নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্বিতীয়া

অদ্বিতীয়া › বিস্তারিত পোস্টঃ

'মাই হেড' মানে আসলে কার মাথা ????

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

'মাই হেড' মানে আসলে কার মাথা?

যিনি এইটা শেখাচ্ছেন তার মাথা ?নাকি যে শিখছে তার মাথা ?

আসলে 'মাই হেড' মানে নিশ্চিতভাবে কার সেটা কেউ বলতে পারবে না ।

এই 'মাই হেড' নিয়ে নানান কৌতুকও রয়েছে ।

এই শব্দটা একটা বিভ্রান্তিমূলক শব্দ ।তবে এটা আবার সবার ক্ষেত্রে নয় ।



অনেকক্ষণ ধরে পাশের ঘরে থেকে মাই হেড মানে স্যারের মাথা শুনতে শুনতে বাবা এসে ধরলেন ছেলেকে ,মাই হেড মানে স্যারের মাথা এটা তোকে কে বলল ?

কেন ,আমাদের স্যারই তো কালকে শিখিয়ে দিলেন স্কুলে যে মাই হেড মানে আমার মাথা ।

বাবা বুঝলেন গোলমালটা কোথায় ।তিনি শুধরে দিয়ে বললেন ,মাই হেড মানে স্যারের মাথা নয় ,মাই হেড হলো আমার মাথা ।

বাবা তো বলেই বাইরে চলে গেলেন ।এদিকে ছেলে এবার সুর করে মুখস্থ করতে লাগল মাই হেড মানে বাবার মাথা ,মাই হেড মানে. . . . . . . .



আসলে মাই হেড মানে কার মাথা ?স্যারের না বাবার ?এই ধন্ধের মধ্যে পড়ে ছেলেটি ঘুরপাক খেতে লাগল ।এই ধন্ধ তার কাটবে না কোনদিনো ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

বিডি গ্যাংস্টার বলেছেন: আসলে মাই হেড মানে কার মাথা!?

২| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৪

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: হুম.... আসলেই কার মাথা।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১

অদ্বিতীয়া বলেছেন: হিঃ হিঃ হিঃ হিঃ---!
মাই হেড মানে আসলে কার মাথা--?

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

ডার্ক ম্যান বলেছেন: মাই হেড মানে অদ্বিতীয়ার মাথা।

৫| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১

অদ্বিতীয়া বলেছেন: কিভাবে ?
মাই হেড মানে তো ডার্ক ম্যানের মাথা---!!!!

৬| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৫

ডার্ক ম্যান বলেছেন: যেভাবে গল্প লিখা হয়েছে সেভাবে।

৭| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮

অদ্বিতীয়া বলেছেন: তাই নাকি--?
কিন্তু আমি তো বুঝতে পারছি না--
আসলে আমার অবস্থাও বোধহয় ঐ ছেলেটার মতো হয়ে গেছে---

৮| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭

ডার্ক ম্যান বলেছেন: হয়ে গেছে কি! অলরেডী হয়ে আছে।পরিবার আর আপন মানুষ তো অতীষ্ট!!

৯| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

অদ্বিতীয়া বলেছেন: মাই গড--!-!-
আপনি জানলেন কিভাবে-?

১০| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভারী মজা পাইলাম জাল চানাচুরের মত। হা হা হা

১১| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪২

অদ্বিতীয়া বলেছেন: আপনার কথা শুনিয়া আমিও মজা পাইলাম ।
হিঃ হিঃ হিঃ--

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.