![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
কারো মাথায় পোকা ঘোরে
কারো মাথায় চিকা,
কেউবা আবার ১টা থেকে ১০টা করে নিকা!
কেউ আবার নিজের টাকা জমায় বাপের বাড়ি,
কেউবা রাগে-ক্ষোভে পোড়ায় নিজের ছেড়া শাড়ি!
কেউবা আবার বাবার মাজার পূণ্যে-শূণ্যে ভরে;
কেউবা আবার বিষের বাঁশি পশ্চাদে ফুঁ মারে!
এসব যেন হরহামেশাই ঘটতে পারে হেথা,
বলতে পারো বলছি আমি কোন দেশেরই কথা?
-অজাত কবি
©somewhere in net ltd.