নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ- বইমেলা ২০১৭ এ সায়ানতানভি ভাইয়া আর ফরহাদ মেঘনাদভাইয়ার বই

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪১


এই নাম আর বইটির প্রচ্ছদ নিশ্চয় পুরো ফেব্রুয়ারী মাসটা জুড়ে সবারই চেনা ও জানা হয়ে গেছে। হ্যাঁ ফসিল ১৪টি ছোট গল্পের সমারোহে আর নির্ঝর নৈশব্দভাইয়ার অসাধারণ প্রচ্ছদে এই গল্পের বইটি লিখেছেন আমার অনেক অনেক প্রিয় এবং এই ব্লগের সকলেরই প্রিয় একজন ভাইয়া সায়ান তানভি। ভাইয়ার গল্প যেদিন এখানে পড়ি সেদিনই বুঝেছিলাম ভাইয়া একদিন সায়ান তানভিই হবে।

ছোট ছোট গল্পগুলি যদিও ব্লগে আগেই পড়া ছিলো তবুও পড়তে গিয়ে আমি মন্ত্রমুগ্ধের মত ডুবে রইলাম একের পর এক লেখার মাঝেই। প্রথম গল্পটির জেরিন আর তার স্নিগ্ধ মধুর কিন্তু দৃঢ় অভিব্যাক্তিটি যেন গল্পের ছোট ছোট অক্ষরগুলির মাঝ দিয়ে বই এর পাতায় ফুটে উঠলো আমার চোখে। বৈদ্যুতিক তারে বসে থাকা কাক, ড্রেনের জলে ভেসে যাওয়া রঙ্গিন পলিথিন দেখা আমি বয়ানের নায়কের চেহারাটি এবং দৃশ্যকল্পের অসাধারণ বর্ণনায় মুগ্ধ হয়েছি আমি! এ গল্পে সময়ে বেঁধে দেওয়া প্রেম ও কামের এক অজানা মোহের জগত ও অবশেষে হেরে যাওয়া অথবা জিতে যাওয়া নায়কের শেষ বিস্ময়কর অনুভুতি আমাকেও বিস্মিত করে রেখেছিলো বেশ কিছুটা সময়।

"নিরাক গোধূলী" গল্পটিতে এ যেন আমার ছোটবেলায় পড়া পথের পাঁচালীর গল্পটির আরেক অপুর দেখা পাওয়া যায়। ছেলেবেলায় মা হারানোর বেদনা যত না ছিলো তার, বড় হবার পরে সেই তারই বুকের মধ্যে এক অজানা হাহাকার ছুঁয়ে যায় আমাকেও। সকল পাঠককেই হয়তো ছুঁয়ে যাবে।

"রুটি" গল্পটিতেও দেখা যায় এতিমখানায় এক অনাদরে বেড়ে ওঠা নিষ্ঠুর নির্লিপ্ততার একটি ছেলেকে যে তার মাঝে বারংবার এক কুরে খাওয়া বেদনা বহন করে চলে। নিজেও ক্ষুধার কষ্ট সে কম অনুভব করেনি তারপরও নির্বিকার নির্দ্বিধায় সে এমন একটি অন্যায় করে ফেলে যেই বেদনা ছুঁয়ে যায় পাঠককে।

এভাবেই ভাইয়ার গল্পে নানা রকম চরিত্রের নানা রকম অনুভুতি কখনও সি এন জিওয়ালা, কখনও ভীতু কিন্তু অসম্ভব পজেসিভ সাহসী প্রেমিক পুরুষ বা প্রতিবেশীনী আয়েশা আপার দুঃখে কাতর একটি যুবককে দেখা যায়। সব কিছু ছাপিয়ে অনুভুতি প্রকাশের দক্ষ লেখনী বার বার মুগ্ধ করেছে আমাকে।

ভাইয়ার শ্রেষ্ঠ গল্প "প্রেম" যেখানে এক রুপজীবিনীর সাথে এক নির্দয় ভালোবাসাহীন যুবকের অসাধারণ ভালোবাসার গল্প লিখিতে হয়েছে। এইভাবেই নানা রকম মানুষের বুকের মাঝে যেন ঢুকে গিয়েই বসে বসে লিখেছে ভাইয়া গল্পগুলো। যতই পড়েছি ততই মুগ্ধ হয়েছি। "লাক্সারী বাসের" যুবক বা "ফসিলের" একশো তিন বছরের বৃদ্ধের অসাধারণ স্মৃতিচারণ বর্ণনায় ভাইয়ার লেখকশৈলী সত্যিই মুগ্ধ করার মত।

আমার ধারণা আমি আমার ক্ষুদ্র মস্তিস্ক দিয়ে ভাইয়া বা ভাইয়ার লেখনী বিশ্লেষন করার ক্ষমতা রাখিনা কাজেই যারা বইটি পড়েছে বা পড়বে তারা আরও অনেক কিছুই আবিষ্কার করবেন। ভাইয়ার প্রতি রইলো একরাশ ভালোবাসা, মুগ্ধতা ও শুভকামনা! ভাইয়া তুমি অনেক বড় হও।

সায়ানভাইয়ার ব্লগ - সায়ান তানভি

ট্রাকচাপায় নিহত ঘুমগুলো ।

এটা একটা কবিতার বই। লিখেছেন আমার প্রিয় ফরহাদ মেঘনাদভাইয়া।
এই ভাইয়ার সাথে পরিচয় আমার গানের ভেতর দিয়ে। ভাইয়া একজন গীতিকার। তার গান শুনে আমি যখন হাবুডুবু তখনই শুনলাম আর জানলাম এবং পড়লামও ভাইয়ার কবিতা। তাই এবারের বইমেলায় শুধু একটা না আরও কয়েকটা নিয়ে আসলাম তার বই নিজে পড়বার জন্য ও অন্যদের উপহার দেবার জন্যও। ভাইয়ার উন্নত এবং একেবারেই ভিন্নরকম করে ভাবা চিন্তা চেতনা এবং অসম্ভব উন্নত ভাষাশৈলীর সাথে যে অসাধারণ যোগসাজোস তা আসলে ভাষায় বর্ণনার মত নহে। খুব অবাক হয়ে যখন পড়ি-

সব কথা কি শোনার থাকে লোক?
কিছু কথা ঘাসের সাথেই হোক।

অবাক লাগে আর অবারও অবাকই হই আমি!!! কই এমন করে ভাবতে পারিনা তো আমি....

মাঝ রাস্তায় গুড়ুম করে ফুল ফুটেছে
ফুলের কাটা স্প্লিন্টারে দুই প্রাণ লুটেছে
ফুল যদি না ভাবতে পারো রুখে দাঁড়াও
দাঁড়িয়েছিলাম, হাত উপরে, বিলর্ড বললো চামড়া ছাড়াও।

বোমা ফোটার সাথে ফুল ফোটার তুলনা! এও কি সম্ভব! আর তুলনাটা করেই ফেল্লে রুখে দাঁড়াবার আহ্বান!

ভাইয়ার কবিতা "বৃথাই"। একবুক হাহাকারের মাঝেও স্বপ্নীল হাত ছোঁয়া-
সাদা পৃষ্ঠায় বাইসাইকেল লিখছি, তাতেই উড়ছি
কিছু সুঘ্রানও এর ওর জন্য তাতে চড়ে খুঁজে যাই
সাদা পৃষ্ঠার শূন্যতাটাকে তোমার আদল দিচ্ছি
আমার জন্য তোমার প্রতিও করা তাতে বনসাই.......

