![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
এলোমেলো ঘুরেফিরে
ওদের যারাই জন্ম নেয়,
এই সমাজে তারাই নাকি
উচ্চমানের গল্প কয়!
শিখায় যত শিষ্টাচারি
বাস্তবতায় সব ফাঁকা,
হেথায়-সেথায় ভবঘুরে
অশ্লীলতার রঙ মাখা।
পোশাক যদি স্বাধীনতা!
বোরকা পরলে ক্ষতি কী?
খোলামেলায় মজা লাগে!
হিজাবে সব চুলকানি!
চুলায়-মাঞ্জা, চুলায়-মাথা,
নাম হলো তার জ্ঞানজীবি;
আসলেতো নয় সেক্যুলার
ইসলামেতেই সব ভীতি।
-অজাত কবি
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯
অজাত কবি বলেছেন: ধন্যবাদ!
২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: মানুষ রহস্যময় ইরানে হিজাব বিরুধি আর ইউরোেপে হিজাবের পক্ষে আন্দোলন হয় ।
১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩২
অজাত কবি বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য! প্রিয় পাঠক -- ভালোবাসা অবিরাম।
৩| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ!
ভাল থাকুন।
৪| ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৩
অজাত কবি বলেছেন: ধন্যবাদ মূল্যায়নের জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: ভাল।