নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাল্গুন আসে, বাতাসে ভাসে আমের বউল, কৃষ্ণচূড়ার ঘ্রান... মৌ মৌ, মধুকর গুঞ্জনে মুখরিত চারিদিক.....প্রকৃতিতে বাজে মন কেমন করা উদাসী অশ্রুত বাঁশির সুর, এ যেন এক অজ্ঞাত অচেনা আহ্বান!! তবু বহু চেনা। ফেলে আসা দিন, ফেলে আসা ক্ষণ, মনে পড়ে সেই সোনা রঙ দিনগুলি ....মনে মনে গাই .....
গন্ধে উদাস হাওয়ার মত উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী.......
তরুন হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কি গো বিস্ময়!!!!!!
অস্ত্র তোমার গোপন রাখো কোন তূনে!!!!!!!!!!!
সে এক বিস্ময়! সে এক ঘোর লাগা ক্ষণ! অদৃশ্য লুকানো তূণে অদৃশ্য অস্ত্রে ক্ষত বিক্ষত হয়ে যাবার বেলা। এমন ফাগুন দিনেই তো তাহার সাথে দেখা! প্রকৃতিতে তখন বসন্তের হাওয়া। স্নিগ্ধ ভোরের নম্র আলোতে প্রথম চোখাচোখি, প্রথম বিস্ময়, প্রথম ভেঙ্গে যাওয়া । কলেজ গেইটে সেই জারুল গাছের নীচে দাঁড়ানো অফহ্যোয়াইট পাঞ্জাবী আর মোটা ফ্রেমের চশমার মাঝে গভীর অন্তর্ভেদী স্থির দৃষ্টি সারা জীবনের জন্য স্থির চিত্র হয়েই বিঁধে রইলো বুকের মাঝে। অকথিত ভাষাতেও দুটি হৃদয়ের দ্বারে দুটি হৃদয়ের কথা!!
প্রকৃতিতে নিয়ম করেই আসে ফাল্গুন! কবিতা গানে আর গল্পে ফাগুন, মন উতল করা অনুভুতির ছড়াছড়ি আর আমার কাছে ফাগুন মানেই উনিশ বছর, ফাগুন মানেই প্রথম দেখা, প্রথম প্রহরের স্মৃতি!
এমন করেও বুঝি ভালোবাসা হয়! মানুষ প্রেমে পড়ে! ফেলে আসা সোনারঙা দিন আর স্বপ্নে ভেসে যাওয়া রাত্রীগুলির একটি মুহুর্তও এই জীবনে আর কখনও ফিরবেনা তবুও অচ্ছুত স্মৃতিগুলি নিয়েই ফিরে যাই বারেবার সেই উথাল পাথাল দিনগুলিতেই।
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়!!!!!!!
এ কি গো বিস্ময়!!!!!!!!!
অবাক আমি তরুণ গলার গান শুনে!!!!!!!
দেখা পেলেম ফাল্গুনে.......
সেই বালকবীর! সেই ফাল্গুন আর সেই অদৃশ্য তূণে লুকিয়ে রাখা অস্ত্রবাণ ! যাতে বিঁধে রইলাম সারাটা জীবন!!! বার বার ফেরে ফাল্গুন, ফেরে ঝরঝর বরিষন মুখর শ্রাবণ রাতগুলিও।
বসন্ত আর শ্রাবণ এই সম্পূর্ণ বীপরিত স্বভাবী সময় দুটি মুখোমুখি দাঁড়িয়ে থাকে স্মৃতির এলবামে। দুজনে মুখোমুখি গভীরও দুখে দুখী.....স্মৃতির প্রদীপ হয়ে জ্বলে ক্ষীন আলোয়......
ঝরঝর বরিষণ মুখরিত সেই মেঘলা দুপুরে বিশাল মন্দিরের আলো ঝলমলে চাতাল যেন রহস্যময়ী গ্লিটারে আঁকা কোনো ভ্যালেনটাইন গ্রীটিং কার্ডে দেখা ছবি হয়ে যায়। সেই ছবিতে মন্দিরের অনিশ্বেষ সিড়িতেই ফিরে আসার পথে নামে হঠাৎ ঝুপঝুপ বৃষ্টি। সদ্য কৈশোর পেরুনো সে ছবির ছেলেমেয়ে দুটি দৌড়ে গিয়ে দাঁড়ায় এক কোনের খুপরী মত ডিজাইনের ভেতরে। আচমকা বৃষ্টির কারণে দুদ্দাড় সেদিকটা জনশূন্য হয়ে পড়ে ততক্ষনে।
চারিদিকে ঝুমঝুম অবারিত বৃষ্টির কলতান! মৌন মুখর নীরবতায় চারিদিক দিগবিদিকশূন্য! শুধু পথহারা দুটি পাখি দুজনে দুজনার! অধরের কানে জাগে অধরের ভাষা!
