নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমিয় আহমেদ

অমিয় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সুন্দরীরাই সুন্দর নয়

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

প্রতিদিনকার বিজ্ঞাপনচিত্র আর টিভি চ্যানেলে পণ্য সামগ্রীর বিজ্ঞাপন দেখতে দেখতে মাঝে মাঝে অনিচ্ছায়েও চোখ কপালে উঠে যায় । কেন? সেই প্রশ্নের উত্তরটাই একটু পেঁচানো অথচ জলের মত পরিষ্কার । একটু খেয়াল করলেই দেখবেন যেকোনো ধরনের বিজ্ঞাপন হোক না কেন সুন্দরী একজন নারীর উপস্থিতি প্রায় আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে । পণ্য না গিললেও নারীকে গিলিয়ে দেয়ার যে টোপ ফেলা হয়েছে এবং বড়শিতে শতেক ক্রেতা বাঁধা পড়ে সেইসব পণ্যকে ওইসব সুন্দরী মডেলদের মত রূপসী (!) আর গুণসম্পন্ন মনে করে কিনে ফেলছেন তাদের কোন দোষ দেখিনা । সামান্য শেভিং রেজোর থেকে শুরু করে পায়ের জুতোর বিজ্ঞাপনে সেই নির্দিষ্ট পণ্যের আকর্ষণকে যতনা হাইলাইট করা হয় তারচেয়ে বেশি হাইলাইট করা হয় ওইসব সুন্দরী নারীদের , নারী মডেলদের । এই সমস্ত কিছুই একধরনের বিজনেস পলিসি । পণ্য না খান , নারী ও যে চোখ দিয়ে খাওয়া যায় ! পারফেক্ট বডি ফিগার মানে স্লিম বডি , দাগহীন মুখমণ্ডল , আকর্ষণীয় চেহারা ও কিছুটা উত্তেজক ভাবকে পুঁজি করে নারীদেরকে যে ওয়েস্টার্ন স্বাধীনতার পাশাপাশি পন্যের মডেল হবার এক ফাঁকে পণ্য তেই পরিণত করছে সে খবর কিন্ত একদিক দিয়ে ধামাচাপাই পড়ে গেছে । কথা সেখানে নয় । সেইসব মডেলদের কে আদর্শ ধরে নিয়ে আজকাল তাদের ড্রেসআপ , অঙ্গভঙ্গি , সেক্স অ্যাপিল পর্যন্ত অনুকরণ করছে সাধারণ ঘরের মেয়েরা !

কারন ?

তার আগে একটা প্রশ্ন । আপনার কি ধরনের মেয়ে পছন্দ ? এই প্রশ্নের উত্তরে একেকজন একেকরকম উত্তর দিবেন । এক ডকুমেন্টারিতে এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ পুরুষই চেয়েছেন যে মেয়ের বডি ফিগার স্লিম হতে হবে । সুন্দর হতে হবে !

সুন্দরের সংজ্ঞা কি? ৩৬-২৪-৩৬ মানেই কি সুন্দর ? আপনার মেয়ে সন্তানকে ছোটবেলায় আপনি বারবি ডল কিনে দিচ্ছেন । বারবি ডল এর মডেলদের আকর্ষণ , পোশাক - পরিচ্ছদ , ডাক ফেস সমস্ত কিছুই আপনার মেয়ে মাঝে মাঝে অনুকরন করার চেষ্টা করে সেই খবর কি আপনি জানেন? কিভাবে গাল টাকে পরিবর্তন করতে পারলে ওই বারবি ডলের মত সুন্দর লাগবে সে খবর কেউ তাকে শিখিয়ে দেয় নি । সমাজ আপ্নাতেই শিখাচ্ছে ।

আরেকটু খেয়াল করুন । সুদর হতে হবে ওই মডেলের মত , ওই নায়িকার মত , তার মুখে কোন দাগ নেই , নাকটা খাড়া । আসলেই কি তাই? এক বিজ্ঞাপনচিত্রের আমেরিকান মডেল নিজেই একসময় আফসোস করে বলেছিলেন , ইশ ! আমি যদি সত্যি সত্যি ওই মডেল চরিত্রের মত সুন্দর হতে পারতাম ! আসলেই তাই !এরা কেউই পর্দার মডেলদের মত সুন্দরী নয় । এদের সবার মুখেই অসংখ্য দাগ আছে । প্রচুর মেকাপ এর এদের চেনার উপায়ই থাকেনা । তাছার ফটোশপ এর কল্যাণে কারও নাক কে খাড়া করা হয় , মুখ থেকে দাগ সরানো হয় , গাল চাপানো হয় !শেষমেশ এরা কেউই নিজেদের মতন থাকেনা ।সবচেয়ে অবাক করার মত বিষয় হচ্ছে আমরা সুন্দরীদের প্রতিযোগিতার আয়োজন করছি ! সারাদেশ থেকে , সারা বিশ্ব থেকে বাছাই করে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে সুন্দরীদের একটা মঞ্চে একত্রিত করে সেরা সুন্দরী বাছাই করছি । এর মানে কি দাঁড়াচ্ছে ? এর মানে এই যে , আমরা নিজেরাই সুন্দরী হবার বিষয়বস্তু নির্ধারণ করে দিচ্ছি , মাপকাঠি তৈরি করছি । অদ্ভুত না??বিলবোর্ড এর মেয়েটাও যে অত সুন্দর না সে খবর আমরা জানার পরও ওইদিকে আকৃষ্ট হচ্ছি । আমরা মানুষরা বিধাতার অপূর্ব সৃষ্টির বিচার করার মত অধিকার অর্জনের চেষ্টা করছি । কি মারাত্মক !



