![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
ঠান্ডা মৃদু হাওয়াটা খুব ভোরের,
দিনের আলো লাগলো চোখে রাতচোরের;
সয়না আহা! অস্থিরতায় দিন কাটে,
রাত আসেনা! অপেক্ষাতে বুক ফাঁটে;
দারুন দারুন উন্নতি হয় এই হেথা,
কী যে দারুন! বুলবুলিরা কয় কথা,
দারুন দরূন কোনটা কী যে অর্থ নেই!
কান মলে দেয় দারুন কলের ভেলকিতেই।
এমন সকল কাণ্ডখানা চলছেতো!
ওরাই মরে! মরবে কারা! বলবেতো?
-অজাত কবি
©somewhere in net ltd.