নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক বোষ্টমী যে কৃষ্ণপক্ষের আধাঁরেই সুর বাধেঁ। তার ইচ্ছা কোন এক শুক্লাদ্বাদশীর দিন চাদেঁর আলোয় সে সুর বাধঁবে... সেই সুরের মূর্ছনায় কারো চোখ ভিজে আসবে...। তবে বোষ্টমীর সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়.... কারণ শুক্লপক্ষে যে কৃষ্ণপক্ষের বোষ্টমীর সুর বাধাঁ বারণ।

কৃষ্ণপক্ষের বোষ্টমী

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো কিন্তু সেই বোষ্টুমী আর এলো না পঁচিশ বছর প্রতিক্ষায় আছি। কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়

কৃষ্ণপক্ষের বোষ্টমী › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজনেই কি কেউ প্রিয়জন হয়?

২৭ শে মে, ২০২২ রাত ১২:০২

কেউ কি ভেবেছে তোমায় এক ব্যস্ততম দিনের এক বিন্দু অবসরে? অথবা কোন এক কদমস্নাত বৃষ্টিভেজা দিনে কেউ কি ডেকেছে তোমায় তার প্রিয় হবার নিমন্ত্রণে?? আচ্ছা, তুমি কি কারো প্রিয় হতে পেরেছো?? কিজানি।। হয়তোবা হ্যাঁ কিংবা হয়তো বা না।

সত্যি করে বলোতো, প্রয়োজন ফুরিয়ে গেলে কি প্রিয়জন হারিয়ে যায়??



ছবি: গুগল

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ রাত ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কথায় মেলা মারপ্যাচ, কিন্তু তিক্ত সত্যি।

২৭ শে মে, ২০২২ রাত ১২:২৮

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: জীবনটাই তো মারপ্যাঁচে শেষ হয়ে যায়, কথায় মারপ্যাঁচ আর নতুন কি!!

ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৭ শে মে, ২০২২ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: এইটাই দুনিয়ার নিয়ম।

২৭ শে মে, ২০২২ রাত ২:৩২

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আমি মনে করি দুনিয়ার কোন নির্দিষ্ট নিয়ম নেই। মানুষ তার নিজের মতোন করে নিয়ম সৃষ্টি করে, আর দোষ চাপায় দুনিয়ার উপরে।
মানুষ কি একটু সুন্দর করে ভাবতে পারে না??

ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৭ শে মে, ২০২২ সকাল ৯:৪৬

শায়মা বলেছেন: কত মানুষের প্রিয় থেকে অপ্রিয় হলাম।

আবার কত অপ্রিয়কে প্রিয় আর প্রিয়কে অপ্রিয় করে ফেললাম।


সব প্রশ্নের উত্তর আসলে নিজের কাছেই আছে। সমস্যা শুধু আমরা নিজেদেরটা দেখি না।

২৭ শে মে, ২০২২ সকাল ১০:২০

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: সব প্রশ্নের উত্তর কি আসলেই নিজের কাছে থাকে? নিজেদের দিকে তাকালেই যদি প্রিয়জন থাকতো তবে কবি কেন বলেছেন, " আপন করিয়া কাদিঁয়া বেড়াই, যে মোরে করেছে পর"। তবে কি কবিও নিজের দিকে তাকাতেন না?? তার প্রিয়জনেরাও কি প্রয়োজনেই কবিকে কাছে টেনেছিলেন??

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন

৪| ২৭ শে মে, ২০২২ সকাল ৯:৫৮

শেরজা তপন বলেছেন: ভাল লেখা তবে ফেসবুকীয় স্টাইলের পোষ্ট! সম্ভবত অনুগল্প?
পড়া শুরু করার আগেই লেখা ফুরিয়ে যায় ...