সে দৃশ্যপট, প্রকৃতি ও মানবমানবী, যে কোনো অস্কার পাওয়া চলচিত্রের বাণীও বুঝি মৃত হয়ে যায় তার কাছে।
নিয়ম করে প্রকৃতিতে আসে ফাগুন.....বাতাসে তারই গন্ধ ভাসে ...... ছিটকে পড়া সময়, বুকের জমিনে ধুলো জমা স্মৃতি, উঁকি দেয় অযথা হঠাৎ.......
জানিনা আজ কোথায় আছে সে..... কেমন আছে....... তবুও ফাগুনের বাতাসে আজও ভেসে আসে ফেলে আসা গান....হারানো দিনের কুহুতান....ফুরিয়ে যাওয়া কলহাস্যের রিনরিনে সুর......
গন্ধে উদাস হাওয়ার মত উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী.......
তরুন হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কি গো বিস্ময়!!!!!!
অস্ত্র তোমার গোপন রাখো কোন তূনে!!!
দেখা পেলেম ফাল্গুনে ....
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩
অপ্সরা বলেছেন: আছন্ন!!!!!!
তুমি!!!!!!!!
যাইহোক,
মোর বসন্তে লেগেছে তো সূর
বেণু বন ছায়া হয়েছে মধুর
হোক না এমনি গন্ধে বিধুর
মিলন কুঞ্জ সাজানো!!!!!!!!
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
জেন রসি বলেছেন: মন্ত্রমুগ্ধের মত পড়লাম। যদিও রোম্যান্টিক লেখা আমাকে সেভাবে আকর্ষণ করেনা। কিন্তু আপনার এ লেখায় খুব গভীর কোন অনুভবের ব্যাপার আছে। মনে হচ্ছে সে অনুভূতিগুলোই শব্দ হয়ে গেছে। চমৎকার।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
অপ্সরা বলেছেন:
জিনিভাইয়ু!!!!!!!!!!!!!
ইহা একটি ফাগুন দিনের স্মৃতিচারণমূলকীও লেখনী!!!!!!!!
যা খুশি ভেবে নাও!!!!!!
নো প্রবলেমো!!!!!!!!!!!!
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
বর্ষন হোমস বলেছেন:
প্রথম দু একলাইন পরেই বুজে পেলেছি এটা "বসন্তের দিনগুলি" বইয়ের একটা অংশ।
আর একটা বানান ভুল হয়েছে বোধহয়।বরিষন এর জায়গায় বর্ষন হওয়ার কথা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮
অপ্সরা বলেছেন: আহারে !!!
আসছেন আরেক পন্ডিৎ!!!!!!!!
ইহা এই বসন্ত মানে আগত বসন্ত ২০১৭ এর একটি আগমনী লেখনী!!!!!!!!!!!!!!!
ওহ হ্যাঁ বর্ষণ হবে!!!!!!!!!!
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফাগুন মানেই- কলেজ জীবন, প্রথম প্রেম, প্রথম প্রহর।
ভালো লাগলো আপনার স্মৃতিময় গল্প পড়ে।
আমি আপনার গানটি শুনিনি এখনো, লিঙ্ক থাকলে শুনতাম।
আমার কাছে একটু ভিন্নতর,
ফাগুন মানেই স্কুল জীবন, ফাগুন মানেই ভুলের শুরু,
ফাগুন মানেই মন পোড়ানো জ্বালানি খুঁজে পাওয়া।
কেন এসেছিলে ফাগুন লগনে
ঢুকেছিলে এই হৃদয় ঘরে হায়
এই কেমন আগুন ধরালে মনে
আজও ভেতর বাহির পোড়ায়
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১
অপ্সরা বলেছেন: আরে লিঙ্ক তো লেখাতেই দিয়ে দিয়েছি ভাইয়া!!!!