ভাইয়ার কবিতায় অসাধারণ সব ভাবনা। চিন্তা এবং চেতনা.....
কাঠঠোকরা
কিচ্ছু বলিনি, বারণও করিনি আমি
পাগলি যখন পাখি হতে চেয়েছিলি
ধনেশ, চড়ুই, শালিক না হয়ে তবু
পাগলি কেনো রে কাঠ ঠোকরাই হলি?
কাঠঠোকরাই না হয় হলি কিন্তুু
এবুকটাকেই ভাবলি কেনোরে কাঠ?
কাঠই না হয় ভাবলি কিন্তু বুকের-
দুঃখপোকা না খুঁটে, কেনো চুকালি বুকেরি পাঠ?
যাইহোক ভাইয়ার অবাক করা কবিতাগুলি নিয়ে লেখা বইটি থাকবে আমার হৃদয়ের অলিন্দে সারাটাজীবন।

ভাইয়ার লেখা গান......
যদি আসবিনা ঘুম, কেন আগে বললিনা?
আচ্ছা
Divorce by Farhad Meghnad
ভাইয়ার গাওয়া গান
ব্লগ- ফরহাদ মেঘনাদ



সবশেষে, জিনিভাইয়া, আশিকুরভাইয়া, কাজী ফাতেমা ছবি, গেমুভাইয়া, অপু তানভিরভাইয়া, মোজামভাইয়া,জাহিদ অনিকভাইয়া, সত্যের ছায়াভাইয়া, রুপক সাধুভাইয়া, আমার অনেক প্রিয় একজন ফরহাদভাইয়া,শাকিলভাইয়া, এস কে ফয়সালভাইয়া,গিয়াসভাইয়া
খায়রুলভাইয়া, রাতুলভাইয়া, সাবিহা আপু,কারিমা, মৌমনি, জেসনভাইয়া, সুলতানা আপু, সায়ানভাইয়া, হাবিব শুভভাইয়া, ইখতামিনভাইয়া, নেয়ামুলভাইয়া,তারিকভাইয়া, এস কাজি, এম এ আলীভাইয়া, হৃদয়ভাইয়া সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা ও ভালোবাসা। :) :) :)

মন্তব্য ১১৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: 'ফসিল' সংগ্রহে আছে। পড়বো।
বইমেলায় লেখকের সাথে দেখাও হয়েছে। ভাল লেগেছে তার সান্নিধ্য আর সৌজন্য।
সহব্লগারদের সৃষ্টি নিয়ে এমন দরদী মূল্যায়নের জন্য আপনাকে সাধুবাদ, এবং উভয় লেখককে উষ্ণ অভিনন্দন!

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫২

অপ্‌সরা বলেছেন: পড়ে ফেলো ভাইয়া!

আমি নিশ্চিৎ তুমি মুগ্ধ হবেই!

অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!

২| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫১

ফরহাদ মেঘনাদ বলেছেন: হে মহান শায়মা আপু, আমি কৃতজ্ঞ !

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়া! :)

৩| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন h o y e c h h e

০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি! তোমারটাও আসিবেক!!!!!!! :)

৪| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৯

জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর রিভিউ শায়মা আপু । একটাও কেনা নাই । রিভিউ পড়ে কেনার ইচ্ছে জাগল ।

০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:০৩

অপ্‌সরা বলেছেন: কিনো কিনো আমার ভাইয়াদের বই!!!!!!!

না কিনলে কেমনে হবে!!!!!!!!!


এসব তো তাদের প্রথম বই!!!!!!!

রকমারীতে পাবে !!!!!!!!!!

আর তুমি নেক্সট ইয়ার লিখলে তোমার রিভিউ সবার আগে আমি লিখবো ভাইয়ামনি!!!!!!! :)

৫| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:০৫

জাহিদ অনিক বলেছেন: হা হা হা আপু হুম , অবশ্যই কিনব । আমার বইয়ের রিভিউ হাহাহাহা

০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৩

অপ্‌সরা বলেছেন: হা যেই মেলায় তোমার কোনো কবিতার বই প্রকাশিত হবে না বইটা রচিত হইবেক সেই মেলায়!!!!!!!!!! :)

৬| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:০৫

পথহারা মানব বলেছেন: রিভিঊ বেশ ভাল হয়েছে!!!!!!!!!!!!!!!!!!

ফরহাদ মেঘনাদ ভাইয়ের কবিতা পড়ে প্রায়শই অবাক হয়ে যাই এই ভেবে কিভাবে এতটা আলাদা চিন্তা আসে!!!! আর সায়াণ তানভি ভাইয়ের লেখনীও অসাধারন!!



০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:১৪

অপ্‌সরা বলেছেন: ঠিক তাই!!!!!!!!!

অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি! :)

৭| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: ফসিল সংগ্রহ করতে হবে। কিন্তু সহজে কোথায় পাবো বলে দিলে খুব খুশি হতাম।

বুক রিভিউ ভালো লাগলো।

০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:৩২

অপ্‌সরা বলেছেন: ওহ রকমারীতে পাবে ভাইয়া!!!!!!! :)

৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:১৭

গেম চেঞ্জার বলেছেন: দুইটা বই-ই পড়া হয়নি! :(

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:১৮

অপ্‌সরা বলেছেন: হায় হায় !!!!!!!!!!!

ছি ছি !!!!!!!!!!!!!

শিঘ্রী!!!!!!!!!!!!!!!!!

কুইক!!!!!!!!!!!!

৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:২১

গেম চেঞ্জার বলেছেন: শেষের বইটা কোথায় পাব?

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:২৫

অপ্‌সরা বলেছেন: শেষের বই মানে!!!!!!!!!


শেষের কবিতা নাকি!!!!!!!!!!!!!

১০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:২৭

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

ট্রাক চাপার বই!

এটা পড়লে ট্রাক চাপায় পড়বো নাতো? :||

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৩১

অপ্‌সরা বলেছেন: না তবে ঘুমগুলো ট্রাকচাপায় পড়তে পারে কারণ তখন তুমি সমাজের নানা অসঙ্গতি নিয়ে ভাবতে ভাবতে ঘুমদেরকে নিহত করে ফেলতে পারো! :(

১১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৩১

কালীদাস বলেছেন: আইচ্ছা :-< পড়বার তো পারুম না, আপ্নেরে থ্যাংকু ;)

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৩২

অপ্‌সরা বলেছেন: কেনো পারবেনা ভাইয়া!!!!!!!


আমাকে এড্রেস দাও!! পাঠিয়ে দেই! :)

১২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: ট্রাক চাপার বই কেনার জন্য ইনফো দরকার। মানে প্রকাশনীর ঠিকানা, মোবাইল নং এইসব। প্লিজ এটা পোস্টে এডড করো।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৪২

অপ্‌সরা বলেছেন: ওহ সেটা সব্যসাচী প্রকাশনী।

এটার ঠিকানা কি আমি জানাবো আর ভাইয়ার বইটা রকমারীতে আছে কিনা সেটাও জানাবো!

১৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৩৭

সায়েম মুন বলেছেন: এটা দেখে ভাল লাগছে যে, ব্লগ থেকে অনেক ভাল ভাল কবি সাহিত্যিক তৈরী হচ্ছে। সবার জন্য শুভকামনা। তুমিও দেখতে দেখতে ৩টি বই প্রকাশ করে ফেললে। ত্রয়ীর জন্য তোমাকে অভিনন্দন।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৪১

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ এই কারণেই অনেকেই যখন অনেকের অকবিতা, বেকবিতা বা অং বং লেখা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে আমি মনে মনে হাসি! আসলে হাঁটিতে শেখে না কেউ না খেয়ে আছাড়......


