলে মিশে হয়েছে তা কালো
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
আর জাহিদুল ভাইয়ার মন করেছে আলো........
সবজান্তা সমীপেষু,
আপনি আর কি কি জানেন ?
ঝটপট বলে ফেলেন তো ?
জাহিদুল হতে পারে এটা কিভাবে মাথায় আসল ?
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫
অপ্সরা বলেছেন: আরে না!!!!!!!!!
ডোন্ট ওরী ভাইয়া!!!!!!!!!
উনি কিভাবে উঠবেন সেই কত আগে মারা গেছেন!!!! মৃত মানুষ কি উঠতে পারে নাকি!!!!!!! কিচ্ছু হবে না নো ভয়!!!!!!!!
জাহিদুল হতে পারে এটা কিভাবে মাথায় আসল ?
হি হি হি আমার ঘাড়ে আছে একটা জ্বীন
যখন তখন করতে পারে রাতকে সে যে দিন।
বলতে পারে সকল কথা শুদ্ধকেও ভুল
সেই আমাকে বলেই দিলো নামটা জাহিদুল............
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২
জাহিদ অনিক বলেছেন: বলতে পারে সকল কথা শুদ্ধকেও ভুল
সেই আমাকে বলেই দিলো নামটা জাহিদুল............
ছড়ায় দশে দশ । সাবাস ।
জ্বীন ভূতেরাও সত্য কথা বলে তাহলে । আই ওউন্ডার ।
জীবনানন্দ প্রস্ংগে একটা গান । নিয়াজ মোহাম্মদ চৌধুরির । শুনে থাকবে নিশ্চয়ই ।
জীবনান্দ হয়ে সংসারে আজো আমি
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
অপ্সরা বলেছেন: আরে কত শুনলাম!!!!!!!!!!
বাট জাহিদুলভাইয়া
হ্যোয়াই আর ইউ ওউন্ডার
করে ফেলো স্যারেন্ডার
আই এ্যাম অল রাউন্ডার!!!!!!!!
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছড়া ভাল লেগেছে। তার চেয়ে ভাল লেগেছে ছবিটা!
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৮
জাহিদ অনিক বলেছেন: অখে অখে !
ছড়ায় স্যারেন্ডার ।
এরেস্ট মি অফিসার !
আউ অউন্ডার কিউ কি আপ লোগোনে মুঝে ইতনা পেয়ার দিয়া , অর মুঝে লাগতাহে কি ম্যায় ইসকা কাবিল নেহি হে ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২
অপ্সরা বলেছেন: হায় হায় !!!!
মরছি!!!!!!
তোমার মাথায় হিন্দ ভুত চাপলো নাকি উর্দূভুত ভাইয়ু!!!!!!!!!!!!
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
জাহিদ অনিক বলেছেন: রে নাআআ । ভূত টুত কিছু না ।
হিন্দি পারি না । একটা ত্রিশ দিনে হিন্দি শেখার বই কিনেছিলাম ।
তাতেই এই অববনি !
আর ভাষা তো ভাষাই ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
অপ্সরা বলেছেন:
ও বই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হা হা আমি ভাবছিলাম ভুত!!!!!
১০ মিনিটের ধ্যানে বসে দেখলাম সে আবার দিব্যা ভারাতীর ভূত!!!!!!!
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ও ছবিটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর লিখেছেন...
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!
২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
সুমন কর বলেছেন: ভালোই চলছে........ধুলোবালিছাই ভাই লিখেছেন, ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮ (মানে পোস্ট দিয়েছেন)
আর আপনি, ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১ (প্রথম অর্ধেক)।
+।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
অপ্সরা বলেছেন: জানোই তো ভাইয়া
দারুণ এক্সপার্টো আমি
লিখি যখন ছড়ায় ছড়ায় ছন্দ
এক এক সেকেন্ড এক ছড়িতা
হয়না আমার কলমখানা বন্ধ!!!!!
২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগেনাই। আমি অবশ্য কবিতা বুঝি কম।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
অপ্সরা বলেছেন: ঠিক ঠিক বুঝোনা বলেই তো ভাল্লাগেনাই ভাইয়া!!!!!!!
তবে ছবিতাটা নিশ্চয়ই ভালো লেগেছে তাইনা!!!!!!!!!
৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
ধ্রুবক আলো বলেছেন: পুরো লেখাটাই খুব সুন্দর করে সাজানো
+++
তোমার পাশেই হাঁটে সে তো
তোমার সাথেই চলে
তোমার অগোচরেই তোমার
সাথেই কথা বলে।
। এই লাইন গুলো বেশি ভালো লাগলো!
মেলা শুভ কামনা......
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!
৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
হাতুড়ে লেখক বলেছেন: ছবিটা ভাল্লাগসে! যেমন করে বললে ভাইয়া!
ভাল না লেগে পারে?
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
অপ্সরা বলেছেন: হা হা
আমি গুনে তোমায় ভোলাবোনা ভালোবাসায় ভোলাবো.....
৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা ছবিতা দুটোই ভাল লেগেছে। + +
ছবিটা আগুন,
কবিতা দারুণ!
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস!
তোমার জন্য গান..........
তুমি নির্মল করো
৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১
হাতুড়ে লেখক বলেছেন: গানটা প্রিয়। আর্টগুলোও চমৎকার।
গোলাপি শাড়ী!
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
অপ্সরা বলেছেন: থ্যাংক ইঊউ!!!!
৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্যনামা
আধবুড়ি বয়সেতে
জাগে মনে ভীমরতি;
পীরিতের ছড়াসহ
আঁকিয়াছে কেশবতি।
মিনমিনে কথা যত
কবিতার লাইনে;
টুনুপুনু পীরিতের
মানে খুঁজে পাইনে।
আকাশ বাতাস ছায়া
কত বাপু পেখনা;
পীরিতের নখরামি
বুড়ি মনে দেখনা।
পাশে হাঁটে!কথা কয়!
উড়ে দেয় সঙ্গ!
বাবারে বাবারে বাবা
মনে কত রঙ্গ!!
এই আঁকে,এই রাঁধে
এই গড়ে টেরারি; (ট্যারারিয়াম)
এই নাচে,এই হাসে
এই কোথা ফেরারী!! (চাঁটগা/রাঙামাটি)
'সোনাবীজ' অতি সিধে
মাথা তার খেয়োনা;
সব বুঝি চাল তোমা
মাল মোটে গেঁয়ো না।
শয়তানি মনে তোমা
কতশত ফন্দি;
মিছে ছলে বেচারারে
করোনাকো বন্দী।
নিজ চোখে দেখা সবি
ভৃগু লিটু পরিনাম;
গেমুটাতো আজতক
কেঁদে চলে অবিরাম।
কত বলি হলো তোমা
মৌসুমি খায়েসে;
খুব লও মজা মনে
ঠ্যাঙ তুলে আয়েশে।
ঢের হলো,থামো ব্যস
কই করে চিৎকার;
ডাইনিরে হৃদয়ের
সবটুকু ধিক্কার।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
অপ্সরা বলেছেন: ওকে ওকে ফিরে আসি বিয়ে বাড়ি থেকে
ঠ্যাং ভেঙ্গে হাতে দেবো, ঘাড় দেবো বেঁকে।
মিছা কথা আমি বুড়ি! মিছে দাও খটকা!
ডাইনীরে পাঠাচ্ছি ঘাড়ে দেবে মটকা!!!!!!!!
৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মুখে কিছু বল্লাম না।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!
আমি বাইরে যাচ্ছি পারলে কি করি আজ ভেবে না পাই ভাইয়ার জন্য বন্দুক, পিস্তল, চাকু, ছুরি সব পাঠায় দাও!!!!!!!!
৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাইছে! আমারে তো খুন করে ফেললে, বুবু? তুমি এক ভয়ঙ্কর ডাকাতিনী।
কবিতা অসাধারণ হয়েছে। আর, আমার কবিতার প্রতি-উত্তর কবিতা লেখার জন্য সম্মানিত বোধ করছি।
শুভেচ্ছা থাকলো।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
অপ্সরা বলেছেন: থ্যাংকস আ লট ভাইয়া!!!!
আর কি যে করি ভাইয়াকে ফিরে এসে মজা দেখাচ্ছি!!!!!!!!!!!!
৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
বিলিয়ার রহমান বলেছেন: দরুন!
প্লাস
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
অপ্সরা বলেছেন: তোমাকেও থ্যাংক ইউ ভাইয়া!!!!!!
৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা আর ছবি দুই অসাধারণ। অনেক অনেক শুভকামনা রইল।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯
অপ্সরা বলেছেন: থ্যাাংক ইউ ভাইয়া!!!!!!!
৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা । এক রাস মুগ্ধতা রেখে গেলাম ।
শুভ কামনা রইল ।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১০
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা । না না না ভূত টুট কিছু নাই । সবই বইএর কারিশমা
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১২
অপ্সরা বলেছেন: যাক বাবা ভুত ভুই পাই!!!!! বাঁচা গেলো!!!!!!
৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
তড়িৎ গতিতে দেয়া প্রতিউত্তরের কবিতাখানি সুন্দর হয়েছে । সুন্দর, ছবিটিও ।
হয়তো জানি কিবা, একদমই জানি না ; নীচের গানটি আপনার কবিতার বক্তব্যের সম্পুরক হলো কিনা ----
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা.....
একজনে ছবি আঁকে একমনে ওহ অ মন
আরেকজনে বসে বসে রঙ মাখে ...................
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৩
অপ্সরা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া আর গানটার কথা গুলো দেখে আবারও হা হা
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩
এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার জাহিদ অনিক ভাইয়ার সাথে পরিচিত হইলাম ।
অবাক করা বিষয় জেন রসি ভাইয়ু,গেমু ভাইয়ু এখনো এই পোষ্টে আসে নাই ।
খলিল ভাইয়ের জন্য দারুন সম্মান জনক কবিতা ।
ধন্যবাদ শায়মাপু।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
অপ্সরা বলেছেন: আরে!!!!!!!!!!!!! আসে নি তো কি হইসে!!!!!!!!!!!!!!!!!!!!! তুমি অনেক খুশি হইসো নাকি!!!!!!!!!!!!!!!!!
তারা একটু বিজি আছে........
একজন ...........নিয়ে.........
আরেকজন ...........নিয়ে .........
কাজেই চিন্তার কারন নেই। সময় হলেই এসে যাবে। নীচে অলরেডি একজনকে দেখাও যাচ্ছে!!!!!
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবির মেয়েটার সাথে কন্টাক্ট করা যায় কীভাবে?
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১
অপ্সরা বলেছেন: মেয়েটার চোখের মাঝে আছে এক নদী
তুমি বলেছিলে সেদিন........... নদীতে নৌকা নিয়ে কনট্যাক্ট করা যাবে!!!!!!!!!
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫
জেন রসি বলেছেন:
খুব বিজি আছি। সোনাবীজসোনাবীজ ভাইয়ের কবিতা পড়ার আগেই আপনার প্রতিউত্তর পড়ে ফেললাম। এবার কেন এই কবিতা তা জানার জন্য সোনাবীজ ভাইয়ের কবিতা পড়ে আসি।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২২
অপ্সরা বলেছেন: হি হি তোমার চিন্তায় তো মায়া ভাইয়া মরেই যাচ্ছিলো!!!!!!!!!!
যাও যাও খলিলভাইয়ার কবিতা পড়ে আসো!!!!!!!!!!!
৪৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯
জেন রসি বলেছেন: এত দ্রুত কবিতা লিখে ফেলা খুব কঠিন কাজ। আমি কয়েকবার চেষ্টা করেছিলাম। সম্ভবত আপনার সাথেই। এই কঠিন কাজটা আপনি খুব সহজে করে ফেলেন। কিভাবে করেন সেটা একটা রহস্য।
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
অপ্সরা বলেছেন: কিভাবে আবার!!!!!! জানোনা আমি রহস্যময়ী থাকিবার চেরেষ্টা করি!!!!!!!! বলে দিলেই আর থাকা যাবেনা!!!!!!
তাই বববো না!!!!!!!!!!!!!!!!
৪৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:১৯
অভি চৌধুরী বলেছেন: আপনি পেশাদার চিত্রকর না, তবুও আপনি যা আঁকছেন অসাধারণ। তবে একটা পরামর্শ দেই আপনাকে, গুগলের সাহায্য আগে চোখের ১৫ টা ভাষা দেখে নিন। তাহলে আরো চমৎকার হবে, যেমন ধরুন এখানে আপনার চোখ কিন্তু হতাশার বা বিষন্নের কিন্তু ঠোটে হাসি, দুটো সমান হলে আপনি আরো চমৎকার করবেন আমার বিশ্বাস।
সব মিলিয়ে অসাধারণ
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫২
অপ্সরা বলেছেন: আরে ভাইয়া সে কি আর আঁকিনি ভাবছো!!!!!!!!!
