নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Omar1971

এখনও তেমন আহামরি কিছু হতে পারিনি !

Omar1971 › বিস্তারিত পোস্টঃ

২১ ফেব্রুয়ারীর মূলের কথা কি !

১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩

২১ ফেব্রুয়ারীর মূলের কথা কি জানে আমাদের ডিজুয়েস পোলাপান ?
ওহ! মূলের কথা জানলে তো আর ডিজুয়েস থাকবে না, মৌলবাদী হয়ে যাবে ।
==================
‪#‎ মহান‬ভাষাআন্দোলনের মূল উদ্যোগতা ছিল তমদ্দুন মজলিস (সংগঠন)।
তমদ্দুন মজলিসের প্রধান ব্যক্তি ও প্রাণপুরুষ ছিলেন মরহুম প্রিন্সাপ্যাল আবুল কাশেম । ভাষা আন্দোলনে তমদ্দূন মজলিসের মূল চিন্তা ছিল অধিকারের বঞ্চনা থেকে মুক্তি । পাকিস্তান প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই উর্দূকে এতদঞ্চলে প্রশাসনিক ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে প্রচলনের প্রয়াস লক্ষ্য করা যাচ্ছিল । অতীতের পরীক্ষিত বাস্তবতা হল, ভাষার জটিলতা একটি জাতিকে বিভিন্ন ভাবে কোনঠাসা ও পশ্চাদপদ করে দিতে সক্ষম । সে কারণেই তমদ্দুন মজলিস বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষে ব্যাপকভাবে বুদ্ধিবৃত্তিক প্রোগ্রাম শুরু করে । ......,
__ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর
==================
‪#‎ বলা‬বাহুল্য আটচল্লিশের ১১ মার্চে বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সেক্রেটারিয়েট ঘেরাও , বায়ান্নর ২১ ফেব্রুয়ারীতে মিছিল ও মিছিলে গুলি চালানোর পর তা নিয়ে প্রতিবেদন সব কিছুর নেতৃত্তবে ছিল তমুদ্দুন মজলিস ।
‪#‎ তমদ্দুন‬মজলিস একটি ইসলামি সাংস্কৃতিক সংগঠন। পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তুলে তমদ্দুন মজলিস বাংলা ভাষা আন্দোলনের প্রতিষ্ঠা করে।
__তথ্যসূত্রbr /> উইকিপডিয়া ।
==================
‪#‎ এখন‬আমাদের ডিজিটাল যুগের কথিত সূশীল সমাজের ধ্বজাধারীরা যারা নিজেদের সন্তানদের এমন ডিজুয়েস বানিয়ে রেখেছে যে , ইসলামী সংগঠনের নাম শুনলে ভাবে এই তো মৌলবাদীর দল । এদের থেকে থেকে দুরত্ত্ব বজায় রাখা ভাল । অথচ সেই ইসলামী সংগঠনের অর্জিত ২১ আসলে তাদের তোলপাড়ে কানে তালা লেগে যায় । এদের মুখের ভাষা বাংলা না বাংরেজি বোঝা কঠিন ।
==================