আবার কচু গাছ কাটতে কাটতেও কেউ কেউ ডাকাত হয় !!!!!!!!! :)

আরও মনে পড়ে সেই কান কালা ব্যাঙের গল্পটা! যে সকল কিছু অগ্রাহ্য করে পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছিলো! :)

১৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৪১

কালীদাস বলেছেন: থ্যাংকু শায়মা আপা, আপনে অনেক বেশি ভালু B-)) প্রকাশকদের অনলাইনে ই-বুক বেচাকেনা শুরু করা উচিত। দেশ ডিজিটাল হইছে কয় সবাই, আমি তো কোন চিন্হ দেখি না। গতবছর আমার একটা দরকারি বই দেশ থিক্যা আনা দরকার, ডিএইচএলে আড়াই হাজার টাকা চায়, তাও অফিশিয়াল এড্রেসে পাঠাইলে। শেষে স্ক্যান কইরা গুগলে আপলোড করতে হইছে :(

বইমেলা থিক্যা আত্মীয়স্বজন কিছু বই কিনছে। আশায় আছি স্ক্যান কইড়া যদি এই গরীব দুঃখী জনতার কথা স্মরণ করে :(

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৪৪

অপ্‌সরা বলেছেন: এত কষ্টের কি দরকার!!!! বললাম তো ঠিকানা দাও পাঠায় দেই!!!!!!!!

আর স্ক্যান করে নিশ্চয় তুমি কবিতা পড়বা না!!!!!!!!!


তুমি আর কবিতা তো আদায় কাঁচকলায়!!!!!!!!!!! :P

১৫| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৫১

গেম চেঞ্জার বলেছেন: ফরহাদ মেঘনাদের বইটা পড়ার খুব ইচ্ছে হচ্ছে!

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৫৪

অপ্‌সরা বলেছেন: কালকে ভাইয়ার থেকে সব ঠিকানা জেনে দেবো ভাইয়া!!!!!!

১৬| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৫৫

কালীদাস বলেছেন: মাইন্ড চেন্জ করলে জানামুনে আপনারে।
নাহ, কবিতার সাথে আমার সম্পর্ক সবসময় খারাপ ছিল না। কবিতা নিজেও লেখতাম এককালে, পড়তে দিতাম মাত্র দুইজনকে :`> কেন ভুইল্লা গেলেন নাকি, কবিরা যখন চরম দাবড়ানির শিকার ইবনে উমরের কিবোর্ডে, কোবতের মহাপ্লাবন আসছিল যে আমার কিবোর্ডে?

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৮:৫৯

অপ্‌সরা বলেছেন: জানিও ভাইয়া!!! নো প্রবলেমো!!!!!!! :)

ইবনে উমর কে ছিলো সত্যি ভুলে গেছি!

আসলে আমি যখন ছোট ছিলাম কারা যে কি সব নিয়ে দাবড়া দাবড়ি করতো তাতে যেমন ছিলোনা আমার মন তেমন ছিলোনা আমার বুদ্ধি! এখন আমি অনেক বড়.........:) চোখ কান মুখ এবং বুদ্ধির সাথে সাথে মনঃযোগ এবং স্মৃতিশক্তিও ( মানে আগে অদরকারীগুলা ফেলে দিতাম) সবই ধরে রাখি!!!!!!!!! :)

১৭| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:৫৬

গেম চেঞ্জার বলেছেন: আর সায়ান তানভি'র বই তো হাতেই আছে, জাস্ট একটু সময় বের করলেই হলো! :)

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০১

অপ্‌সরা বলেছেন: আমি খুবই কুইক রিডার আর সাথে ভাইয়ার সবগুলো গল্পও অতি মনোযোগের সহিত পঠিত ছিলো আমার আগেই কাজেই খুব একটা সময় লাগেনি। লেগেছিলো ১ ঘন্টা। তবুও মনে হয় বার বার পড়ি। ছোটবেলায় ভালো লাগার বইগুলি যে কত শতবার পড়তাম ইয়ত্তা নেই! :)

হায়রে আমার লিটিল মারমেইড হায়রে আমার সিনডেরেলা!!!!!!!!! কোথায় হারিয়ে গেলো র‌্যাপুঞ্জেল বন্দিনী রাজকন্যা!!!!!!!!! :(

১৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:০৫

সায়েম মুন বলেছেন: কান কালা ব্যাঙের গল্পটা জানি না। জানার পরিধি নেহায়েত সীমিত।

কিন্তু অং বং টং এইগুলা কি বলছো। আমি কি কিছু বলেছি কিনা! অনেক দিন পর ব্লগে এসে বেকায়দায় পরে গেলাম দেখি। :|

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০৫

অপ্‌সরা বলেছেন: কান কালা ব্যাঙের গল্পটা হলো-----
একদিন এক দল ব্যাঙ বাজী ধরলো এই খারা পিচ্ছিল পাহাড়ের চূড়োয় কেউ উঠতে পারবেনা তারা। তো সবাই ট্রাই করছিলো। নীচে থেকে অন্যেরা বলছিলো-- এখুনি পড়বে রে, পিছলায় যাবেরে, এই যা পড়লো বলে, ওহ নো কখনই পারবেনা.... গেছেন পন্ডিৎ মরতে, ধুর কি যে সব করে এরা!!!!!!! ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি.......

এমন সময় একটা ব্যাঙ ঠিকই উঠে যাচ্ছিলো এবং শেষকালে চূড়োয় পৌছে গেলো। সবাই তো অবাক!!!!!!! কেউ পারলো না সে পারলো কেমনে!!!!!!!!!


অবশেষে ব্যঙ সমাজের পন্ডিতেরা আবিষ্কার করিলেন, ঐ ব্যাঙটি কান কালা ছিলো............

:P

১৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৪৭

বর্ষন হোমস বলেছেন: একটা কিনব।এখন আপনিই বলেন কোনটা কিনি?

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:০৬

অপ্‌সরা বলেছেন: ইশ!!!!!!!!!! এত কিপটামী করো নাতো ভাইয়া!!!!!!!


দুইটাই কেনো! :)

২০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৬

শেয়াল বলেছেন: ভালো পোস্ট ।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

অপ্‌সরা বলেছেন: ঐ শিয়ালভাইয়া! তোমার কি হলো!!!!!!!!!!!

এত বার বার খুশী কেনো!!!!!!!!!!!!


ভালো পোস্টের ভালো বইগুলা পড়লে মনে হয় আরও খুশি হবে ভাইয়ামনি!!!!!!! :)

২১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৬

শেয়াল বলেছেন: ভালো পোস্ট ।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

অপ্‌সরা বলেছেন: :)

২২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৬

শেয়াল বলেছেন: ভালো পোস্ট ।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

অপ্‌সরা বলেছেন: :) :)

২৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:৫৬

শেয়াল বলেছেন: ভালো পোস্ট ।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৯

অপ্‌সরা বলেছেন: :) :) :)

২৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

জুন বলেছেন: সুন্দর রিভিয়্যু শায়মা । লেখকদের সাথে তোমার জন্যও একরাশ শুভকামনা :)

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!

নেক্সট মেলায় তোমার বই চাইই চাই!

২৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: তোমার রিভিউতো অসুন্দর হওয়ার নয় আপি!:)


সায়ান তানভি ভাইয়া আর ফরহাদ মেঘনাদ ভাইয়ার প্রতি শুভকামনা জানাচ্ছি! দোয়া করছি তোমরা সত্যিকারের লেখক হয়ে ওঠো!

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংকস আ লট ভাইয়ু!!!!!!!!!!


তবে তোমার পোস্টে কাক ও কবি লইয়া আমি সুচিন্তিত একখানি মতবাদ রাখিয়া আসিয়াছি!!!!!!! :)

২৬| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৫২

বিলিয়ার রহমান বলেছেন: উহা আমি দেখিয়াছি এবং ভুলভাল এখানা উত্তর অবশ্য করিয়াছি!:)

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৭

অপ্‌সরা বলেছেন: হা হা ওকে দেখিতেছি!!!!! :)

২৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

সায়েম মুন বলেছেন: যাক তাহলে, কালা ব্যাঙের কাহিনী জানা হলো। এবার ধলা ব্যাঙের কাহিনী বলো। কে অংবং টং বলেছে? এসব বলা আমার কম্ম নহে। নিজে কিছু পারি না, তাই বলে অন্যকে মসকরা করার অধিকার কে দিসে আমায়? :(

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১২

অপ্‌সরা বলেছেন: ঠিক ঠিক ইহা পড়িতে বিলিয়ার ভাই এর পোস্টে যাও ভাইয়ু!!!!!!!!!!

তার আগে শোনো-

৭. ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫ ১
অপ্‌সরা বলেছেন: এবার আবার ঢাকা শহরে কাকের চেয়ে কবিদের সংখ্যা বেশি এই কথাটায় ফিরে আসি। এই কথার দ্বারা আপনারা কি বোঝাতে চান???


হা হা হা এই কথাটি দ্বারা তারা বুঝাতে চান, তারা বসে বসে কবিদের কবিতা পড়েছেন ও কবিদের সংখ্যাও গুনেছেন তবে কাকদের গুনতে পারেন নাই কারণ গুনতে গেলেই তারা কা কা করে উড়ে পালিয়েছে বা এ তার থেকে ও তারে উড়ে বসেছে কাজেই বিরক্ত হয়েই উনারা লিখতে বসেছেন যে কাকের চেয়ে কবির সংখ্যা বেশি!!!!!!!!!!! :) :) :)

জানোই হতাশা এবং ফেইলউর থেকে মানুষ কত কিছুই না করে! শুধু শুধু রাগ করো কেনো!!!!!!! তোমার পোস্টে একটা রাগ রাগ ভাব দেখলাম কিন্তু সহানুভুতির সহিত একটু চিন্তা করিয়া দেখো....... মানুষ নামে কবি গোনা সম্ভব বাট কাক গোনা খুব একটা সহজ নহে কারণ মানুষের দুটি পা ও দুটি হাত আছে যাহা দিয়া তাহারা কাব্য লিখিয়া থাকেন এবং মানুষ তাহা পড়ে বাট কাকেদের আছে দুটি ডানা তাহা দিয়া তাহারা উড়িয়া যায় ও কা কা করে শব্দ করে যার মিনিং মানুষের জানা নেই...... কাজেই হতাশং রাগনং কাব্যং ....... আমার নিউ সংস্কৃৎ ভাষ্য না বুঝিতে পারিলে আমার কিছু করার নাই!!!!!!!!!


১৬. ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৩ ০
অপ্‌সরা বলেছেন: আপনারা কাউকে অকবি বলে গালি দিতেই পারেন সে আপনাদের স্বাধীনতা। তবে আপনাদের কাছে আমাদের( অকবিদের) যে কিছু জিজ্ঞেসা আছে??
আচ্ছা বলেনতো যদি অকবিরা কবিতা লেখে তবে কি__
রাজার দুয়ারে আগুন লাগে?
নাকি নব বিবাহিত দম্পতির সংসার ভেঙে যায়?
অ কবিদের কবিতার কারনে কি শীতকাল বেশি স্থায়ী হয়; বসন্ত দেরি করে আসে??
অকবিদের কবিতার কারনে কি কৃষকের ফসলের ক্ষেত পুড়ে যায়??
নাকি বন্যার জলে ভেসে যায় ধান?

অকবিদের কবিতার কারনে কি কখনো আপনাদের প্রেম ভেঙে গেছে??
নাকি বিলুপ্ত হয়ে গেছে সুন্দর বনের কোন পশু??
ঢাকা শহরের কোন সেতু ভেঙে পড়েছে? অথবা পেঁকে গেছে কোন কোন পুরুষের দাড়ি???

এসব কিছুই না হলে কবিতার মতো করে একজন অকবির মনের কথা বলে যেতে দোষ কোথায় ?? আপনারা অকবির কবিতা না পড়লেইতো হয়?



এ সকল প্রশ্নের উত্তর নিজেরা না লিখিতে পারার অক্ষমতা বা যিনারা নিজেদের যে কোনো ক্রিয়েটিভিটি ব্যাতিরেকে পরনিন্দা পরর্চচার ক্রিয়েটিভিটিতে সমুহ উন্নতি করিয়াছে তাহা চর্চা করা........ লাগ কলো কেনো ভাইয়ু!!!!!!!!!!!! :(


১৭. ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৫ ০
অপ্‌সরা বলেছেন: আপনারা আরো বলেন ওমুক সময়ে অমুক অমুক ভালো লিখতেন! ঠিক আছে যারা ভালো লিখতেন তারা নতুনদের প্রেরণা! কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা নিজেরা তখন কি করতেন?? কিছুই না এবং এখনো তাই করছেন?? আপনাদেরই বলছি, এই প্রবাদটা কি জানেন যে যারা লিখতে জানেন না তারাই হয়ে যান লেখার সমালোচক !! উদাহরণ পেতে চান তবে স্যামুয়েল জনসনের নামটা শুনে নেন।( তেমন কিছুই লেখেননি ভদ্রলোক। তবে বাঘা বাঘা কবিদের সমালোচনা করে গেছেন। অবশ্য তার মতো সমালোচনা করতে গেলেও কিছু যোগ্যতার দরকার।)


ইয়েস!!!!!!!!!!!!!!!!!!!!!! এ কথাটাই তো বলতে চাচ্ছিলাম ধ্যাৎ!!!!!!!!! :(

( অবশ্য তার মতো সমালোচনা করতে গেলেও কিছু যোগ্যতার দরকার।)

২৮| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭

হাতুড়ে লেখক বলেছেন: আপু আমাকে নিয়ে লিখার জন্য প্রস্তুত হও! শিঘ্রই আসছি ;)

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩

অপ্‌সরা বলেছেন: আসো আসো !!!!!!!