খুঁজে দেখো!!!!!!!!!!!!!!!!!!!
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ উপস্থাপনা ,
শুধু মুগ্ধ আর মুগ্ধতা
কথা গান আর কবিতা
গন্ধে উদাস হাওয়ার মত উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী.......
তরুন হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কি গো বিস্ময়!!!!!!
মনে পড়ে রবিন্দ্র গীতি
https://www.youtube.com/watch?v=OHIIRamZi2Y' target='_blank' >আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,. এত বাঁশি বাজে, এত পাখি গায় ।
বসন্তের আগমনে রইল পলাশের শুভেচ্ছা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!
ও পলাশ ও শিমুল কেনো এ মন মোর রাঙ্গালে.......
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭
জেন রসি বলেছেন: ভেবে ভেবে বিশ্লেষণ করে করে আমি সত্যের খুব কাছাকাছি চলে যেতে পারি! এই মুহূর্তে ডাটা হিসাবে আমার হাতে আছে আপনার এই পোস্টের শব্দ, বাক্য এবং ভাব! সবগুলোকে মিলিয়ে সাফল করলেও হাতে একটাই কার্ড আসে!
ছবিটা কি আপনি এঁকেছেন?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২
অপ্সরা বলেছেন: আহা তাই নাকি!!!!!!!!
ডাটা কি বললো!!!!!!! ও মাই গড!!!!!!! কার্ড কি লেখা আছে!!!!!!!
সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে জানিনে
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০
পলাশমিঞা বলেছেন: অপ্সরা, তুমি কেমন আছ?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫
অপ্সরা বলেছেন: আমি!!!!!!!!!!
সেই আমিটা নেই আমি
এই আমিটাই সেই আমি
নেই আমি আর সেই আমি
শুধু বসন্ত এসে গেছে!!!!!!!!!!!!
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুনে এসেছি আপু। সত্যিই খুব ভালো গান। চঞ্চল করে তুলে মুহূর্তেই।
সামনে ভালোবাসা দিবস, তাই আমার শ্রাবণকাল চলছে
ভরা বাদর, মাহ ভাদর, শূন্য মন্দির মোর...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২
অপ্সরা বলেছেন: গান শুনে মুগ্ধ হয়ে আরও একটা গান দিলাম তোমাকে ভাইয়া!!!!!!!
এই কথাটি মনে রেখো
প্রিয় গান মন দিয়ে শুনো!!!!!!!
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯
পলাশমিঞা বলেছেন: আমার মাথা গেছে!
মায়া বেগমে মায়া লাগাইছে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৫
অপ্সরা বলেছেন: মায়াবেগমকে মনে পড়লো ভাইয়ামনি!!!!!!!!!!!!
হা হা হা গান শুনেছি!!!!!
আরো শুনাও!!!!!!!
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০
জেন রসি বলেছেন: কার্ডে লেখা আছে " দ্যা স্টোরি অব রেড ভ্যালেন্টাইন!"
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২২
অপ্সরা বলেছেন:
তাই জনম গেলো শান্তি পেলি নারে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
অপ্সরা বলেছেন: তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে, আঁখি তব ছলো ছলো , এই বহু মানি.....
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪
খোলা মনের কথা বলেছেন: গন্ধে উদাস হাওয়ার মত উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী.......
তরুন হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কি গো বিস্ময়!!!!!! লেখা দারুণ হয়েছে।
শায়মা আপু আর আপনার প্রো: ফটো একই। একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম.....
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭
অপ্সরা বলেছেন: হা হা হা ভাইয়া
আমি চিনি গো চিনি তোমারে ওগো খোলাভাইয়া
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮
অপ্সরা বলেছেন: ভাইয়া এই ছবিটাও কিন্তু আমি এঁকেছি!!!!!!!!!!
ঐ যে তখন আঁকতে গেলাম না!!!!!!!!!!
তাড়াহুড়ায় অবশ্য মনের মত হয়নি!!!!!!
আবার আঁকিবোক!!!!!!!
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭
খায়রুল আহসান বলেছেন: ফাগুনের প্রথম প্রহরে এ এক অনবদ্য উপহার। অসাধারণ!
পোস্টের কনটেন্ট, কনটেক্সট এবং পরিবেশন শৈলীতে মুগ্ধ হয়েছি।
শুভকামনা...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯
অপ্সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!