আমার মেইন ইন্টারেস্ট চোখ এবং চোখের ভাষায়ই.........হাসি আঁকাআঁকি তো কেবল শিখছি।স্পেশালি ঠোঁটের সফ্ট ভাবটা ছবিতে আনা আর ডাইমেনশনাল ব্যাপারটা খুবই মজা পাচ্ছি ছবিতে ফুটিয়ে তুলতে পেরে।
দাড়াও তোমার জন্য আমার আঁকা নানা রকম চোখ আনি....
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪
অপ্সরা বলেছেন:
এই নাও এঁকেছি দুঃখ চোখ
এটা বিস্মিত চোখ
এটা সুন্দর চোখ......
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮
অপ্সরা বলেছেন:
এটা রাগী চোখ
এই চোখ একটু রহস্যময় ঠিক বুঝিনি কি হলো এই চোখে
এটা স্বচ্ছ চোখ
৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২০
সায়েদা সোহেলী বলেছেন: বাহ ! বাহ!! ছড়া কবিতার খেলা ত দারুণ জমেছে !! কেউ কারও থেকে কম যাও না !!!
ভাবছিলাম তোমাদের চারজন কে ( খলিল ভাই ,ছবি আপু ,কি করি আজ ,অপ্সরা ) এক সাথে বসিয়ে কাওয়ালি কপিটিশন বা ড্যান্স ব্যাটেল এর মত একটা আয়োজন করলে কেমন হত !!!???
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২০
অপ্সরা বলেছেন: হায় হায় আমরা সবাই তো এক দল কে কার সাথে কমপিটিশন বা ব্যাটল করবে!!!!!!!!!!!!!!!
বরং তুমিই আসো অপরপক্ষে!!!!!!!! তোমার দল বল নিয়ে!!!!!!!
৪৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৭
কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!
৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাত বাড়িয়ে যায় না ধরা
মন বাড়িয়ে যায়,
তোমার ছায়াসঙ্গী সে যে
তোমারই অজানায়..... ....
শেষ চারটি ছত্র অসাধারণ। ধন্যবাদ বোন অপ্সরা।
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬
অপ্সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
৫০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬
সায়েদা সোহেলী বলেছেন: আমার দল বল !!?? কই পাবো !!????
আরে এই যুদ্ধ ত শত্রু শত্রু যুদ্ধ না !!! মিত্র মিত্র যুদ্ধ !! মজার
আমার এতো গুন থাকলে ত কাজ ই হইত !!
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩
অপ্সরা বলেছেন: তাইলে আমার দলে আসো!!!!!!!
মিত্র মিত্র যুদ্ধ করি!!!!!!!!
আর শত্রু তুমি না পেলেও আমি দেখায় দিতে পারি!!!!!!!! তাদেরকে আমরা ষড়যন্ত্র করে যুদ্ধে নামাবো ওকে!!!!!!!!!!
তারপর!!!!!!!!!!!
ছন্দ ছড়ার খোঁচায় খোঁচায়
নাকটা দেবো ভচকে বোঁচায়
পেটটা ফুটো বাক্যবাণে
বাঁচবে শুধুই শূন্যপ্রাণে।
৫১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: এতদিন কোথায় ছিলেন
মিঃ জাহিদুল অনিকেন!!!
আপনি ভালই মিলিয়েছেন! -- (১৮ নং প্রতিমন্তব্য)
কণিকার কন্ঠে এ অনবদ্য গানটি দেয়ার জন্য ধন্যবাদ (৩১ নং প্রতিমন্তব্য - বিশেষ করে গানের "চাদের মত অলোখ টানে জোয়ারের ঢেউ তোলাবো"- এ চরণটি খুবই সুন্দর)।
হাতুড়ে লেখক - এর দেয়া গানটিও ভাল, গানের চেয়ে পিকচারাইজেশন আরো ভাল (৩৩ নং মন্তব্য)।
কি করি আজ ভেবে না পাই- এর ছড়ায় ছড়ায় মস্করা করার দক্ষতা ঈর্ষণীয় (৩৪ নং মন্তব্য)। সাথে আপনারটাও
(পাল্টা ছড়া কেটে এক হাত নেয়ার পারদর্শিতা!)