‪#‎ যাক‬পোলাপানের কথা বাদ দিলাম । এবার আসি চেতনাধারীদের কথায় ।তারা ইংরেজিতে কথা বলাকে সভ্যতা মনে করে, দু’শব্দ ইংরেজিতে বলে গর্ববোধ করে। অফিস-আদালতে পুরোদমে চলে ভিন্ন ভাষার দাপট। এই যদি হয় বাংলার প্রতি কৃত্রিম ভালোবাসার নমুনা তাহলে বায়ান্নর শহীদানের ত্যাগ-তিতিক্ষারপ্রয়োজনই বা কি ছিল? এ জন্যই কি তাজা খুনে রাজপথ তারা রাঙায়িত করেছিল? চেতনাধারীরা ২১ আসলে শহিদমিনারের বেদিতে ফুল দিয়ে চেতনা প্রকাশ করে । তাদের ভিতর আবার ধর্মদ্রোহী স্যেকুলাররাও আছে । আর হিন্দুরা তো বেদিতে ফুল দেবে এটা তাদের ধর্ম । কিন্তু চেতনাধারীরা ঐ সময় মনে হয় অচেতন হয়ে যায় । যে , ইসলামী সংগঠনের শহিদদেরকে হিন্দুয়ানী রীতিতে পূজা করা হচ্ছে । যাদেরকে এ যুগে হলে মৌলবাদী বলে হয় তো নিরাপদ দূরত্ত্ব বজায় রাখত ।
‪#‎ এবার‬হিন্দুদের নিয়ে কিছু বলি । ২১ এলে তাদের কতিপয় কালোবিড়াল মার্কা লোক এমন ভাব দেখায় যে বাংলা ভাষার মালিক মনে হয় হিন্দুরা । তাদের মনে রাখা উচিত যে ভাষা আন্দোলনের মূলে মুসলমানদের অবদান । ২১ শে তে তারা মুসলমানদের পূজা করে । ( ইসলামে এটা বৈধ নয় )
আর সকল ডিজুয়েস পোলাপান , চেতনাধারী , স্যেকুলার, হিন্দুদের মনে রাখতে হবে ভাষা শহিদদের কেউ অমুসলিম অথবা স্যেকুলার ছিলেন না । সবাই মুসলিম ছিলেন । যদিও রাজনৈতিক ফায়দার কারণে ভাষা আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোক জড়িত ছিল । স্যেকুলার , কমিউনিস্টের কেউ কেউ ছিল ।
==============
এবার আসি মুসলমানদের কথায় । কাউকে ছাড় দিচ্ছি না ইনশা আল্লাহ । মুসলিম বিশ্বের অহঙ্কার, ইসলামী শ্রেষ্ঠ চিন্তাবিদ ও সাহিত্যিক সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) বাংলাদেশের এক উলামা সেমিনারে বলেন যে, আমার কথা আপনারা লিখে রাখুন। দীর্ঘ জীবনের লব্ধ অভিজ্ঞতা থেকে বলছি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি উদাসীনতা প্রদর্শন কিংবা বিমাতাসুলভ আচরণ এদেশের আলেম সমাজের জন্য জাতীয় আত্মহত্যারই নামান্তর হবে।
বাংলা ভাষাকে অন্তরের মমতা দিয়ে গ্রহণ করুন এবং মেধা ও প্রতিভা দিয়ে বাংলা সাহিত্য চর্চা করুন। কে বলেছে, এটা অস্পৃশ্য ভাষা? কে বলেছে এটা হিন্দুদের ভাষা? বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় পুণ্য নেই, পুণ্য শুধু আরবিতে-উর্দুতে,কোথায় পেয়েছেন এ ফতোয়া? এ ভ্রান্ত ও আত্মঘাতী ধারণা বর্জন করুন। এটা অজ্ঞতা ও মূর্খতা। আগামী দিনের জন্য এর পরিণতি বড় ভয়াবহ। (১৯৮৪ সালের ৪ মার্চ প্রদত্ত ভাষণ) বাংলা ভাষার প্রতি আমাদের উদাসীনতা দেখে আল্লামা নদভী (র.) আবেগমাখা কণ্ঠে এ কথাগুলো বলে আমাদের সুপ্ত চেতনাকে জাগ্রত করতে চেয়েছেন। জানি না আমাদের বোধোদয় কবে হবে।
* আমি মূলে বিশ্বাসী একজন সাধারণ মানুষ । তাই মূল নিয়ে কিছু কথা বললাম । আগাবাদে বিশ্বাস করি না তাই আমি একজন মৌলবাদী হতে পেরে নিজেকে ধন্য মনে করি ।
Copy from__ফকির মাস্টার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.