সেই ১১ টা থেকে ভাবছি ঘুমিয়ে যাবো তা না ফাল্গুনী সঙ্গীতে ধরেছে আমাকে!!!!!!
সাত সকালে কত সাজুগুজু এখন না ঘুমালে চলবে বলো!!!!!!!!
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯
জেন রসি বলেছেন: কি সব ঘুম পাড়ানি গান দেন!
তার চেয়ে এটা শুনেন!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪১
অপ্সরা বলেছেন: এই গান শুনায় তুমি আমার ঘুম ছুটায় দিসো!!!!!!!!!!!!!!!!!!!!
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গন্ধে উদাস হাওয়ার মত উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী.......
তরুন হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কি গো বিস্ময়!!!!!! এত্তো সুন্দর কবিতা!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
অপ্সরা বলেছেন: এটা গান ভাইয়া!!!!!
পোস্টে দেখো লিঙ্ক দেওয়া আছে!
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭
কালীদাস বলেছেন: কোন এক ফাল্গুন মাসে দুনিয়ায় আইছিলাম। কাজেই আপনের লেখা আমার ভাল্লাগছে
তয় মাইন্ড খায়েন না, গানটা ভাল লাগে নাই। গুরুর মরি মরি জাঁনরের গান শুনলে আমার সব কিছু আছড়ায়া ভাঙতে ইচ্ছা করে
আপনারে আজকে একটা রেসিপি দিয়া গেলাম। আমার ফেভারিট
https://www.youtube.com/watch?v=QUibN8YymvU
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯
অপ্সরা বলেছেন: আজকেই সেই দিনটা নাকি!!!!!!
হ্যাপী বার্থডে ভাইয়া সে যেদিনটাই হোক!!!!
আর আমার গান ভালো লাগতেই হবে!!!!!!
ফাল্গুনে এই গান শোনারই নিয়ম ভাইয়া!!!!!!
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৮
জেন রসি বলেছেন: হায়! হায়!
তাহলে আমার প্রিয় একটা গান শুনেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০
অপ্সরা বলেছেন: এইটা শুনবো না!!!!!!!!!!!!
ফাগুনের গান দাও!!!!!!!!!!!!!
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০
খোলা মনের কথা বলেছেন: হুমমম আগেই বুঝতে পারিলুস কমেন্ট রিপ্লে দেখে। আপ্নার মত বিস্ময়চিহ্ন ব্যবহার করে কেউ এতো বিস্ময় হয় না যে আপু!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
অপ্সরা বলেছেন: আমি তো বিস্ময় শুধু হই ই না দেই ও !!!!!!!
আর তাই তো এত এত বিস্ময়!!!!!!!!
আর দেখলে না কোন গানের অনুপ্রেরনায় এই বিস্ময়!!!!
একি গো বিস্ময়!!!!!!
অস্ত্র তোমার গোপন রাখো কোন তূনে!!!!!!!!!!!!!
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩
খোলা মনের কথা বলেছেন: টাইপো: (পারিলুস) পেরেছিলুম হবে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
অপ্সরা বলেছেন: বুঝেছিলুম ভাইয়ু!!!!!!!!!
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: শাহানা বাজপেয়ীর কোন গান আমি শুনিনি অল্প কিছু দিন আগেও। আমার খুব কাছের একজনের থেকে পাই তার গান। কাছের কারো থেকে পেয়েছিলাম বলেই কিনা নাকি শাহানার কিন্নরী কন্ঠের কারনে গানটির প্রেমে পড়ে যাই। এরপরে শুনি 'তোমার খোলা হাওয়া, মোর ভাবনায়, তোমায় গান শোনাবো, তোমারেই করিয়াছি, আমার নিশীথ রাতের বাদল ধারা আর ডুবে যেতে থাকি যেন কোথায়।
ব্লগে যে কোন পোস্ট আকর্ষণীয় লাগলেই প্রিয়তে নেই। কিন্তু এই প্রথম কোন লেখা মন্ত্রমুগ্ধ করে ফেললো।প্রিয়তে নেয়ার আগে ওয়ার্ড ফাইলে কপি করে নিয়ে রাখে দিলাম শায়মাপু। কয়েকদিন ধরে খুব খারাপ সময় পার করছি, তোমার লেখাটায় যেন অল্প কিছুক্ষনের জন্য হলেও হারিয়ে গিয়েছিলাম সব দুশ্চিন্তা থেকে। মন থেকে ধন্যবাদ রইলো।
ভালো থাকো আপুনি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
অপ্সরা বলেছেন: শাহানার গান একেবারেই হৃদয় থেকেই আসে যেন.....।
ব্লগে যে কোন পোস্ট আকর্ষণীয় লাগলেই প্রিয়তে নেই। কিন্তু এই প্রথম কোন লেখা মন্ত্রমুগ্ধ করে ফেললো।প্রিয়তে নেয়ার আগে ওয়ার্ড ফাইলে কপি করে নিয়ে রাখে দিলাম শায়মাপু। কয়েকদিন ধরে খুব খারাপ সময় পার করছি, তোমার লেখাটায় যেন অল্প কিছুক্ষনের জন্য হলেও হারিয়ে গিয়েছিলাম সব দুশ্চিন্তা থেকে। মন থেকে ধন্যবাদ রইলো।
আমিও মুগ্ধ হলাম ভাইয়া!!!!!!