আপনার আঁকা চোখের ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
একজন সহব্লগারের একটি সুন্দর কবিতা নিয়ে অনবদ্য আরেকটি কবিতা লিখে তার প্রচেষ্টাকে বিরল সম্মান দেখিয়েছেন। এজন্য সাধুবাদ!
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ প্রিয় ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!
আজ সকাল থেকে আমার ছেলেবেলা আঁকতে বসেছি!!!!!!!!! মানে ছবিটার নাম ছেলেবেলার হাসি!!!!!!!
এইখানেই বসে আঁকছি শেষ হলে দেখাবো ভাইয়া তবে মাঝে মাঝেই আমার আবার মাথা কাজ করেনা তখন একচোখ টেরা আরেক ঠোঁট বাঁকা হয়ে যায়। তাই রেস্ট নেই! যাইহোক জাহিদুল অনিকেন ভাইয়া তো আমার সেই নাম পেয়ে টাসকি খেয়ে গেছিলো!!!!!!! হাহাহাহাহাহা
আর কনিকার কন্ঠের ঐ গান অনেক অনেক প্রিয় আমার!!!!!!!! হাতুড়ে লেখকের গান আর নাচ দেখে মজা পেয়েছি!!!!!!!!!
আর কি করি ভাইয়ার জবাব তো এখনও লিখিনি!!!!!!!!! একটু ফ্রি হয়ে মজা দেখাচ্ছি তার!!!!!! একদম নেড়ুবেল করে দেবো আজকে!!!!!!
আর খলিলভাইয়ার থেকেই বলতে গেলে এক রকম কবিতা বা ছড়িতা শেখা বলা যায় আমার!
অনেক অনেক থ্যাংকস ভাইয়া!
৫২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতার ভাল লাগা তিনটে স্তবকঃ
তারার আলোয় পরীর দেশে
যায় উড়িয়ে আঁচল হেসে
স্বপ্নলোকের চাবি পাবার
ইচ্ছেটা তার খুব। ---
আকাশ পথে অদৃশ্যেতে
প্রেম চন্দন রাখী-
উড়িয়ে তোমায় পথটি দেখায়
নীরব অচিন পাখি। ---
হাত বাড়িয়ে যায় না ধরা
মন বাড়িয়ে যায়,
তোমার ছায়াসঙ্গী সে যে
তোমারই অজানায়......... ---
সব মিলিয়ে একটি চমৎকার কবিতা!!!
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩
অপ্সরা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!
কবিতা নামে এই প্যারাগুলো কয়েক মিনিটে লিখেছিলাম খেলার ছলে!!!!
৫৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩
অলওয়েজ ড্রিম বলেছেন: আপনি তো অনেক ভাল কবিতা লেখেন। কিছু স্তবক ভালো লাগার আবেশ ছড়িয়ে গেল।
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
অপ্সরা বলেছেন: লিখি তো!!!!!!!!!!
অনেক ভালো অং বং !!!!!!!!!!!!!!!!!
কবিতা নাকি জানিনা ভাইয়া!!!!!!!!!!!!!
তবে আনন্দে থাকি এইসব লিখেই!!!!!!!!!!!!!
থ্যাংকস আ লট!!!!!!!!!!!
৫৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
আমি মাধবীলতা বলেছেন: খুব সুন্দর আপু !!! কবিতা ছবি দুটোই !! তোমার চোখের ছবিগুলো দেখে আমি মুগ্ধ মুগ্ধ মুগ্ধ !!!!
কবিতাটা তোমার কন্ঠে শুনতে চাই আপু..তাত্তাড়ি রেকর্ড করে ফেলো !! আর তাত্তাড়ি আমাদের শোনার ব্যবস্থা করো !!!
অনেক অনেক ভালোলাগা আপু !!!!
০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!
আমিও ছবি এঁকে নিজেই মুগ্ধ!!!!!!!!!
হা হা হা আর কবিতাটা রেকর্ড করে দেবো শিঘ্রিই!
অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!!!
৫৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৬
সায়েদা সোহেলী বলেছেন: ওমা কি বল এসব !!!!??? দলাদলি , শত্রু , ষড়যন্ত্র !!!!!!!!!!!!!!!! ?????
আমাকে ছেড়ে দাও !! আমি ভুই পাই !!!!!!!!!!!!!
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪২
অপ্সরা বলেছেন: না না ভুই নাই!!!!!!!!
আমি আছি না!!!!!!!!!!!!!!