আই এ্যাম রেডি উইথ ............. যা যা লাগবে খানা পিনা গানা মাইর পিট ........... যা যা দরকার!!!!!!!!!! :)

২৯| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩২

সায়েম মুন বলেছেন: ও এই কথা। এরকম কাক আর অকবির কথা তো অনেক শুনেছি। কিন্তু যে যাই বলুক না কেন আমার এলাকায় অকবির চেয়ে কাকের সংখ্যা যে মাত্রাধিক সেটা কিন্তু চাক্ষস প্রমাণ করতে পারবো। কাকের কাকা ধ্বনি দুকানে নিয়েই এই মন্তব্য লিখলাম কিন্তু। আর হ্যা কবিতা/কবিকে নিয়ে মসকরা করার লোকের অভাব নেই এই বঙ্গদেশে। কিন্তু তারা প্রেম নিবেদন বলো, রোমান্টিক সিজন বলো কবিতা আওড়াতে ভুল করেন না। 8-|

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০০

অপ্‌সরা বলেছেন: ঠিক ঠিক!!!!!!!!!!!! তাও আবার অন্যের কবিতা নিজেরা পারে নাতো তাই!!!!!!!!!!! :P

৩০| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বইটি সম্পর্কে আপনার উচ্ছসিত বিশ্লেষণ আমাকে আকৃষ্ট করছে। বড় স্বাদ জাগছে বইটি পড়ার। মফস্বল শহরে থাকি, দেখবো লাইব্রেরীতে খুঁজনিয়ে যদি পাই তো পড়বো 'ফসিল'।

ভালো লাগা রইল আপনার আন্তরিক বিশ্লেষণে।
শুভকামনা রাখছি 'ফসিল'-এ।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০১

অপ্‌সরা বলেছেন: শুধু ফসিল না ..... ট্রাকচাপায় নিহত ঘুমগুলাও পড়বা!!!!!!!!!

দুইজনই আমার প্রিয় লেখক ও ভাইয়া!!!!!! :)

৩১| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রিভিউ লিখ তুমি! একেবারে পেশাদার গ্রন্থ সমালোচকের মত!!!
দুটি বইই কেনা হয়নি, রিভিউ পড়ে বুঝেছি, ভুল করেছি।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০৬

অপ্‌সরা বলেছেন: ভীষন ভুল হয়েছে ভাইয়া!!!!!!

আমি একে একে সবারটাই লিখবো। তোমার বইটাও আমার খুব ভালো লেগেছে!!!!! একদম অনুপ্রেরনার আর বেবিদের জন্য পারফেক্ট!!!!!!!! :)

যদিও এখনও পড়িনি নাম দেখেই বলছি। আর তোমার বইটা পড়ার আগে কবিতাগুলি সব শেষ করি আগে!!!!!!:)

৩২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২০

ধ্রুবক আলো বলেছেন: রকমারি ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে কি?

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৪

অপ্‌সরা বলেছেন: আমি জানি শুধুই রকমারীতেই পাওয়া যায় এছাড়া প্রকাশনীতে তো অবশ্যই যাবে।
সায়ান ভাইয়ার সিড়ি প্রকাশনী আর ফরহাদভাইয়ার সব্যসাচী প্রকাশনী!!!!!!! :)

৩৩| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: তাদের দুজনের জন্যই শুভকামনা রইলো। :)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

অপ্‌সরা বলেছেন: আর ভালোবাসা তাইনা!!!!!!!!! :)

৩৪| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮

উম্মে সায়মা বলেছেন: আপনার ২০১৬ এর সেরা ব্লগারদের পোস্ট দেখে ফরহাদ মেঘনাদ ভাইয়ার লেখা গান শুনেছিলাম, খুব ভালো লেগেছে। আর বিলিয়ার ভাইয়ার চুরির পোস্ট দেখে আপনার আর সায়ান তানভি ভাইয়ার যৌথ গল্পটা পড়েছি। অসাধারণ লেগেছে। দুইটা ভাইয়ার জন্যই শুভ কামনা রইল।
আপনার রিভিউ খুব সুন্দর হয়েছে আপু :)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!!!! :)

৩৫| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪

খোলা মনের কথা বলেছেন: সায়ান তানভি ভাইয়ের লেখা গুলো পড়ে ফেললাম আপনার রিভিউ দেখার পর!!!!! বেশ লেখার হাত উনার। লেখার ধাঁচটাও অন্যরকম। বেশ ভাল লেগেছে।

আর ফরহাদ মেঘনাদ ভাইয়ের লেখা গুলো এখন শুরু করবো....

রিভিউ টি চমৎকার হয়েছে আপু!!!! চমৎকার না হওয়ারও কোন কারন নেই, দেখতে হবে না কে লিখেছে!!!! :) :)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৯

অপ্‌সরা বলেছেন: আরে ভাইয়া!!!

তুমি কোথায় ছিলে!!!!!!!!!!!

আই ওয়াজ মিসিং ইউ ভাইয়ামনি!!!!!!


ভাবছিলাম তোমার কি হলো ! দেখা নাই কেনো!!!!!!!

আর রিভিউ পড়ার জন্য আর সায়ানভাইয়ার লেখাগুলোও পড়ার জন্য থ্যাংকস!!!!!! :)

৩৬| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:

"কাঠঠোকরা
কিচ্ছু বলিনি, বারণও করিনি আমি
পাগলি যখন পাখি হতে চেয়েছিলি
ধনেশ, চড়ুই, শালিক না হয়ে তবু
পাগলি কেনো রে কাঠ ঠোকরাই হলি?
কাঠঠোকরাই না হয় হলি কিন্তুু
এবুকটাকেই ভাবলি কেনোরে কাঠ?
কাঠই না হয় ভাবলি কিন্তু বুকের-
দুঃখপোকা না খুঁটে, কেনো চুকালি বুকেরি পাঠ? "

-আমার মনে হচ্ছে, এগুলো চপল কথা, কবিতার অংশ হিসেবে ভালো লাগেনি। আর নামটা, "ট্রাক চাপায় নিহত ঘুমগুলো", আমার কাছে বিরক্তিকর লাগছে।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

অপ্‌সরা বলেছেন: ইশ ভাইয়া তুমি তো সেই আদ্দিকালেই রয়ে গেলে এখন আমাকে তো এই নামাকরণের সার্থকতাও বর্ণনা করতে হবে। হাজার হোক আমি যখন লিখেছি রিভিউ আমাকে তো সেটাও করারই কথা!

শুনো......
নিহত মানে কি? মরে যাওয়া তাইনা? তাও আবার আহতের সাথে নিহতের সম্পর্কটাও আছে। সোজা ভাষায় শেষ বা সমাপ্তি মানে অপার সমাপ্তির কোলে ঢলে পড়া। তো ঘুম কি কখনও নিহত বা আহত হয় বলো! তোমাকে এ প্রশ্ন করলে তুমি বলবে এ কোন কলি যুগ আসলো ঘুমও নিহত হয়!

হ্যাঁ এটা কলিযুগই বটে তোমার কাছে ঘুম উড়ে গেলে যা হত অনিদ্রা বা ইনসমোনিয়াক কিন্তু ফরহাদ ভাইয়ার মত এ যুগের মানুষের কাছে সেটাই নিহত। আর আহতে সাথে নিহতের সম্পর্কে এই নিহতটাও খুব কষ্টকর এক ঘুমহীনতা যা অকারণে বা ছ্যাক খেয়ে হয়নি কোনো প্রেমিকার।

সমাজের এক যন্ত্রদানব যা হুট করেই চলে আসে মৃত্যুদূত হয়ে তেমনি কোনো কালস্রোতের সামাজিক অবক্ষয়গুলোই ট্রাকের মত চাঁপা দিয়ে নিহত করেছে আমাদের স্বপ্ন, আশা ও আকাঙ্খাময় ঘুমগুলোকে।

শুধু ট্রাম্প আর বোমা নিয়েই ভাবলে চলবে আমাদের আশেপাশের এই ট্রাকের মত দানবগুলিকে কে ঠেকাবে শুনি?

আর কাঠঠোকরা প্রেমিকার প্রেম বা ভাইয়ার মত প্রেমিকের দুঃখ তুমি বেরসিক কাঠখোট্টা হয়ে বুঝবে নাকি বলো ভাইয়ামনি!!!! :(

৩৭| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২

খোলা মনের কথা বলেছেন: মিসয়ূ আপুমনি!!!!!