এবার আমার খোলা হাওয়া শোনো...... আমার গাওয়া!!!!!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭
অপ্সরা বলেছেন: নিশীথ রাতের বাদলধারা শোনো
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯
সুমন কর বলেছেন: ফাল্গুন না এসে আর কই যাবে.......যা সুন্দর লিখেছেন.....ফাল্গুন তো ব্লগে এসেই গেল।
অনেক সুন্দর লিখেছেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬
জুন বলেছেন: আমিও সুমন করের মত বলতে চাই এত অনির্বচনীয় ভাষায় এমন আকুল করে ডাকার পর বসন্ত না এসে কি পারে শায়মা ! ভাষার উপর তোমার দখল দেখে বিস্মিত হই । যাকে বলে অতুলনীয় তোমার ভাষাশৈলী।
মুগ্ধ এবং প্লাস
+
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১
অপ্সরা বলেছেন: আপুনি লোকে বলে আমি নাকি আবেগ হারিয়েছি!!!!!!!
তাই একটু ঝালাই করে দেখলাম আবেগটা এখনও কেমন আছে !!!!!!!!!!
আর থ্যাংকস আ লট!!!!!!!!!
লাভ ইউ অলওয়েজ!!!!!!!!
২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!
২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেখা পড়ে ভাল মন্তব্য করা কঠিন। শুধু এতটুকুই বলা যায় । খুব ভাল লেগেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
অপ্সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস!!!!!!!!
২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও চমৎকার লিখনী। লিখা পড়ে এই বসন্তের আবেশে আজকে সকালটিতে প্রীত হলাম। অনেক অনেক বাসুন্তি শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭
অপ্সরা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া!!!!!!!
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর আপি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!
২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আরিব্বাস ! এতদিন কানাঘুসো শুনছিলাম কিন্তু এবার বসন্ত কি সত্যিই এসে গেছে ?? ও হ্যাঁ তাইতো -----
বাতাসে বহিছে প্রেম /নয়নে লাগিল নেশা /কারা যে ডাকিল পিছে /বসন্ত এসে গেছে....
বসন্ত এলে কেমন জানি আমার আবার দিল হুম হুম করে ......
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২০
অপ্সরা বলেছেন: আমারও করে ভাইয়া!!!!!!!
রবিঠাকুরেরও করতো....
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ...........
২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪
মোশফেক জামান সফল বলেছেন: অনেক সুন্দর হয়েছে লেখাটা, স্কেচ টাও অনেক সুন্দর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!
২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: ১৯ নম্বর প্রতিমন্তব্যে আপনার গাওয়া যে তিনটে গানের লিঙ্ক দিয়েছেন, তার মধ্যে দুটো শুনতে পারলাম। ভাল গেয়েছেন।
৩য় লিঙ্কের "ও জোনাকী" টা ক্লিক করলে লেখা আসে- This video does not exist!!!
কেন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩
অপ্সরা বলেছেন: হায় হায় !
আবু শাকিলভাইয়া জানে!
সে এসব আপলোড করেছিলো ভাইয়া!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫
অপ্সরা বলেছেন: https://www.youtube.com/watch?v=065a2STTMME
শোনা যাচ্ছে ভাইয়া!
এটা পেস্ট করো!!!!!!