২৭ শে মে, ২০২২ সকাল ১০:৩৪

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ফেসবুকীয় স্টাইলের পোস্ট এই কথাটির সাথে একমত হতে পারলাম না। আমার কাছে লেখা মানে হচ্ছে মনের প্রকাশভঙ্গি। আমার মতে মনের ভাব যদি কয়েক লাইনেই ব্যক্ত করা যায়, তবে শুধু শুধু তা টেনেহিঁচড়ে বড় করাটা অনর্থক। তাতে লেখার স্বকীয়তা নষ্ট হয়।

আর মানুষের অভ্যাস হচ্ছে, " যেখানে শুরুর কথা বলার আগেই শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস"। সেই হিসেবে পাঠকের দৃষ্টি আমার লেখার প্রতি আকর্ষণ করার চেষ্টা করেছি। আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৭ শে মে, ২০২২ সকাল ১০:৫৫

শেরজা তপন বলেছেন: ফেসবুকীয় স্টাইল বললে ইদানিং অনেকে অসম্মানবোধ করে। এর মানে এই নয় যে আপনার লেখার অবমুল্যায়ন করা হয়েছে। ব্যাপারটা অন্যভাবে নিবেন না।
ব্লগ ভিন্ন যায়গা- এখানে মোটামুটি সবাই পড়তে আসে। বেশী বড় লেখা দেখে ভয় পায় সত্যি কিন্তু অতি অল্প কিছু বাক্যার গঠনে গাদ্যিক লেখাঙ্খানিকটা হতাশ করে। ধন্যবাদ আপনার চমৎকার প্রতিউত্তরের জন্য।
* ফ্রি সময় পায়েছি আজকে তাই বলে বেশী কথা বলছি। :)

২৭ শে মে, ২০২২ সকাল ১১:২০

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: ধন্যবাদ। আমি চেষ্টা করব পরবর্তীতে পাঠক মন পূর্তি করে লেখার। আমি খুব একটা ভাবুক লেখক নই, সবসময় বিশাল লেখা আসে না। যেটুকু আসে, টুক করে লিখে ফেলি। তবে নিজেকে ভালো করার চেষ্টায় আছি।

পুনশ্চ: ব্লগ সবার উন্মুক্ত মতামতের জায়গা। সবার চিন্তা ভাবনা একরকম হবেনা সেটাই স্বাভাবিক। এটাকে অন্যভাবে নেয়ার কিছু নেই। আর আমি এমনিতেও পজেটিভ মানুষ।

৬| ২৭ শে মে, ২০২২ সকাল ১০:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: কখনোই কারও প্রিয়জন হতে পারলাম না। সবাই ব্যবহার করে গেল।

২৭ শে মে, ২০২২ সকাল ১১:২১

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: কারো প্রিয়জন হওয়াটা কি খুব জরুরি?? নিজেকে ভালোবাসুন, নিজেই নিজের প্রিয় হয়ে উঠুন। অন্য কেউ তবে আপনাকে ব্যবহার করতে পারবে না।


ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ২৭ শে মে, ২০২২ সকাল ১১:১২

নতুন বলেছেন: মানুষের কাজ, দুরত্ব অনেক সময় সম্পর্কের গভীরতা নিদ্ধারন করে দেয়।

অনেক প্রিয় মানুষের থেকে দুরে থাকার কারনে, কাজে না থাকার কারনে তাদের সাথে কথা/ দেখা কম হয়।

২৭ শে মে, ২০২২ সকাল ১১:২৭

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: "চোখের আড়াল, মনের আড়াল"। এই কথাটিতে আমি একদমই বিশ্বাস করি না।

কাজ, দূরত্ব, ব্যস্ততা এগুলো শুধু অজুহাত মাত্র। যারে আমি মনে ধরি, তারে চোখে ধরার দরকার নাই- এটা আমার বিশ্বাস।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ২৭ শে মে, ২০২২ সকাল ১১:৪৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: "চোখের আড়াল, মনের আড়াল"। এই কথাটিতে আমি একদমই বিশ্বাস করি না।

কাজ, দূরত্ব, ব্যস্ততা এগুলো শুধু অজুহাত মাত্র। যারে আমি মনে ধরি, তারে চোখে ধরার দরকার নাই- এটা আমার বিশ্বাস।
ধন্যবাদ। ভালো থাকবেন।


এটা হয়তো শুধুই প্রিয়তমার জন্য প্রযোজ্য। সেখানে একটা অবসেসসন কাজ করে তাই দুরত্ব থাকলেও মনের মাঝে তার ভাবনা ঠিকই থাকে।