আমি ভাল আছি আপু!! কেমন আছেন আপু আপনি????
গ্রীষ্মে আমি মোটামুটি ব্যস্ত থাকি আপুমনি!!! তারপরও মাঝে মাঝে এসে ঢুঁ... মেরে যায়!!!!

এই অধমকে মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু!!!!

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

অপ্‌সরা বলেছেন: গ্রীস্মে ব্যাস্ত মানে?? এখন তো বসন্ত!!!!!!!

আর বসন্তে কি আফানের মাথায় গন্ডোগোল দেখা দেয়!!!!!!!!! :||

৩৮| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

খোলা মনের কথা বলেছেন: হা হা হা!!!!!

আফফানের সিজোনাল প্রবলেম আছে, সেটি আর একদিন বলবো আপুমনি!!! :P :P :P
আফফানের শীতের পরেই যেটা হয় সেটা গ্রীষ্ম!!!!! বসন্ত, শরৎ, বর্ষা নেই আফফানের!!!!

বাকিটা আমার ছোট্ট প্লাটর্ফমটি দেখলে কিছুটা বুঝতে পারবেন আপু।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

অপ্‌সরা বলেছেন: আহারে কি অভাগা আফফান!!!!!

বসন্তই যদি না থাকে তো মুকুল ফুটবে কেমনে হৃদয়ে!

বরষাই যদি না থাকে তবে কবিতা লেখার ভরষা দেবে কে!!! :(

আচ্ছা যাচ্ছি তোমার বাড়ি।:)

৩৯| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

মুশি-১৯৯৪ বলেছেন:
নিহত মানে কি? মরে যাওয়া তাইনা? তাও আবার আহতের সাথে নিহতের সম্পর্কটাও আছে। সোজা ভাষায় শেষ বা সমাপ্তি মানে অপার সমাপ্তির কোলে ঢলে পড়া। তো ঘুম কি কখনও নিহত বা আহত হয় বলো!

আপনার উপরের ব্যাখা অনুধাবন করিবার চেষ্টা করিলাম, কিন্তু হায়!!!!!, আমি এক অপদার্থ ও মূর্খ ,তাই মস্তিক রিভার্স প্রশ্নের উদয় করিল, ৩৬৫ কিংবা ৩৬৬ দিনে বৎসর হয়। মাস হয় ২৮, ২৯ কিংবা ৩০ দিনে।
কেহ বলিবেন কি সপ্তাহ কেন ৭ দিনে হয়?
হায়!!!, মূর্খতা আমাকে করেছে বন্দি,নিয়েছে উপরে চক্ষুদ্বয়,
এই দুঃখ রহিয়াই গেল...

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

অপ্‌সরা বলেছেন: উফ ভাইয়া তোমাকে নিয়ে আর পারিলাম না!!!!!!! :(


কিছু কিছু অমোঘ ধ্রুব সত্য আছে জগতে কিছু আছে টলোমলো ধ্রুম্র ধূপ!!!!!!!

ঠিক সেই একই উপায়ে বৎসর বা মৎসর ওরফে মাসের হিসাব কখনও কখনও ব্যাতায় ঘটিতে পারে তবে সপ্তাহ কভু নয়!!!!!!!!


উহা ৭ দিনেই হইতে হইবেক!!!!!!!!

৪০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমার কাব্যগ্রন্থের নাম আপনার কাছে বিরক্তিকর লেগেছে জেনে আনন্দ পেলাম ! আর যাই হোক নিরামিষ অনুভূতি তৈরি করেনি আমার কাজ ! মানুষ আনন্দিত না হলেও বিরক্ত তো হয়েছে !

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:০৭

অপ্‌সরা বলেছেন: হুম চাঁদগাজীভাইয়া তো প্রায়ই বিরক্ত হয়!!!!!! :)

৪১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:১৯

টুনটুনি০৪ বলেছেন: সহব্লগারদের সৃষ্টি নিয়ে এমন দরদী মূল্যায়নের জন্য আপনাকে সাধুবাদ

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৩৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!

৪২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:২০

জেন রসি বলেছেন: ট্রাকচাপায় নিহত ঘুমগুলো পড়ার ইচ্ছে আছে। ফসিল সংগ্রহে আছে।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০১

অপ্‌সরা বলেছেন: আচ্ছা! :)

রকমারীতে পাওয়া যায়!!!!!!! :)

৪৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

সায়ান তানভি বলেছেন: প্রিয় শায়মাপু, অনেক ভালোবাসা চমৎকার রিভিউর জন্য। সম্মানিত বোধ করছি। আমি আসলেই খুশি সবকিছু নিয়ে। প্রথম বই, প্রথম মেলা। দারুন একটা অধ্যায় রচিত হলো। সবার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা আর অন্তহীন ভালোবাসা।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৫

অপ্‌সরা বলেছেন: তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা ভাইয়া! :)

৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০০

কালীদাস বলেছেন: ভুইলা গেছেন? আপনে কমেন্টও করছিলেন আমার পোস্টে।
প্রতিবাদ মুটামুটি ভালই চলতাছে মনে হইতাছে। মেলা কবিতা দেখতাছি আজকে ;)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:১৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা

তুমি বলার পরে সেই পোস্টে গেলাম!!!!!!!

মাই গড আগে তুমি কি যে করতে !!!!! মানে ফান! এখনও মনে হয় তেমনি আছো শুধু দলবলটাই হারিয়ে গেছে তাইনা!!!! :)

প্রতিবাদ হওয়া দরকার ছিলো। আমি প্রতিবাদীদের দলে---

কারণ-

১। এইখানে যে যা পারবে লিখবে। এটা যদি এত বাধা বন্ধক প্লাটফর্ম হত তো মুক্তচিন্তার প্লাটফর্ম বলে দাবী করা যেত না।
২। কেউ ভালো লিখবে কেউ খারাপ। এটা চিরায়ত সত্য কথা তবে এই খারাপ এবং ভালোর মানদন্ডের বিচারকদের বিচারের সাহসের বলিহারী যাই। নিজেদের দিকে না তাকিয়েই গড্ডালিকা প্রবাহে গা ভাসানো স্বভাবের কিছু অপগন্ডের কাজ কারবার দেখেও হাসি পায় যখন দেখি সুযোগ পেয়েই তারা নিজেরাই লবডঙ্কা হওয়া সত্বেও লম্ফঝম্প করছেন।
৩। সবচেয়ে বড় কথা যেটা বিলিয়ার ভাইয়া তার পোস্টে বলেছে কবিতা অকবিতা ভালো কবিতা বা খারাপ কবিতা এসবের সংজ্ঞা কি এবং বিচার করবার ক্রাইটেরিয়াগুলো কি কি না জেনে এসে যারা কাকের সাথে কবির তুলনা করে তাদেরকে তো আমার মনে হয় ঝেড়ে কাপড় পরিয়ে দেওয়া উচিৎ! ভাইয়ার পোস্টে একজনকেও দেখলাম না তার চাওয়া প্রশ্নগুলোর উত্তর কাউকে দিতে। অথচ এরাই অন্যের পিছে সুযোগ পেলে নিজেরাই কা কা করতে ছুটে আসে! :P
৪। এইখানে কারো যদি কারোর লেখা ভালো না লাগে পড়বেনা। কেউ যদি অন্যের ক্ষতি না করে কাব্য চর্চার নামে কা কা চর্চাও করে তবুও কারো অধিকার নেই সেটা নিয়ে পেন পেন করার বরং সেটাই হাস্যকর যদি তারা নিজেদের দিকে তাকিয়ে দেখে।
৫। মায়ের পেট থেকে পড়েই যেমন কেউ কথা শিখে না চর্চা ছাড়াও কেউ কখনও বড় কবি বা শিল্পী হতে পারেনি। কাজেই যদি ২০০ জনের মাঝে ১৯৮ জনের কবিতাই কা কা মনে হয় তবুও উৎসাহ না দিয়ে তাদেরকে নিয়ে ব্যাঙ্গ করাকে আমি হীনমন্যতাই মনে করি।

