![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
দাদার কাছে বিনয় করে বলেছিলাম- ভাই!
দিদির ভালোর জন্য যেন একটু সাপোর্ট পাই।
দিদি হলো সোনালী মা সোনার ছেলে জন্মায়;
রুপা-তামার ছেলে পেলে ইচ্ছে মতো ধমকায়!
দাদা তোমার একটু দয়া,
নিখুঁত করে সোনার কায়া।
নইলে যে রং জ্বলে যাবে,
সোনার দেহ জং -এ খাবে!
-অজাত কবি
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২
অজাত কবি বলেছেন: ধৈর্য্য নিয়ে সমাজের তিক্ত চিত্র পঠনের জন্য ধন্যবাদ তো দিতেই পারি প্রিয় পাঠক।
২| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৮
বিজন রয় বলেছেন: রং জ্বলে যাওয়ার আগেই ব্যবস্থা নেওয়া হোক। তাহলে আর জং ধরবে না।
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩
অজাত কবি বলেছেন: বিবেচনা একান্তই কর্তৃপক্ষের!
৩| ০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০
মিরোরডডল বলেছেন:
প্রতিটা পোষ্টের পটভূমির চিত্র মজার ।
ওগুলো কিভাবে করা হয়েছে ?
০১ লা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৪
অজাত কবি বলেছেন: ধন্যবাদ! অজাত কবির চিন্তিত সম্পাদিত কর্ম!
৪| ০২ রা নভেম্বর, ২০২২ সকাল ১০:৫০
রবিন.হুড বলেছেন: সত্য বলেছেন। কিন্তু সত্য কথা কেউ শুনতে চায় না। ধন্যবাদ সত্য কথা বলার জন্য। আমাদের সমাস্যা আছে এর মধ্যেই সম্ভাবনা খুঁজতে হবে। তরুনদের সৎ ও সঠিক পথ দেখাতে হবে। সোনার ছেলেদের নেতৃত্বে সোনার দেশ গড়তে হবে।
০৫ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:১৫
অজাত কবি বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক - চমৎকার উপলদ্ধির জন্য।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৬
মিরোরডডল বলেছেন:

সবগুলো পড়েছি ।
আয়নাকথন ভালো হচ্ছে