![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
একটাতে তোর দেব পাড়া;
একটা ধরে দেব টান;
কলিজা তোর মাঝ বরাবর,
হয়ে যাবে খানে-খান!
কোন বাহাদুর আছেরে,
কথার উপর কথা কয়?
কারো বাপের নেই ক্ষমতা,
আমার কামে বাঁধা দেয়!
--এতো এক রাজকুমারী
কুমারি?
অকুমারি?
মহামারি---
-অজাত কবি
১৩ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০১
অজাত কবি বলেছেন: একজন মহামারি নেত্রীর সামান্য চরিত্র!
২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন?
১৩ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২
অজাত কবি বলেছেন: একজন মহামারি নেত্রীর সামান্য চিত্র!
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বুঝলাম না।