উফ লেকচার দিলেই আমি টায়ার্ড হয়ে যাই ভাইয়া!!!!!!! তাই হেসে খেলে চলতেই ভালো!!!!! :)

৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১২:০১

সায়ান তানভি বলেছেন: আর 'ফসিল' রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে। চট্টগ্রামে পাওয়া যাচ্ছে 'বাতিঘরে' এবং খুব শীঘ্রই পাওয়া যাবে আজিজ মার্কেটে। ধন্যবাদ সবাইকে :)

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:২১

অপ্‌সরা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া! :)

৪৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

নিষ বলেছেন: ভাল রিভিউ পোস্ট।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৩১

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!! :)

৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫১

জেন রসি বলেছেন: খবর ভালো? :P

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৩২

অপ্‌সরা বলেছেন: হুম ভালো!!!!!!!!!!!!
শুধু মেজাজটা একটু খালাপ!

৪৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৩১

কালীদাস বলেছেন: হ, আমি একটু পোংটা কিসিমেরই ছিলাম ;) তখনকার সংগ্রামী কবিরা ঝিমায়া গেছে; সে, কবিবর আফতাব! আহ, পিস আছিল একটা =p~

আপনার চিন্তার লাইনে আমিও বলি। বিলিয়ার মিয়া পোস্টে যা বলা আপনার এইখানেও সেইম জিনিষ বলা যায়। একটা স্বাধীন দেশে কম্যুনিটি ব্লগে পাবলিক নিজের ইচ্ছামত লেখতেই পারে, লেখার এক্সপেরিমেন্ট চালাইতেই পারে (আমি জীবনে গান নিয়া এক লাইন কোথাও লেখি নাই এই ব্লগে আসার আগে)। দলীয় প্রেসনোট ছাড়া যেকোন কিছু দেখতেই রাজি আছি আবার এইটাও ঠিক ফার্স্ট পেজে ভেরিয়েশনও দেখতে চাই। এমনকি ফার্স্ট পেজে সব মেটাল পোস্ট দেখলে আমারও বোরিং লাগবে একসময়। ঠিকই কইছেন, কেউ তো কাউরে একটা নির্দিষ্ট পোস্ট পড়ার জন্য হাশেমের মুইড়া ঝাড়ু দিয়া পিটাইতাছে না। ওভারলুক করলেই হয় অপছন্দের টপিক।

তবে একটা জিনিষ বলতে হবে যে ঐ ভদ্রলোকের ভাষা যথেষ্ট সোবার ছিল পুরান এন্টিকবিদের তুলনায়। কয়েক মাস আগে কে জানি একজন কবিদের কাছে ক্ষমা চাওয়া টাইটেলে পোস্ট করেছিল। ঐটা বেশি বেশি।

সত্যি কইতে কি আমারও একটা কবিতে আবৃতি করতে ইচ্ছা করতাছিল আজকে দুপুরে খাওয়ার পরে B-))

তুমি ছিলে তাই আকাশে আজও বিজলী চমকায়,
ঠাডা পড়ে তেঁতুল গাছের ডালে।
হৃদয়ে বেজে উঠে মরাৎ-
করে ডাল ভাঙার ধ্বনি।।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৫০

অপ্‌সরা বলেছেন: হা হা আর ইউ ভাইয়ার কথা বলছো???
সে তো খুবই ভদ্র একটা ভাইয়া! মানে আমার দেখা একজন ভদ্র মানুষ! কাউকে হার্ট করার জন্যও বলেনি। ভাইয়া ঠিকই ছিলো কিন্তু ঐ যে একটু সুযোগ পেলেই যে সকল লবডঙ্কারা ঝাঁপিয়ে পড়ে বিরক্ত লাগে তাদের উপরেই।

আর আফতাব কবি কে ছিলো সেটা কিন্তু আমি এখন জেনে গেছি ভাইয়া! আর তখনই বুঝেছি সেও একজন সর্বকালের সর্বযুগের জিনিয়াস! :)

ওভারলুক করলেই হয় বটে তবে হ্যাঁ মাঝে মাঝে বিরক্তি সীমা ছাড়ায়। তোমার নিশ্চয় মনে আছে ভাইয়া একটা সময় হঠাৎ সকল ব্লগার লেখা ছেড়ে রাতারাতি হিট হতে সংকলন দেওয়া শুরু করলো!!!!!! উফ সংকলনের পরে সংকলন আবার সবচেয়ে হাসি পেয়েছিলো যখন দেখেছিলাম সংকলনের সংকলন!!!!!!!!!! হা হা হা হা

যতই বলো ভাইয়া এই সব সংকলনের সংকলন বা কপি পেস্ট রাইটিং এর যেয়ে কি এক কলম বা বকলম কা কা কবিতাই বেশি সৃজনশীল না!!!!!!


আমিও তোমার কবিতা পড়ে কবি হয়ে গেলাম ভাইয়া । জানোই আমি কবিয়াল প্রকৃতির মানে মুখে মুখে কাব্য রচনা এ আমার কাছে নস্যি কাজেই নাকে নস্যি দিয়ে আমিও লিখছি .....

তুমি নাই তাই আকাশে আজও রংধনু শোভা পায়,
বসন্তের বাতাসে ডাকে কুহু
প্রাণ করে হুহু হুহু, লিখি কাব্য মুহু মুহু
তুমি থাকিলে কি আর হইতো তাহা
জ্বালানী দূর্বিসহু!!!!!!!!!!!!!!! X((

দেখো এইসব কুহু, হুহু আর মুহু না বুঝলে আমার দোষ নাই। এই গুলা কিন্তু রবিঠাকুর লিখয়া গিয়াছেন যুগ যুগ বহু~!!!!!!!!!!!!! :)

৪৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৩৩

কালীদাস বলেছেন: ঠাডায় বৃষ্টি হইতাছিল আল্পসের গোড়ায় দুপুরে, সেইটাই এই কবিতার কারণ। কি রোমান্টিক ছিল জিনিষটা। অথচ.... যারে আবৃতি কৈরা শুনাইতে চাইতাম (আমার স্টুডেন্টরা ছাড়া), সেই থাবড়া মারতে চাইত আমারে। কেনু? কেনু?

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৫৬

অপ্‌সরা বলেছেন: হা হা হা

আমি আঁচ করিতেছি তোমহারা থাবড়িয়া মারিবার কারণ
যদিও উহা বলিতে আছে বারণ
তবু বলি কানে কানে মনে হইতেছে
তুমি আছিলা তোতলা রাবন!!!!!!!