৫৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৪
দইজ্জার তুআন বলেছেন: ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১ ০
লেখক বলেছেন: ওকে ওকে ফিরে আসি বিয়ে বাড়ি থেকে
ঠ্যাং ভেঙ্গে হাতে দেবো, ঘাড় দেবো বেঁকে।
মিছা কথা আমি বুড়ি! মিছে দাও খটকা!
ডাইনীরে পাঠাচ্ছি ঘাড়ে দেবে মটকা!!!!!!!! (
সাতদিন হলো আজ
বিয়ে বাড়ি খানা;
বেশ বুঝি ডরে তিনি
প্রায় আধখানা।
৫৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮
শায়মা বলেছেন: ঐ দৈজ্জা
ছবি আঁকা নিয়ে বিজি!!!!!!!!!
লাইফ কি এত ইজি!!!!!!!!
নাই কাজ খই ভাঁজ
কামে আমি মগ্ন!!!!!
কি কথা কখন দেই
কার কাছে কি বা নেই
কার কথা কখনই বা
করি আমি ভগ্ন!
রাখি নাতো মনে এত
বিজি আমি শত শত
অলওয়েজ নাই নাই
একফোটা লগ্ন।
কাজের কি শেষ আছে নাকি!!!!!!!!!!!!!!!!!
৫৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৭
দইজ্জার তুআন বলেছেন: কথা শুনে লাগে তারে
কত বুঝি রসিলা;
পাল্টিটা দেখে বুঝি
সবি তার উসিলা।
কাম তার কতশত
খায় দায় ঘুমায়;
দাওয়াত আছেই তার
প্রায় প্রতি জুমায়।
তুলিতে আঁচড় দিয়া
ভাবে তিনি পিকাসো;
অখাদ্য রেঁধে দিয়ে
কয় ভাইয়ু ঠিকাছো?
ধাপুস ধুপুস হাত-পা নেড়ে
কবেন তারে ড্যান্স;
পোলাপান ডরে মরে
নেই এতটুকু সেন্স।
এইভাবে মহারাণী
দিনরাত ব্যস্ত;
খোদা জানে ব্যস্ততা
কবে হবে শেষ তো???
৫৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৯
শায়মা বলেছেন: হাসিতে হাসিতে কাঁশি
শুরু হয়ে গেলো
তোর মত শয়তান
খোদা কেমনে বানালো!!!!!!!!!!!!!!!!!
( না না হাসা চলবেনা, আজ এর একদিন কি আমার দুইদিন )
আমি নাচি, আমি রাঁধি
তোর তাতে কি?
ঘোমটা বাঁধবো নাকি
আমি কি তোর সেই ...........?????????
যাইহোক
পার্লারে গিয়ে বাঁধি
ইয়া বড় খোঁপা
কত দাম জানিস কি
বাঁকা হয়ে যাবে চোপা।
জুমাবারে পার্টি কেনো
রোজ রোজই হয়
জানিস না সে কথাটা
পেটে খেলে পিঠে সয়!
সাজতে সাজতে লাগে
ক্ষুধা কি যে ভায়া
দাওয়াৎ না খেলে তাহা
পোষাবো কি দিয়া!
গাধা কি সাধেতে বলে
আর্ট ক্রাফট জানে না
হিংসা করবে বলে
কিছু সে যে মানে না!
যা ভাগ তোর ছবি
এঁকে আমি দেবোনা
ভেন ভেন কাঁদো খোকা
কোনো লাভ হবেনা!
যাই গেমু ভাইয়া, রসি ভাইয়া, পিকাচু আর সহেলী আপুর ছবি আঁকতে যাই....... ড্যাং ড্যাং......
৬০| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬
blackant বলেছেন: is it possible to make me ur fb friend.
https://m.facebook.com/md.pialuddin
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
অপ্সরা বলেছেন:
৬১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯
তারেক ফাহিম বলেছেন: কবিতাটি বেশ, কিন্তু আর্টটি আরও বেশি সুন্দর
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!
৬২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬
ইমন কুমার দে বলেছেন: সুন্দর.......।ভালো লেগেছে.....
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
৬৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ বাহ বাহ! এক ঢিলে দুটো ব্লগার কাত হয়ে গেল!
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫
অপ্সরা বলেছেন: হাহাহাহা
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪
অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো ভাই। শুভকামনা রইল