নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁচতে চাই, অর্জন করতে চাই।

ওমর এন সোহান

সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan

ওমর এন সোহান › বিস্তারিত পোস্টঃ

স্যারের বিয়ে ও আমাদের ভাগ্য বদলের প্রত্যাশা

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৮

যেই সময়ের কথা লিখছি, তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি ।

টিফিনের ঠিক পরের ক্লাসটাই ছিল গণিত ।

আনিস স্যার, বয়স কম কিন্তু মেজাজটা কেন যেন খুব গরম...

এমনিতেই পড়াশোনায় তেমন আগ্রহ ছিলনা, যতটুকু ছিল তাও আনিস স্যারের ‘অসাম’ কায়দায় মাইরের কারণেই!

তারপরও বেকায়দা......

অঙ্ক দিলে পারতাম কিন্তু সম্পাদ্য, উপপাদ্য কয়দিন পড়া দিতে পেড়েছি, সেই হিসেব করলে দুই হাতের আঙ্গুলের দাগও পেরোবে না! !

এমনটা আরো অনেকেরই হতো ।

গ্রীষ্মকালীন অবকাশ যাপনের ছুটি হওয়ার সময় যথারীতি সব স্যার, ম্যাডামরা একগাদা পড়া দিয়ে দিলেন ।

মনে মনে মাস্টার প্ল্যান করছি । “যেই স্যার যেমন মারে, সেই অনুপাতে হবে আমার পড়াশোনা ।”

সেই হিসেবে সবচেয়ে বেশী পড়াতো আনিস স্যারেরই । কিন্তু আশার কথা সেই ছুটিতেই আনিস স্যার বিয়ে করবেন শুনেছি । সবাই গবেষণা করতে লাগলাম বিয়ের পর স্যারের কী কী পরিবর্তন হতে পারে, কিংবা আদৌ হবে কি না ।

বিয়ের পর স্যার আর আগের মত মারবেন না, মুটামুটি সবাই এই বিষয়ে একমত হলাম ।

এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ......ছুটি শেষ ! !

স্কুল খুলেছে,

ক্লাস শুরু, ক্লাসে ঢুকেছেন গুরু, মাইরও শুরু !

তবে এইবার আর আগেরমতো নয়, আগের চাইতেও......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.