নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমিয় আহমেদ

অমিয় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আসলে ভালোবাসার কিচ্ছু নেই

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮

হয়ত ভালবাসার নির্দিষ্ট কোন মানে নেই

সামান্য কিছু হরমোন খুঁচিয়ে খুঁচিয়ে

আবেগ নামের কি যেন ধারাস্নানের মত পুরো শরীরে

ধাক্কা দেয় সময়ে সময়ে ।

চিলেকোঠার ছোট্ট জানালা দিয়ে কি মনে করে প্রচণ্ড বেগে

ধেয়ে আসে বাতাস , আকাশের চাঁদ কেমন করে যেন

নেমে আসে বারান্দার কাছে । সবই সম্ভব ভালবাসলে ।



হয়ত ভালবাসার নির্দিষ্ট কোন মানে থাকেনা

সামান্য কিছু ফুল পুরো বাগানের মত সুঘ্রাণে

ভরে দেয় নিভৃত হ্রদয়ের ভুঁই ; ভ্রান্তিতে , ক্লান্তিতে

পুষ্পিত হয় আবেগের রঙ ।

মাঝরাতে ধেয়ে আসা সেই মলয়-সমীর ঘুম ভেঙ্গে দেয়

আকাশের চাঁদ ব্যাকুলতা নিয়ে ফুটে থাকে দুচোখের তারায় ,

অন্ধকার বড় ভাল লাগে । ভালবাসলে এমনই তো হয় ।



মায়াময় সংস্কৃতিগুলি লিপিবদ্ধ হয়ে জমে থাকে বুকে

নির্লিপ্ত কাল বেশুমার ভালোলাগা নিয়ে কাকে যেন ভাবে

চোখের পাপড়ির চেয়েও আরও কিছু কাছে মৃগতৃষ্ণিকার মত

কি যেন ভাসে অহর্নিশ , বিস্তৃত থাকে কি সুখদ্যোতনা ,

রুদ্ধশ্বাসে আটকে আসা দমে কার মাদকে নেশার মত লাগে

ভালবাসলে কিছু ভয় হয় , কিছু শঙ্কায় তৃপ্তি পাওয়া যায় ।

ভালোবাসা থাকে চেতনায় । ভালবাসলে কিছু অসম্ভব নয় ।



ভালবাসলে সব হয় । আনন্দ হয় , দুঃখ হয় , ধ্যান হয় ,

হৃদয় ভাঙ্গার অনুভূতি হয় , রাতের আকাশের চাঁদ দেখে

কষ্ট হয় , বারান্দার বাতাসে শীত শীত লাগে , ঘুম পায়

রৌরব থাকে ভালবাসলে , দম বন্ধ হয় হৃদয়ের চাপে

ভালবাসা বিষ নিয়ে উঠে আসে , প্রিয়জন ভুলে সবকিছু

ভালবাসলে ভুল হয় , ক্রোধ হয় ।

হৃদয়-বিনিয়োগে পাপ হয় , ভালবাসলে দোষ হয়

বর্ষার রাতে অঝোর বৃষ্টিতে একা একা বোধ হয়

ভালবাসলে হৃদয়ের জেল হয় , সমর্পিত সমাচ্ছন্ন

বোধ থেকে বেরিয়ে আসার রোধ হয় , বারান্দার

গ্রিল থেকে দূরে কিছু দেখে ভয় হয়, হৃদয়ের

সম্প্রদানে কষ্ট হয় , নতুন কারও স্বপ্ন হয় ,

ভালবাসার সমুত্থানে বুকের ভেতর সম্প্রতি এক

চাপ হয় , নেশার মত রক্তে রক্তে কই যেন কি বোধ হয়

জাপটে ধরে হয়ত আবার ভালোবাসা সম্প্রসারিত ভাব হয়

স্মিত এক ঘৃণা হয় , চোখের দিকে তাকিয়ে থেকে

বিষণ্ণ সব ভাবনাগুলি কেমন করে আকাশ-পাতাল চিন্তা করে

ভারাক্রান্ত চিত্তটাকে হুহু করে কাঁদিয়ে দিয়ে

ভালোবাসার ব্যাখ্যাটাকে জোর করে সব বুঝিয়ে দেয় ।



হয়ত ভালোবাসার সত্যি কোন মানে নেই

সামান্য সব ফুলগুলির আজ স্থির কোন মালিক নেই

চোখের জলের জলোচ্ছ্বাসের উচ্ছ্বাসের আজ কারণ নেই

রুদ্ধশ্বাসের আশ্বাস আছে , সেই পরিমাণ বিশ্বাস নেই

ভালবাসলে সবই ভাল । হৃদয় ভাঙলে ভালোবাসার হিসেব নেই ।

হিসেব কষার সময় নেই । সত্যি বলি ভালোবাসার কিচ্ছু নেই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.