![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
সঙ্গবদ্ধ মৌমাছিরা নেই কোথাও! ভয়ের কী?
সারিসারি মাছিগুলো পাহারাতেও রেখেছি;
করলে বেশী নড়াচড়া পাখনাগুলোয় আঠা দেই!
কাতর হয়ে মধুর স্মৃতি এখন তাদের মনে নেই।
মাছির সুরে মৌমাছিরা স্তুতি গান গাইতো না;
মৌমাছিদের মধু-টধু পেটে আমার সইতো না;
ফুলের মধু এখন আনে আমার পোষা মাছিরা,
খুব করি পান নো টেনশন! পেটে গেছে সহিয়া।
আমার রাজ্যে আমিই রাজা, কে পারেরে মিটায় তা?
আমি যা দেই গলদকরণ চুপেচাপেই করে যা;
আমি আছি থাকবো হেথা নেই কোথাও ভয়ের ফাঁক,
বিদ্রোহ তাই করবেটা কে? ভেঙ্গে দিছি মধুর চাক।
--ওরে বোকা! মৌয়ের জাতি!
একটুও মৌ নেই কোথাও;
মধুর বসত গড়তে হলে মাছির রাজা আজ তাড়াও!
-অজাত কবি
০১ লা নভেম্বর, ২০২২ রাত ১২:১৪
অজাত কবি বলেছেন: প্রিয় পাঠকের মূল্যায়নই শ্রেয়!
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫২
সোনাগাজী বলেছেন:
আসলেই অজাত কবি?