:P

আল্পসের গোড়ায় আজিকে দুপুরে
জমাট বরফেরা গলিয়া পড়ে
ঝরঝর বৃষ্টি পড়ে ঠাডা
এ মুহুর্তে কে শুনিবে কবিতা
কা কা কক্কর সবি তা
আছে এমন কোন পাডা!!!!! B-))

৫০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:০৮

কালীদাস বলেছেন: কবি আফতাব কে বা কারা তখনই বুঝতে পারছিলাম। তবে ঐ নিকের মালিক/মালিকদের আমি আসলেই খুব পছন্দ করি, প্লাস এরকম এক্সপেরিমেন্ট যে ঐ কবি/কবিদ্বয় করতে পারে, আমি ভালই এনজয় করতাছিলাম।

সংকলন ফ্যাশন!! ঐ তামশা কেমনে ভুলি শায়মা আপা? সংকলন নিয়া নেগেটিভলি বলার কারণে আরজু পনি আপা আমার উপর খানিক মাইণ্ড খাইছিলেন। কিন্তু সত্যিরে মিথ্যা বলি কেমনে? ২০১১~১২তে ফ্যাশন হয়া গেছিল সংকলন বানানো; বেশিরভাগই ছিল গার্বেজ, ব্যক্তিবিশেষরে তেল দেয়ার জন্য। খূঁইজা দেখেন ঐ সব সংকলনকারী বা যাদের তেল দিতে করা, এখন কেউই ব্লগে নাই। এমনকি মাল্টিতেও না। আমার তখন খুব কষ্ট লাগত ব্লগে আসলে। ৪/৫দিন লাগায়া একটা পোস্ট লেখতাম, এই সংকলন আর সংকলনের সংকলন আর নাইলে সংকলনের রিপোস্টে দশ মিনিটের মধ্যে পোস্ট থার্ড পেজে। সব কালের গহবরে হারায়া গেছে।

আমি প্রকৃতিরে এনজয় করি শায়মা আপা। এমন কিছু জিনিষ আমার চামড়ার চোখে দেখছি জীবনে, যেগুলা কোনদিন কবিতা দূরের কথা, কোন ভাবেই ঠিকমত লেখতে পারব না। টের পাই দুনিয়ার অনেক কিছুই কবিতা বা ক্যামেরা কোনভাবেই ক্যাপচার করার প্রোপার ঘিলু আমার নাই :(

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:২০

অপ্‌সরা বলেছেন: ঠিক বলেছো ভাইয়া যত যাই বলো এই পৃথিবীর কোনো শিল্পীই প্রকৃতির প্রকৃত সৌন্দর্য্য কখনও তার তুলিতে আঁকতে পারবেনা!!!!!!

তবে কবিতায় কবি যে যার মত করে মনের ভাব প্রকাশের ক্ষমতা রাখে এবং অবশ্যই অধিকারও।


যাইহোক ভাইয়া সেই সব সংকলন ও সংকলনের সংকলন হাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা মনে পড়লে হাসি পায় আর সবচেয়ে হাসির ছিলো সংকলনের সংকলন!!!!!!!!!! :P জানি সংকলনকারীরা আমার এই হে হে মন্তব্য দেখলে দু একজন মালটি ঝাঁটাও আনতে পারে !!!!!!!!! তবে সত্যি বলতে আমি কি ডরাই সেই সংকলন এবং সংকলনের সংকলনকারীদের মত আদুবদুমধুদেরকে!!!!!!!!!!!!

বিশ্বাস করো শুধু হিট পাবার জন্যই না আমার মনে হয়েছিলো যাদের নিজেদের মস্তিস্ক খাঁটিয়ে এক কলম লিখবার ক্ষমতা নেই তারাই ব্লগে ব্লগার হতে চায় অপরের উপকারী বন্ধু হয়ে অন্যের পোস্ট নিজের বাড়িতে জমিয়ে রোদে দিটে শুকিয়ে আচার বানাতে !!!!!!!!! :P

এটা সত্যি তারা আজ সুদূরের পথে বিলীন হয়ে গেছে। যশ্বীন দেশে যদাচারের মত যেখানে যা করার তা করার ক্ষমতা না থাকলে কেচালবাজী, গালিবাজী, একের লেজ ধরে অন্যের টানাটানি কোনোকিছুতেই কোনো কাজই আসলে হয় না । শেষ পর্যন্ত টিকে থাকে তারাই যাদের যোগ্য ক্ষমতাটাই রয়েছে।

এখন এসব বলায় কেউ যদি রাগ করে থাকে তো বলতে হবে রাগের কারণ করার থেকে-

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যেটা সামলাতে পারবেনা তা না করাই ভালো আর যদি সামাল দেবার ক্ষমতা থাকে তো স্বাগতম!!!!!!!!

৫১| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর করে দুটি বইয়ের সমালোচনা করেছেন। যা পড়ে অনেক পাঠকেরই বই দুটির ব্যাপারে আগ্রহ জাগবে। ধন্যবাদ আপু।

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

অপ্‌সরা বলেছেন: আমার প্রিয় মানুষদের প্রিয় লেখা ভাইয়া! :)

৫২| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি সুন্দর রিভিউ হইছে। আমি পুরো বই পড়ার সময়ই পাই না

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭

অপ্‌সরা বলেছেন: আমি পড়ছি নেক্সটে সবগুলাই আসবে একে একে!

৫৩| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ -আপি আমি মহা ঝামেলায় থাকি -ভাল্লাগে না -আটঘন্টা অফিস, ফাকে আবার স্কুল-টিফিন-আর রাতে গিয়েদুইটারে খাওয়াইতে খাওয়াইতে বেজে যায় ঘন্টা-ঘুমের সময় এসে যায়। যেই কিছু একটা হাতে নিলাম বদের হাড্ডি এসে কয় লাইট নিভাও -বাচ্চারা ঘুমাও অথচা দুই বদও ঘুমায় না । হাহাহাহা এই হলো জীবন

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা

কর্মজীবি আর্নিং পারসন হয়েও যদি অবলার মত কথা বলো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তাইলে কিন্তু আমি রেগে যাবো!!!!!!!!!!!!

শুনো ......

কনভিন্স ব্যাপারটা শিখে ফেলো আপুনি!!!!!!!!!


প্র‌থমে বাসার মানুষদেকে, তারপর আশে পাশে চারিদিককে তারপর পুরো দুনিয়াকে!!!!!!!!!!

দেখবে সময় তোমার হাতে আর অন্যরা তোমার কাজ করে হিমশিম খাচ্ছে মানে নিজেরা নিজেরাই দৌড়াচ্ছে!!!!!!!!!!

আর তুমি বসে বসে মহা সুখে গান কবিতা, লিখিতা সবই করে যাচ্ছো মনের মতন!!!!! :)

৫৪| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা আমার দ্বারা কিস্যু হবে না মনে হয় আপি

মনটারে আল্লাহ দুর্বল কইরা বানাইছে যে

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

অপ্‌সরা বলেছেন: এই জন্যই তো ওরা বলার সুযোগ পায় নারী অবলা!!!!!!!!!

তবে মনটা দূর্বল হোক বুদ্ধিতে সবল হতে হবে আপুনি!!!!!!

৫৫| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ চেষ্টা করব

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৪

অপ্‌সরা বলেছেন: করতেই হবে আপুনি!!!!!!!!!!

৫৬| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

মেহবুবা বলেছেন: পড়া হয়নি।কবে হবে জানি না।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৪

অপ্‌সরা বলেছেন: কেনো আপুনি!!!!!!!!!!!!!

কতদিন পরে তোমাকে দেখলাম!!!!!!!!!!!! :)

৫৭| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: বইপোকা হতে চাইইইইইইইইইইইইইই

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৫

অপ্‌সরা বলেছেন: হয়ে যাও ভাইয়ু!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.