কিন্তু অন্য সম্পর্ক যেমন বন্ধুত্ব, আত্বীয়র সাথে সম্পর্ক দুরত্বের কারনে দুরত্ব বাড়ে, এটাই বাস্তবতা।

২৭ শে মে, ২০২২ দুপুর ১২:১৬

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনি যেমনটা বলছেন, তেমনটা হতে পারে। হয়ত আমার মাপকাঠিতে ভুল আছে।

৯| ২৭ শে মে, ২০২২ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

সবার ভাবনা এক না। সমস্যা শুরু হয় এখান থেকেই।

২৭ শে মে, ২০২২ দুপুর ১২:৫৪

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: সবার ভাবনা এক না। এটা কোন সমস্যা না। সবার ভাবনা একই হতে হবে- এই চিন্তাভাবনা থেকেই সমস্যার শুরু। আমরা ভিন্ন মানুষ, আমাদের চিন্তাভাবনাও ভিন্ন হবে।
ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ২৭ শে মে, ২০২২ বিকাল ৪:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: না ১/২ % সত্যিকারের ভালোবেসেই প্রিয়জন হয়।

২৭ শে মে, ২০২২ বিকাল ৪:৪১

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: তবে কি বাকি সবই অভিনয়? প্রয়োজনে প্রিয়জন হবার অভিনয়??

১১| ২৭ শে মে, ২০২২ বিকাল ৪:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: অভিনয় নয় আসলে প্রয়োজন।

২৮ শে মে, ২০২২ রাত ১২:৫৬

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: প্রয়োজনের খাতিরেই প্রিয়জন হবার অভিনয় করে হয়তো। অভিনয় না করলে তো তারা প্রিয়জনই হইতো।

১২| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:০৬

মোস্তফা সোহেল বলেছেন: কিছু কিছু প্রিয়জন থেকে যায় আজীবন।

২৮ শে মে, ২০২২ রাত ১২:৫৭

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: তারা হয়ত প্রয়োজনের খাতিরে নয়... প্রিয়জন হবার খাতিরেই কাছে এসেছিল। তাই তারা প্রিয়জন হয়েই রয়ে যায়।

১৩| ২৭ শে মে, ২০২২ রাত ৯:১৭

রানার ব্লগ বলেছেন: এটা নির্ভর করে। প্রয়োজন থেকে প্রীয়জন হতেই পারে। প্রয়োজন না হলে কেউই কাছে আসে না। এখন প্রয়োজন টা কিসের তাও দেখার বিষয়।

২৮ শে মে, ২০২২ রাত ১২:৫৯

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: সবারই কি প্রয়োজনই থাকে শুধু??? কারো কি প্রয়োজন ছাড়াই কারো প্রিয়জন হবার ইচ্ছা জাগে না?? কেউ কি চায় না সে কারো প্রয়োজন ছাড়াই প্রিয়জনের লিস্টে থাকুক???

১৪| ২৭ শে মে, ২০২২ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৮ শে মে, ২০২২ রাত ১:০৩

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনি আমার ভাঙা ব্লগের ভাঙা ভাঙা লেখার স্থায়ী পাঠক। আশা করছি আপনাকে আমার ব্লগের চিরস্থায়ী বাসিন্দা হিসেবে পাবো। ধন্যবাদ। ভালো থাকবেন।

১৫| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৫১

রানার ব্লগ বলেছেন: প্রিয়জনের লিস্টে থাকার ইচ্ছে থাকাটাও প্রয়োজনের মধ্যে পরে

০৪ ঠা জুন, ২০২২ রাত ২:১৪

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: প্রিয়জন হবার ইচ্ছেটা কি কখনও প্রয়োজন হইতে পারে? আপনি কারো প্রিয়র লিস্টে থাকতে চাইবেন, এইটা নিশ্চয়ই আপনার প্রয়োজন না। এইটা আপনার ইচ্ছা, সাধ, বাসনা। আপনি যখন তার থেকে আরো কিছু আশা করবেন যাতে আপনি লাভবান হবেন এবং সেইজন্য আপনি তার প্রিয়জনের লিস্টে থাকতে চান, তখন সেটা প্রয়োজন হয়ে দাড়াঁয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.