নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমিয় আহমেদ

অমিয় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মা\'কে প্রতিদিন ভালবাসুন

১০ ই মে, ২০১৫ দুপুর ২:০৭

মা কে ভালবাসতে হলে দিবসের প্রয়োজন হয় না । নির্দিষ্ট কোন দিন বেশি করে ভালবাসবো আর বাকি দিনগুলো আমার মায়ের প্রতি আমার ভালবাসা সীমার মধ্যে থাকবে এমন তো কথা না । মায়ের জন্য আমাদের সবার ভালবাসা তো অসীম । চিন্তা করে দেখুন আকাশে ভরা পূর্ণিমার চাঁদ । আপনার গাল ছুঁয়ে জ্যোৎস্নার আলো খেলে যাচ্ছে ।হু হু বাতাসে আপনার সমস্ত শরীরে প্রশান্তি এসে ভর করেছে । এলো চুলে ভালবাসার মাখামাখি । অথবা সবচেয়ে আনন্দের মুহূর্ত আপনার জীবনে আসলে আপনার ঠিক যে রকম অনুভুতি হয় , খুব খব করে একবার নরম গলায় সমস্ত অনুভুতি দিয়ে 'মা' ডেকে দেখুন । সমস্ত ভাললাগা আপনি পেয়ে যাবেন এক নিমিষেই । বিশ্বাস হয় না তাই না ? আপনার মায়ের চোখের দিকে প্রতিদিন একটু খেয়াল করে দেখবেন আর ফিসফিস করে হলেও একবার বলবেন , মা , তুমি এত ভাল কেন ? মায়ার জগতে সমস্ত মায়ার সিংহভাগ তো মায়ের কাছেই । একবার চেষ্টা করেই দেখি না আমরা সবাই । শুধু মা দিবসের কর্পোরেট ভালবাসা না বলে প্রতিদিন বললে কি এমন ক্ষতি হবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.