![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরেই অনেকগুলো জিনিস খেয়াল করছি । ব্যাপারটা খুবই জটিল ।আবার খুব বেশি জটিল ও না । রাতের বেলা ঘুমাতে গেলে ঘুম আসে না । দিনের বেলা শুরুই হয় দুপুর থেকে । নিশাচর টাইপ ।এই সময় মাথায় নানা চিন্তা আসে । মাঝেমধ্যে মনে হয় জীবন তো খুব সহজেই বদলে ফেলা যায় । কাল থেকেই কিছু একটা করতে হবে । আজকে বেকার আছি তো কি হয়েছে?কালকের পর তো ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে । মাঝে মাঝে চোখ বন্ধ করেই হাস্তে থাকি মুচকি মুচকি । কি যেন মনে পড়ে ! গভীর রাতের রক্তে এক ধরনের মাদকতা ছেয়ে ধরে পুরো শরীরটাকে । হুট করে মন খারাপ হয়ে যায় । মনে হয়, ইশ!কেউ যদি থাকতো !ঘুমের মধ্যে আমার কোঁকড়ানো চুলগুলোকে ঠিক করে দেয়ার জন্য । কারও ঘ্রান নিতে নিতে ঘুম চলে আসত !আমার উপর কেউ অটুট আস্থা নিয়ে সবসময় ছায়াসঙ্গি হয়ে কাটাত । সুন্দর কেউ । এমন কোন মেয়ে যার গালের কাল তিল স্পর্শ করার জন্য হাত এমনিতেই চলে যেত । যার সৌন্দর্য দেখে গোটা রাত-দিন বিভর হয়ে থাকতাম । এমন অনেক ইচ্ছাই থাকে মনে মনে । দুঃখের বিষয় সুন্দরী সবার ভাগ্যে জোটে না । তবু কল্পনা করতে ভাল লাগে যে কেউ পাশে আছে , তার ঘ্রান পাচ্ছি , তার কোমল হাতের স্পর্শ পাচ্ছি । বাস্তবে এসবের কিছুই হয় না । আমরা সবাই কম বেশি অনুভব করতে চাই আমাদের পাশে কেউ থাকুক গভীর মমতা নিয়ে , অনেকটুকু ভালবাসা নিয়ে । সত্যি সত্যি । মাঝে মাঝে অবশ্য মন খারাপ হতে থাকে । বিরক্ত হতে হতে একসময় মনে হয় কাউকে তো দরকার নেই !একা আছি , বেশ আছি । তবু কোথায় যেন কোন গহীনে হাহাকার করতে করতে হৃদয়টা জানিয়ে দেয় ভালবাসার জন্য আমারও মন কাঁদে । এ অনুভুতি হয়ত খালি একা আমার নয় , আর অনেকের এই ভেবে রাত শেষ করি অচমকা ঘুমে ।
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮
অমিয় আহমেদ বলেছেন: জমির আসলেই অনেক দাম রে ভাই :/
৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯
অমিয় আহমেদ বলেছেন: জমির আসলেই অনেক দাম রে ভাই :/
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৩
bappyalmamun বলেছেন: ওরে মামুর বিটা জমির বড়ই দাম।