![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
সোনার মোরগ পাগল প্রায়, মুরগিগুলো কাঁপে;
মোরগগুলি লেজের দৈর্ঘ্য বারে বারে মাপে;
ব্যক্তিগত মুরগী আছে, পোষ মেনেছে খুব!
রাত্রীযাপন শান্তিতে হয়, পিনপতঃ নিশ্চুপ।
হঠাৎ করে মুরগীগুলো কক্বাক করে ওঠে!
মোরগ নাকি কামড় দিছে ঠিক বরাবর ঠোঁটে!
মোরগগুলো বিব্রত হয় ঠোঁটে কাপড় বাঁধে;
ভয়ে কাঁপে কখন মালিক চুলায় নিয়ে রাঁধে!
-অজাত কবি
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭
অজাত কবি বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনি
প্রিয় ফুয়াদের বাপ!
তবুও ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪
ফুয়াদের বাপ বলেছেন: মচৎকার হয়েছে...