নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমিয় আহমেদ

অমিয় আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বদলে যেয়ে দেখতে হবে

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

আমাদের সকলেরই পরিবর্তন হচ্ছে । দৈহিক , মানসিক , সামাজিক । পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নেয়া খুব বড় ধরনের একটা ব্যাপার । যার যার অবস্থান থেকে তার পরিবর্তন গুলো সবসময় হাইলাইট হয় না । কিছু পরিবর্তন সূক্ষ্ম ।সাথে সাথে আচারের পরিবর্তন , মানসিকতার পরিবর্তন অথবা চিন্তাধারার পরিবর্তন কি চক্রবৃদ্ধি হারে উন্নত হচ্ছে না অবনতি হচ্ছে সে ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ বলেই মনে করি । এই সমাজে পরিবর্তন গুলো মাঝে মাঝে খুবই প্রয়োজন আবার মাঝে মনে হবে সবকিছু অপরিবর্তিত থাকলেই তো হয় ! যার যে পেশা , যার যা নেশা সে অনুযায়ী আমাদের পরিবর্তন গুলি লক্ষণীয় । একজন রিকশাওয়ালা অলস দুপুরে নির্জনে বসে হাত-পা ছেড়ে দিয়ে ঘুঘুর ডাক শুনতে থাকলে তার পরিবর্তন কি সঠিক না বেঠিক সেটা ভাবার আগেই আপনি বলে দিতে পারেন । একজন মুদি দোকানদার চায়ের কাপে খুব সাবধানে কখন কন্ডেন্সড মিল্ক কমিয়ে দিল । আপনার চায়ের স্বাদ তেঁতো হয়ে যাওয়ায় আপনি তো আর রেগে যেতে পারেন না ! রিকশাওয়ালা ৫ টাকা ভাড়া বাড়িয়ে চাইল বলে তো আপনি আর রেগে যেতে পারেন না । অথচ আপনার রাগের পরিমাণ এইসব নিচু (!) শ্রেণীর মানুষদের উপর সমানুপাতিক হারে বাড়বে । যিনি চাকরিজীবী তিনি অফিসের বসের সাথে নীতি কথা শোনাতে পারবেন না । তিনি নীতি কথা শোনাবেন তার অধস্তন কারও সাথে নয়ত সন্ধ্যায় বাসায় ফিরে সেই রাগ গিয়ে পড়বে তার পরিবারের উপরে । হয়ত এইখানে তিনি আর নৈতিক থাকলেন না । আপনি পাঁচ তারকা হোটেল এর মালিক হলে আপনার কাছে দেশের বাকি সব বস্তির মত লাগতেই পারে । কিন্তু দেশ কে পাঁচ তারকা বানাতে পাঁচ তারা দেয়া হোটেল বানাইলেই কি চলবে ? আপনি শিক্ষক । চাইলেই ধুমধাম করে ছাত্রের খাতা কেটে দিয়ে স্বস্তি পেতে পারেন । অথবা চাইলেই জগাখিচুড়িকে বিরয়ানীর নাম্বার দিয়ে হাইস্কেলে সেট করতে পারেন । আপনার পরিবর্তন ছাত্রের পরিবর্তন কতটুক আনবে সে ব্যাপারে কি ভেবেছেন কখনো ?আপনি কোন কাজ করেন না । কার ভাল কথার আগেও নেই পিছেও নেই । সাধু - সন্ন্যাসীদের লেভেলে চলে গেছেন ভাবছেন ? কিছু না করে চুপচাপ বসে থাকার পরিবর্তন সমাজের দরকার নেই । অথবা অতি উৎসাহী কারো সমাজে দরকার আছে কিনা কে জানে ? সব ধরনের লোকদের সব ধরনের পরিবর্তন কখনই কি আসবেনা? যিনি মূল্যবোধ কেয়ার করেন না তিনি মূল্যবোধ শিখলেন অন্ন কারো কাছে । যিনি অনৈতিক তিনি না হয় একদিন নৈতিকতাকে মূল্য দিয়ে দেখলেন কাজে লাগে কিনা ! যিনি অশিক্ষিত তিনি না হয় কারো কাছে শিক্ষার আগ্রহ দেখালেন । যিনি শিক্ষিত তিনি না হয় কাউকে শিক্ষিত করে তোলার দায়িত্ব নিলেন । যিনি ট্রাফিক তিনি সময়ের সাথে ট্রাফিক নিয়ম-কানুন গুলি নিজেও মেনে চললেন । সাধারণ মানুষগুলো ও ট্রাফিক নিয়মের আওতায় নিজেকে নিয়ে এলেন । এইসব পরিবর্তন তো সামাজিক , মানসিক সব ধরনেরই । আর দৈহিক ? নিজেকে সংবরণ করুন , নিজের পারসোনালিটি মেনে চলার চেষ্টাটুকু করুন । মানুষকে সম্মান করুন । সবাইকে সবার স্থানের যথাযথ মর্যাদা দিন । নিজের শরিরের শান্তি মানসিক শান্তির সাথেই সংযুক্ত । আপনি বদলান না একটাদিন ? দেখবেন পরিবর্তন উন্নতি নিয়েই আসবে এইমতে । অবনতি যাবে সিন্ধু মহাসাগরে ডুব দিয়ে আত্মহত্যা করতে । পরিবর্তন আসতে সমস্যা নেই এভাবেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.