২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন:
শীতের পর প্রকৃতি নতুন করে সাজে, মানুষের মনের উপর প্রভাব পড়ে; সেই প্রভাবকে প্রকাশ করা কঠিন মনে হচ্ছে; তবুও, চেস্টার শেষ নেই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮
অপ্সরা বলেছেন: কে বলছে কঠিন!!!!!
তুমি মনে হয় ফাল্গুন বুঝো না ভাইয়া তাই কঠিন লাগছে!!!!!!!!!
৩০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ফাগুন স্মৃতি , চমৎকার প্রকাশ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!
৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২
গেম চেঞ্জার বলেছেন: গন্ধে উদাস হাওয়ার মত উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী.......
তরুন হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কি গো বিস্ময়!!!!!!
ফাগুনে কোন উৎসব নেই, এবার
তাড়া নেই, প্রাণের প্রাবল্যে উড়বার
কৃষ্ণচুড়ার লাল আগের মতো বার্তা বয়ে নিয়ে আসে না।
তার বদলে এখন কংক্রিটের ওপর ছড়ানো রয়েছে নিষ্টুরতার ছোঁয়া!
পথিক আজো হাঁটে এ পিচঢালা পথে,
আছে ধূলোয় জড়ানো পাঞ্জাবি, মুখখানা মলিন, ভার
পথ যেতে শুনে, শুষ্ক বাতাসে ভেসে আসা হাহাকার!
আমার সে বসন্ত আর নেই,
এ এখন কেবলি স্মৃতি, কবিতার খাতার বিমুর্ত প্রতিচ্ছবি!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭
অপ্সরা বলেছেন: বাপরে!!!!!!!!!
গেমু!!!!!!!!!!!!!!
৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
নবীন বসন্তের প্রথম প্রহরের ঠিক আগখানে, উদাস হাওয়ায় উত্তরীয় উড়িয়ে এই যে লেখাখানি দিলেন ; তা কৃষ্ণচূড়ার ঘ্রান নিয়ে মৌ মৌ.. মধুকর গুঞ্জনের রেশ তুলে গেলো যেন । বালিকা বেলার তূণে রাখা গোপন প্রেম মাঝে মাঝে দেখা দিয়ে যায় বোধহয় এমনি করেই । তখনি বসন্ত সেজে ওঠে অপরূপ ।
বসন্ত আবাহনে বালিকা প্রেমের গন্ধ টেনে আনায় " হার মানা হার" ছবিটির এই গানটির কথাই মনে হলো আগে----
"কি আনন্দ এই বসন্ত
আজ তোমার এ কুঞ্জের পারে
তুমি দাও সাড়া দাও
এসে নাও ডেকে নাও
কেন বসে আছো বন্ধ এ দ্বারে..
দূর থেকে বহুদূরে
পথে পথে ঘুরে ঘুরে
এসেছি ....."
এই এসে যাওয়া বসন্ত আর আসছে ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইলো ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া
দুইটা শুভেচ্ছার জন্যই!!!!!!!
তোমার বসন্তও নিশ্চয় কেটেছে অনেক আনন্দে....
৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪১
পিকাচু বলেছেন:
গন্ধ উঁহ দূর্গন্ধ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯
অপ্সরা বলেছেন: অর্ধেক খালি গ্লাস!!!!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০
অপ্সরা বলেছেন:
তোমার জন্য পিচ্চু!!!!!!!!!
৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমার নিশীথ রাতের বাদল ধারাটা বেশি ভালো লেগেছে। এমপিথ্রি করে আইপডে ঢুকিয়ে নিলাম। 'ও জোনাকি' শুনছি এখন।
নোটিফিকেশন পাইনি আপু। ম্যানুয়ালি এসে পোস্ট চেক করতে হলো
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
আরও অনেক অনেক আছে তবে ইউটিউবে আমি নিজে দেইনি। শাকিলভাইয়া আর কেউ কেউ দিয়ে দিয়েছিলো কয়েকটা।
নোটিফিকেশন আমিও পাইনা!
৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫
আহমেদ জী এস বলেছেন: অপ্সরা ,
বলেছেন , তোমার বসন্তও নিশ্চয় কেটেছে অনেক আনন্দে...
