![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"উনাদের সরাসরি শ্লোগান ছিলো জাতীয় নির্বাচনে জামায়াত ঠেকাও।" (দৈনিক ইনকিলাব ১৯ আগস্ট ০৬)
উনাদের ওপেন চ্যালেঞ্জ ছিলো জামাত কোন ইসলামী দল নয়।
মুফতি আমিনী (রহ) দৈনিক মানবজমিন সাক্ষাত্কারের বলেন,"মওদুদী জামাতের মতবাদের বিরোধীতা আমরা আগেও করেছি, ভবিষ্যতেও করব।
এটা শরীয়তের ব্যাপার। এখানে কোন সমঝোতার সুযোগ নাই।"
(দৈনিক মানবজমিন ৭ অক্টোবর ০৩ মঙ্গলবার)
আল্লামা আহমদ শফি সাহেব বলেন, "জামাত শিবিরের সাথে আমাদের বিরোধ। এইটা রাজনৈতিক বিরোধ নয়। এ বিরোধ আক্বীদাগত।"
(দৈনিক ইনকিলাব ০৯ অক্টোবর ০৩)
বায়তুল মোকারম এর সাবেক খতীব মাওলানা উবায়দুল হক বলেন, "মওদুদী তার তাফসীর এবং বিভিন্ন গ্রন্হ ইসলামী মতবাদের পরিপণ্হী। "
(দৈনিক যুগান্তর ২১ ডিসেম্বর ০৩)
মাওলানা মহিউদ্দিন খান বলেন, "জামাত ইহুদী নাসারা পরিচালিত একটা দল।"
(দৈনিক যুগান্তর ০৬ ডিসেম্বর সোমবার ০৩)
দেশের সকল হক্কানী উলামায়ে কেরাম মওদুদী জামায়াত বিরোধী।
কারন উনারা বুঝতে পারছেন নাস্তিক মুরতাদরা যেমন ইসলামের জন্য মারাত্মক|
তেমন মওদুদী জামাতের দাড়ি"র হাদিস বিক্রিতি, নবী রাসূল ও সাহাবাদের সমালোচনা, কোরআন হাদিসের মনগড়া ভুল ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি এইসব ও কম মারাত্মক নয়।
হক্কানী আলেমগন মৌদুদীর বিরোধিতার অসংখ কারন গুলোর মদ্ধে একটি হল রাসুল (সঃ) প্রতি তাদের ভ্রান্ত আক্বীদা।
রাসুল(সঃ) এর প্রতি তার ভ্রান্ত আক্বীদার মদ্ধ থেকে মাত্র একটি তুলে ধরা হল, মৌদুদী বলেন, "মহা নবী (সঃ) নিজ মনগড়া কথা বলেছেন এবং তিনি নিজের কথায় নিজেই সন্দেহ পোষন করেছেন। (দেখুন- তরজমানুল কুর'আন, রবিঃ আউঃ ১৩৬৫ হিজরী)
এখন সচেতন মুসলমান ভাইদের প্রতি আমার প্রশ্ন, যে স্বয়ং রাসুল (সঃ) এর প্রতি এমন বাজে মন্তব্য করে, তার কি ঈমান থাকতে পারে???