নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়
সে নিজেকে হয়ত মেঘ ভাবিয়াছিল, আর আমায় আকাশ ভাবিয়া নিজের খেয়াল খুশিমতো আসা যাওয়া করিতেছিল। আমিও প্রথমে আকাশের মতোন উন্মুক্ত হইবার প্রয়াস করিয়াছিলাম।
তারপর দেখিলাম সেথায় শুধু মেঘের গর্জন হয় আর অঝোরে বর্ষণ হয়। আমি যাহা ভাবিয়া আকাশ হইতে চাহিয়াছিলাম, সেই সূর্য কখনও আমার আকাশে উকিঁ দেয়না, আমার আকাশে কখনও এক ঝাঁক তারা উঠেনা, আমার আকাশ কখনও জোৎস্নার আলোয় আলোকিত হয়না। তার পরিবর্তে সেথায় সর্বদাই কালো মেঘের ঘনঘটা আর বিদ্যুতের ঝলকানি।
হঠাৎ নিজের দিকে চাহিয়া দেখিলাম, আমি তো বহুরূপী বেশ ধরিয়া আছি। আমি তো কখনও আকাশ হইতে চাইনি। আমি তো পৃথিবী হইতে চাহিয়াছিলাম যাহার জীবনে একটা চাঁদই থাকিবে।
ছবি: গুগল
২| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৩
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি নিজেও লেখার সময় খেয়াল করিনি যে মাত্র ৬ লাইন লিখেছি।
৩| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন।
০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই মে, ২০২২ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: কৃষ্ণপক্ষের বোষ্টমী,
সুন্দর লেখা হইয়াছে।
আপনি একাকী একটি চাঁদ লইয়া পৃথিবী হইতে না চাহিয়া বরং বেষ্পতি গ্রহ হইতে চাহিতেন যেখানে চাঁদ পাইতেন ৭৯টি! সবটাই তো হারাইয়া যাইতোনা, দুই একটা চাঁদ থাকিতই!
সাধু ভাষায় লিখিয়াছেন। কিন্তু সামান্য ত্রুটি রহিয়া গিয়াছে। "তার" এর জায়গায় "তাহার" এবং "চাইনি"র জায়গায়
"চাহিনি" হইলে পূর্নাঙ্গ হইত।
০৯ ই মে, ২০২২ রাত ৯:১২
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি খুবই নগণ্য একজন মানুষ। খুব অল্পতেই তুষ্ট থাকি এবং ভালো থাকি। এজন্য ৭৯ টা চাঁদ চাইনি, একটাই চাঁদ চেয়েছি। যাতে সেই একটা চাঁদের আলোতেই আমার পৃথিবী আলোকিত থাকে।
৫| ০৯ ই মে, ২০২২ রাত ৯:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট লেখায় সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। মনে হচ্ছে আপনার এটাই প্রথম পাতায় প্রথম পোস্ট। সেক্ষেত্রে অভিনন্দন রইলো ।
পোস্টে প্লাস।
শুভেচ্ছা জানবেন।
০৯ ই মে, ২০২২ রাত ১০:১৯
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ব্লগের সবার আন্তরিকতায় আমি মুগ্ধ।
এর আগেও " টিউশন: কামলা খাটার আরেক নাম" শিরোনামে একটি লেখা প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। এটি দ্বিতীয়।
৬| ১০ ই মে, ২০২২ রাত ১২:১৫
ঢুকিচেপা বলেছেন: একবার আকাশ, একবার পৃথিবী তাহলে একবার সূর্য হতে অসুবিধা কোথায় ?
অল্প লেখা হলেও চমৎকার হয়েছে।
১০ ই মে, ২০২২ রাত ১২:৩৯
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: সূর্য প্রখর, জ্বাজ্জল্যমান, অন্যদিকে চাঁদ স্নিগ্ধ, মায়াময়ী, আমি স্নিগ্ধতায় বিশ্বাসী.... তাই চাঁদকে বেছে নিয়েছি।
৭| ১০ ই মে, ২০২২ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: লেখার সারমর্ম কি বুঝে নিবো?
১০ ই মে, ২০২২ রাত ১২:৪৪
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: একেকজনের প্রাসঙ্গিক চিন্তাভাবনা একেক রকম হতে পারে, আমি যে আঙ্গিকে লিখেছি, আপনি সেই আঙ্গিকে না দেখে অন্য আঙ্গিকেও ভাবতে পারেন..... আপনি যে আঙ্গিকে সারমর্ম ভাববেন.... লেখার সারমর্ম তাই ই হবে। সবার দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ করি।
৮| ১০ ই মে, ২০২২ রাত ৩:১৫
রেজাউল৯৬ বলেছেন: ঈশ্বর স্বাক্ষী আমি তো মেঘ বৃষ্টি আকাশ মর্ত্য কিছুই হতে চাইনি, শূণ্যের মত অস্তিত্হীন হতে চেয়েছিলাম।
একরাশ ভাললাগা।
১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১১
কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: বেশিরভাগ মানুষই শুন্য চায় না। তাদের কাছে বেশিরভাগ শুন্যই দশমিকের পরের শুন্যের মতোন, মূল্যহীন।
পোস্টটি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৬ লাইনে চমৎকার ভাব প্রকাশ ।