শেষে একটা কথা বলি । ইথিওপিয়া বর্তমান বিশ্বে সবচেয়ে গরিব দেশ । তারা দেখতে কাল , হৃষ্টপুষ্ট নয় । তারা অসুন্দর । অথচ সাদা চামড়ার উন্নত বক্ষ , ক্ষীণ কটিদেশ সম্বলিত মেয়েরা সুন্দর ।অবাক করার মত বিষয় হচ্ছে প্রাচীনকালে ইথিওপিয়া ছিল সবচেয়ে ধনী দেশ । তাদের কাল কাল মেয়েরাই তখন সৌন্দর্যের মাপকাঠি ছিল । সবাই তাদের অনুকরণ করতে পছন্দ করত । প্রাচীন গ্রীকরা মনে করত , স্বয়ং দেবতা ইথিওপিয়ায় নেমে আসেন তাদের পার্টিতে যোগ দেয়ার জন্য । ক্ষমতার হাত বদল হল। ব্রিটিশরা ক্ষমতায় এসে সমস্ত ভাব- ধারনা পাল্টে দিল । তখন ফর্সারাই সুন্দরের মাপকাঠিতে পরিণত হল । তৈরি হল "ফর্সা মানেই সুন্দর" যুগ । আর পশ্চিমা স্রোতে ভাসতে ভাসতে আমরাও তাদের সেক্স ইন্ডিপেন্ডেন্ট মনোভাবের শিকার হয়ে সৌন্দর্যের স্কেল বানালাম । কে সুন্দর আর কে অসুন্দর তার বিচার করলাম । একসময় ভুলেই গেলাম বিধাতার সমস্ত সৃষ্টিই সুন্দর । সুন্দর হতে হলে ওই পন্য রুপী মডেলদের মতই হতে হবে ভেবে সারাদিন মন খারাপ করে থাকতে হবে এমন অনেককেই আমি দেখেছি । আসলে তার কোন মানে নেই । সেই সব মডেলরাও ওই পর্দার মডেলদের মত সুন্দরী না ! আর আমরা সবাই সুন্দর । মানুষ মানেই সুন্দর ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

নিলু বলেছেন: একদা সুনেছিলাম , ৩২-২৮-৩৪ , বিউটিশিয়ানরা তো , সাদা মেয়েকে , আরও ফর্সা করে ফেলছে ,লিখে যান

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

অমিয় আহমেদ বলেছেন: শুধু কি ফর্সা করেই শেষ ! দিনের আলোতে চোখে ঝলসে যায় মাঝে মাঝে ! ধন্যবাদ প্রেরণার জন্য !

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

নতুন বলেছেন: পত্রিকায় ছাপা সব ছবিই প্রচন্ড ফোটসপ মেকওভার করে ছাপা হয়....
মিডিয়াতে সবাই ভারি মেকাপ করে....

তাই সবাই যা দেখছে তা বানানো সৌন্দয...

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

এনামুল রেজা বলেছেন: সবকিছুই বিপণন বিশ্বের সাজানো গুছানো ট্র্যাপ। সারা পৃথিবীর নারীরাই ট্র্যাপড হচ্ছে রোজ.. কনজুমারিজমের ভূত মাথায় চেপেছে শতেক বছরের কন্ত্রোভার্সির ফলে। সহজে নামবেও না। :(

৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

অমিয় আহমেদ বলেছেন: কনজুমারিজমের ভূত সত্যি ভুতের চেয়েও যে বেশি ভয় পাই ভাই ! :(

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

অমিয় আহমেদ বলেছেন: সত্যিই তাই । নকল সৌন্দর্যের ভিড়ে আসল সৌন্দর্যই হারিয়ে গেছে ।

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

অমিয় আহমেদ বলেছেন: আমরা তো এখন আর নিজেরাও আসল সৌন্দর্য খুঁজি না । সমস্যা সেখানেও । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.