না হে, সকাল থেকেই বসন্তের কোকিলটা কুউউ... কুউউ............ নয় ; বেতাল সুরে গান গেয়ে গেছে । আনন্দে কি আর থাকা যায় ? কোনও কারন নেই আনন্দের । নিরানন্দ ............ একেবারেই নিরানন্দে চলে গেছে বসন্তটা ।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৪৩
অপ্সরা বলেছেন: ভাইয়া
আমারও!!!!!!!!
মানে সাত সকালে সেজেগুঁজে স্বর্ণলতায় বেতসপাতায় যেই না বের হলাম বাসা থেকে....
জানালার কাঁচে হু হু বাসন্তী দখিন হাওয়া...
মনটাও ছিলো ফুরফুরে....
হঠাৎ একটা এসএমএস দেখে রাগে দুঃখে চোখে পানি এসে গেলো....
চোখের কাজল থেবড়ে গেলো.....
অনেক কষ্টে সামলে নিয়ে .....
সামিল হলাম বসন্তের আনন্দ যজ্ঞে.....
আমারে কে কাঁদাবে
তার ভাগ্যে আছে কাঁদন......
৩৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!!
লেখা হিট হইছে আইমিন চুরি হইছে!!!!!!!!!!!!!!!!!!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২২
অপ্সরা বলেছেন: হা হা চোরের কান ছিড়ে দাও ভাইয়া!!!!!!!!!!!!!
৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
মনিরা সুলতানা বলেছেন: কত কথা কত গান !!
গুনগুন কত সুর , লেখায় ভালোলাগা
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৩
অপ্সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!
৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮
চৌধুরী মাহবুব বলেছেন: ফাগুন এসেছে বলে তোমার শরীরের গন্ধ মিশে ফাগুন পেয়েছে তার প্রাণ । চারদিক মৌ মৌ গন্ধ সেতো তোমার চুল ভেজা গন্ধ , তোমার নি:শ্বাসে প্রাণ ফিরে পেয়েছে এই ধরা। তুমিই অাসল ফাগুণ অামার জন্য।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪
অপ্সরা বলেছেন: বাপরে ভাইয়া!!!!!!!
এত সুন্দর কবিতা!!!!!!!
৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯
বিজন রয় বলেছেন: বসন্ত আর শ্রাবণ এই সম্পূর্ণ বীপরিত স্বভাবী
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪
অপ্সরা বলেছেন: হুমম
৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: বাপরে!!!!!!!!!
গেমু!!!!!!!!!!!!!! B:-)
কবিতায় উত্তর চাইছিলাম!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫
অপ্সরা বলেছেন: কোন কবিতায় গেমুবাবু???
৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
গেম চেঞ্জার বলেছেন: এই পোস্টে আমার কবিতা মন্তব্যের!!!!!!!!!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০
অপ্সরা বলেছেন: ওকে ওকে দেওয়া হইবেক!!!!!!!!!!
৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: পোস্টটা গত বছরের হলেও আরেকবার ঢুঁ মেরে নিলাম।
৪৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২০
জেন রসি বলেছেন: চশমা ভাইয়ের মত আমিও ঢুঁ মেরে গেলাম।
৪৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫
শায়মা বলেছেন: মোটাভাইয়া আর জিনিভাইয়ার মত আমিও ঢু মেরে গেলাম!!!!
৪৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪
শকুন দৃিষ্ট বলেছেন: ফাগুনের আগুন ঝরানো কথামালার গদ্যখানী,
গোপন রাখো কোন তূনে!
দেখতে পেলেম ফাল্গুনে ....
এমন আগুন পোস্ট আমার চোখে এত পরে!!!!!!!
আমি বড় ব্যাকডেটেড!!!
হে শিল্পী, হে কবি, - তোমার জন্যই ফাগুন এমন সুন্দর এ ধরায়। তুমি না থাকলে এ রঙ বিবর্ণ, অনুভুতিশূণ্য এমন যেন দর্শক আছে, আছে শ্রোতা কিন্তু, কাহিনী মৃত পড়ে আছে শুধু শিল্পী, কলাকূশলীর অভাবে!!! তুমিই আমার ফাগুন প্রিয়, তুমিই আমার ফাগুন!
যাহ্! অচম ছালা!!! +++++++++++++++++
৪৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০০
শায়মা বলেছেন: হা হা হা শকুনীমামা ভাইয়া !!!!!!!!!!!!
কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ!!!!!!!!
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২২
সায়ান তানভি বলেছেন: দারুন লিখেছেন আপু। আচ্ছন্ন হয়ে গেলাম।